নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কিছু দেশকে পায়খানার রাস্তার দেশ বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১



হেইতি, এল সালবাদর ও আফ্রিকান দেশগুলোকে পায়খানার রাস্তার দেশ বলছে ট্রাম্প; সে বলেছে আমেরিকায় লোক দরকার আছে, তবে পায়খানার রাস্তার দেশগুলো থেকে মানুষদের আসতে দেয়া ঠিক হচ্ছে না; আমেরিকায় দরকার নরওয়ের মতো দেশের লোক। ইমিগ্রেশন নিয়ে ট্রাম্প বেশ চাপে আছে; দুইদিন আগে, বিরক্ত হয়ে বলেছে যে, আমেরিকা সবার জন্য নয়, দুষ্টদের এখানে আসার দরকার নেই।

শুনলে মনে হচ্ছে যে, সে একজন রেসিষ্ট; কিন্তু তার এই বক্তব্যটা মোটামুটি বেশ ঠিকই আছে! তার সামান্য ভুল হয়েছে যে, সে পাকিস্তানের নাম যোগ করেনি!

সে অবশ্য দেশ বলতে সেই সব দেশের সরকারকে বুঝায়েছে। বর্তমান পৃথিবীতে, সব দেশে এত বেশী সম্পদ আছে যে, কোন দেশের মানুষজনকে অন্য দেশে কাজের জন্য যাবার দরকার নেই; শুধু চোর, বেকুব ও অদক্ষরা সরকারে থাকাতে, অনেক দেশের মানুষকে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে।

সৌদীর মানুষ দরকার আছে, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা, জার্মানিতে মানুষ দরকার আছে! মানুষ সৌদী যায়, কাজ করে; মানুষ মালয়েশিয়া যায়, কাজ করে; মানুষ কানাডায় যায় দক্ষ ক্যাটেগরীতে, কিন্তু অনেকে কাজ না করে 'ওয়েল ফেয়ারে' বসে থাকে; মানুষ জার্মানী যায়, কাজ না করে ওয়েল ফেরায়ে বসে থাকতে চায়; মানুষ আমেরিকা আসে, ড্রাগ বিক্রয় করে, ওয়েলফেয়ারে বসে থাকে, চেক ও ক্রেডিটকার্ড জালিয়াতী করে, ইনস্যুরেন্স জালিয়াতী করে।

হেইতির কথা ভাবুন: সেখানে বর্তমানে বাংলাদেশী পুলিশের অনেক লোক কাজ করছেন; বাংলাদেশী পুলিশেরা স্হানীয় পুলিশের ৪/৫ গুণ বেশী বেতন পায়; জাতি সংঘ এই বেতন দেয়! বাংলাদেশ থেকে পুলিশ না নিয়ে, সেই টাকায় স্হানীয় পুলিশ নিয়োগ করলে, ১ জন বাংলাদেশীর যায়গায়, ৪/৫ জন স্হানীয় মানুষের চাকুরী হতো; কি কারণে, সেই দেশের সরকার জাতি সংঘের টাকায় বাংলাদেশী পুলিশ ব্যবহার করছে? ট্রাম্প কেন, আপনিও এসব ইডিয়টদের কর্মকান্ড দেখলে, এদেরকে পায়খানার রাস্তার সরকার বলবেন!

বর্তমানে, আমেরিকার বিশাল ইনস্যুরেন্স কোম্পানী, মেট লাইফ যদি টের পায় যে, নাইজেরিয়ান বংশোদ্ভুত কেহ লাইফ-ইনস্যুরেন্স কিনতে চাচ্ছে, তারা কৌশলে সেই লোককে বাদ দেবে! ঘটনা কি? ২০০১ সালের দিকে মেট লাইফ দেখে যে, তাদের নাইজেরিয়ান বংশোদ্ভুত ক্লায়েন্টরা বড় অংকের লাইফ-ইনস্যুরেন্স কেনার ২/১ বছরের ভেতর নাইজেরিয়া বেড়াতে যায়, এবং সেখানে ডাকাতের হাতে নিহত হয়ে যায়, তাদের লাইফ-ইনস্যুরেন্স'এর টাকা পায় পরিবার। তারা একটা প্যাটার্ণ দেখতে পায়, এবং বুঝতে পারে যে, এটা ফ্রড।

দু:খের বিষয় যে, বাংলাদেশের নামও এদের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে!

