নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কোন এক ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তোলা যায় না?

২৬ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৮



যেমন, বেগম জিয়াকে মুক্ত করতে গিয়ে আবার এক হবো, নাকি শেখ সাহেবের "বাকশাল" প্রতিষ্ঠা করতে লেগে যাবো? মওলানা ভাসানীর সাম্যবাদী অর্থনীতি নিয়ে লেগে গেলে কেমন হয়? কিংবা সিরাজ শিকদারের মতো কৃষক হত্যায় লেগে গেলে? কিছু না হলে, মদীনা সনদ নিয়ে লেগে গেলে কেমন হয়? অথবা ক্রিকেট খেলা নিয়ে মাসের পর মাস উৎসব করলে, জমবে?

জাতি সম্পুর্ণভাবে বিভক্ত হয়ে গেছে, সবাই আলাদাভাবে নিজের বোঝা টানছে, সবার ঘাম ঝরছে, রক্ত ঝরছে, জাতি নিস্প্রাণ হয়ে গেছে, জাতি ঝিমিয়ে গেছে; কেহ কাউকে সাহায্য করার কথা ভাবছে না, কেহ সাহায্য আশা করছে না; সবাইকে সবাইকে ভয় করে, কেহ কাউকে বিশ্বাস করে না; কারো প্রতি কারো আস্হা নেই!

১৯৫২ সালের মতো, আরেকবার ভাষা আন্দোলনের মতো কিছু নিয়ে লেগে যাওয়া যায় না? ১৯৬৯ সালের মতো সরকার-বিরোধী কিছু করা যায় না? ১৯৭১ সালের মতো আবার এক হওয়া যায় না?

কিছু একটা করার দরকার, এভাবে বেঁচে থেকে কি হবে? তরুণরা পড়ালেখা করে বেকার বসে আছে; যুবকেরা বউ রেখে আরব, মালয়েশিয়া চলে যাচ্ছে; কেহ কেহ নৌকায় (আওয়ামী লীগের প্রতি সন্মান রেখে) চড়ে ভুমধ্য-সসাগর পাড়ি দিচ্ছে; কেহ কেহ রেমিটেন্সের টাকায় বড় বড় রুই, কাতলা মাছ খাচ্ছে, যত ইচ্ছা তত ঘুমাচ্ছে, কিশোরী চাকরাণী আন্ডারওয়ার ধুয়ে দিচ্ছে; কেহ কেহ বিয়ে টিয়ে না করেও জিং জিং করছে; সবকিছু কেমন উলট পালট লাগছে! নাকি আসলে, এই রকমই হওয়া উচিত?

বেগম জিয়াকে মুক্ত করা গেলে একটা কাজ হতো: মির্জা, ডা: বদরু কাকু, ড: কামাল সাহেব, কর্ণেল ওলি, সবাই ফেল করার পর, আমরা যদি মুক্ত করতে পারি, কমপক্ষে ৭২ ঘন্টা করে কিছু হরতাল হলেও পাওয়া যেতো; বাকশাল করতে পারলে শেখ হাসিনা ভয়ে পালিয়ে যেতো, নিজদের শেখ সাহেবের লোক মনে হতো; মদীনা সনদ করলে, ৪টি করে বউ থাকতো ঘরে, ঘরে ফিরলে মনে হতো, আমারও হেরেমখানা আছে! মওলানার সাম্যবাদী অর্থনীতি চালু করতে পারলে ভালো হতো, বিয়ে না করেও ব্উ পাওয়া যেতো, সোস্যালিজমে একের বউ, সবার বউ। কিছু একটা করার দরকার।

মন্তব্য ৬৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

খেয়া ঘাট বলেছেন: ধুমাইয়া ব্লগিং করেন। ধুমাইয়া ঈদের কেনাকাটা করেন।

২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং তো অনেকদিন করলাম, কেনাকাটাটা হয় না: দোকানে যেতেও ভালো লাগে না, তেমন কিছুর দরকারও নেই; কিন্তু কিছু একটা করার দরকার।

২| ২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

জাহিদ অনিক বলেছেন: মনে হচ্ছে অস্থিরতায় আছেন। হাত পা নিসপিস করছে।
মেডিটেশন করতে পারেন, কারও প্রেমে পড়ে যান। ;)

