নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এসএসসি পাশ যদি বড় চাকুরী দখল করে, এমএসসি কি চাকুরী পাবেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০



আপনি একজন এসএসসি পাশকে প্রশ্ন করে দেখতে পারেন, একজন ফিজিক্সে পিএইচডি, কিংবা ফিজিক্সে এমএস বাংলাদেশের কোথায় চাকুরী পাওয়া উচিত; শতকরা ৯৫ ভাগ সম্ভাবনা, এসএসসি পাশের উত্তর ভুল হবে। এরপর, যদি আপনি চান যে, একজন এসএসসি পাশ ৫ হাজার পিএইচডি, ও ৩০ হাজার সায়েন্স এমএস'এর জন্য ১০ বছরে চাকুরী সৃস্টি করতে পারবেন কিনা; ১০০ ভাগ গ্যারান্টি আছে যে, ১০০ জনের চাকুরীও সৃস্টি করতে পারবে না।

১ জন পিএইচডি ১ লাখ এসএসসি পাশের জন্য চাকুরী সৃষ্টি করতে সমর্থ হবেন ১০ বছরে; একজন এমএস ১০ হাজার এসএসসি'র জন্য চাকুরী সৃস্টি করতে পারবেন ১০ বছরের মাঝে।


সিএনএন'এর সাংবাদিক ক্রিশিয়ান আমানপোর শেখ হাসিনার ইন্টারভিউ নেয়ার সময় ৩ বার শেখ হাসিনার সাথে তর্ক লেগে যান; ইন্টারভিউটি পুরোপুরিভাবে শেষ হয়নি; সিএনএন ম্যানেজমেন্ট এই তর্কের জন্য ও ইন্টারভিউ সঠিকভাবে গৃহিত না হওয়ার জন্য আমানপোরকে দোষারোপ করে, ও বলে যে, বাংলাদেশের প্রাইম মিনিষ্টারের প্রতি আমারপোর সঠিকভাবে মনোযোগ দেখায়নি। আমারপোর বিশ্বের অনেক বড় বড় রাস্ট্রপ্রধানদের ইন্টারভিউ নিয়ে নাম করেছেন বিশ্ব মিডিয়ায়।

আজকে যদি আমারপোর বেগম জিয়ার ইন্টারভিউ নেন, ও বেগম জিয়াকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী হিসেবে উনার বড় বড় সফলতা কি কি, বেগম জিয়া যেসব উত্তর দেবেন, আমার ধারণা, উনি আমানপোরকে হাসাবেন, কিংবা রাগাবেন; বেগম জিয়া কোনদিন উনার সফলতার কথা কোথায়ও ঘুচিয়ে বলতে পারেননি। ৩ বারের প্রাইম মিনিষ্টারের কোন সফলতাই কি নেই? আসলে, প্রাইম মিনিষ্টার হিসেবে উনার কোন সফলতা নেই, আছে পুরো জাতির অসফলতা; তদুপরি উনার নীচু শিক্ষাগত যোগ্যতার কারনে উনি কোন কিছুই ঘুচিয়ে বলতে পারেন না।

বর্তমান পৃথিবীতে যে কোন দেশে শিক্ষিতদের জন্য চাকুরী সৃষ্টি করা মোটেই সমস্যা নয়; এবং ১০ বছরে যেকোন দেশের অর্থনীতিকে খুবই ভালো অবস্হানে বেয়া সম্ভব।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

আটলান্টিক বলেছেন: হায় হায় কি বলছেন এইসব আমার তো মনে হয় বেগম জিয়ার ইন্টার্ভিউ দেয়ার জন্য যে মিনিমাম ইংলিশে দক্ষতা থাকতে হয় সেটাও নেই :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


