নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়া ব্যতিত বিএনপি\'র প্রথম ২৪ ঘন্টা, মির্জার ঘন্টা বাজবে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৪



শেখ সাহেবের মৃত্যুর পর, আওয়ামী লীগ ৪ ভাগ হয়েছিল; তখন তাদের মাঝে সামান্য কিছু হলেও রাজনীতি ছিল, তারা মনে করতো যে তারা শেখের শিষ্য; কিছু গৌরব ছিল, তারা স্বাধীনতার মালিকানা দখল করেছিল; সামান্য স্বপ্নও ছিল, শেখের অবর্তমানে শেখের সোনার বাংলা গড়বে; কিংবা বাকশাল গড়বে; কেহ এটা, কেহ ওটা নিয়ে ভাগ হয়ে গিয়েছিল।

বিএনপি ভাগ হতেও পারবে না, ভাগ হতে হলে কিছু নিয়ে ভাগ হতে হয়; এখানে না আছে রাজনীতি, না আছে তত্ব, না আছে ইতিহাস, না কোন দিক-নির্দেশনা। মির্জা ফখরুল সাহেব ৫ বছর অপেক্ষা করে সেক্রেটারী হয়েছেন; কিন্তু বিএনপি'তে রাজনীতির বীজ বপন করতে পারেননি; বেগম জিয়ার সুরে সুর মিলায়ে জাতির জন্য 'একটা তত্বাবধায়ক সরকার' চেয়েছেন আজীবন।

বিএনপি'তে একজন ভদ্রললোক আছেন, ড: মইন খান; বিএনপি'র কাছে উনার পিইচডি'র কোন মুল্য ছিলো না; উনি ড: খন্দকারের মতো বলেনি যে, বিএনপি'র সবাই বেগম জিয়ার সাথে জেলে চলে যাবে; কিংবা গয়েশ্বর রায়ের মতো বলেনি যে, বেগম জিয়া জেলে গেলে সরকারের পতন ঘটাবেন; অথবা আমান উল্লাহ আমানের মতো বলেননি যে, মায়ের কিছু ঘটলে বাংলায় আগুন জ্বলবে। এখন উনার জন্য সুযোগ এসেছে, উনি রাজনীতির কথা বলে দেখতে পারেন। যদি উনিও শুধু " জাতির জন্য তত্বাবধায়কের' কান্না শুরু করেন, উনারও ভবিষ্যত নেই।

বিএনপি'র রাজধানী এখন বিলাতে; ওখানে মায়ের সন্তানেরা রাণীর রাজ্যে খেয়েদেয়ে একটু বেশ তাজা আছেন; বিবিসি'তে ব্রিটিশ পার্লামেন্টের সংবাদ দেখেন সকাল বিকেল; আগামীকাল ব্রিটিশ পার্লামেন্টে যাবেন মায়ের মুক্তি চাইতে। ইউ অবশ্যই বাংলাদেশ সরকারকে অনুরোধ করবে, বেগম জিয়াকে আগামী ভোটে সুযোগ দিতে। সরকার ইউ'র মন রাখার চেষ্টা করবে নিশ্চয়।

বিএনপি বলেছিল যে, রায় দেখে ব্যবস্হা নেবে; রায় হয়ে গেছে, সবাই দেখেছেন; এখনো সবাই শোকে কাতর; শীঘ্রই এ্যাকশন শুরু হবার কথা। বিএনপি'র ওয়ার্কিং কমিটির সদস্যরা এ্যাকশানে যাবার কথা বলেছেন; তবে, মির্জা ফখরুল এ্যাকশনে যাবার পক্ষে নন; তিনি কাকের মুখের মাংস পড়ে যাওয়া অবধি অপেক্ষায় বিশ্বাসী; বিএনপি এ্যাকশনে যাবে সেটার বুঝার উপায় হলো, মির্জা ফখরুলের চাকুরী চলে যাওয়া।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৫৯

ব্লগ সার্চম্যান বলেছেন: এখনো সময়তো ফুরিয়ে যায়নি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া বাংলার বিশাল সংখ্যাক মানুষকে বিশৃংখল, লোভী, মুল্যবোধহীন নাগরিকে পরিণত করেছেন।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
এখন বিম্পিকে চালাবে জামাত।
ঢাকার বাইরে মফস্বলে তারা সাংগঠনিক ভাবে শক্ত অবস্থানে। ফান্ডিংও ভাল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের অন্যায় জামাতকে শক্তি দেবে; তারা বিএনপি'কে ডামী হিসেবে ব্যবহার করবে।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৯

আবু তালেব শেখ বলেছেন: যেভাবে বলছেন তাতে বোঝা যাচ্ছে দেশে বৈধ রাজনৈতিক দল একটাই আর বাকি সব অবৈধ অযোগ্য. ????