যাইহোক, মজা করছিলাম। জাতীয় ঐক্য করতে হলে এমন একটা ইস্যু দরক্কার যেটা সকলের দরকার। একজন নেতা দরকার।

২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কবি মানুষ, ঠিকই ধরেছেন, হাত-পা নিসপিস করছে! গোয়ালে যীশুরা জন্ম নেন, নেতা জন্ম নেন না।

৩| ২৬ শে মে, ২০১৯ রাত ৮:১৫

খেয়া ঘাট বলেছেন: আপনার কাছ থেকে আরো চিন্তাশীল লেখা প্রত্যাশা করি।

২৬ শে মে, ২০১৯ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


আমার মাথায় এর থেকে ভারী কিছু নেই; আমি ব্লগারদের কাছে আইডিয়া চাচ্ছি

৪| ২৬ শে মে, ২০১৯ রাত ৮:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাতীয় ঐক্য গড়ে তুলবেন?
ভুলে যাবেন না, বাঙ্গালী দুই জন একত্র হলে দল হয় চারটা।
দুই জনে দুই দল, দুই জনে মিলে একদল, আবার এই তিন দলে মিলে হয় কোয়ালিশন! লোক কিন্তু সেই দুই জনই । =p~ =p~

২৬ শে মে, ২০১৯ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


আপনি তো অংকে ভালো, এটা কম্বিনেশনস

৫| ২৬ শে মে, ২০১৯ রাত ৮:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাঙালি আর কোনদিনই কোন ইস্যুতে এক হবে না।

২৬ শে মে, ২০১৯ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


এতো ভয়ংকর নিরাশার কথা; বাংগালীকে নিউটার'এ পরিণত করেছে শেখ হাসিনা?

৬| ২৬ শে মে, ২০১৯ রাত ৮:৫৩

রাকু হাসান বলেছেন:

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।
এখনও এতটুকু আগ্রহ কমেনি কবিতার প্রতি ।
অনেক ধেরি ,কঠিন পথ মাড়াতে । কাণ্ডারি নেই ।

২৬ শে মে, ২০১৯ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


গতকাল, দারিদ্রের কবির জন্মদিনে আপনাকে ব্লগে দেখিনি; সব ভালো?

৭| ২৬ শে মে, ২০১৯ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল একটি পোষ্ট।
এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আস্থা রাখাটা বোকামি হবে।

২৬ শে মে, ২০১৯ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



আমরা কি এখনো বাংগালী জাতি, নাকি সবাই প্রত্যেকে আলাদা আলাদা জাতি?

৮| ২৬ শে মে, ২০১৯ রাত ৯:৪৪

রাকু হাসান বলেছেন:

ভালো আছি । ভীষণ ব্যস্ততার জন্য ব্লগে কম আসছি । কবির জন্ম দিনে নিরবে নিভুৃতেই যেন থাকলাম । দিবস কেন্দ্রিক কোনো কিছু ভালো লাগে না । আপনার শ্রদ্ধেয় নজরুল ইসলাম কে নিয়ে পোস্ট টি পড়েছিলাম আমি । আশা করছি আপনার স্বাস্থ্য ভালো আছে । আজকের লেখাটিও আমার ভালো লেেগেছে। মৌলিক সমস্যা নিয়ে কথা বলেছেন । ধন্যবাদ আপনাকে।

২৬ শে মে, ২০১৯ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমি উনার আসল কষ্টকর দিকটাকে বুঝার চেষ্টা করেছি

৯| ২৬ শে মে, ২০১৯ রাত ১১:০৯

নূর আলম হিরণ বলেছেন: কি আর করবেন, এই ব্লগটাকেই তো স্বাভাবিক করতে পারছেন না! এটাকে স্বাভাবিক করতে কি কি করা যায় সেটা বের করুন। আমরা আগের মত ব্লগিং করতে চাই।

২৭ শে মে, ২০১৯ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগ হলো আমাদের সোসাইটির প্রতিবিম্ব, এখানে যা দেখছেন, সেটাই আমাদের সমাজ

