নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্যবসা বাণিজ্যে সাধারণ বাংগালীদের কোন সুযোগই সরকার দিচ্ছে না

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬


News Link

ভারতের মাটির নীচে তেল নেই, তারপরও বাংলাদেশ সরকার জ্বালানী তেলও ভারত থেকে আমদানী করছে, এবং ভবিষ্যতে ওদের উপর নির্ভরশীল থাকার জন্য "পাইপ লাইন" গড়ার প্রকল্প উদ্বোধন করেছে; এই পাইপলাইনের ১২৫ কিলোমিটার হবে বাংলাদেশে, ভারতে মাত্র ৫ কিলোমিটার; ২২ ইঞ্চি ব্যাসের এই পাইপলাইন দিয়ে বছরে ১০ লাখ মেট্রিক টন তেল আসবে ভারত থেকে।

বর্তমানে বিদেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে প্রতি ব্যারেলে পরিবহন খরচ হয় ৩ ডলারের মত। সেই তেল চট্টগ্রামে শোধন করে সড়কপথে পাঠানো হয় দেশের বিভিন্ন অঞ্চলে। চট্টগ্রাম থেকে সড়ক পথে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তেল পরিবহনে খরচ হয় ব্যারেলপ্রতি ৫ ডলার; ফলে পরিবহন ব্যয় দাঁড়ায় সব মিলিয়ে ৮ ডলার। আর ভারত থেকে পাইপলাইনে পরিশোধিত তেল এনে দেশের উত্তরাঞ্চলে সরবরাহ করতে পরিবহন ব্যয় হবে সাড়ে ৫ ডলারের মত।

এই ৩ ডলার বাঁচাতে গিয়ে জাতি বছরে ২ বিলিয়ন ডলারের সুযোগ হারাবে। পরিবহনে ৩ ডলার বাঁচলো, কিন্তু পরিশোধিত তেল কখন কত দামে কেনা হবে, সেটা কি জাতি কখনো জানবে? তেলের দাম কখনো স্হির নয় বিশ্ব বাজারে।

বাংলাদেশে তেল "পরিশোধন" করার পর, দেশের উত্তরান্চলে তেল পাঠানো হয় "সড়ক পথে", এতে ৫ ডলার খরচ বেড়ে যায়; ভারত থেকে তেল আনলে "পাইপ লাইনে" আসবে, ব্যারেল প্রতি ৩ ডলার খরচ কমে যাবে; পাইপলাইনে খরচ কমলে, বাংলাদেশের ভেতরে "রিফাইনারী" করে, পাইপ লাইনে পাঠানো হচ্ছে না কেন?

ভারত থেকে আনলে পাইপলাইন গড়ো, চট্রগ্রাম থেকে আনলে যেতে হবে সড়কে, তুগলকি কান্ড! ২০১৬ সালের মার্চ মাসে ভারত থেকে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল আমদানি শুরু করেছিল বাংলাদেশ। পাইপ লাইন হয়ে গেলে তেল আমদানিতে পরিবহন খরচ ও সময় দুটোই নাকি বাঁচবে। আরে গর্দভেরা, পরিশোধিত তেলের দাম কি স্হির, নাকি বদলায়? তেলের দামই বেশী দিয়ে পরিবহন ব্যয় কমানোর ভাবনা, কি ইডিওটিক কান্ড!

বাংলাদেশে রিফাইনারী করলে, মানুষ তাতে বিনিয়োগ করতে পারতো ৭/৮ বিলিয়ন ডলার, শতশত ইন্জিনিয়ারের চাকুরী হতো, শতশত টেকনিশিয়ানের চাকুরী হতো; এই সামান্য পাটী গণিত ও ব্যবসার নীতি কি শেখ হাসিনার মাথায় ঢোকে না? উনি কি আসলে, অংকে ও ব্যবসায় বেগম জিয়ার লেভেলে আছেন? এটা কি শেখ সাহেবের মেয়ে, নাকি গার্মেন্টস'এর মেয়ে?