মন্তব্য ৬৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

আটলান্টিক বলেছেন: সবার আগে পড়লাম

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


আজাকাল বাংলা ও ইংরেজী ২য় পত্রে "কমপ্রিহেনশন"এর উপর প্রশ্ন আসে?

২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ট্রাম্পের উপমা ঠিকই আছে। মানুষ তাকে দেখতে পারেনা দেখে হয়ত বুঝতে চাচ্ছে না আসল বিষয়।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প সবকিছু গুলিয়ে ফেলছে, সন্দেহ নেই। তবে, সে ব্যবসায়ী, এবং জানে যে, সব জাতির কাছে প্রয়োজনের চেয়েও বেশী সম্পদ আছে, তাদের সরকারগুলো দুষ্ট

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

আটলান্টিক বলেছেন: আজাকাল বাংলা ও ইংরেজী ২য় পত্রে "কমপ্রিহেনশন"এর উপর প্রশ্ন আসে?


হঠাৎ এইরকম অপ্রসংঙ্গে?

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


পরীক্ষায় দেখা হতো যে, কিছু একটা পড়ে ছাত্ররা কতটুকু বুঝে!

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সে মেক্সিকান বর্ডারে তার "বিগ ওয়াল" শেষ পর্যন্ত বানাতে পারবে কিনা সেটা দেখার কৌতূহল বেশ। ব্যাপারটা বেশ মজার। ওয়াল বানাবে সে, আর খরচ দিতে বলে মেক্সিকো সরকারকে। =p~ =p~

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


যত বড় দেয়াল দেক না কেন, মেক্সিকানরা আসবেই আসবে। ওখানে নতুন করে দেয়াল না দিয়ে, তার সামান্য দিয়ে যদি মেক্সিকার মানুষদের পড়ায়, সমস্যা সমাধান হয়ে যাবে।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

আটলান্টিক বলেছেন: বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কোন নেগেটিভ ভাবনা না থাকলেই হলো......

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


আরো ৩ বছর সামনে আছে ট্রাম্পের জন্য; আগামী ভোটের সময়, কিংবা পরে, বাংলাদেশ নিয়ে ট্রাম্পের বক্তব্য থাকবে।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: ট্রাম্পকে বলেন না আমাকে আমেরিকা নিয়ে যেতে।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা এলে আপনার আইডেনটিটি থাকবে না; ট্রাম্প চাইলে আনতে পারবে না; কিন্তু চাইলে আপনি আসতে পারবেন।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমেরিকা এলে আপনার আইডেনটিটি থাকবে না; ট্রাম্প চাইলে আনতে পারবে না; কিন্তু চাইলে আপনি আসতে পারবেন।


দশ বছর আগে একবার আমেরিকা আসার জন্য পাগল হয়ে ছিলাম। কত যে লাফালাফি করছি।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


স্বদেশে থাকার মাঝে একটা শান্তি আছে; অনেক বাংগালী ও অনেক বিদেশী ১ম জেনারেশন এখানে অনেক কষ্টে আছে।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

ধ্রুবক আলো বলেছেন: ট্রাম হলো জাতে মাতাল তালে ঠিক টাইপ একটা লোক!
এই কথা বলার পেছনে তার দেশের সিন্ডিকেট সিনেটদের একটা ছড়ানো কথা।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:



আফ্রিকা ও অনেক দেশের সরকারগুলো নিয়ে ট্রাম্পের এই মন্তব্য সঠিক; বর্তমানে মানুষের দক্ষতা এমন স্তরে পৌঁছেছে যে, সব দেশের মানুষই নিজের জাতির জন্য কাজ করতে সক্ষম।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৮

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভবিষ্যতে আর কোন দিন কি ডিভির মতো আমেরিকা যাওয়ার সুযোগ আর আসবে না?