১০| ২৬ শে মে, ২০১৯ রাত ১১:৪১

ডঃ এম এ আলী বলেছেন: বাংগালী একটি ইস্যুতে ঐকতাবদ্দ আছে , সেটা হলো দুর্নীতি ।
এই ঐক্যটা বিনষ্ট করতে পারলে বাকী সব বিষয়ে ঐক্যবদ্ধ হতে বেশী বেগ
পেতে হবেনা ।

২৭ শে মে, ২০১৯ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনার পর্যবেক্ষণ সঠিক।

প্রতিটি জাতির বৈশিষ্ঠ্য থাকে, ইংরেজটা সুশৃংখল, বার্মার লোকেরা মগ-দস্যু, জাপানীরা কর্মঠ, জার্মানরা দক্ষ, বাংগালীরা দুর্নীতিবাজ ও ঠগ; আমাদের দায়িত্ব বাংগালীদের মানুষ করা।

১১| ২৭ শে মে, ২০১৯ রাত ১২:৩২

বলেছেন: তৈল মর্দন ও পেষণে জাতি ঐক্যবদ্ধ আছে।।

চারিদিকে উন্নয়নের তৈলচিত্র দেখতে পান নাকি!!! --

আজকের পোস্টে, ঘুমন্ত ও ভঙ্গুর জাতিকে গুহা থেকে বের হবার আহ্বান জানিয়েছেন মনে হলো।।

২৭ শে মে, ২০১৯ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


জাতির অশিক্ষিত অংশ বিদেশে দাস হিসেবে বিক্রয় হচ্ছে; শিক্ষিত অংশ বেকার; আমাদের দরকার কোন একটা ভালো ইস্যু

১২| ২৭ শে মে, ২০১৯ রাত ১:১০

বঙ্গদুলাল বলেছেন: ভাড়াটে সৈন্যরা জনতার নেতাকে হত্যার পর থেকে উল্লিখিত দূর্দশাগুলো জনতার ঘাড়ে চেইন রিয়েকশন হয়ে চেপে বসেছে।আমার ক্ষুদ্র চিন্তায় তা-ই আসে।জাতিকে আবার আপন কক্ষপথে ফিরে যেতে কাঠ খড় পোড়াতে হবে,ঐক্যবদ্ধ হতে হবে।কিন্তু সেই সম্ভাবনা আজকে অন্তত আছে বলে মনে হয়না।

২৭ শে মে, ২০১৯ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:


ভালো কথা বলেছেন, জাতিকে কক্ষুচ্যুত করা হয়েছে; জাতি কোনভাবে নিজকক্ষে ফেরত যেতে পারছে না।

১৩| ২৭ শে মে, ২০১৯ রাত ১:১৪

ডার্ক ম্যান বলেছেন: সামরিক বাহিনীর সাথে পরামর্শ করেন । ওরা আপনাকে সঠিক পথ দেখাতে পারে

২৭ শে মে, ২০১৯ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালে সামরিক বাহিনী বিরাট এক অন্যায়কে নিজেদের কাঁধে নিয়েছে; সেটার প্রায়চিত্ত করছে জাতি

১৪| ২৭ শে মে, ২০১৯ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যে জাতির প্রতিটি সদস্য ব্যক্তিগত ভাবে সততাকে ধারণ ও লালন করে না সেই জাতির কাছ থেকে আর কি আশা করতে চান?
দেশে যে কয়জন সৎ মানুষ হিসাবে নিজেদেরকে দাবি করেন তারাও তো সুযোগের অভাবে সৎ। তাদেরকে সুযোগ দিন। দেখবেন সততা কাকে বলে আর উহা কত প্রকার ও কি কি তারা দেখিয়ে দেবেন।

২৭ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


বর্তমান রাষ্ট্র ব্যবস্হায়, সবকিছুর শুরু হয় সরকার থেকে; মানুষ সরকারী রীতিনীতি অনুসরণ করেন; সরকার যদি পদ্মাসেতু বানাতে চীনকে আনে, জাতি বেকার হয়ে যায়, জাতির মানুষ দর্শক হয়ে বসে থাকে।

১৫| ২৭ শে মে, ২০১৯ সকাল ৯:৩৬

নীলপরি বলেছেন: আমার ৯ং মন্তব্যটা খুব ভালো লাগলো । আমিও নিজে যদিও একটু অনিয়মিত হয়ে যাচ্ছি । চেষ্টা করবো নিয়ম করে যতগুলো সম্ভব পোষ্ট পড়ার ।