মন্তব্য ৮৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা ক্যাপিটালিজমের ছাত্রী। আমার মনে হয় যদি এবার উনি না আসতে পারেন(উনি আসার সম্ভাবনাই বেশী) তাহলে এসব চুক্তি বাতিল হবে...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


উনি না আসতে পারলে, নিজেদের রেল লাইনও থাকবে না, পাইপ লাইন তো দুরের কথা।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

ঢাবিয়ান বলেছেন: আপনার কাছ থেকে এই লেভেলের পোস্টই কাম্য। পথ হতে পারে ভিন্ন কিন্তু মায়ের প্রতি ভালবাসাটা অভিন্ন। পোস্টে ++++++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


আমি সাধারন নাগরিক, সাধারণ মানুষদের সাথে চলি

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাববার বিষয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


ভাবেন, চাকুরী আছে তো? না হয়, পাইপ লাইনে ওয়েল্ডারের চাকুরী পান কিনা দেখেন।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সরকার রিফাইনারি করলে লোকসান গুনতে হবে, দুর্নিতি বাড়বে। দুষন বাড়বে
বেসরকারি ভাবে রিফাইনারি তো হচ্ছেই।

বাংলাদেশে জমি কম, পরিবেশ দুষনের ব্যাপার আছে।
তাই গ্রিডলাইনে বিদ্যুৎ আমদানি, ও পাইপলাইনে ডিজেল আমদানি খুবই ভাল পদক্ষেপ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



ভাত রান্না করতে গিয়ে গ্যাস নষ্ট হয়ে যাচ্ছে, ভারত থেকে রান্না ভাত নিয়ে এলে ভালো হয়; আওয়ামী লীগকে সাপোর্ট করতে গিয়ে অনেকের মগজ ডাইজেষ্টিভ ট্টেক হয়ে ড্রেনে চলে গেছে।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: বাংলাদেশে বেকারত্বের যেই আধিক্য ! তাতে বড় ধরণের তেল পরিশোধনাগার আমাদের দেশেই গড়ে তোলা উচিত , এতে অন্তত কিছু উচ্চশিক্ষিত বেকারের কর্মসংস্থান হবে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



৫ম শ্রেণীর বাচ্চারা বুঝে, কিন্তু আমাদের শেখ সাহেবের মেয়ের পাটী গণিত ঠিক নেই

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

ঢাবিয়ান বলেছেন: হাসান কালবৈশাখী, আপনার আঠারোটা এপার্টমেন্টের জন্য বিদ্যূূত আমদানী করারই দরকার অবস্য।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩

যবড়জং বলেছেন: সহমত ।। স্বনির্ভরতা কমিয়ে ভারত নির্ভরশীলতা শুধুমাত্র দেওয়া ক্ষমতায় টিকিয়া থাকার নিশ্য়তা দিতে পারে না । দূরদর্শীতা হাসিনার মধ্যে কখনোই ছিলেন না ।।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


উনি আসলে আওয়ামী কলোনিয়েল সিষ্টেম চালু করেছেন

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯

রাকু হাসান বলেছেন:

সেটাই তো । আমাদের চাকুরির সুযোগ সৃষ্টি করার সুযোগ ছিলো । কর্মসংস্থান হতো । কিন্তু !...নির্ভরশীলতা বাড়ানো ঠিক না । যতদূর সম্ভব এড়িয়ে চলাটাই অধিক ভালো কাজ মনে হয় ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার ভাবনাশক্তি সীমিত, আবার দলের মাঝে উনিই সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এল এন জি জাহাজ আসার পরও অবকাঠামো তৈরি না থাকায় গ্যাস সরবরাহ করতে পারছে না সরকার। প্রতিদিন লাখ লাখ টাকা লস হচ্ছে...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


ওবায়দুল কাদের, শাহজাহান মিলে ভোটের বাক্স বানাচ্ছে

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

পবন সরকার বলেছেন: চাঁদগাজী ভাই এটা বড়ই চিন্তার বিষয় দেখতেছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


এগুলো শুধু বড় নয়, অনেক বড় দু:খের বিষয়; আমাদের বেকারত্বর কারণ হচ্ছে এগুলো

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক্! আজকের পোস্টের লাইন লেংথ ঠিক আছে..;)

সহমত।
ভারত থেকে পরিশোধিত তেল আমদানি করা ইডিওটিক চিন্তুা। কানাবগী ছাড়া সবাই জানে, ক্রুড অয়েল আমদানি করলে কত সুবিধা। (জ্বালানি তেলের সাথে গ্যাসোলিন, এলপিজি, বিটুমিন....পাওয়া যায়। তাই এসব আর আলাদা করে ইনপোর্ট করতে হবে না। কর্মসংস্থান ও বিনিয়োগ ততো আছেই।)


