নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ডাকাত ধরণের মেয়ের সাথে গন্ডগোল

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৪



১৯৯৩ সালের ঘটনা; আমি এক বরফপড়া রাতে নিউইয়র্ক শহরে পথ খুঁজে পাচ্ছিলাম না, এক মেয়ের সাহায্য নিতে হয়েছিল; সে সাহায্য করেছিলা, পরে তাকে নিয়ে কুইনাইনের মতো অবস্হা! এটি সেই কাহিনী:

তখন একটা কাজ পেয়েছিলাম নিউইয়র্ক শহর থেকে ১২০ মাইল উত্তরে; নিউইয়র্ক শহর তেমন চিনতাম না, যাওয়া-আসা কম ছিলো, আমি শুধু একটা এলাকা চিনতাম, বাংগালী এলাকা, ব্রুকলীন। ব্রুকলীনের চিটাগং সমিতির একটা অফিস ছিলো, তারা বিজয় দিবস পালন করবেন, আমাকে নিমত্রণ করলেন; মেজবান হবে রাতে, এক পাবলিক স্কুলে।

রওয়ানা দিয়েলাম বেশ আগে; কিন্তু প্রবল তুষারপাতের কারণে ট্রাফিক ছিলো শ্লো, শহরে প্রবেশ করতেই ৮টা বেজে গেলো। আমি একটি বড় রাস্তাই চিনতাম; দেখি সেই রাস্তা বন্ধ করে রেখেছে, আমি ব্রংকস'এ প্রবেশ করতে বাধ্য হলাম। বরফের কারণে বেশীর রাস্তার অবস্হা কঠিন, পরিস্কার করেনি, ক্রমাগতভাবে বরফ পড়ছে, রাস্তাঘাটে লোকজন নেই, আধাঘন্টা চালিয়ে আমি কোন এক এলাকায় এলাম কে জানে! ২/১টা গ্যাস ষ্টেশনে জিজ্ঞাসা করে মোটামুটি কোন কুল হলো না। দেখি একটা মেয়ে বাসার সামনের বরফ সরাচ্ছে, নেমে তাকে জিজ্ঞাসা করলাম। সে সব শুনে বললো,
-আমি ডিরেকশান দিলে, উহা তোমার মনে থাকবে না; সর্বোপরি, কোন কোন রাস্তা পরিস্কার আছে বলা কঠিন!
-আমার খুব দরকার ছিলো!
-তুমি যেই স্কুলের কথা বলছ, উহার আধা মাইলের ভেতর আমার নানী থাকে, চল আমি তোমার সাথে যাবো; আমাকে নানীর বাসা অবধি দিয়ে আসিও।

সে কাপড় বদলায়ে এলো, সাথে একটি বড় ব্যাগ; সে ব্যাগটা কোলের উপর রেখে বসলো। আমি বললাম,
-ব্যাগ পেছনের সীটে রাখ!
-না, আমি এভাবে কোলে রাখতে চাই!
-ব্যাগে অনেক টাকা পয়সা?
-খেয়াল রেখে গাড়ী চালাও, কথা কম বল।

সে যেভাবে ব্যাখ্যা করলো, সেই অনুযায়ী আমরা ট্রাইবরো ব্রীজ হয়ে ব্রুকলীনে প্রবেশ করার কথা; আমার পাশের ওয়াইপারটা দুর্বল ছিলো, উইনশীল্ডে বরফ জমে গেছে, আমি তাকে বললাম,
-ভালো যায়গা পেলে আমি থেমে উইনশীল্ডের বরফ পরিস্কার করবো।
-না, কোথায়ও থামতে পারবে না।
-আমি সঠিকভাবে রাস্তা দেখতে পাচ্ছি না!
-আমি দেখছি, তুমি চালাও!
-গাড়ী রাস্তার বাইরে গেলে আমি টের পাবো না!
-গেলে যাক, গাড়ী থামাতে পারবে না।

দেখি ডানদিকে একটি রাস্তা নেমে গেছে, আমি তার কথা না শুনে সেই রাস্তায় নামলাম, ডেড-এন্ড! আমি গাড়ী থামানোর সাথে সাথেই সে ব্যাগ নিয়ে গাড়ী থেকে আমার আগেই নেমে গেলো; চীৎকার দিয়ে বললো,
-আমি তোমাকে খুন করবো, গাড়ী কেন এখানে এনেছ?