২৭ শে মে, ২০১৯ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


৯ নং মন্তব্য ভালো, তবে উহাতে 'ইমোশান'যুক্ত আছে; সামুর মালিকানা আছে, মালিকানা নিশ্চয় ব্যবস্হা নিচ্ছে, কি ব্যবস্হা নিচ্ছে আমরা জানি না। তবে, ব্লগারেরা নিজেদের অবস্হান জানায়েছেন লেখার মাধ্যমে।

১৬| ২৭ শে মে, ২০১৯ সকাল ১০:৫৮

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আসলেই কোন একটা কিছু করা দরকার।

২৭ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


সভ্যতার এই সময়ে, এভাবে জাতি চললে, আমরা সন্মান নিয়ে কখনো নিজেদের পরিচয় দিতে পারবো না, মানুষ অসুখী হয়ে থাকবে।

১৭| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:২২

কালো যাদুকর বলেছেন: আরেকটা নিরাশার দিক হচ্ছে জাতি হিসাবে আমরা টিকে থাকব কি না। এটা ভাবার কারন আছে।
ব্যাখা করছি--
আপনি জানেন যে ইতিহাস আর্বতিত হয়। ৫২/৬৯/৭১ এ জাতি, তখনকার তরুন সমাজ অনেক বেশী রাজনীতিতে যুক্ত ছিল।
আমরা যদি এখনকার সময়ের সাথে তুলান করি। আমাদের হাতে ইস্যু আছে (ধরেন,যানজট, চাকুরীর বাজার, ল-লেসনেস , রাজনৈতিক শুন্যতা ইত্যাদি), এবং একটা তরুন জেনারেশনও আছে।
৫২/৬৯/৭১ তে ঐসময়ের তরুনরা আসলে পরিবর্তনের সুচনা করেছিল। অন্যদিকে এখনকার তরুনদের দিকে যদি তাকান, আমারা দেখি একদল টাচ-স্কৃিন মানুষের দল,যারা রাজনীতিতে কোন ভাবেই যুক্ত হতে চান না। যাও দু একজন আছেন (ভিপি নুরু), তদের অবস্থাতো সবাই জানি কি হয় শেষে।
তাহলে " ইতিহাস আর্বতিত হয়" এই ব্যাখাতে যদি ফিরে যাই, তাহলে বলতেই হয়, এখনকার তরুন সমাজ যদি কোন ভাবে রাজনীতিতে যুক্ত হয়, তবেই পরিবর্তন আসবে, তবেই ইতিহাস ফিরে আসবে। যেহেতু , সেটার কোন আশা দেখছি না , সেজন্য সন্দেহ হয়--জাতি হিসাবে আমরা টিকে থাকব কি না!

২৭ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


ভিপি নুরু একটা আবর্জনা, এরা আমাদের ছাত্রদেরকে পড়ালেখা থেকে বিপথে নিয়ে যাচ্ছে। আপনিও তার কাজের সমর্থক হিসেবে আবর্জনা

১৮| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি নিজেই তো কট্টর টাইপের, আর বলছেন জাতীয় ঐক্য গড়তে! ভূতের মুখে রাম নাম?


পুনশ্চঃ রাজাকারদের তালিকা করা প্রস্তাব করা হয়েছে। রাকা, জাশি, বিম্পি ওদের সবাইকে কতল করে সোনার বাংলা করা হোক।

বি. দ্র: তখনো ঐক্য হবে না। ছাত্রলীগের দুপক্ষ পদের জন্য কোপাকুপি শুরু করবে..:D

২৭ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ছাত্র রাজনীতি বন্ধ করে, ছাত্রলীগকে আওয়ামী লীগে না আনা অবধি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা হবে না।

১৯| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১:০৪

কানিজ রিনা বলেছেন: রোজার দিনে কি হুইস্কির পরিমান বাড়িয়েছেন?
তাহলে আপনি অসীম ছোয়াবের ভাগী হইবেক।

২৭ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনি হুইস্কি খেয়ে থাকলে জানাবেন, খেলে কি ভালো লাগে?