@ এটা কি শেখ সাহেবের মেয়ে, নাকি গার্মেন্টস'এর মেয়ে?
সারাদিন বেগম জিয়াকে নিয়ে পড়ে থেকে, দিন দিন আপার চিন্তা ভাবনা বেজির সমপর্যায়ে চলে যাচ্ছে। তার বয়স হয়েছে, আমাদেরকেও দেশের জন্য কিছু করতে দিক।



পুনশ্চঃ
আপাকে বলে একটা মন্ত্রনালয়ের দায়িত্ব আমাকে দ্যান। পিটিয়ে সবাইকে কীভাবে লাইনে আনতে হয়, দেখিয়ে দিবানি।।X( :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


উনার সেই মন্ত্রনালয়ের নাম "বিদেশে চাকুরী সংস্হান মন্ত্রনালয়"।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি এখনও ঠিকমত প্রতিউত্তর করতে পারেন না।


কারো কাছে ব্লগিং এর একটা কোর্স করুন। ;)


১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


আমার গুরু, নাম তাঁর নুরু

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:



জাতিকে বেকার বানায়ে কাজ ও বিনিয়োগের সুযোগ দিচ্ছেন চীনাদের, ভার‌্তীয়দের; উনার ভাবনাচিন্তায় ভয়ংকর সমস্যা আছে

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ সনেট কবিবলেছেন: ভাল লিখেছেন।
বল্লাম না প্রতিউত্তরে আপনি লিলিপুট। "সহমত, ভালো হয়েছে" বললে জ্ঞান জাহির করেন। আর গঠনমূলক সমালোচনা করলে মুখে তালা মারেন।। :D


@লেখকবলেছেন:আমার গুরু, নাম তাঁর নুরু
সময় পেলে আমিই আপনাকে পিটিয়ে লাইনে আনবো।
৬ বছরের অভিজ্ঞতা মেরে পাছ... :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


সামুর কম্প্যুটারের হার্ডড্রাইভগুলোর বোঝা বাড়ছে।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: ভারতের তেল আমদানী করে নিয়ে আসার জন্য এই পাইপলাইন বসানোর কাজটা একদিন হয়তো খাল কেটে কুমীর ডেকে আনার মত বলে গণ্য হবে। তিন ডলার পরিবহন খরচ কমানোর জন্য তেলের মূল্যে এর ডবল মাশুল গুণতে হতে পারে, এটা সবাই বুঝলেও যাদের গভীর স্বার্থ এর মাঝে লুকিয়ে আছে, তাদের বোঝার কথা নয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকারের লোকগুলোর মানসন্মান নেই, মানুষ এদের কোনভাবে সন্মান করেনি, কোনদিনও সন্মান করবে না

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি একভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। তবে বিষয়টি বোধহয় এত সরলীকরণ নয়। দেশের স্বার্থ না দেখে ভারতের স্বার্থরক্ষায় এই পাইপলাইনের উদ্বোধন, তাহলে প্রকল্প বিষয়ক সচিবরা সুদূরপ্রসারী চিন্তাভাবনা না করে মমন্ত্রীপরিষদকে সবুজ সংকেত দেবেন - এটা বোধহয় ভাবাটা ঠিক নয়।

তবে সরকার বিরোধী হিসাবে এমন মত যথেষ্ট প্রশংসনীয়। একটি শক্তিশালী গনতন্ত্রে মত প্রকাশের সার্বজনীন অধিকার স্বীকৃত। সেদিক দিয়ে এমন আলোচনা যেকোন দেশের মন্ত্রীপরিষদ বা পার্লামেন্টে হলে নিঃসন্দেহে সরকারকে বিষয়টির ভালোমন্দ দিক চিন্তা করতে বাধ্য করবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


ভারতের নিজস্ব তেল নেই, তারা পরিশোধন করে বিক্রয় করবে; বাংগালীরা পরিশোধন করলে, বিনিয়োগ হবে বড় ধরণের, চাকুরী হবে অনেক মানুষের, এবং স্বনির্ভরতা রাড়বে; আমাদের সরকার কখন সবুজ সংকেত দেয়, কখন লাল সংকেত দেয়, নিজেও বুঝে না; তবে, এটা যে দেশের মানুষের স্বার্থের বাহিরে, তা সহজে বুঝা যায়।

