নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ড: কামাল সাহেবকে রাজনীতিবিদ, বাচ্চা, নাকি লিলিপুটিয়ান হিসেবে নেবেন?

২৮ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৭



ড: কামাল সাহেব বলছে্ন, তিনি জানতেন না যে, ভোটে জামাতের লোকেরা ধানের শীষ নিয়ে প্রার্থী হবে; এখন উনাকে কি বলবেন: রাজনীতিবিদ, বাচ্চা, নাকি লিলিপুটয়ান? ঠিক আছে, উনি জানতেন না; নমিনেশন সাবমিট করার পর'তো জেনেছেন; জানর পর, এই ব্যাপারে উনার কি কিছু করার দরকার ছিলো না?

উনি সাথে সাথে আবার যোগ করেছেন, আগামীতে সরকারে যদি জামাতের লোকদের কোন ভুমিকা থাকে, তিনি বিএনপি'র সাথে থাকবেন না; এই বাক্য থেকে বুঝা যাচ্ছে যে, বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে আগামীতে; এরপর, উনাকে নতুন কি উপাধি দেবেন?

আমি আমার পোষ্টগুলোতে বলার চেষ্টা করেছি যে, ড: কামাল সাহেব একজন এলিট, ধনী প্রফেশানেল, উনি রাজীিতিবিদ নন; বাংলাদেশে বদির বউ এমপি হয়, শামীম ওসমান এমপি হয়, বেগম জিয়া ৩৫ বছর দলের সভাপতি থাকেন, সম্ভব; তারপরও, কামাল সাহেব যেসব বেকুবীর ইতিহাস গড়ছেন, এগুলো আসলে জাতির জন্য রেকর্ড।

১৯৭৫ সালে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলে, জাতিকে আধুনিক বিশ্বের নাগরিক হতে বাধা দিয়েছে মিলিটারী; তারা জাতির কক্ষপথ বদলায়ে দিয়েছে; আমাদের দরকার ছিলো জাতিকে মিলিটারীদের হাত থেকে মুক্ত করা; অবশ্যই এখানে আরেকটা মুক্তিযুদ্ধ হওয়া সম্ভব ছিলো না; মিলিটারী থেকে মুক্ত করতে বাধা ছিলো, ডা: বদরুদ্দোজারা, মওদুদেরা, শাহ আজিজেরা, ড: এমাজুদ্দিন সাহেবের মতো লোকেরা, এরা জাতিকে বিভ্রান্ত করেছে। আজকে মিলিটারী তাদের পদ্ধতি বদলায়েছে; কিন্তু তাদের দল রয়ে গেছে; সেই দলকে রক্ষা করার জন্য ড: কামাল সাহেব ঝাপিয়ে পড়েছেন; ভালো!

৬ মাস কথা বলে, শত মিটিং করে, যেই কোয়ালিশন গঠন করা হলো, সেই কোয়ালিশন কাকে নমিনেশন দেবে, সেটা তিনি জানেন না; এই ধরণের রাজনীতিবিদ নিয়ে জাতি কতদুর যাবেন? এরপর, ভোটের প্রচারের প্যাটার্ণ উনি দেখছেন, সবাই দেখছেন, এবং ফলাফলও দেখা যাচ্ছে; এরপরও উনি বলছেন, আগামী সরকারে যদি জামাতের লোকদের কোন প্রভাব থাকে উনি বিএনপি'র সাথে থাকবেন না। এটা ঠিক যে, উনি বিএনপি'র সাথে থাকার সময় পাবেন না, উনাকে ট্যাক্সের ব্যাপার নিয়ে কোর্টে অনেক সময় দিতে হবে।

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ডক্টর কামাল তার ভুলের কারণে হয়তোবা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন | তবে জনগণকে তার অধিকার প্রকাশ করতে দেয়া উচিত তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়ে | ক্ষমতাসীনরা যেভাবে আচরণ করছে তাতে মনে হচ্ছে না সেই সুযোগ জনগণ পাবে ! বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব শুধু জনগণেরই নয় আওয়ামী বিনপি উভয় পক্ষেরই রয়েছে |

