নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

সামুতে চ্যাট অপশন চালু করলে কেমন হয়?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯


বেশ কিছুদিন যাবত সামুতে একটা চ্যাট অপশনের প্রয়োজন অনুভব করছি। আমি আমার দুটি পোষ্ট তুলে দিচ্ছি যা দেখলেই বুঝবেন যে একটা চ্যাট অপশনের প্রয়োজন কতখানি।

পোষ্টঃ আমি না মনে মনে একটা ফন্দি এঁটেছি। কাউকে বলবো না! উমমহু কাউকে না। হি হি হি!! =p~ =p~

মন্তব্যঃ

১.ফিফুঃ হাই
আমিঃ হ্যালো। কেমন আছো? ;)

২.ফিফুঃ ভালো। কি ফন্দি এঁটেছেন বলেন তো?
আমিঃ হি হি হি!! না না। বলবো না দিন কাল ভাল না। :(

৩.আফিলঃওহে! আমি কিন্তু গেস করছি।
আমিঃ ভাইয়া চুপ চুপ ! কাউকে বলো না! তোমাকে অনেক লজেন্স দিবো। প্লিজ বলো না! 8-|

৪.আবুলঃ আপনার পোষ্ট মানেই ভিন্ন কিছু। ভিন্ন চমক। B:-)
আমিঃ ব্লগে আর আসার মত নেই। আবর্জনা ভর্তি। তবে আপনাদের মত গুণী ব্লগারদের জন্য ফিরে ফিরে আসি।

৫.প্লাসঃ দারুণ! ++++++++++
আমিঃ ধন্য ধন্য ধন্য।
……………….
১০০. দূর্জনঃ কই বললেন না তো কি ফন্দী এঁটেছেন?
আমিঃ ঘুম পাচ্ছে। কাল তোমার কানে কানে বলবো।
--------
অধিক মন্তব্যের কারণে পোষ্ট ভারী হয়ে লোড হতে সময় নিচ্ছে। আপনারাই বলেন ব্লগে এখন যদি একটা চ্যাট অপশন থাকত, চ্যাটে আমি আমার বাকী কথাগুলো সেরে নিতে পারতাম। কতই না সুবিধা হত।

কবিতাঃ
মনের নাও ভিড়িয়েছি
আমি তোমার ঘাটে
এলেনা বন্ধু তুমি!
আমার দিন ক্যামনে কাটে?

মন্তব্যঃ
১দূর্জনঃ এত কষ্ট!! আহারে!
আমিঃ এত ত কবিতা ভাইয়া।

২.দূর্জনঃ আপনার লেখার হাত ত বেশ পাকা!
আমিঃ কি যে বল! মনে যা আসে লিখে ফেলি এই আর কি।

৩. দূর্জনঃ চালিয়ে যাও। সাথে আছি।
আমিঃ সত্যি? খুব খুব খুশি লাগছে! :``>>

৫. অলিম্পাঃ ভাই আপনার কবিতাখানি হৃদয় ছুঁয়ে গেল।
আমিঃ মনের অবস্থা ভাল নেই। তাই কবিতা লিখছি। :(
.........
১২১. লেবু খানঃ এ
আমিঃ কি ভাই?

১২২. লেবু খানঃ কবিতাটি
আমিঃ কি করবেন?

১২৩. লেবু খানঃ আমি
আমিঃ বুঝলাম না ত।

১২৪. লেবু খানঃ প্রিয় তে নিলাম।
আমিঃ ওহহ ধন্যবাদ! ধন্যবাদ!

১২৫.দূর্জনঃ আবার আসলাম। কিছু মনে করনি ত? :)
আমিঃ তুমি মনে করার কথা জিজ্ঞেস করলে কেন? তাই মনে করলাম! X((
-------------
এখানে দূর্জন ভাইকে আমার আরো কিছু বলার আছে যা চ্যাটে বললে প্রাইভেসি বজায় থাকে। খুব প্রয়োজন একটা চ্যাট অপশনের!!

সহব্লগার সিপাহ সালার এর দাবীঃ
আর আমার সহব্লগার সিপাহ সালার যখন জানতে পারলেন আমি এমন চ্যাট অপশন চেয়ে পোষ্ট দেব তখন তিনি আমাকে অনুরোধ করলেন আমি যেন উনার দাবিটিও এখানে পেশ করি। উনি আসলে দাবি করেছেন আলোচিত পাতার উপরে “নির্দিষ্ট সর্বাধিক পঠিত” নামে একটা জায়গা করতে। কারণ উনি ম্যাজিক ট্রিক ইউজ করতে করতে ক্লান্ত। তাই নিজের জন্য আলাদা করে একটা জায়গা চেয়েছেন। যেখানে তিনি পত্রিকার লিংকসহ দলীয় নিউজগুলো তুলে দিতে পারেন। এতে সাধারণ ব্লগারদেরই সুবিধা বেশি। আশা করি কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।



সামুর স্লোগান "বাঁধ ভাঙ্গার আওয়াজ"। আসুননা ব্লগিং এর সময় আমরা এ চেতনাকে নূন্যতম সম্মান জানাই।

মন্তব্য ৪৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

কাছের-মানুষ বলেছেন: পড়ে মজা পেলাম ।

তবে ব্লগে চ্যাট না থাকাই ভাল , চ্যাট করার জন্যতো ভাইবার, স্কাইপ,ইমু, ফেবু আছেই ! :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

ক্লে ডল বলেছেন: মজা পেয়েছেন জেনে ভাল লাগল।

ভাইবার, স্কাইপ,ইমু,ফেবু আছে? তাইলে ব্লগে আমরা এমন করি কেন?