২০| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: একজন নেতা নেই যে ঐক্যের ডাক দিয়ে দেশ থেকে সকল অনিয়ম অন্যায় অত্যাচার বৈষম্য দূর করতে পারে। তবে সামনে বিশ্বকাপ ক্রিকেটের সময় বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে একটি ঐক্য প্রতিষ্ঠিত হবে যদিও এখনো কেউ কেউ দেশের বিরুদ্ধে ভারত কিংবা পাকিস্তান সাপোর্ট করে বসেন। কেন যে করেন তারাই ভালো জানেন। এদের লজ্জানুভূতি নেই বোধহয়। দেশপ্রেম তো নয়ই ।

২৭ শে মে, ২০১৯ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:


খেলা মানেই খেলা, এটা মানুষকে সাময়িকভাবে বন্ধুভাবাপন্ন করে, খেলা শেষ উহা থাকে না।

২১| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৮

হাসান রাজু বলেছেন: মানে মূল কথা হইল কিছু একটা হচ্ছে না কেন, ঘটছে না কেন ? তাই তো?

২৭ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে সব জাতি ভালো করছে; ভালো করতে হলে জাতীয় ঐক্যের দরকার; আমাদের মানুষ ভয়ানকভাবে বিভক্ত হয়ে আছে, সবাই নিজের জন্য আলাদাভাবে চেষ্টা করছে, হাজারে ১০ জন ভালো করছে।

২২| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৫:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ডঃ এম এ আলী বলেছেন: বাংগালী একটি ইস্যুতে ঐকতাবদ্দ আছে , সেটা হলো দুর্নীতি ।
এই ঐক্যটা বিনষ্ট করতে পারলে বাকী সব বিষয়ে ঐক্যবদ্ধ হতে বেশী বেগ
পেতে হবেনা ।

স্যার, এ জাতি বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ নেই। বরং বলতে পারেন জাতির প্রতিটি সদস্য দুর্নীতিকে লালন করে চলেছে। এরা নিজেরা দুর্নীতি করে আবার অন্যের দুর্নীতি করাকে সমর্থন করে। দুর্নীতির বিরুদ্ধে কেউ সোচ্চার নয়। বরং 2 নম্বর পথে কাজ করে নিতে রাজি। প্রতিবাদ করতে রাজি না।

২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালে, শেখ সাহেব দুর্নীতির মুলোৎপাটন করেননি; সেখান থেকেই ইহার যাত্রার শুরু হয়েছিলো।

২৩| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৫:১৫

কালো যাদুকর বলেছেন: বুঝলাম আমার উদাহরনটা প্রশ্নবোধক। আপনার মূল প্রসঙ্গে যাই,
আপনারকি মনে হয়, এখনকার তরুনদের দিয়ে পরিবর্তন আসবে? যদি মনে করেন আসবে, তার কারন কি?

২৭ শে মে, ২০১৯ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনার প্রশ্নগুলো উত্তর আমি জানি; তবে, লিখবো না, আপনার মন্তব্য আমার পছন্দ হয় না।

২৪| ২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

মি. বিকেল বলেছেন: একের বউ, সবার বউ...খারাপ নয় কিন্তু...হা হা হা....

২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


সোস্যালিজমের উপর বাংগালীদের জ্ঞানের বহর!

২৫| ২৭ শে মে, ২০১৯ রাত ৯:০৮

পুলক ঢালী বলেছেন: বাঙ্গালীর ঘর বার বার পুড়েছে। নেতারা বিশ্বাসঘাতকতা করেছে (সর্বশেষ ৯০ সালের তিন জোটের রূপরেখা আস্তাকুড়ে ফেলে দেওয়া) বাঙ্গালীকে ঠকিয়ে নিজের পেট ভরেছে, তাই বাঙ্গালী আর কারো পিছে হাটতে রাজী নয়। সমাজ সংস্কারক আন্দোলন গুলিকেও জুজুর ভয়ে থামিয়ে দেওয়া হয়েছে ("গনজাগরন মঞ্চ" রাজাকারদের ফাসীঁ বিষয়ক,"কোঠা আন্দোলন" মেধা প্রতিষ্ঠার জন্য, ছাত্র কতৃক ট্রাফিক নিয়ন্ত্রন "নিরাপদ সড়কের জন্য")। এখন রাজনৈতিক, সামাজিক কোন আন্দোলনই আর সম্ভব নয়।