২৮ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী যেজন্য বিএনপি গঠন করেছিলো, বিএনপি সেটা করেছে, আরো কিছু সময় সেটা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ যেই কারণে করা হয়েছিলো, আওয়ামী লীগ সেটা থেকে সরে গেছে! বিএনপি'র পক্ষে গিয়ে, আওয়ামী লীগকে ঠিক করা সম্ভব নয়।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিএনপিকে ঠিক করতে গিয়ে গণতন্ত্রের বারোটা বাজানোর দায়িত্ব আওয়ামীলীগকে জনগণ দেয় নাই | আর বিএনপিতো একটি মুমূর্ষু দল, আওয়ামী লীগ তার শাসনামলে যে সকল উন্নয়ন কাজ করেছে তাতে তাদের জয়লাভ করাটা খুব সহজ বলেই মনে হচ্ছিলো | কিন্তু তাদের মধ্যে ইদানিং কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে | সে কারণেই তারা যেনতেন ভাবে ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের অধিকারকে অসম্মান করছে | তাদের উচিত জনগণের নূন্যতম অধিকার অবাধ ভোটপ্রদানের সুযোগ দেয়া - জনগণকে ভোট থেকে দূরে রাখা নয় |

২৮ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:

প্রথমত:, আওয়ামী লীগ যেসব উন্নয়ন করেছেন, সেসব উন্নয়নের ফলে, আওয়ামী লীগের লোকজন বেশী উপকৃত হওয়ায়, নিজেদের উপর উহাদের কনফিডেন্স কম।

আওয়ামী লীগ বলতে শেখ হাসিনই আসল, এবং উনি ৩৮ বছর সভাপতি থাকার ফলে বুঝা যাচ্ছে উহাতে অন্যদের কোন অংশ নেই; উনি জানেন, এই দেশের লোক বিএনপি'কে কতবার ভোট দিয়েছে; বিএনপি'কে যারা ভোট দেয়, তিনি তাদেরকে ভোটাধিকার দিতে চান বলে মনে হয় না।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮

জগতারন বলেছেন:
ড: কামাল সাহেব বলছে্ন, তিনি জানতেন না যে,
ভোটে জামাতের লোকেরা ধানের শীষ নিয়ে প্রার্থী হবেন;
এখন উনাকে কি বলবেন: রাজনীতিবিদ, বাচ্চা, নাকি লিলিপুটয়া'?
ঠিক আছে, উনি জানতেন না; নমিনেশন সাবমিট করার পর'তো জেনেছেন;
জানাের পর, উনার কি কিছু করার দরকার ছিলো?


আমি বলব;
ডঃ কামাল মিথ্যাচার করেছেন।
ডঃ কামাল মিথ্যাবাদী। তাকে আমাদের ত্যাগ করা উচিত।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


উনাকে ত্যাগ করার দরকার হবে না; উনি যেসব ভুল করছেন, উনি কোথায়ও আছেন বলে মনে হয় না। উনি বুঝে সুজেই ভোটে দাঁড়াননি!

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি এই ব্লগের সবচাইতে অভিজ্ঞ ব্লগারদের একজন এবং আপনার বিশ্লেষণের প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে | তবে আপনি বলেছেন "বিএনপি'কে যারা ভোট দেয়, তিনি তাদেরকে ভোটাধিকার দিতে চান বলে মনে হয় না। "

আমার মনে হয় ঠিক উল্টোটাই | আওয়ামী কর্মীদের ছাড়া দেশের জনগণের আর কাউকেই ভোটাধিকার দিতে ক্ষমতাসীনরা মোটেই আগ্রহী নয় বা সেই কনফিডেন্স তাদের মধ্যে একদম নেই |