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এমন পোস্টই চাই, লাইন লেংথ ঠিকই আছে। পরনির্ভরতা ভালো নয়।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষ বেকারত্ব থেকে বাঁচার জন্য নৌায় করে ভুমধ্যসাগর পাড়ি দিচ্ছে, ট্রলারে করে মালয়েশিয়া যাচ্ছে

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪১

ভুয়া মফিজ বলেছেন: অাপনি জিয়া পরিবারকে নিয়ে চিন্তা-ভাবনা করে সময় নষ্ট না করে এখন থেকে বরং এ ধরনের পোষ্ট দেন।
আপনার কাছ থেকে এ ধরনের পোষ্ট আরও আশা করি। :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা একা বড় বড় ভুল করেন; জিয়া পরিবার দেশের অর্ধেক মানুষকে সেই ধরণের ভুলের মাঝে ধরে রাখছে।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০

প্রশ্নবোধক (?) বলেছেন: একজন ব্যবসায়ী হিসেবে বলতে পারি: এ পর্যন্ত যতগুলো চুক্তি ভারতের সংগে হয়েছে, বাংলাদেশকে যদি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ধরে নেন তবে কোন প্রতিষ্ঠান মালিক এ ধরনের চুক্তি করবে না। হয় আমাদের স্বার্থ আগে নতুবা ৫০-৫০ প্রফিট।

বর্তমান সরকার কেন এধরনের চুক্তি করে যাচ্ছেন। তা জানতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


এগুলো করে, দেশকে বেকারত্বের মাঝে ঢুবায়ে দিয়েছে

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৮

রাফা বলেছেন: হয়ে যাবে সবই।শুধু একটু ধৈর্য ধরতে হবে। এখন সবকিছু সচল রাখার চেষ্টাই মূলত প্রধান লক্ষ।আমরা‘তো সবকিছু উল্টো দিক থেকে শুরু করি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


আমরা সবকিছু দেখছি; কতগুলো বিষয় আছে, যেখানে ধৈয্য কোন ক্রাইটেরিয়া নয়, মানুষের বয়স কমে না, বাড়তে থাকে

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: NO MORE INDIA
IN
BANGLADESH
FOR
BUSINESS

JUST SAY – NO INDIA, NO


NOTE: INDIA & PAKISTAN ROLLING BANGLADESH SINCE 1947 TO TILL

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


সুযোগের অভাবে, টাকা বিদেশে নিয়ে, নিজেদের মানুষ বিদেশে বিনিয়োগ করছে; আর এরা লাভজনক সেক্টরে ভারতীয়দের আনছে।

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
এবার তোরা মানুষ হ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২১

চাঁদগাজী বলেছেন:


মানুষ সহসা হবে না

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:

INDIA & PAKISTAN ROLLING BANGLADESH SINCE 1947 TO TILL

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


রংচং পছন্দ করেন?

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

রক বেনন বলেছেন: বাংলাদেশে রিফাইনারী করলে, মানুষ তাতে বিনিয়োগ করতে পারতো ৭/৮ বিলিয়ন ডলার, শতশত ইন্জিনিয়ারের চাকুরী হতো, শতশত টেকনিশিয়ানের চাকুরী হতো; এই সামান্য পাটী গণিত ও ব্যবসার নীতি কি শেখ হাসিনার মাথায় ঢোকে না?

সরকার মনে হয় চাচ্ছে না বাংলাদেশে কারো হাতে টাকা থাকুক। এমনিতেই কয়েকদিন আগে জানতে পেরেছে যে সুপার ধনী হওয়ার তালিকায় বাংলাদেশ ফার্স্ট। ক্ষমতার সেন্ত্রালাইজেসেন এর পাশাপাশি এখন অর্থ ও সম্পদেরও সেন্ত্রালাইজেসেন করা হচ্ছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার নাম থেকে "শেখ" শব্দটা বাদ দিয়ে দেবো ভাবছি

২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা একজন বুদ্ধিমতী নারী।
সে এত সহজে ভারতকে সুযোগ সুবিধা দিবে না। তার হয়তো অন্য কোনো হিসাব নিকাশ আছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


হিসেবে নিকেশ হচ্ছে, আপনি অফিসে অফিসে ঘুরে টাকা আয় করবেন, আর ভারতীয় ব্যবসায়ীরা অফিসে বসে টাকা আয় করবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


ভারত থেকে তেল আনার জন্য পাইপ লাইন হলেও অনেক বাংগালীর লাভ হবে, কিন্তু উহাতে আপনার ও আমার ক্ষতি হবে।

২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

এটম২০০০ বলেছেন: রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা একজন বুদ্ধিমতী নারী।
সে এত সহজে ভারতকে সুযোগ সুবিধা দিবে না। তার হয়তো অন্য কোনো হিসাব নিকাশ আছে। That is exactly how the Chamcha's talk.

