নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এই প্রতিবাদের দরকার ছিল, শেখ হাসিনার জন্য নতুন অভিজ্ঞতা

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪



শেখ হাসিনার উচিত হবে, এই আন্দোলনকে দেশ পরিচালনায় নতুন অভিজ্ঞতা হিসেবে নেয়া: কোনভাবে ছাত্রদেরকে এইজন্য দায়ী না করা, কোন অবস্হায় আন্দোলনের নেতৃত্বকে মামলায় না জড়ানো; ইহা বিএনপি-জামাতের ক্ষমতা দখলের আন্দোলন নয়, এটা মৌলিক নাগরিক অধিকারের আন্দোলন; এই যুগে, দেশে শিক্ষিত বেকার থাকা মানে সরকার পুরোপুরি অদক্ষ।

তিনি রেগেমেগে বললেও, উনার উচিত হবে উনার কথা রাখা; কারণ, তিনি যেখানে আছেন, সেখান থেকে বিবিধ উপায়ে সমাধান দেয়া সম্ভব। তিনি দরিদ্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য আলাদাভাবে ব্যবস্হা নিতে পারবেন; তিনি অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আলাদা ব্যবস্হা নিতে পারবেন।

তিনি যদি নিজের কথা থেকে সরে যান, যদি কোর্টে রিট করতে বাধা না দেন, তিনি হাস্যস্পদে পরিণত হবেন। আসলে, ভিসি'র গৃহের আক্রমণের জন্য কঠিন হুশিয়ারী দেয়াই যথেষ্ট; আন্দোলনে এগুলো ঘটে; এবং ঢাকা ইউভার্সিটির ভিসি'রা কোনদিনও ছাত্রদের সন্মান পাবার মত কাজ করেননি।

এই প্রতিবাদ উনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে; উনি অনেক কিছুই করছেন, যেগুলো সাধরণ মানুষের পক্ষে যাচ্ছে না, বরং কিছু শ্রেণী বে-আইনীভাবে দেশের সম্পদ ও সুযোগ নিজেদের দখলে নিচ্ছে।

৪৭ বছর আগে যে সাময়িক সমাধান হিসেবে "কোটা"র প্রচলন করা হয়েছিল, সেটা এতদিন চলে আসা মানে, আপেক্ষিকভাবে দেশের অর্থনীতি ৪৭ বছর আগের স্হানেই আছে; এটা প্রমাণ করছে যে, গত ৪৭ বছরে দরিদ্রদের কোন উন্নতি হয়নি, ৪৭ বছর সরকারগুলো সঠিক কাজ করেনি; এর মাঝে বিরাট সময় শেখ হাসিনা নিজেই দেশ পরিচালনা করেছেন।

সরকার যদি "চাকুরী সৃষ্টি" করে, কোটা মোটার কোন দরকার হবে না; আজকে জাতির কাছে যে পরিমাণ রিজার্ভ ও সম্পদ আছে, মানুষের কাছে যে পরিমাণ ক্যাশ আছে, যেভাবে রেমিটেন্স আসছে, মানুষের যতটুকু দক্ষতা আছে, মানুষের জীবনযাত্রার মান যতটুকু সস্তা, ১ বছরের মাঝে সব মানুষের জন্য চাকুরী বের করা সম্ভন।

দেশে শিক্ষিত বেকার থাকা জাতির জন্য অভিশাপ!

মন্তব্য ৫৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হ্যাঁ এই অভিজ্ঞতা কাজে লাগায়ে বিরোধী পক্ষকে ভালো ভাবে ঘায়েল করতে পারবে।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


আশাবাদী হোন, নিজের মৌলিক অধিকারকে বুঝুন, দেশের সমস্যা, জাতির অবস্হানকে বুঝার চেষ্টা করেন।

২| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: একমত।সরকার চালাতে গেলে কিছু ক্ষোভ বা আন্দোলন হবেই।আলোচনায় বসে যদি সরকার সমস্যার সমাধান করে তাহলে, সেটা সরকারের সাফল্য বৈকি।বরং বিরোধীপক্ষ তখন বিকল্প রাস্তা খুঁজতে বাধ্য । যাই হোক শান্তিপূর্ণ মীমাংসাই কাম্য।