আপনি রাজনৈতিক লেখা বাদ দিয়ে টুকরো গল্পের ডালি খুলে বসুন এগুলো খুব চমৎকার লিখেন আপনি। :)
ভাল থাকুন।

২৭ শে মে, ২০১৯ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


টুকরো টুকরো অভিজ্ঞাগুলো অনেকে পছন্দ করেছেন; এগুলো আরো লেখার দরকার।

ব্লগারেরা জাতির বন্ধ্যাত্বের লেভেলটা বুঝুক, এটা কেন ঘটছে, সেটা নিয়ে চিন্তা করুক।

২৬| ২৭ শে মে, ২০১৯ রাত ৯:২৩

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




কেন এক হওয়া যাবেনা ? জাতিগত ভাবে আমরা তো একতাবদ্ধ হয়েই ছিলাম-আছি এবং থাকবো একটি ইস্যুতেই ।
ইস্যুটা হলো- " রক্ত দিয়ে হলেও সব কথার, সবকিছুর বিরূদ্ধাচারণ করতেই হবে, একতাবদ্ধ হওয়া চলবেনা কোনমতেই!" #:-S :(

২৭ শে মে, ২০১৯ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


এটা হচ্ছে, চরম হ্তাশা ও আস্হাহীনতার লক্ষণ; জাতির ৪৮ বছর জীবনে অনেক বড় বড় ঘটনা জাতিকে ভয়ংকরভাবে হতাশ করেছে, আস্হাহীনতার মাঝে ডুবিয়ে দিয়েছে; এখন শিক্ষিতদের দেখতে হবে, কোন সঠিক ও লজিক্যাল ভিত্তির উপর আমরা আবার এক হতে পারি কিনা!

একটা হলো, বেকারত্বের অবসান ঘটানো, জাতির জন্য শ্রম দেয়া; জাতিকে শিক্ষিত করা, শিক্ষার জন্য শ্রম দেয়া।

২৭| ২৭ শে মে, ২০১৯ রাত ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




প্রতিমন্তব্যে বলেছেন - শিক্ষিতদের দেখতে হবে, কোন সঠিক ও লজিক্যাল ভিত্তির উপর আমরা আবার এক হতে পারি কিনা!
শিক্ষিতরা কি আর তেমন শিক্ষিত আছে আমাদের দেশে ? এরা সবাই যার যার ধান্দায় ব্যস্ত। ডঃ এম এ আলী র মন্তব্যের সূত্র ধরেই বলি কি শিক্ষিত, কি অশিক্ষিত বাংগালী একটি ইস্যুতে ঐকতাবদ্ধ আছে , সেটা হলো দূর্নীতি । প্রশাসন থেকে শুরু করে স্কুল-কলেজ-মাদ্রাসা- বিশ্ববিদ্যালয়ের শিক্ষিতরাই ( যাদের কথা আপনিই বলে থাকেন ) নতুন নতুন পথ আবিষ্কার করছে দূর্নীতির। সকালে, দুপুরে, বিকেলে তিনবেলায় তিন রকমের ফর্মূলা । শিক্ষিতরাই এগুলোর প্লানার আর অশিক্ষিতরাই তা বাস্তবায়ন করে কেরানী বা অধঃস্তন হিসেবে। এটা তো আপনিও ভালো জানেন। এদের নিয়েই তো আপনার ক্ষোভ আপনার অনেক লেখাতেই, এমনকি প্রায় সকল মন্তব্যেও।
সেই তাদেরকে নিয়ে আপনার এমন উচ্চাশা একটু বেশী হয়ে গেলোনা ? আমি কিন্তু আপনাদের মতো "স্বপ্নের আশাবাদী" নই যেখানে আপনিও জানেন যে এমন আশা বাস্তবে এমনকি পরাবাস্তবেও অসম্ভব কিছু। আমার থেকেও চরম হতাশ বলেই আপনাদের এমন আশার স্বপ্ন দেখা, নিজেদেরকে শ্বান্তনা দেয়ার জন্যেই।

পরিশেষে প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ।

২৭ শে মে, ২০১৯ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:



একজন শিক্ষিত ব্যুরোক্রেট, শিক্ষিত ভাইস-চ্যান্সসেলের, একজন শিক্ষিত রাজনীতিবিদ বাংলাদেশকে যেভাবে পেছনে টেনে ধরে রেখে নিজেরা লাভবান হয়েছে, কিংবা নিজেদের ভুল ভাবনাকে চাপিয়ে দিয়েছে, হাজার কৃষক ইচ্ছা করেও অতটুকু ক্ষতি করতে পারবে না।

আবার এই ভয়ংকর অবস্হা থেকে অশিক্ষিত কৃষকেরা আমাদের বের করতেও পারবেন না।

২৮| ২৭ শে মে, ২০১৯ রাত ১১:১০

মনিরা সুলতানা বলেছেন: আপনি একটা উদ্যোগ নিন, আপাতত ব্লগে ই -
দেখি আমরা কোন ইস্যু তে এক হতে পারি; এরপর না হয় জাম্পেস করে ঈদের পর জাতীয় ভাবে ডাক দেয়া যাবে।

২৭ শে মে, ২০১৯ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


আমি কিছু একটা প্রথমে শুরু করতে পারি কিনা দেখি, এক ধাপ, ২ ধাপ এগুতে পারলে, ব্লগের লোকজনকে নিয়ে সম্পৃক্ত করার চেষ্টা করবো; সময় লাগবে।

২৯| ২৭ শে মে, ২০১৯ রাত ১১:২২

মনিরা সুলতানা বলেছেন: অপেক্ষায় থাকলাম !
আপনার রাজনৈতিক লেখা গুলোর মত এক চোখা না হলে, অবশ্যই সাথে থাকবো।
এবং আমি অবশ্যই ব্লেম গেইমের রাজনীতি অপছন্দ করি।

২৭ শে মে, ২০১৯ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


আমরা কিছু মানুষ, বাংলার এমন একটা সময়ে জন্ম নিয়েছি, এবং বাংলার গুরুত্বপুর্ণ বিবর্তনের সাথে তাল মিলাতে গিয়ে, অনেকটা একচোখা হয়ে গেছি; তবে, আমরা কোন ১ চোখা দৈত্যেদের সাগরেদ, টাকরেদ নই।

৩০| ২৭ শে মে, ২০১৯ রাত ১১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: সেই ভালো এক চোখা দৈত্য আমার অপছন্দ :P

২৮ শে মে, ২০১৯ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা এক দৈত্য থেকে মুক্ত হয়ে, অন্য অনেক দৈত্যের দাসে পরিণত হয়েছে।

৩১| ২৮ শে মে, ২০১৯ ভোর ৫:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শেখ সাহেব কঠোর হস্তে ১০ বছর দেশ শাসন করতে পারলে দেশের একটা পরিবর্তন মানুষ দেখতে পারতো। কিন্তু শেখ সাহেব উহা করেন নি।

উনার দুর্বলতার সুযোগ নিয়ে নেতা পাতিনেতারা লুটপাট করেছে। দোষ গেছে শেখ এর কাঁধে। আফসোস!

২৮ শে মে, ২০১৯ সকাল ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহবের সময় লুটপাট তেমন হয়নি, হয়েছিলো ভয়ানক বিশৃংখলা; স্বাধীনতায় যাদের অবদান ছিলো না, তারা মানুষের অবদান ও মানুষের অধিকার বুঝতো না, এই ধরণের লোকজনের হাতে প্রশাসন চলে গিয়েছিলো।

আসলে, শেখ সাহেবের মুল ধারণায়ও ভুল ছিলো: উনি মনে করেছিলেন যে, পাকীরা না থাকলে, আমরা আপনা আপনিই ধনী হয়ে যাবো; উন্নয়নের জন্য যে কঠোর প্ল্যান ও শ্রমের দরকার ছিলো, সেটা তিনি জানতেন না।

৩২| ২৮ শে মে, ২০১৯ রাত ১১:৩৭

নাসির ইয়ামান বলেছেন: খুব দুঃখ হয়! নিজেদের দুর্দশা দেখে,

কোন ইস্যু নিয়ে এক হোয়া যায় কিনা,সকলের চিন্তাশীল মন্তব্য ও উদ্যোগ দরকার!

২৯ শে মে, ২০১৯ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের অনেক অনেক জাতীয় সমস্যা জড়ো হয়ে গেছে, এগুলোকে এক করে, নিজেরাও এক হতে পারবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.