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনার কমেন্ট টমেন্ট পড়ছি, আপনাকে স্বাভাবিক মনে হচ্ছে না

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

ব্লু হোয়েল বলেছেন: সামরিক/বেসামরিক/অর্থনীতি/ব্যবসা বাণিজ্য/শিক্ষা সংষ্কৃতি সব মিলে গত দশ বছরে ১০১ চুক্তির একটিতেও বাংলাদেশের স্বার্থ নেই ।
আপনার কথাগুলো ১৯৭২-৭৫ এর জাসদের কথাগুলো মনে করিয়ে দেয় ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



জাসদ ছিল ইডিয়টদের চিড়িয়াখানা

২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

এ.এস বাশার বলেছেন: কি ব্যপার দাদু আজ দেখছি একদম গলাই চাকু ধরেছেন.........
ঠিক কাজটিই করেছেন, আপনার কাছে এসবই কাম্য.....

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



আমি কারোকে খুশী করার জন্য লিখছি না, নিজকে পরীক্ষা করছি

২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

শাহাদাত নিরব বলেছেন: বিগত দিন গুলোতে যত চুক্তি হয়েছে কোনোটিই বাংলাদেশের পক্ষে আসেনি।
কিন্তু তবুও তারা প্রেস ব্রিপিংয়ে জনগনকে বুঝিয়ে দেয় আমরা দেশের জন্য সব নিয়ে আসছি।
শেখ হাসিনার মধ্যে কেনো তার বাবার আদর্শ টা আসে নাই ?
আজও বুঝে উঠতে পারি নি ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


উনি বাবার মৃত্যুর বিচার করার পর, ভাবনাহীন হয়ে গেছেন

৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

নীলপরি বলেছেন: আমি সহব্লগার পদাতিক চৌধুরির সাথে একমত ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


পদাতিক চৌধুরীর ভাবনাচিন্তা খুব একটা পরিস্কার নয়

৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

খাঁজা বাবা বলেছেন: প্রধান মন্ত্রী নাহয় আর্টসের ছাত্রী ছিলেন, অংকে কাঁচা। ওনার সাথের আমলারা কি করে? আর উপদেষ্টা রা?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমলারা উনার বেকুবীর সুযোগ নিয়ে "সুপার ধনী" হচ্ছে; উপদেষ্টাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, ওদের সবার জ্ঞান শেখ হাসিনার থেকে অনেক নীচে

৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

ব্লু হোয়েল বলেছেন: রাজীব নুর৥ কি সুবিধা নেয়া বাকি? আপনিও তো দেখি হর্ষবর্ধন শ্রিংলা ।।।

এক মিলিয়ন ভারতীয় বাংলাদেশে কামলা দিয়ে বছরে এমনিতেই ৪ বিলিয়ন নিয়ে যায় বৈধ পথে ।
অবৈধ পথের বিলিয়নের হিসেব কারো জানা নেই ।
হর্ষ বর্ধন শ্রিংলাও বলেছেন এত পরিমান ডলার তারা পায়না ।

আসুন আমরা বন্ধুর জন্য তালিয়া বাজাই ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


বাহিরের লোকজন কাজ পাচ্ছে, কারণ আপনি ফাঁসকরা প্রশ্নে এ+ পেয়ে এসেছেন বরাবর


৩৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: যে যায লংকা সে হয় রাবন।

থাকতে হয়না তাদের অন্য কোন কারন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনার নিজের মগজের কোন দরকার নেই, অন্যেরা কি বলেছে, সেটাই টাইপ করে যান।

৩৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

কাছের-মানুষ বলেছেন: বিষয়টি খুবই হতাশার। সংসদের এই ধরনের বিষয়ে আলোচনা করে, এক্সপার্টদের ফিডব্যাক নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