শুভেচ্ছা নিয়েন।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


আসলে, ওবায়দুল কাদেরকে না পাঠিয়ে, ছাত্রদের সাথে উনার বসার দরকার ছিলো; তারপর মতিয়া, মুহিত, ইনু, ড: হাছানদের শাট-আপ করে দেয়ার দরকার ছিলো।

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২

মোস্তফা সোহেল বলেছেন: দেশে প্রতিটি সরকারী সেক্টরে যে দূর্নীতি হচ্ছে আর ব্যাংকের টাকা হরিলুট হচ্ছে এই গুলোর জন্যও একটি গন আন্দোলন দরকার।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


হয়তো হবে; মানুষ আপাতত নিজের ভালোর চেষ্টা করছে এককভাবে, ঐক্যের ডাক কেহ দেয়নি; বিএপি'র ডাকে ফালুও আসবে না।

৪| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩

রোকনুজ্জামান খান বলেছেন: ছাএদের নিজেদর আন্দলন কমই সফল হয়।
এবার ছাএ জনতার জয় কতটুকু
সেটা কার্যকর হওয়ার পরেই বুঝা যাবে।
এখনো তো রিট আপিল সুনানি
অনেক কিছুই বাকি আছে।
ছাএ দের জয় হোক
আন্দোলনে সফলতা আসুক ।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার উচিত হবে, রিটে বাধা দেয়া, ও কেহ যদি মুক্তিযোদ্ধাদের রাস্তায় নামাতে চায়, সেখানে বাধা দেয়া।

৫| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: 'বস ইজ অলওয়েজ রাইট ' এ নীতিতে বিশ্বাসী নই আমি ।

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যেভাবে জিরো থেকে শুরু করে নিজকে প্রতিষ্ঠিত করেছেন, এটা পরতিটি বাংগালীর অধিকার প্রতিষ্ঠার জন্য উৎসাহ হওয়ার কথা; উনি দায়িত্ব নিয়েছেন প্রতিটি নাগরিকের অধিকারকে উপরের স্তরে নেয়ার।

৬| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: উনি জানলেন, সব কিছুকে বিন্পি_জামাত_জঙ্গী বলা যায় না। জনগন চাইলে উনি গদি ছাড়তে বাধ্য।

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


জনগণ চাইলে উনাকে সরাতে পারেন, সঠিক; তবে, জনগণ ছাত্র নন।

৭| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , পোষ্টের বক্তব্যের সাথে সহমত ।

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনি কোন কিছু লিখছেন? ব্লগে তো খুবই কম আসেন!

৮| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , প্রতি উত্তরের জন্য
পুরানো কোমরের ব্যথাটা খুবই ভোগাচ্ছে ।
শুয়ে বসে লেখালেখি করার মত সুস্থ হয়নি এখনো ।
মনের তাগিদে ক্ষনকালের জন্য ব্লগে আসি।
দোয়া করবেন যেন তারাতারি সুস্থ হতে পারি।

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনার সুস্হতা কামনা করছি।

বাথটাবে গরম পানিতে বসে থাকলে উপকার হওয়ার কথা; ইতিমধ্যে না করে থাকলে, ট্রাই করে দেখুন।

৯| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: সহমত, আন্দোলনে সববয়সী মানুষ লাগে।

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


এবারের আন্দোলনের মুল বিষয়টি ভুল ছিলো; যাক, তাতে কিছু আসে যায় না।

১০| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

কাছের-মানুষ বলেছেন: পরিস্থিতি সম্পর্কে কয়েক দিন পর ভালভাবে বলা যাবে।
পোষ্টের বক্তব ঠিক আছে।

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


সংবাদে দেখলাম, উনি কিছু লোককে কোটার ব্যাপারে কাজে লাগায়ে দিয়েছেন; এগুলো দরকারী, খুবই দরকারী, উনি গুরুত্ব বুঝলে হলো। আসলে, চাকুরী সৃষ্টি করাই এখন উনার একমাত্র বড় কাজ হওয়া উচিত।

১১| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সহমত। উনার এটা নিয়ে বেশী রাজনীতি না করাই ভালো।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


