নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

দাদাদের হাতি

৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮






দাদাদের হাতি আসে আমাদের দেশে
বানের জলে নদীতে ভেসে ভেসে
দাদাদের হাতি তো নয়, এ যে বড় মেহমান
সকল মিডিয়া খবর করে হয়ে বেগবান।

দাদাদের বানের জলে ডুবে মরে শতপ্রাণ
হাতির খররের তলে এসবই হয় ম্লান
হলুদ মিডিয়া আছে, আরও আছে চাটুকার
দাদাদের হাতি কে করো সেবা সৎকার।

বাংলার মানুষের চেয়ে হাতিদের দাম বেশি
সীমান্তে মারছে মানুষ গুলি করে দিবানিশী
দাদাদের কর খুশি, খুলে দাও ট্রানজিট
দাও যত তোষামদ,নাও শুধু প্রাণ ভিট।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

পাবনার পাগল বলেছেন: হা হা হা!! দাদাদের হাতি! ভালো লেগেছে। :D


তবে হ্যাঁ, আমরা কিন্তু অতিথিপরায়ণ (রক্ষিতা) জাতি।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৭

মাকার মাহিতা বলেছেন: আজ সারাদিন সামুতে বসে ছিলাম। কিন্তু কোন লেখা আনতে পারছিলাম না। শেষ সময় এসে এই লেখার অবতারনা। যত যাই হোক বঙ্গবাহাদুর বেচে থাকলে হয়তো আরও নিউজ আপডেট হতো। ধন্যবাদ পাবনার পাগল ব্র মন্তব্যের জন্য।

২| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

হেলোফেনাস বলেছেন: দাদাদের হাতি !!!! ব্যাপক ভাই ব্যাপক!!!

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৯

মাকার মাহিতা বলেছেন: আমি কিন্তু মিথ্যা বলিনি, ঐ হস্তি মশাই কিন্তু দাদাদের ই...নির্ভেজাল ইন্ডিয়ান। তা না হলে কিন্তু মিডিয়া এতো সরব হতো না। ভাল থাকবেন হেলোফেনাস ব্র।

৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

মাহবুব মৃধা বলেছেন: অনেক সুন্দর হইছে ভাই। ধন্যবাদ।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪০

মাকার মাহিতা বলেছেন: ছন্দের মিলে কিছুটা ঘাটতি আছে সেটা আমি জানি। তারপরও আপনার কাছে ভাল লেগেছে জেনে আনন্দিত। ধন্যবাদ মাহবুব মৃধা্।

৪| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

বিলুনী বলেছেন:
কাম নাই বসে বসে চিবাণি
পেটেতো পড়ছে দানা পানি
তাই দাদা নিয়ে টানাটানি ।

যদি আসত পাক বাহণী
কুরচির কাপড় খুলে
দৌড় দিতে তখনি
ভাল লাগত তখন
খেয়ে দাদাদের বকুনী
একেই বলে লিখনি ।

অবুজ বনের পশু
তাকে নিয়েও টানাটানি
সময় আছে তাই লজ্জায়
মুখ লোকাও এখনি ।

ভাল ভাল চালাও
আছে যত ভাড়ামী
একদিন খাবে ধরা
লজ্জায় মরবে তখন
শুধু নস্টামীর কারণ ।

জাত পাত ভুলে
নীজকে নাও চিনে
সময় ফুরালে হায়
বিফলে দিবস যায় ।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭

মাকার মাহিতা বলেছেন: সত্য বলেছেন মহোদয় বিলুনী
সেসময় ছিলনা কাজ
করছিলুম মাথাটা চিরুনী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.