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

নাগরিক কবি বলেছেন: হা হা হা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

ক্লে ডল বলেছেন: view this link
এই লিংকটা ঘুরে আসলে আশা করি আরো মজা পাবেন।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

ভাবুক কবি বলেছেন: আমি আপনার সাথে একমত। কেননা ভাইবাই ইমু আর ফেইসবুকে চ্যাট থাকলেও এখানকার লেখকরা কিন্তু সেখানে সবাই নাই। আর সকলের যোগাযোগের নাম্বারও সবার কাছে নাই। তাই অতিশয় এই অপশন চালু করার আবদার করছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

ক্লে ডল বলেছেন: আপনি আপনার পছন্দের ব্লগারগণের নাম্বার চাহিয়া একটা পোষ্ট দিতে পারেন। খেয়াল করুন। আমি পোষ্টের শেষে সামুর স্লোগানের কথা বলেছি। চীট চ্যাটে আর যায় হোক, সমাজ পরিবর্তনের যে ডাক দিয়ে সামু প্রতিষ্ঠিত হয়েছিল তা রক্ষা হবে না। আমি চাই ব্লগিং এর সময় সেই চেতনাটুকু সকলের মাঝে থাকুক।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

সাহসী সন্তান বলেছেন: স্যাটায়ার খারাপ হয় নাই! আসলেই, যদিও কিছু কিছু পোস্টের মধ্যে পোস্ট বহির্ভূত মন্তব্য দেখলে কিছুটা খারাপই লাগে! তবে ঐটাও ব্লগিং-এর অংশ! এবং বলা চলে এই ধরনের মন্তব্য গুলোর মাধ্যমে ব্লগের প্রতি একচা আলাদা আকর্ষণ কাজ করে!

তবে ব্লগে চ্যাট অপশন চালু করলে কথার প্রাইভেসি থাকলেও ব্লগারদের মধ্যে আর প্রাইভেসি থাকবে না! তাছাড়া পোস্টে যা'ও দু'চারটা মন্তব্য পড়তো সেটাও আর পড়বে না!

তখন সবাই ঐ গোপনে ফুসুর-ফাসুর নিয়েই ব্যস্ত থাকবে! সুতরাং আমি কোন ভাবেই ব্লগে চ্যাট অপশন খোলার পক্ষে নই! তাছাড়া সার্বিক দৃষ্টিকোণ বিবেচনা করলে পক্ষে থাকার মত কোন লজিকও নেই! ভাবনাটা একান্তই আমার! অন্যদের ব্যাপারটা বলতে পারবো না!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

ক্লে ডল বলেছেন: একসময় সামুর ব্লগাররা এই ব্লগের মাধ্যমেই সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতেন।শিক্ষা, শিল্পে,সাহিত্যে, সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জাতি আমাদের সকলেরই কাম্য। তাই নয় কি সাহসী ভাই?
আমরা ব্লগাররা একটি শিক্ষিত গোষ্ঠী, সেখানে অনেকখানি অবদান রাখতে পারতাম এই ব্লগেই। এবং কিছু গুণী মেধাবী ব্লগার কিন্তু সে কাজটি করেও যাচ্ছেন। কিন্তু আমরা কি করছি? ব্লগে চ্যাট করছি। আলোচিত পাতায় উঠে আসছি। আর গুরুত্বপূর্ণ পোষ্ট গুলোকে ঠেলে ফেলছি।

ব্লগীয় মিথস্ক্রীয়া গুরুত্ববহ। এটা না থাকলে ব্লগ প্রাণহীন হয়ে যাবে। তাই বলে ব্লগে চ্যাটের মত মন্তব্য দুঃখজনক। আর দুই লাইনের স্ট্যাটাস মার্কা পোষ্ট ইদানিং বেড়ে গেছে।

আর মডু আমার আগের পোষ্টটি প্রথম পাতা থেকে সরিয়ে নিল কেন বুঝলাম না। পুরানো ব্লগারদের নাম ব্যবহার করেছিলাম।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

Eite Tmar Devdas বলেছেন: সহমত

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০

ক্লে ডল বলেছেন: আমার ভিন্ন মত।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: সামুতে চ্যাট অপশন কখনোই চাই না।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। সামুর শুভাকাঙ্ক্ষী। :)

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগে চ্যাট অপশন না থাকাই ভালো। ব্লগের নেচারের সাথে এটা মানায় না। চ্যাটের জন্য ফেবুসহ অনেক অপশন আছে।

ধন্যবাদ ক্লে ডল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯

ক্লে ডল বলেছেন: একেবারে হক কথা!