৩৬ বছর চলে গেছে উনার নিজের (ও আংশিকভাবে মানুষের) এজেন্ডা (বিচার ) কার্যকরী করতে; এখন উনাকে মানুষের জন্য করতে হবে। উনার এজেন্ডার ফাঁকে বসুন্ধরা,বিএসআরএম, ওরিয়ন, ফালু, কর্ণেল ফারুক, ড: আলমগীরেরা দেশ দখল করে নিয়েছে; মানুষের জন্য কমপক্ষে চাকুরী দরকার।

১২| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি তো সবসময় বলি, উনার আর হারানোর কিছু নেই। এখন উনি শুধু কিছু ভালো উদাহরণ দিয়ে যাক।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:



আমরা উপর থেকে দেখছি যে, উনার সব ইচ্ছা পুরণ হয়ে গেছে; কিন্তু জাতির সাধারণ মানুষেরা সমানুপাতে কিছুই পায়নি; এখন, এই আন্দোলন থেকে উনার বুঝা উচিত মানুষের জন্য চাকুরী সৃষ্টি করা দরকার, এবং সেটা খুবই সম্ভব।

১৩| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

দেশের এক নাম্বার সমস্যা কী??


পয়েন্ট টু বি নোটেডঃ
*** শিক্ষিত বেকার থাকা জাতির জন্য অভিশাপ!

*** এই যুগে, দেশে শিক্ষিত বেকার থাকা মানে সরকার পুরোপুরি অদক্ষ।(রিজার্ভ ৩৩ বিলিয়ন!)

*** ঢাকা ইউভার্সিটির ভিসি'রা কোনদিনও ছাত্রদেরসন্মান পাবার মত কাজ করে নি।

*** গত ৪৭ বছরে দরিদ্রদের কোন উন্নতি হয় নি(আংশিক সত্য), ৪৭ বছর সরকারগুলো সঠিক কাজ করে নি(সত্য)

*** ১ বছরের মাঝে সব মানুষের জন্য চাকুরী বের করা সম্ভব।( এই কাজটি আপনিও পারবেন না)


বি. দ্রঃ আপনার সবই ভাল। সমস্যা হল মাঝেমধ্যে দলকান ভাব ।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনার মন্তব্যে, আমার বক্তব্য ছিল:

" *** ১ বছরের মাঝে সব মানুষের জন্য চাকুরী বের করা সম্ভব।( এই কাজটি আপনিও পারবেন না) "

-আমি ৬ মাসের মাঝে পারবো।

আমি কোন দলের সদস্য নই; ঐতিহাসিক কারণে, আমার কথাগুলো শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের ভাবনার দিকে চলে যায়।

১৪| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। আমি মনে করি, ওনার ভাল উপদেষ্টার অভাব রয়েছে। সালমান রাহমান, তৌফিক এলাহী, এইচ টি ইমাম রা ওনাকে ঠিকমত পরামর্শ দিতে পারছেন না।
পোস্টের বক্তব্যের সাথে একমত। পোস্টে ভাল লাগা + +

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:



সালমান রাহমান, তৌফিক এলাহী, এইচ টি ইমামরা ওনাকে যেই পরামর্শ দিতেছেন, তার ফলে বসুন্ধরা আরো জমি দখল করবে, নতুন এয়ার লাইনস আসবে ৬ মাসের জন্য, বিদেশী কন্টা্রক্টরেরা আমাদের রাস্তা বানাবে; নতুন গ্রেজুয়েটদের চাকুরী হবে না।


১৫| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

ঢাবিয়ান বলেছেন: আপনি খালেদাকে যতটা বেশী চেনেন, হাসিনাকে ঠিক ততটাই কম চেনেন।কেন এত কম চিনেন, সেটা এক বিড়াট প্রশ্ন।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের প্রত্যেকের ভাবনার একটা রেন্জ আছে; আমার ভাবনাই শেষ ভাবনা নয়।

১৬| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়????

আপনার লেখাটা ভালো লেগেছে, তাই আমি নোট প্যাডে পয়েন্ট টু বি নোটেড করেছি।

-আপনার চিন্তা ধারা শেখ সাহেবের সাথে মিললে ঠিক আছে।

*** কিন্তু আমি ৬ মাসের মাঝে পারবো।


কথাটি কি আবেগে বললেন??