কিন্তু ৩ বারের প্রাইম মিনিষ্টার! আরো কিছু লোকের বিচার হওয়ার দরকার: ডা: বদরুদ্দোজা, কর্ণেল ওলি, নেনারেল শওকতের বিচার হওয়ার দরকার।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আজাদ তার এক প্রবন্ধে বলেছেন- আমাদের দেশের প্রধানমন্ত্রীর ( তখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন) প্রাইমারী স্কুলের শিক্ষিকা হওয়ার যোগ্যতা নাই। কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী। তাহলে তিনি কিভাবে দেশের উন্নতি করবেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


চাকুরীর বীজসহ কেয়ে বসেছিলেন বেগম জিয়া; এই দুষ্ট গ্রহকে ঠিক সমায়ে আটকানো হয়নি, ক্ষতি হয়ে যাবার পর সরানো হয়েছে

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

যবড়জং বলেছেন: ঘুরে ফিরে বটগাছের তলে যে কেন আসেন এইটাই বুঝিনা ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


ঘুরেফিরে মানুষের কষ্টগুলো বুকে বাজে; আপনার সেই অনুভুতিটা না থাকায় ভালো আছেন।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

সৈয়দ ইসলাম বলেছেন: জাতী এখনো পরিপূর্ণ পবিত্রতার অপেক্ষায়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


জাতির দরকার চাকুরী সৃষ্টি করা

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

জাহিদ অনিক বলেছেন: প্রথম প্যারার কথাগুলো এলোমেলো।


শিক্ষাগত যোগ্যতাবলে এদেশে চাকরি পাওয়া কঠিন।
কেউই মূল্যায়ন করতে জানে না।

রাজনৈতিক কথায় না গেলাম। এসব কম বুঝি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


এসএসসি পাশ চাুকুরী সৃষ্টি করতে পারার কথা নয়।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে । কোটা ব্যবস্থার বিলুপ্তি ঘটাতে হবে। মন্ত্রী, এমপিদের সুযোগ সুবিধা কমাতে হবে। খালেদা হাসিনা সিস্টেমের অংশ। এই সিস্টেম পরিবর্তনের জন্য কারো মাথাব্যথা নেই। কারণ, বংশ পরম্পরায় কেউ দেশে ভালো অবস্থানে আছে না হয় একই ফায়দা কাজে লাগিয়ে বিদেশে চলে যাচ্ছে...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


জাতি ৪৭ বছরে ১ জন যোগ্য লোকও পায়নি; কে প্রেসিডেন্ট, কে কি তাতে কিছু আসে যায় না।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৩

আবু তালেব শেখ বলেছেন: শিক্ষিত না হয়ে দেশ চালানো অসম্ভব। তবে প্রধানমন্ত্রীর একক ইচ্ছায় তো কখনো দেশ চলেনা। হাজার শিক্ষিত পরামর্শক, মন্ত্রি, েমপিদের ও পরামর্শ সমর্থনের প্রয়োজন হয়

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার অধীনে হাজার লোকজন কাজ করছে, মুহিতকে চাকুরী নিয়ে কথা বলতে শুনেছেন?

বেগম জিয়ার অধীনে ক্টিমিনাল সাইফুর রহমান, ক্রিমিনাল ড: কামাল সিদ্দিকী কাজ করেছিলেন, এটুকুই।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা ভালকথা মনে করিয়েছেন।
২০১৩ তে সিএনএন'এর সাংবাদিক ক্রীষ্ট্রিয়ান আমানপোর শেখ হাসিনার ইন্টারভিউ নেয়ার সময় রানা প্লাজা ও ইউনুস নিয়ে ৩ বার শেখ হাসিনার সাথে তর্ক লেগে যান। এটা হিলারি চক্রের একটা ফরমায়েশ .. আমানপোর কিছু একটা ছিল বলে অনেকের ধরনা।
পরে সিএনএন ম্যানেজমেন্ট এই তর্কের জন্য ও ইন্টারভিউ উল্টা-পাল্টা অবান্তর প্রশ্ন ইত্যাদি সঠিকভাবে গৃহিত না হওয়ার জন্য আমানপোরকে দোষারোপ করে, ও বলে যে, বাংলাদেশের প্রাইম মিনিষ্টারের প্রতি আমারপোর সঠিকভাবে মনোযোগ দেখায়নি।