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



আসলে, আপনার ষ্টেইটমেন্ট সঠিক; ভোটের ব্যাপারে, আওয়ামী লীগ এখন সাাধারণ মানুষর উপরও আস্হা রাখছে না।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩

ঢাবিয়ান বলেছেন: ডঃ কামালের এই ধরনের স্টেটমেন্ট এই মুহুর্তে দেয়া একেবারেই ঠিক হয়নি। উনি ঐক্যফ্রন্টের প্রধান, ইসির প্রধান নয়। জামাত নিশিদ্ধ করার দায় সরকার এবং ইসির। ইসি কেন জামাতের প্রার্থীদের মনোয়নপত্রের বৈধতা দিল? ডঃ কামাল বরং এই প্রশ্নটা উলটো করতে পারতেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যদি ড: সাহেবকে একটু সামান্য বুদ্ধিশুদ্ধি দিতেন, উনি এমন বেহাল অবস্হায় পড়তেন না।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ড. কামাল বোকার মত এমন সময়ে এই বক্তব্য না দিলেও পারতেন। উনি ভাল করেই জানেন জামাত তাদের সাথে থাকবে কিনা। কিন্তু তাই বলে এই নাজুক সময়ে এই বক্তব্য দেয়া মারাত্মক ভুল। "জামাত ধানের শীষ থেকে নির্বাচন করছে, অর্থাৎ বিএনপির হয়ে। দ্বিতীয়ত ঐক্যফ্রন্ট কোন যুদ্ধাপরাধীকে সরাসরি নমিনেশন দেয় নি, সেদিক থেকে আওয়ামীলীগ থেকে প্রতিষ্ঠিত ও পরিচিত অনেক যুদ্ধাপরাধীই আছে, আপনারা আওয়ামীলীগকে প্রশ্ন করছেন না কেন?" অথবা, "জামাতকে নমিনেশন দেয়া যদি ভুল হয় তবে ইসি কেন সেটা গ্রহণ করল?" এই বক্তব্য দেয়া যথেষ্ট কার্যকর ছিল বলে মনে হয়।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল সাহেব যদি আপনার কাছে কয়েকদিন রাজনীতির ক্লাশ করতেন, তা'হলে জাতী উনার থেকে লাভবান হতে পারতেন।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

কানিজ রিনা বলেছেন: যে দল থেকে বদির বউ শামিম ওসমানরা
রাজাকারের বাচ্চারা নমিনেশন পায় তাদেরকে
কি বলবেন? আপনি কি বাংলাদেশের মিডিয়ার
খবর দেখছেন? অন্য কোনও প্রতিক বা
বিএনপির সভা সমাবেশ ভোট চাওয়ার নমুনা
কতটা প্রতিফলিত হচ্ছে। জনগনের প্রথম
অধিকার ভোটাধিকার দেশে সে অধিকার
জব্দ করে নোংরা রাজনীতি অপরাজনীতি
কায়েম করে কতটা জনপ্রিয় হয়েছে আওয়ামী
দল সেকথা বলার অপেক্ষা রাখেনা।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালে শেখ সাহেবকে হত্যা করার ও সমর্থন করার প্রায়চিত্ত হচ্ছে

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উনি বিএনপি'র সাথে থাকার সময় পাবেন না,
উনাকে ট্যাক্সের ব্যাপার নিয়ে কোর্টে অনেক সময় দিতে হবে।

..........................................................................................
তাহলে কি উনি গরীবের বন্ধু হতে চেষ্টা করবেন ? এত্ত টাকা উনার
কখনো শুনি নাই,উনার টাকা গরীবের কল্যাণে ব্যয় করেছেন ।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২

চাঁদগাজী বলেছেন:


উনি নিজ দলের জন্যও ১টা কানাকড়ি ব্যয় করেননি; উনার টাকা উনার মেয়ের জন্য শুধু

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

নূর আলম হিরণ বলেছেন: কোথায় জানি দেখলাম একজনে লিখেছে, "বিয়ে করলে যদি জানতাম বউ সাথে থাকবে তাহলে বিয়ে করতাম না"