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনি আমার লেখার কোট করেছেন,

" *** কিন্তু আমি ৬ মাসের মাঝে পারবো। "

-না আবেগে বলিনি; জাতির একটা প্রোফাইল আছে, মুল্য আছে। আমাদের জাতির সম্পদ আছে, আমাদর উর্বর ভুমিতে আছে, সস্তা জীবনযাত্রা, রেমিটেন্স থেকে টাকা জমা হচ্ছে; সবকিছু চাকুরী সৃষ্টির পক্ষে! আমাদের কাজ করছে বিদেশীরা, আমরা গরু থেকে মসলা কিনছি বিদেশ থেকে! কেন?

১৭| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: বরাবরের মতোই বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ পোষ্ট এটি।
আপনি রাজনীতি করলে ভাল করতেন।
আপনার পোষ্ট থেকে আমার অনেক কিছু শেখার আছে।
শ্রদ্ধা।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


বেশীরভাগ বাংগালী রাজনীতিকে রোজগারের উপায় হিসেবে নিয়েছে, যেখানে উহা আসলে জাতিকে পরিচালনা করার দায়িত্ব।

১৮| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: বস, একটা গল্প লিখছি।
link

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


গল্প পড়তে ভালোবাসি।

১৯| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬

রসায়ন বলেছেন: ভালো কৈসেন

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:



চেষ্টা করছি।

২০| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১০

কাওসার চৌধুরী বলেছেন:
ঠিক বলেছেন। উনার উচিৎ হবে কথা রাখা। উনি না চাইলে রিট-বিট করার বুকের পাটা কোন পোলার আছে?

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:


উনি মানা করলে কেহ রিট করতে পারবে না; উনি নিজেই এই সমস্যার সমাধান বের করতে পারবেন।

২১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩০

কাওসার চৌধুরী বলেছেন: ভাইজান, প্রতিদিন একটি করে লেখা পোস্ট করি। শিশু বলে সিনিওররা চিনেন না। আপনি তো এক দুইবার মোগে বাড়িত গেছেন। প্রতিদিন একবার করে গেলে প্রীত হইতাম। মাসুম বাচ্ছাটা খুশি হতো। আর একখান কমেন্ট করলে থো কথাই নেই।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:


আমি অবশ্যই পড়ে দেখবো।

২২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ২:২৮

নিউটনিয়ান বলেছেন: জবাবদিহিতা কি জিনিশ তা আমাদের শাসকগোষ্ঠী ভুলেই গেছে, তাই তারা যা ইচ্ছা তা ই করে যাচ্ছে। জনগণকে খেলার পুতুল বানিয়ে যেমন ইচ্ছা খেলে যাচ্ছে। কারণ তাদের কর্মের জন্য কাউকে জবাবদিহিতা করতে হয় না, কেউ তাদের কর্মের প্রতিবাদ করে না। এমন স্বতন্ত্র আন্দলন দরকার আছে। যাতে করে শাসকগোষ্ঠী বুঝতে পারে যে জনগণ এখনো সজাগ আছে।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:

সাধারণ ছাত্রদের একটি সন্মিলিত ইন্টারেষ্ট ছিল, "কোটা"; ফলে, সাধারণ ছাত্রেরা যেভাবে নেমেছে, সাধারণ মানুষেরা এভাবে কোন বিষয়ে নামতে পারবে বলে মনে হয় না; সমস্যা সেখানে। এখন যারা ভালো আছে, তারা আন্দোলনে যাবে না।

আমাদের রাজনীবিদরা হলো ইউনিভার্সিটির খারাপ ও দুষ্ট ছাত্ররা, এরা জবাবদিতিতা বানানও করতে পারবে না অনেকেই।

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৬

তপোবণ বলেছেন: এইসব কাদির ফাদির হাছান-মাসান মতিয়া-টতিয়া দিয়ে কিস্যু হবেনা ওরা শুধু নষ্ট করতে পারবে এই চপ্পাবাজরা আওমীলীগে আছে এটা আমার অনেক কষ্টের বিষয়। গুরুত্বটা শেখ হাসিনাকেই বুঝতে হবে এর সমাধানটা তাকেই করে দিতে হবে। সরকার যাতে এটা নিয়ে রাজনীতি না করে এবং কাউকে রাজনীতি করার সুযোগ না দেয় এটাই চাইব।