সে ব্যাগ থেকে বেশ বড় একটা ছুরি বের করে, ব্যাগটাকে বরফের উপর ছুড়ে ফেললো; বরফের বিচ্চুরিত সাদা আলোকে চারিদিক অনেকটা পরিস্কার; সে রাগে ফুসছে! ভাবলাম, এই পাগলী মেয়েকে গাড়ীতে আনা বেশ বেকুবী হয়েছে। আমি বরফ পরিকার করতে লাগলাম, তাকে ভেতরে বসতে বললাম; সে ছুরি হাতে দাঁড়িয়ে আছে; তারপাশ পরিস্কার করার জন্য যাওয়ার চেষ্টা করলে, সে চীৎকার দিয়ে বললো,
-এই পাশে এলে তুমি শেষ!





মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




সড়ক মহাসড়কে একা একটি মেয়ের লিফ্ট নেওয়া উচিত না। ঠিক তেমনই একা একটি মেয়েকে লিফট দেওয়াও ঠিক না। এখন এটি যেই দেশই হোক।

মেয়েটি সাহসী তবে সত্যিকার বিপদে সাহস ধরে রাখতে পারে কয়জন?

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:




সে আমাকে সাহায্য করার জন্য গাড়ীতে এসেছিলো; সর্বোপরি ব্রুকলীনে তার নানী বাস করতেন, তার থাকার যায়গা ছিলো। আমি শহরের বাহিরে থাকার সময় অনেককে অনেক সময় এগিয়ে দিয়েছি।

২| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের দেশে হাইওয়ে সহ ঢাকার ব্যস্ত সড়কে মাইক্রোবাস ও সেলুন কারে লিফট সহ ভাড়া যাত্রী উঠে অনেকে ছিনতাই হয়েছেন এমনকি ধর্ষণের মতো ঘটনা প্রচুর ঘটেছে। এগুলো বন্ধ করতে বাংলাদেশ পুলিশ রিতিমতো অভিযান সহ সড়ক মহাসড়কে এ ধরণের যানবাহনে উঠা থেকে বিরত থাকার জন্য লিফলেট, সাইনবোর্ড, ব্যানার ও মাইকিং পর্যন্ত করেছেন।

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


দেশের ৪০ ভাগ মানুষ ভয়ংকর খারাপ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: গত কয়েক বছরে সৌদীতে বহু লোককে লিফট দিয়েছি; এবং ২/৩বার লিফট নিয়েছিও। একবারতো একজনকে লিফট দিলাম প্রায় ৪০০ কিলোমিটার রাস্তা।

আলহামদুলিল্লাহ, কখনও সমস্যায় পড়তে হয়নি। বরং লিফট দেবার কারণে কয়েকবার তাদের বাড়িতে দাওয়াত পর্যন্ত পেয়েছি।

বাংলাদেশে একবার লিফট দিয়ে সামান্য সমস্যায় পড়েছিলাম। সেটা পুশিয়ে গেছে এ বছর আমার নেওয়া একটা লিফটে! ঐ লোক আমাকে ১ঘন্টা হুদা কামে ঘুরিয়েছিলো, আর এবছর আমাকে যে লিফট দিয়েছে, সে আমাকে সাহায্য করতেই আগ্রহ নিয়ে ১ঘন্টা ঘুরে সমাধান করেছে। কে জানে, হয়ত ঐদিন ঐ লোককে সাহায্য করেছিলাম বলেই এবছর আমি সেই রকমের সাহায্য পেয়েছি।

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:



ফেরেশতারা আপনার সবকিছুর হিসেবে রেখে, সবকিছু ঠিকঠাক মতো মিলিয়ে চলতে সাহায্য করছে; আমার বেলায়, নিজকে সব দেখতে হয়।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সময়ের সাথে ঘটনাক্রমের যোগসুত্র আছে
কিন্ত তা অতিক্রম করলে
বিপরীত কিছু অঘটন
অপরিহার্য হয়ে পড়ে ।