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ও জাপা বে-আিনীভাবে গঠন করা হয়েছে;জামাত জাতির উপর গণহত্যা চালিয়েছে।

আওয়ামী লীগ দেশযকে কলোনীর মতো চালাচ্ছে

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

কানিজ রিনা বলেছেন: আপনি একজন দলকানা বুদ্ধি প্রতিবন্দি তা
জানতাম না। শেখ সাহেব যে জাতির পিতা
সেকথা ভুলেও উচ্চারন করেন না। কেন
আওয়ামীলিগ চারভাগ হয়েছিল বলবেন কি?
এক দলিয় বাকশাল গঠন হয়েছিল তখন
আপনারা মুক্তিযোধারা কোথায় ছিলেন বাকশাল
কায়েম কেন করতে দিয়েছিলেন। দেশ স্বাধীন
করেছিলেন আপনারা জীবন বাজিরেখে তাহলে
কেন তখন আর একবার জীবন বাজি ধরলেন
না? মুস্তাকের হাতে দেশ গেল তারপর সামরীক
জিয়া দেশ হাতে নিল আপনারা কি বসে বসে
বসে আঙুল চুসেছেন। রাজনীতি এখন কোন
পর্যায় আছে আপনারা মুক্তিযোদ্ধারা সে পর্যন্ত
কলাগাছ সেজে বসে আছেন কেন?

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭

রাফা বলেছেন: খালেদা জিয়া হম্বি-তম্বি করে অনেক হুমকি দিয়েছে শেখ হাসিনাকে।কিন্তু এখন বুঝে গেছে সেগুলোর খুব চড়া মূল্য দিতে হবে।এখনও আরো দুর্ণিতি সহ ২১শে আগষ্টের জজ মিয়া নাটকের অবসান হয়নি।এগুলো যখন শেষ পর্যায়ে আসবে তার আগেই হাজির হবে শত শত মানুষকে আগুনে পুড়িয়ে মারার মামলা।নিরপরাধ মানুষ হত্যার অভিশাপ থেকে খালেদা বাচতে পারবেনা।

তারেক জিয়ার রাজনিতি যে কি সেটা ২০১৪ সালের নির্বাচনের সময় দেখে ফেলেছে মানুষ।লন্ডন থেকে প্রিন্সের মত অর্ডার দিয়ে আর যাই হোক রাজনিতি সম্ভব নয়।বি,এন,পি-কে বিকল্প ভাবতে হবে।অথবা মুসলিম লীগের পরিনতি বরণ করতে।আর ২য় অপশন হোচ্ছে জামাতের ছায়াতলে গিয়ে তথাকথিত জাতিয়তাবাদের রাজনিতি।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বিএনপির রাজনীতিতে হয়তোবা পরিবর্তনের হাওয়া লাগবে এবার।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

জাহিদ হাসান বলেছেন: যা খুশি তাই হোক। আমার ফাইনাল পরীক্ষা সামনে আমি পড়তে গেলাম।
আজ থেকে ৪০ বছর পরে ক্ষমতায় যামু । হ ;)

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাজনীতিরর একপিঠ দেখা হলেও অপর পিঠ দেখার বাকী আছে..।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: টাকা আত্নসাৎ হয়েছে , বিচার হয়েছে
দেশে পিলখানা কেলেংকারীর বিচার হবে
৫ তারিখে হেফাজতের ঘটনার তদন্ত হবে
হলমারকের বিচার হবে
২ কোটিতে ৫ বছর হলে , ২০০ কোটিতে কত বছর তা সময়ই ভালো জানে।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩

নিরাপদ দেশ চাই বলেছেন: তারেক রহমানকেও জেলে ঢোকানো দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.