১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিশ্চয় অবস্হা পর্যবেক্ষণ করছেন; উনি হয়তো জানেন যে, ইনু পিনু, কাদের মাদেররা সমস্যা বাড়াবে, সমাধান দিতে পারবে না। ব্যাপারটা উনার হাতে রাখার দরকার, সমস্যা বড় হয়ে গেছে।

২৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভূমি মন্ত্রীর পি এস দুর্নীতি, জালিয়াতি ভূমি দুস্যতা মামলায় দূদক কর্তৃক গ্রেফতার। মুহিত, মতিয়া, নাহিদ দিয়ে এই মন্ত্রী পরিষদ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি অলিক কল্পনা।
আপনার সব পোস্ট গুলো ভালো লাগে এইটা দুর্দান্ত লাগল।

১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



সরকার অদক্ষ ও দুষ্টদের দখলে, মানুষকে বিকল্প কিছু ভাবতে হবে।

২৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই কোটা আন্দোলন যেভাবে শক্তি সঞ্চয় করছিলো, এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে তা আরব বসন্তের মতো রূপ নিতে পারতো | সাধারণ জনগণের ক্ষোভ কি পরিমান চরমে পৌঁছাতে পারে তার প্রকাশ ঘটেছে ছাত্রলীগের সেই কথিত নেত্রীকে অপদস্থ করার মাধ্যমে | এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে না পারলে গণবিক্ষোভও সেই দিকে মোড় নিতে পারতো এবং ক্ষমতাসীন দলের অনেক বিতর্কিত নেতা/নেত্রীও জনতার হাতে চরমভাবে অপদস্থ হতে পারতেন | সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী অনেক দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন কোটাবিরোধীদের দাবি অনেকটা মেনে নেয়ার মাধ্যমে - সেটা রাগের মাথায় হোক বা বিরক্তি প্রকাশের মাধ্যমেই হোক না কেন | তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন বলেই আমার বিশ্বাস |

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



তিনি কোটা ছোট করে দেবেন।

মানুষ আওয়ামী লীগের নেতাদের কাজেকর্মে ভয়ংকর ক্ষুব্ধ।

২৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: একমত আপনার সাথে ।

১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


আশাকরি শেখ হাসিনা মুল সমস্যা বুঝার চেষ্টা করবেন; সীমিত সম্পদের মাঝে সবার অধিকার রক্ষা করতে হবে।

২৭| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যারা কাজ করতে পারতেন তাদের মনে থাকে সব সময় ২ নম্বরী চিন্তা ভাবনা। দেশের ভালো ভাবনা করার সময় তাদের কই?

১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



দেশের উন্নয়নের জন্য ভাবার জন্য, গবেষণা করার জন্য সরকারকে একটা সংস্হা সৃষ্টি করতে হবে।

২৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: এই মুহূর্তে খবর পেলাম শেখ হাসিনা ছাত্রদের দাবী মেনে নিয়েছেন।কোটা প্রথার বিলোপ ঘোষনা করেছেন।ছাত্ররাও আন্দোলন তুলে নিতে সম্মত হয়েছে।ঠিক দু ঘন্টা আগের খবর।খবরটা কি ঠিক?

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমি ঠিক জানি না; তবে, বিরাট সংস্কার হবে।

মুল সমস্যা কোটা নয়; মুল সমস্যা, চাকুরী সৃষ্টি হচ্ছে না; ছাত্ররা অৎুকু বুঝার অবস্হানে নেই

২৯| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: অসাধারণ একটি পোষ্ট !
একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার কাছে এটাই প্রত্যাশা ছিল ভাই। গভীর শ্রদ্ধা নিবেদন করি।

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার বড় অবদান, উনি শেখ হত্যাকারীদেরকে বুঝায়ে দিয়েছে যে, হত্যাকান্ড ঘটিয়ে বাহাদুরী করার ফলাফল ভয়ানক। এখহন উনার দরকার জাতিকে তার প্রাপ্য অধিকার পেতে সাহায্য করার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.