নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

ব্লগে চ্যাট অপশন চালু করলে কেমন হয়?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২


বেশ কিছুদিন যাবত সামুতে একটা চ্যাট অপশনের প্রয়োজন অনুভব করছি। আমি আমার দুটি পোষ্ট তুলে দিচ্ছি যা দেখলেই বুঝবেন যে একটা চ্যাট অপশনের প্রয়োজন কতখানি।

পোষ্টঃ আমি না মনে মনে একটা ফন্দি এঁটেছি। কাউকে বলবো না! উমমহু কাউকে না। হি হি হি!! =p~ =p~

মন্তব্যঃ

১.ফিফাঃ হাই
আমিঃ হ্যালো। কেমন আছো? ;)

২.ফিফাঃ ভালো। কি ফন্দি এঁটেছেন বলেন তো?
আমিঃ হি হি হি!! না না। বলবো না দিন কাল ভাল না। :(

৩.আফিলঃওহে! আমি কিন্তু গেস করছি।
আমিঃ ভাইয়া চুপ চুপ ! কাউকে বলো না! তোমাকে অনেক লজেন্স দিবো। প্লিজ বলো না! 8-|

৪.নাফিস ইফতেখারঃ আপনার পোষ্ট মানেই ভিন্ন কিছু। ভিন্ন চমক। B:-)
আমিঃ ব্লগে আর আসার মত নেই। আবর্জনা ভর্তি। তবে আপনাদের মত গুণী ব্লগারদের জন্য ফিরে ফিরে আসি।

৫.প্লাসঃ দারুণ! ++++++++++
আমিঃ ধন্য ধন্য ধন্য।
……………….
১০০দূর্যোধনঃ কই বললেন না তো কি ফন্দী এঁটেছেন?
আমিঃ ঘুম পাচ্ছে। কাল তোমার কানে কানে বলবো।
--------
অধিক মন্তব্যের কারণে পোষ্ট ভারী হয়ে লোড হতে সময় নিচ্ছে। আপনারাই বলেন ব্লগে এখন যদি একটা চ্যাট অপশন থাকত, চ্যাটে আমি আমার বাকী কথাগুলো সেরে নিতে পারতাম। কতই না সুবিধা হত।

কবিতাঃ
মনের নাও ভিড়িয়েছি
আমি তোমার ঘাটে
এলেনা বন্ধু তুমি!
আমার দিন ক্যামনে কাটে?

মন্তব্যঃ
১দূর্যোধনঃ এত কষ্ট!! আহারে!
আমিঃ এত ত কবিতা ভাইয়া।

২.দূর্যোধনঃ আপনার লেখার হাত ত বেশ পাকা!
আমিঃ কি যে বল! মনে যা আসে লিখে ফেলি এই আর কি।

৩. দূর্যোধনঃ চালিয়ে যাও। সাথে আছি।
আমিঃ সত্যি? খুব খুব খুশি লাগছে! :``>>

৫. অলিম্পাস প্রেইসঃ ভাই আপনার কবিতাখানি হৃদয় ছুঁয়ে গেল।
আমিঃ মনের অবস্থা ভাল নেই। তাই কবিতা লিখছি। :(
.........
১২১. লেবু খানঃ এ
আমিঃ কি ভাই?

১২২. লেবু খানঃ কবিতাটি
আমিঃ কি করবেন?

১২৩. লেবু খানঃ আমি
আমিঃ বুঝলাম না ত।

১২৪. লেবু খানঃ প্রিয় তে নিলাম।
আমিঃ ওহহ ধন্যবাদ! ধন্যবাদ!

১২৫. আবার আসলাম। কিছু মনে করনি ত? :)
আমিঃ তুমি মনে করার কথা জিজ্ঞেস করলে কেন? তাই মনে করলাম! X((
-------------
এখানে দূর্যোধন ভাইকে আমার আরো কিছু বলার আছে যা চ্যাটে বললে প্রাইভেসি বজায় থাকে। খুব প্রয়োজন একটা চ্যাট অপশনের!!

সহব্লগার সিপাহ সালার এর দাবীঃ
আর আমার সহব্লগার সিপাহ সালার যখন জানতে পারলেন আমি এমন চ্যাট অপশন চেয়ে পোষ্ট দেব তখন তিনি আমাকে অনুরোধ করলেন আমি যেন উনার দাবিটিও এখানে পেশ করি। উনি আসলে দাবি করেছেন আলোচিত পাতার উপরে “নির্দিষ্ট সর্বাধিক পঠিত” নামে একটা জায়গা করতে। কারণ উনি ম্যাজিক ট্রিক ইউজ করতে করতে ক্লান্ত। তাই নিজের জন্য আলাদা করে একটা জায়গা চেয়েছেন। যেখানে তিনি পত্রিকার লিংকসহ দলীয় নিউজগুলো তুলে দিতে পারেন। এতে সাধারণ ব্লগারদেরই সুবিধা বেশি। আশা করি কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।



সামুর স্লোগান "বাঁধ ভাঙ্গার আওয়াজ"। আসুননা ব্লগিং এর সময় আমরা এ চেতনাকে নূন্যতম সম্মান জানায়। একটা চ্যাট অপশনের দাবী জানায়।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: করা যেতে পারে, খারাপ হবে না।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১

ক্লে ডল বলেছেন: পোষ্ট না পড়ে মন্তব্য করা ভাল? নাকি খারাপ?