view this link



তবে সাংবাদিকরা তার কথা শুনতে উম্মুখ হয়ে থাকলেও ম্যাডাম খালেদা জিয়া কখনই প্রেসকে সাক্ষাৎকার দেন না। এজাবৎ দেন নি
বিদেশী সংবাদমাধম তো দুরের কথা, দেশী টিভি, পত্রিকা বা অন্য মিডিয়াতেও খালেদা ইন্টারভিউ দেন না। এমনকি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য শেষ করার পর কিছু জিজ্ঞেস করলে বলা হয়, " আপনাদের কাছে দেয়া কপিতে আমার লিখিত বক্তব্যে সব প্রশ্নের উত্তর আছে"।
খাম্বারও একই অবস্থা। এই জীবনে একবারও লাইভ সাংবাদিকদের মুখোমুখি হয়নি।
লন্ডনে বিবিসি ও আলজাজিরা টিভি বহুবার খাম্বার সাক্ষাৎকার নিতে চেয়ে পায়নি, বিবিসি বাংলা বহুবার তাকে কথা বলাতে চেয়েছে, এমনকি ফোনেও সাক্ষাৎকার দিতে চায়নি, বাংলাদেশী সাংবাদিকের ফোনেও কোন কথাই বলতে চায় না এই আবাল নাকি দেশের হবু প্রধানমন্ত্রী!

আমার এই লেখাটিও পড়ুন -
বিবিসি বাংলা এর সাথে গতকাল একটি কঠিন সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার সেই ইন্টারভিউ থেকে প্রমাণ হয়েছে যে, উনি সঠিকভাবে দেশ চালাতে অপারগ ।

বেগম জিয়া যদি আমানপোরের সাথে মুখ খুলতেন, জাতি তখনই বুঝতে যে, আমরা ময়না পাখী পুষছি

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
উনি সঠিকভাবে দেশ চালাতে অপারগ?

আপনার দৃষ্টিতে ওনার চেয়ে ভাল দেশ চালানেওয়ালা বা ওয়ালি ৩ জনের একটা লিষ্ট দেন।
ভোটের সময় আপনার লিষ্ট অনুযায়ী ভোট দিব।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:

১। আপনার স্ত্রী
২। শেরে বাংলা
৩। কারো নাম নেই

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

গরল বলেছেন: বর্তমান প্রধানমণ্ত্রী শিক্ষিত কিন্তু কতটুকু লিটারেট তা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বিসিএস দিয়ে কেরাণী হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ইংলিশতো অনেক দেশের মূর্খরাও বলতে পারে আবার জাপানের অনেক নোবেল পাওয়া গবেষক আছেন যারা ইংলিশ বলতে পারেন না। এডুকেশন থাকলেই শুধু হবে না, লিটারেসিও থাকতে হবে। যে দেশে কেরাণীদের বেতন ও মর্যাদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ট্যাক্সপেয়ারদের চেয়ে বেশি, ঐ দেশের হাসিনা খালেদার যোগ্যতার কোন পার্থক্য নাই। আমাদের দেশের ব্যাপারটা এমন দাড়িয়েছে যে যাকাতের টাকায় যারা চলে তাদের আয় ও সম্মান যাকাতদাতাদের চেয়েও বেশী।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যে দেশের মানুষ শিক্ষার মূল্যায়ন করতে জানে না সে দেশে শিক্ষার কি দাম আছে কোন? প্রধানমন্ত্রী হবার জন্য শিক্ষাগত যোগ্যতার উল্লেখ কেন নেই সংবিধানে? অথচ প্রাইমারি শিক্ষক হতে গেলে ও শিক্ষার দরকার পড়ে।

আমরা মানুষ হতে চাই। কেউ আমাদেরকে মানুষ হবার পথ দেখায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.