উনি যাদর সাংসদ বানায়েছেন, এদের বেশীর ভাগের মাথায় মগজ নেই

৩৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

আবু হাসান লাবলু বলেছেন: আমার ব্যক্তিগত ভাবে মনে হয় শেখে বেটি ক্ষমতার লোভে সব ভুলে গেছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


ক্ষমতা ও উনার বেঁচে থাকার মাঝে একটা সম্পর্ক আছে; তবে, তিনি সাধারণ মানুষকে রাস্তায় বসায়ে দিচ্ছেন

৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

তারেক ফাহিম বলেছেন: উনি ক্ষমতায় আসলে আরও কত কি দেখতে হবে :(

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


ক্ষমতায় আসার মতো আর কেহ নেই; ফখরুল মখরুল অপদার্থ

৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: সহমত।

সরকারের এসব চুক্তি নিয়ে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করবে (বিরোধী দল, স্বীকৃত চিন্তাবিদ, জ্ঞানীগুণী) তাদের মাথায় এসব ভাবনা-টাবনা নেই। নির্বাচন, খেলাধুলা, কোটা ফোটা নিয়ে তারা ব্যস্ত।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


ইডিয়টদের নিজস্ব বলয় থাকে, ভোটের সময় ড্রাকুলার মতো জেগে উঠে

৩৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: অনেক দিন পরে আপনার একটা পোস্ট আমার খুব ভালো লাগলো।ধন্যবাদ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


ছেষ্টা করছি নিজের ভাবনাকে তুলে ধরতে, সবগুলো হয়তো ঠিক চ্ছে না

৩৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মদন আইছে ত্যানা প্যাচাইতে !!
এতই যদি বোঝ তবে বিদেশে বসে
সেফায়েত উল্লার মত বড় বড় কথা না বলে
দেশে এসে দেখিয়ে দাও তুমিও পারো !!
বিষ নাই কু......র বাঘা নাম !!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমি দেশে এলে আপনাকে কারখানায় চাকুরী করতে হবে; এই ধরণের লেখার স্টাইল নিয়ে সাংবাদিকতায় টিকবেন না

৪০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশ বিধ্বংসী এসব কুবুদ্ধি শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর মাথা থেকে এসেছে। শেখ হাসিনা এদের অন্ধভাবে বিশ্বাস করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


কম মগজ নিয়ে বেশী উপরে এসে গেলে এসবই ঘটে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


তৌফিক এলাহী মেলাহী হলো কুপের ব্যাং

৪১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

আখেনাটেন বলেছেন: ভাত রান্না করতে গিয়ে গ্যাস নষ্ট হয়ে যাচ্ছে, ভারত থেকে রান্না ভাত নিয়ে এলে ভালো হয়; আওয়ামী লীগকে সাপোর্ট করতে গিয়ে অনেকের মগজ ডাইজেষ্টিভ ট্টেক হয়ে ড্রেনে চলে গেছে। -- সামু ব্লগের এ সপ্তাহের সেরা প্রতিমন্তব্যটি করে ফেলেছেন। প্রতিমন্তব্যের লাইক দেখে তো টাসকি খেলুম। :P

ভারতের ব্যাপারে বাংলাদেশের নানাদিক থেকে দরকষাকষির সুযোগ ছিল। সে সুযোগ এ সরকার বেশ ভালো ভাবেই তৈরিও করেছিল। কিন্তু দুর্ভাগ্য এ জাতির। গদির মোহ জাতিকে ভারতীয়দের সাথে উইন-উইন অবস্থানে রাখতে পারছে না।





১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


উনি উনার বাবাকে বুঝতে পারেননি, মানুষের সাথে থাকার চেষ্টা না করে, একা টিকতে চেষ্টা করছেন নানা কলাকৌশল করে।

৪২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

মেহেদী হাসান হাসিব বলেছেন: দেশের দশের উন্নতি হত। কিন্ত দেশ নিয়ে এখন আর ভাবে কে? খুব হতাশার বিষয়।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি ভুল ও অন্যায় ব্যবসার কারণে দেশের বেকার সমস্যা আকাশ অবধি পৌঁচেছে

৪৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: সহমত ভাই। আর সত্য লেখার জন্য ধন্যবাদ!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

চাঁদগাজী বলেছেন:


জাতিকে দরিদ্র করে রেখেছে এসব ভুল পদক্ষেপ

৪৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

আখ্যাত বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.