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: আমি যে আপনার পোস্ট পড়িনি সেটা কিভাকে জানলেন?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

ক্লে ডল বলেছেন: আমি কি বলেছি আপনি পোষ্ট পড়েন নি? না পড়ে মন্তব্য করা ভাল নাকি খারাপ জিজ্ঞেস করেছি। :)

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা হতে পারে খারাপ হতো না ব্যাপারটা
যোগাযোগের ক্ষেত্রে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

ক্লে ডল বলেছেন: আমার মনে হয় না আপু ভাল হবে। তাতে ব্লগ প্রতিষ্ঠার মূল স্লোগান হারিয়ে যাবে।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০

মুশি-১৯৯৪ বলেছেন:
চ্যাট অপশন মনে কি ‘বিভক্তি’ , অর্থাৎ বিভাগ করিবার ক্রিয়া,
যদি তাহা নহে তো কি..?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ক্লে ডল বলেছেন: না তা নয়।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩১

বিজন রয় বলেছেন: !!!!!! আচ্ছা, তাহলে বলি।

না পড়ে মন্তব্য করা ভাল নয়।
তবে একজনের পক্ষে ব্লগের সব পোস্ট পড়া সবসময় সম্ভব হয় না।

কেউ হয়তো শুধু কূশল বিনিময় করতে আপনার ব্লগে এসে দুটি কথা বলতেই পারেন। মানুষ মানুষের কাছে অনেক সময় এমনি এমনি যেতেই পারে। সেটা অন্যায় নয়।

অন্যের কোন কিছু যদি অন্যকে কোন ক্ষতি না করে তো সেটা সুন্দর দৃষ্টিতে দেখা ভাল বলে আমি মনে করি। তাতে মনে একটি প্রশান্তি পাওয়া যায়।

এখন বলুন তো আমার প্রথম মন্তব্য করার পর আপনার ওকথা মনে এলো কেন? ওইযে, পোস্ট পড় না পড়া।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫

ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্যের উত্তর ব্যাপক আলোচনা সাপেক্ষ। আমি আরেকটি পোষ্ট দিয়েছি, মডু এই পোষ্টটি প্রথম পাতা থেকে সরিয়ে নিয়েছে তাই।

এখন আসি প্রথম মন্তব্যের উত্তরের কথায়, আসলে আমার ধারণা ছিল পোষ্টের মূল টোনটি আপনি ধরতে পারবেন এবং আপনার মত একজন আন্তরিক ব্লগার চ্যাট অপশন খোলার ব্যাপারে একমত হবেন না। এজন্যই ভেবেছি আপনি হয়ত পোষ্টই পড়েন নি।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: ১২১. লেবু খানঃ এ
আমিঃ কি ভাই?
১২২. লেবু খানঃ কবিতাটি
আমিঃ কি করবেন?
১২৩. লেবু খানঃ আমি
আমিঃ বুঝলাম না ত।
১২৪. লেবু খানঃ প্রিয় তে নিলাম।
আমিঃ ওহহ ধন্যবাদ! ধন্যবাদ! B-))
সেই সেই.......
হইলে খারাপ হয় না। এইটা আমিও ভাবছিলাম। কিন্তু জুতা আবিষ্কার আপনিই করলেন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৪

ক্লে ডল বলেছেন: কিন্তু মডু পোষ্ট সরিয়ে দিলো কেন? বুঝলাম না!

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭

বিজন রয় বলেছেন: সত্যি বলতে কি, আপনার এই পোস্ট পড়ে আমার মনে হয়েছিল, আমরা যে মন্তব্য, প্রতিউত্তর, প্রতিমন্তব্য এটাও তো একধরনের চ্যাট। তো এটা যদি আরো ভাল কোন উপায়ে, আরো ফলপ্রসুভাবে, সুন্দরভাবে করা যায় তো সেটা তো ভালই হবে।

সে জন্য আমি পক্ষ নিয়েছি।


ধন্যবাদ ও শুভকামনা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ বিজন দা। আশা করি আমার কথায় আপনি মাইন্ড করেন নি। পরে আরেকটি পোষ্ট দিয়েছি। পড়ে দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.