২১ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:০৯

চাঁদগাজী বলেছেন:



আমি সবকিচু সহজভাবে নিই, এখনো ভয়ংকর কিছু ঘটেনি।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০১

গায়েন রইসউদ্দিন বলেছেন: মেয়েটি ছিল আপনার পথ-প্রদর্শিকা, পথ-নির্দেশিকা। তাহলে আপনি তাকে না জানিয়ে, নিজের ইচ্ছায় ডানদিকের অজানা রাস্তায় ঢুকে পড়লেন কেন? তাহলে পুরো দোষটাই তো আপনারই, তাইনা? কিন্তু আপনার লেখায় মেয়েটির প্রতি দোষারোপ করা হয়েছে, আর পাঠকের অনেকেই সে-কথা তুলে ধরেছেন। সব মিলিয়ে বলতে হয়, ভাল মেয়েকে খারাপ বলে তুলে ধরার কাজটা ঠিক বলা যায় না।

২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১০

চাঁদগাজী বলেছেন:



মেয়েটিকে খারাপ বলেছি নাকি? ঠিক আছে, বদলায়ে দেবো!

৬| ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৯

জুল ভার্ন বলেছেন: এই ধরনের মামলায় সাধারনত পরের পর্ব- প্রেম ভালোবাসা......সেই পর্বের কথা লিখুন। :)

২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১১

চাঁদগাজী বলেছেন:



একটুখানি বসকী আছে।

৭| ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: বরাবরের মত ভাল গল্প।

২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৩

চাঁদগাজী বলেছেন:




প্রবাসের রাস্তাঘাটে যা সম্ভব।

৮| ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ হইলো না!!

২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৪

চাঁদগাজী বলেছেন:



একসাথে টাইপকরা হয়ে উঠে না।

৯| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব তরুণীর সাথেই আপনার বেধে যায়...

২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:



ছেলেপেলেদের বন্ধুত্ব বা গন্ডগোলের কথা লিখতে আমার ভালো লাগে না।

১০| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তারপর কি হয়েছিল? ও কি আর গাড়ীতে উঠেছিল?

২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



উঠেছিলো, আমি তাকে বাংগালীদের অনুষ্ঠানে এনেছিলাম।

১১| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: মেয়েটা এত ভয় কেন পেলো? ঠিক বুঝলাম না। একেবারে ছুরি বের করে ফেলেছে!!! তার যদি এতই ভয় তাহলে সে আপনার সাথে না এলেই পারতো।

২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


সে সাহায্য করতে চেয়েছিলো, কিন্তু বিদেশী হওয়ায় মনে মনে ভয়েও ছিলো।

১২| ২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০২

ফয়সাল রকি বলেছেন: চাচা কেমন আছেন?
আপনার উদ্দেশ্য যে মহৎ ছিল সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই! কিন্তু আপনি কোন সাহসে আন্টিকে পাশের সিটে নিলেন?

২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:




আমেরিকায় এটা প্রচলিত ব্যাপার।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৪

মনিরা সুলতানা বলেছেন: মেয়েটা বুদ্ধিমতী !
পরে কান্নাকাটির চেয়ে, শুরুতে প্রিকসন নিয়েছে, আবার দায়িত্বে অবহেলা ও করে নাই।

২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



এরা অন্য সংস্কৃতির লোকজন।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: আপনার চোখে কারা উন্নত বাঙ্গালী নারী না আমেরিকান নারী?

২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:




বাংগালী নারীকে নিজের জাতির মানুষেরা চাকরাণী, ঝি ও গার্মেন্টস কর্মী বানায়েছে; আমেরিকান মেয়েরা সমাজে পুরুষদের চেয়ে বেশী অধিকার পায় সব যায়গায়।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: কি মারাত্মক অভিজ্ঞতা! তবে উনি যে আপনাকে বিপদে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন, এজন্য তাকে সাধুবাদ জানাতেই হয়।

২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:



সে বড় ধারণের সাহায্য করেছিলো, কিন্তু সে নিজের সিকিউরিটি নিয়েও চিন্তিত ছিলো। পরে তার ভুল চিন্তাটির অবসান হয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.