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:


আসবে।
বাংলাদেশ এইভাবে অনেক সময় একই অবস্হানে থাকবে, আমেরিকা সুযোগ দিবে।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫

জাহিদ হাসান বলেছেন: এই লোকটা অাবারও ঔপনেবেশিক আমলের সম্রাজ্যবাদী ইংরেজদের বর্ণবাদী চিন্তাভাবনা ফিরিয়ে এনেছে।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


সে ব্যবসায়ী মানুষ, সে বিশ্বকে অন্যদের চেয়ে আলাদাভাবে দেখার কথা; হেইতি, এল সালভাদর, বাংলাদেশে বা আফ্রিকায় মানুষকে যেভাবে দরিদ্র ও যেভাবে অশিক্ষিত করে রাখা হচ্ছে, এগুলো ভয়ংকর অপরাধের কথা; সে ফালু মালু, বা শামীম ওসমান স্টাইলের লোক নয়।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

নূর আলম হিরণ বলেছেন: আমার কাছে মনে হচ্ছে, এসব বলে কৌশলে অবৈধ অভিবাসীদের ভয় দেখাচ্ছে.... আর নতুন করে যেন কেউ না আসে.... যেন আসার আগে ভাবে গেলে না জানি কি হয়....

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনি দেখেন, একজন বাংগালী সৌদী গেলে, টিকতে হলে কাজ করতে হবে; এখানে ১ বাংগালী গত সপ্তাহে ধরা পড়েছে, ২ মাসে সে গাড়ীর ইন্সুরেন্স ফ্রড করে ২৩/২৪ হাজার ডলার আয় করেছে; এখন জেলে যাবে ১/২ বছরের জন্য; সৌদীতে হলে, মাথা হারায়ে ফেলতো!

এগুলো সমস্যার সৃস্টি করছে; আমেরিকার মানুষের দরকার; ওরা চায় মানুষ কাজ করুক, এখানে এসে যেন ক্ষতি না করে।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫

ওয়াজেদ বিপ্লব বলেছেন: পোস্টের সাথে যদিও অপ্রাসঙ্গিক প্রশ্ন, উত্তর দেওয়া সম্পূর্ণ আপনার মর্জির ব্যাপার... ট্রাম্পের নির্বাচনে জয়ের পেছনে রাশানদের ভূমিকা সম্পর্কে কিছু বলতে পারেন?

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প নিজের টাকায় ইলেকশান করেছে, যা অন্য কোন কেন্ডিডেটের পক্ষে সম্ভব নয়; রাজনীতিবিদরা সন্দেহ করছে, সে পুটিন থেকে টাকা নিয়েছে কিনা! মনে হয় নেয়নি। অন্যভাবে রাশিয়ানদের করার কিছু নেই, কিছু করেনি।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

জাহিদ হাসান বলেছেন: হেইতি, এল সালভাদর, বাংলাদেশে বা আফ্রিকায় মানুষকে যেভাবে দরিদ্র ও যেভাবে অশিক্ষিত করে রাখা হচ্ছে, এগুলো ভয়ংকর অপরাধের কথা

একেবারে সঠিক কথা।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প জানে যে, এসব দেশের লোকেরা সব বিক্রয় করে দিয়ে, প্রাণ হাতে নিয়ে, ঝুঁকি নিয়ে, সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশ করে। সে জানে যে, ওসব দেশে সম্পদ আছে, মানুষ কিছুই পাচ্ছে না, অনেক মানুষ বেঁচে থাকার জন্য নিজ দেশ ত্যাগ করে।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০১

জাহিদ অনিক বলেছেন: মিঃ প্রেসিডেন্ট যা বলেন তা মন দিয়ে শোনা উচিত। তিনি যদি বলেন দুই আর দুই যোগফল পাঁচ, তাহলে সেটাতেই ইয়েস স্যার বলা উচিত।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনি কি আমাদের আবদুল হামিদ সাহেবের কথা বলছেন?