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এইসব কারণেই ড: এমাজুদ্দিন, ড: কামাল, ড: ইউনুস সাহেবদের ২ পয়সার মুল্যও দেননি

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০১

তারেক_মাহমুদ বলেছেন: কামাল সাহেব শেষ মুহুর্তে প্রমাণ দিলেন তিনি আসলেই বেকুব।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


উনি প্রমাণ দেয়ার আগে, আমি অনুমান করার চেষ্টা করেছিলাম ব্লগে।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আগামীতে ক্ষমতায় যাক আর না যাক বিএনপির সাথে ওনাকে লাথি মারবেই, আর ক্ষমতায় যেতে না পারলে ওনাকে শেখ হাসিনার দালাল হিসাবে চিহ্নিত করবেন নিশ্চিৎ

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১২

চাঁদগাজী বলেছেন:


উনি নিজকে জাতির সামনে বেকুব রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করেছেন, কোন সন্দেহ নেই

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

নতুন বলেছেন: উনার বয়স হয়েছে... তিনি এখন অত বোঝেন না।

তাকে সামনে রেখে বিএনপি নিবাচনে প্রতিযোগিতা করতে চেয়েছিলো।

কিন্তু আয়ামীলীগ তাদের লাঠিয়াল দিয়ে বিএনপিকে রাস্তায় নামতে দেয়নি।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

চাঁদগাজী বলেছেন:


উনি শেখ সাহেবের সৃষ্টি, বিএনপি শেখ হত্যাকে বিপ্লবী পদক্ষেপ হিসেবে মনে করে; উনি কি করে বিএনপি'কে সাহায্য করতে গেলো? এটা কি কোনভাবে কাজ করার কথা?

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

আলাপচারী প্রহর বলেছেন: আমি বলবো বিএনপি ডঃ কামালের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিএনপি ডঃ কামালের বিশ্বাসঘাতকতা করতে পারে এটুকু কমনসেন্সের অভাবের জন্য অবশ্যই ডঃ কামালের এরকম (লিলিপুট) উপাধী পাওয়া উচিৎ।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

চাঁদগাজী বলেছেন:



১৯৭৫ সালে যা ঘটেছে, পুরোটাই বিশ্বাসঘাতকতা, ততকালীন বিশ্বাসঘাতকদের সমন্ময়ে বিএনপি গঠন করা হয়েছিলো; ড: কামালের মাথা থেকে এগুলো কি মুছে গেলো? উনি বিশ্বাসঘাতকদের দলে চলে গেছেন।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

বিজন অধিকারী বলেছেন: ঐক্যফ্রন্টের নেতারা বিএনপির সাথে যোগ দিয়ে জামায়াত নেতাদের নমিনেশন পাওয়া নিয়ে ঐক্যফ্রন্টের নেতারা বিভিন্ন টকশতে অনেক অনেক বক্তব্য দিয়েছেন, এখন ড. কামাল স্যারের শেষ বক্তব্য শুনে তাদের ভাবমুর্তি ও তাদের বর্তমান বক্তব্য কি হবে ????????????????

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


ঐক্যফ্রন্টে যারা গেছেন, তারা জাতির ক্ষতি আগেও করেছেন, ওরা পরীক্ষিত গার্বেজ

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: নির্বাচন উপলক্ষ্যে ঈদের আমেজ। ঢাকা এখন ফাঁকা।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

চাঁদগাজী বলেছেন:


একটু হুশিয়ারে থাকবেন, বলা যায় না, আইএসআই ও তাদের সাগরেদদের কোন প্রোগ্রাম আছে নাকি বাংগালীদের জন্য

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

অক্পটে বলেছেন: ভোট চোরাদের পক্ষের সাফাই গাওয়া আপনার পুরনো অভ্যাস। চুরি করেই আপনাদের জয়ি হতে হয়।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনি যা দেখছেন, আমিও তা দেখছি; আমি যা দেখছি, তা বলছি; আপনি যা দেখছেন, তা হয়তো বুঝতেছেন না; নিশ্চয় পরিবার থেকে টাকা নিয়ে, ফাঁসকরা প্রশ্নপত্র কিনে এতদুর এসেছেন!