ট্রাম্প অংক পংক, ভুগোল, ইতিহাস, অর্থনীতি জেনেই তবে বিলিয়ন ডলার আয় করেছে।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: ওনি ভালোই বলেছেন । দেশে সুযোগ সুবিধা থাকলে কেউ দেশ ছেড়ে যেতো না ।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


যেভাবে আফ্রিকার দেশগুলো চলছে, বাংলাদেশ, পকিস্তান, আফগানিস্তান, বার্মা চালানো হচ্ছে, শুধু ট্রাম্প নয়, কোন আমেরিকানই এসব সরকারগুলো সম্পর্কে ভালো কিছু বলছে না

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন বলেছেন ভাই।
শুভেচ্ছা নিন।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে যেসব দেশের মানুষেরা আজ দরিদ্র, সেসব দেশের সরকারে আছে চোর,ডাকাতেরা; বিশ্বে কোন দেশে সম্পদের অভাব নেই।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ট্রাম্প আমেরিকান জনগনের কাছে একটা দুঃস্বপ্নের মত হয়ে উঠছেন-কথা, বর্তায়, কাজে।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



আসল সে কিছুটা বিতর্কিত, তারপরও তার অনেক কাজ অনেকে পছন্দ করছে

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

আটলান্টিক বলেছেন: আপনি বলেছেন বিশ্বের কোন দেশে সম্পদের অভাব নেই।তাহলে বলুন বাংলাদেশে কি আছে?নাই তেল,নাই কিছু।আছে শুধু কিছু উর্বর জমি আর মৃত নদী।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


জাপানের তেল, লোহা, কিছু নেই; আছে ভুমিকম্প ও দক্ষ মানুষ। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান ও মানজুষের সংখ্যা হিসেবে করলে, গড় সম্পদ ভারত্ বা পাকিষ্তান থেকে বেশী হবে।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

তারেক ফাহিম বলেছেন: ট্রাম্প উক্তিগুলো ঐসব দেশের সকারের উপর বর্তায়।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প এই ব্যাপারে একবারে সঠিক কথা বলেছে; আফ্রিকা, দ: আমেরিকা ও এশিয়ার কিছু ছেলে সরকারগুলোতে চোর ও অদক্ষদের কারণে এসব লোক দেশ ছাড়ছে, ও মানুষের স্বভাব নষ্ট হচ্ছে।

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ট্রাম্পকে নিয়ে ভাবি না।
নিজ দেশের নেতাদের নিয়েই কুল পাই না।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


প্রথমে, নিজের দেশের দলের লোকদের নেতা ভাবাই বন্ধ করেন; ভাবেন, ওরা ওদের দলের লোক, তা'হলে ওদেরকে বুঝতে সহজ হবে।

২১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

আটলান্টিক বলেছেন: জাপানকে আজকের অবস্থায় পৌঁছুতে কতবছর লেগেছে?

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


জাপান ২য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ১০ বছরের মাথায় ভালো অবস্হানে চলে গেছে; আমরাও ১৯৮০ সালের মাঝে ভালো অবস্হানে যাবার সম্ভাবনা ছিল; জিয়া, সিআইএ, কিছু মিলিটারী অফিসার ও স্বাধীনতা বিরোধীরা দেশবাসীকে পরাজিত করেছে ১৯৭৫ সালে।