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

শরীফ আতরাফ বলেছেন: ড. কামাল অনেকদিন রাজনীতিবিদদের সাথে ছিলেন তাদের বুদ্ধিতে চলেছিলেন।তারা ত্যাজ্য করার পর অনেকদিন ময়দানে ছিলেন না।এখন যাদের সাথে আছেন তাদের মধ্যে বুদ্ধিদাতা কেউ আছে বলে মনে হয় না।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

চাঁদগাজী বলেছেন:


শেখ নেই, তাজুদ্দিন নেই, এখন তিনি আইনবিদ, রাজনীতিবিদ নন।

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

নজসু বলেছেন:



উনি সত্যি বলছেন না ভান করছেন?

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

চাঁদগাজী বলেছেন:


১৮ কোটীর সামনে ভান করতে হলে, বিশ্বের সেরা অভিনেতা হতে হবে উনাকে; উনাকে দেখলে কি সেই রকম মনে হয়?

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়ত এখন বলবেন উনার বক্তব্য ভুল ব্যাখ্যা করা হয়েছে!! আসলেই ইডিয়টিক কথা বার্তা...

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:


কথাবার্তা ইউনিক; কিন্তু এগুলো কি রাজনীতিবিদের লক্ষণ?

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:







স্যার আপনি জানেন কি না জানি না । আজ সকালে দেখলাম থ্রি জি ও ফোর জি বন্ধের নির্দেশ হয়েছে । খবর টা দেখা মাত্র মনে হচ্ছে এটা আমার দেশ না । আমি দেশের কেউ না ।

নির্বাচনের জন্য বিটিভি এর উপর নির্ভর করতে হবে মনে হচ্ছে ।

ডক্টর কামাল আমার কাছে একজন মডেল টাইপ ছিলেন । কারন প্রথম সংবিধান লিখেছেন শুধু মাত্র তার জন্য । তবে উনি যে কোয়ালিশন করতে যাচ্ছেন বা গিয়েছেন তা তার নিরবুদ্ধিতার পরিচয় বহন করে । মাত্র ছয় মাসে পার্টি করে তা নিবার্চানে নিয়ে যাওয়া এবং ক্ষমতায় যাওয়া আমাদের মত দেশে অসম্ভব । এটা ভারত নয় যে আম-আদমি পার্টি ১২ মাসে সরকার গঠন করবে ।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


থ্রি জি ও ফোর জি বন্ধের নির্দেশ দেয়া মানে আওয়ামী লীগের কনফিডেন্স কম ও প্রশাসন দুর্বল; আওয়ামী লীগ জাতিকে অন্য জাতিগুলো তুলনায় পেছেন ফেলে দিচ্ছে; দলের লোকেরা মুর্খ, ওরা জাতিকে মুর্খ করে রাখার পদ্ধতি চালু রেখেছে। ড: কামাল সাহেব রাজনীতি না করে জয়ী হতে চেয়েছিলেন, এখন অবস্হা বুঝেছেন নিশ্চয়ই।

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: চাদগাজী একটা কথা মনে রাখবেন পনেরটা সাক্ষাৎকার দিলে দুএকটা কথা ছুটে যায় ভুল হয় তাতে একজন মানুষ বোকা হয়ে যায় না। আপনি আওয়ামীলীগে যে যুদ্ধাপরাধী আছে তাদের বিষয়ে কি বলবেন? তাদের শেখ হাছিনা বুঝে শুনে জায়গা দিয়ে বা ওবায়দুল কাদের জায়গা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন কি??? যে দেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দীকি বীর উত্তমকে যে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম রাজাকার বলার অপপ্রয়াস চালায় তাদের আপনি কি বলবেন?
অবাধ সুষ্ঠু নির্বাচনে কেন হাছিনার এত ভয় বলবেন কি?? #:-S

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


জিয়া বীর উত্তম হয়েছিলেন মুক্তিযু্ধ করে; উনি শেখ হত্যা করে, বড় ইয়াহিয়া খান হয়ে গেছেন; আপনার মগজ টগজ একটু কম আছে।

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এই জোট নেতৃত্বসংকটে ভুগছিল
ড.কামাল ভাড়াটে নেতা। এখন লেজেগোবরে ...
সাধারন জনগণ হ্যাসিটেশনে ভোগা একটি প্রায় নেতৃত্বহীন দলকে ভোট দিবে না, দিতে পারে না।
কোন সুস্থ মানুষ জেনেশুনে অনিশ্চয়তা বিশৃঙ্খলা চাইবে না।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


মানুষ যদি সুশ হয়ে থাকেন, ভোট কেন্দ্রে কেহ যাবার কথা নয়; যাঁরা বিএনপি'কে ভোট দেবেন না, তাঁরা আওয়ামী লীগকেও দেবেন না।

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,

ড: কামাল হোসেন সাহেব জামাত ই ইসলাম দ্বারা ইউজ হয়েছেন, ড: কামাল সাহেবের উত্থান আওয়ামী লীগ দ্বারা, ড: কামাল হোসেনকে আমরা চিনি আওয়ামী লীগের কারনে, নয়তো ড: কামাল হোসেন সাহেবের মতো আরো উকিল এই দেশে আছেন- ছিলেন। আওয়ামী লীগ সিনেমার মতো তাকে ব্রেক দিয়েছে তাতে তার উত্থান এটি সর্বজন স্বিকৃত। কিন্তু ড: কামাল হোসেন আওয়ামী লীগের সঙ্গে বিস্বাসঘাতকতা করবেন এটি তাঁর মতো বিজ্ঞ/অনভিজ্ঞ/আতেল উকিলের কাছে আপাতত বা এখন আশা করা যায় - টাকায় কি না হয় !!!

জামাত ই ইসলাম হচ্ছে বিষাক্ত দাঁতাল শুকর, আওয়ামী লীগ হয়তো ড: কামাল হোসেন সাহেবকে ক্ষমা করে দিবেন, তবে জামাত ই ইসলাম ড: কামাল সাহেব কে ছাড়বে না, জামাত ই ইসলামের টাকা বৃথা যেতে দেবে না। - এটি আপনার ব্লগে হাইলাইট করে রাখুন, এই আমি বলে রাখছি আপনি মিলিয়ে নিবেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল সবচেয়ে বিপদের আছেন, উনি তিন দলের টার্গেট; উনাকে শ্বশুরের দেশে চলে যেতে হতে পারে।

২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: জামাত ই ইসলাম ও ওসামা বিন লাদেন এর প্রেতাত্মা আমরন ড: কামাল হোসেন সাহেব কে তাড়া করবে, ড: কামাল হোসেন আওয়ামী লীগের ডাল ভাত খেয়ে অনেক পুষ্ট হয়েছেন কিন্তু এবার জামাত ই ইসলামের গোস্ত বিরিয়ানী খেয়েছেন এর বদহজম ড: কামাল হোসেনকে ভোগাবে আমরন

- তিনি শহীদ মিনারে কোন দুঃখে গিয়েছিলেন ? শিক্ষা মানুষকে আলো দিতে পারে না - এটির বড় প্রমাণ ড: কামাল হোসেন দিলেন, ড: কামাল হোসেন প্রমাণ করলেন ব্যাকরণ সত্য “দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য Although Disposable Villain Scholar.

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


উনি নিজকে বেকুব প্রমাণ করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.