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২০

*কুনোব্যাঙ* বলেছেন: ল্যাটিন গেছে মাদক আর সন্ত্রাসে, আফ্রিকা গেছে এইডসে, পাকিস্তান গেছে জঙ্গিবাদে আর গোত্রভিত্তিক সন্ত্রাসে, বাংলাদেশ কিসে? বাংলাদেশে তো এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে। ব্রিজ কালভার্ট, এলিভেটর এক্সপ্রেস ওয়ে, মেট্রো রেল, পাওয়ার প্ল্যান্ট, সী পোর্ট ইত্যাদি ইত্যাদি অনেককিছু।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ঘুষ, বেকারত্ব, কিছু মানুষের সব সুযোগ দখল, সরকারের অন্যায়, মানুষের সাথে সরকারের সম্পর্কহীনতা মানুষকে হতাশ ও অপরাধ-প্রবন করেছে; ফলে, জাতির "মানসিক বল" কম ও উঁচু নয়; এটা সমস্যা।

২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ট্রাম্প কখন কি বলে সেইটা জানার জন্যই এখন পৃথিবী লোকজন বসে থাকে। ট্রাম্পকে জাতে পাগল ভাবলেও তালে ঠিক আছে।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


এ ব্যাপারে ট্রাম্প সঠিক বসেছে; দুনিয়ার চোর সরকার-প্রধানরা ওর কাছ থেকে বাহবা পাবে না; ওর পাশে দাঁড়াতে ভয় পাবে; সে চোরদের চোর বলছে, ভালো হচ্ছে।

সে রিলিফ কমায়েছে বিদেশের জন্য; সে বলেছে যে, পাকিস্তান যা দেয়া হয়, সাধারণ মানুষ তার কিছুই পায় না; এখন পাকীরা ম্যাঁওপ্যাঁও শুরু করেছে।

২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

সোহানী বলেছেন: কথাগুলো খারাপ বলেনি কিন্তু............

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


সে জানে, বহুদেশের সরকারগুলো তাদের মানুষের জন্য কিছুই করে না, ও বরং মানুষের চরিত্র নষ্ট করে দিচ্ছে!

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:



ট্রাম্প একজন উন্নত মস্তিস্কের স্বার্থবাদী দানব। তার মুখ একটি গোলকৃমির পায়ুপথের মতই। যখন তখন আনলোড করতে পারে। দুর্দান্ত স্কিল! তালিয়া...

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৭

চাঁদগাজী বলেছেন:



এখন সে প্রেসিডেন্ট; সব দেশ থেকে আমেরিকান দুতাবাসগুলোর রিপোর্ট সে দেখছে, সে জানে মুগাবে সকালে কি কফি খায়, শেখ হাসিনা রাতের ভাত কয়টা বাজে কি দিয়ে খায়, সে জানে টোকাইরা কোথায় কোথায় ঘুমায়।

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


হোগলা পাতা একটা মেয়াদ নিয়েই জন্মায়, আর ফোড়াদের মেয়াদও মাঝেমাঝে ঠুস ঠুস.... হ্যা, ঠিকই বলেছি!

১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার রাজনীতিবিদ প্রেসিডেন্টরা বিদেশ নিয়ে সঠিক কথা না বলে, রাজনৈতিক ভাষায় মিথ্যা বলে থাকে; ট্রাম্ সঠিকটা বলে দিচ্ছে, যাতে তারা নিজকে শোধরাতে পারে।

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২

জুন বলেছেন: মুগাবে তো ক্ষমতায় নেই জিম্বাবোয়ের। ট্রাম্পকি এখনো সাতসকালে তার লুয়াক কফি পানের খবর রাখছে চাঁদগাজী :-*

১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান ফরেন সেক্রেটারী ট্রাম্পকে সকাল বিকেল সব দেশ ও সেসব দেশের সরকার ও মানুষ সম্পর্কে জানাচ্ছে!

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:





ট্রাম্প বলছেনঃ সত্য কথা বড় তিতা।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


অনেক দেশের সরকার তাদের জনতার মরাল নষ্ট করছে: বার্মা, বাংলাদেশ, পাকিষ্তান, আফগানিষ্তান, আফ্রিকায় সরকারগুলো মানুষকে দুর্নীতিবাজ করে ফেলছে।

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বাংলাদেশ পায়খানার রাস্তার দেশ হইতে বেশি দেরি নাই।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পও তা জানে; তবে, আমেরিকায় বাংগালীরা কিছুটা মুখ রক্ষা করছে, না হয়, কুল রক্ষা হওয়ার কথা নয়।

৩০| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

রক বেনন বলেছেন: মনে হয়, ট্রাম্প বাংলাদেশকে পায়খানার রাস্তা নয়, আরো খারাপ কিছু বলবে। অন্তত বোমা মেরে ফেডারেল রিজার্ভ সিস্টেম আর পাতালরেল উড়িয়ে দেয়ার চেষ্টা করার পর ট্রাম্পের কাছ থেকে ভাল কোন মন্তব্য আশা করা নিষ্প্রয়োজন।

২১ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প নিউইয়র্কে, এখানে সেখানে বাংগালীদের কাজ করতে দেখেছে; দেখেছে যে, এরা মোটামুটি নিরীহ, তাতে আপাতত রক্ষা। সামনের কথা বলা মুশকিল; অনেক খারাপ বাংগালী চলে এসেছে আমেরিকায়; এরা পাকীদের সাথে চলে

৩১| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:





জনাব ট্রাম্প এই দেশ গুলোর অথর্ব সরকারের সাথে সাথে তার জনগনকেও ছোট করেছে। একজন রাষ্ট্রপ্রধানের এমন ভাষার ব্যবহার হতাশাজনক ও অত্যন্ত রুচিহীন কর্ম!

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হলো, আসব জাতিগুলো সরকারের পরিচয়ে পরিচিত।

ট্রাম্প জাতি ইতয়াদি নিয়ে কম বুঝে; হ্যাঁ, সে যেভাবে বলেছে, জাতিগুলোর বদনামের সমান।

৩২| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

রাফা বলেছেন: পোষ্টের বিষয় সঠিক ভাবে বর্ণনা করা হয় নাই।মন্তব্যের জবাবগুলো আরো যুক্তিসঙ্গত হওয়া উচিত ছিলো সেটাও হয় নাই।ট্রাম্প যা বলেছে তা ভারতিয় একজন সাংবাদিক সঠিভাবে বিশ্লেষন করেছে।বাংলাদেশ নয় সেরকম রাষ্ট্রের সংঘায় ভারতের পড়ার কথা ।ফিলিস্তিনিদের জন্য আমেরিকার বাজেট অর্ধেক করে দিয়েছে।এটার ইঙ্গিত কি সেটা কি বুঝতে পারছেন?

গরুর কাজ ছাগল দিয়ে হয়না-আশা করি বুঝতে পারবেন অতিসত্বর।

ধন্যবাদ,চাঁদগাজী।

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


পোষ্টের ব্যাপারে আপনার মতামত সঠিক।

ফিলিস্তিনকে আরবেরা এত বেশী টাকা দিয়েছিল যে, হামাস ও পিএলও সেটাকেই জীবন মনে করেছে!

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


আপনি নতুন পোষ্ট লিখুন।

৩৩| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৮

টারজান০০০০৭ বলেছেন: পরাশক্তি হইয়া আমেরিকা সবদেশের পাছায় আঙ্গুল দিছিল বিধায় পায়খানার রাস্তার লোকগুলো আমেরিকাতে ঢুকছে ! অন্যের পাছায় আঙ্গুল দেওয়া বন্ধ করুক মানুষগুলো ওখানেই থাকবে !

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



এটা আংশিক সত্য; বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, নাইজেরিয়ার লোকজন আমেরিকায় যাচ্ছে, কারণ তাদের সরকারগুলো মানুষের জন্য কিছু করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.