কিন্তু আমাদের সহব্লগার সিপাহ সালার এর কথা কেউ কিছু বলেন। যিনি প্রতি মধ্যরাতে একটা করে পোষ্ট প্রসব করেন, আর সকালে পঠিত সংখ্যা দাঁড়ায় ২০০০ এর উপরে!!

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

সাহসী সন্তান বলেছেন: পূর্বের পোস্টটা দেখে আসলাম! তবে প্রথম পাতা থেকে সরানো হল কেন বুঝলাম না! আমার মনে হয়, থাকলেও যে খুব একটা খারাপ হতো এমন না! অনেক আজাইরা পোস্টই যখন প্রথম পাতাতে থাকছে, তখন এটা থাকলে কিইবা এমন ক্ষতি হতো?

তাছাড়া ভাল/মন্দ একজন ব্যক্তি তার নিজের বক্তব্য অবশ্যই প্রকাশ করতে পারে! এবং সেটা প্রকাশ করার অধিকার অন্তত তার আছে! মানা/না মানাটা পরের ব্যাপার! কেবল দেখতে হবে সেটা যেন কোন ভাবেই আক্রমনাত্মক না হয়ে যায়! আর সেই দৃষ্টিকোণ দিয়ে আমি পূর্বের পোস্টটা সরানোর কোন কারণ খুঁজে পেলাম না! তবে ব্লগারদের নাম উল্লেখ করছিলেন বলেই হয়তো এমনটা করা হতে পারে!

যাহোক, তবে আপনার বক্তব্যের সাথে সহমত! আমার মতে পোস্টে আড্ডা দেওয়া যাইতেই পারে, তবে তারও একটা লিমিট থাকা প্রয়োজন! অন্তত সিরিয়ার/তথ্য ভিত্তিক পোস্ট গুলোতে গিয়ে খাতির জমানো কমেন্টের কোন প্রয়োজন দেখি না! তাতে অনেক সময় পোস্টের টপিকটাই চেঞ্জ হয়ে যায়!

তবে এসব বলে আসলে আপনি কাউকে বুঝাইতে পারবেন না! মাঝখান থেকে হুদাই 'ভাব মারতে আইছে' মূলক ট্যাগ খেয়ে বসবেন! ঐযে কথায় বলে না- "উচিৎ কথা কইলে বেয়াই সাবের মুখ খ্রাপ!" ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১০

ক্লে ডল বলেছেন: কি জানি কেন সরিয়ে দিল। দুঃখজনক!! কারণ জানলে ভবিষ্যৎ এ সুবিধা হত।

আমি যদি ব্লগ প্রতিষ্ঠার মূল চেতনাটা বুকে ধারন করি, তবে আমি উন্নতি করতে না পারি অন্তত ব্লগের মান দিনে দিনে তলানিতে যেতে সাহায্য করব না।
২ নম্বর প্রতিউত্তরে দেওয়া লিংকটা দেখার অনুরোধ করছি।

আমরা একই সাথে এখানে অবসর কাটাবো,একে অন্যের সাথে মিশব, লেখালেখির দক্ষতা বাড়াব, মানসিকতার উন্নয়ন ঘটাব,এক ঝাক শিক্ষিত, পরিশীলিত, রুচি সম্পন্ন, সমাজসচেতন গোষ্ঠি গড়ে উঠবে। কিন্তু আমরা দিনে দিনে হচ্ছি অলস লেখা চোর আর অন্ধ চ্যাটবাজ।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এখানে একজনের মন্তব্য থেকে অন্যজন শিক্ষা নেওয়ার একটা মাধ্যম অাছে। আমি যা করি আর কি। আমি অনেকসময় মন্তব্য গুলোও পড়ি। এতে অনেকে সুন্দর মন্তব্য থেকে কিছু বুঝতে পারি নিজেও।
এক কথায় মন্তব্য অনেকেই করেন, হয়তো সময় হয়না তাদের। সবাই কিন্তু এরকম করেন না। যারা পরিচিত তারা একটু মজা করতে চায়, এই আর কি।

আর খবররের ব্যাপারটা সামু কর্তৃপক্ষ আগেই চিন্তা করে রেখেছে সেটা ব্লগের গায়ে লেগে থাকা বিভিন্ন সংবাদপত্রের ঘর দেখেই বোঝা যায়।

আপনার পোষ্ট পড়ে কিন্তু মজাই পাইলাম ভাই।
মাঝেমধ্যে হাসি তামাসা করারও প্রয়োজন আছে ভাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৭

ক্লে ডল বলেছেন: এখানে একজনের মন্তব্য থেকে অন্যজন শিক্ষা নেওয়ার একটা মাধ্যম অাছে। শতভাগ সঠিক কথা বলেছেন।
এক কথায় মন্তব্যে আমিও দোষের কিছু দেখি না। পরিচিতরা মজা করবেন তাও স্বাভাবিক। কিন্তু মজা এমন পর্যায়ে চলে গেলে সমস্যা যাতে অন্যরা মন্তব্য করতে সংকোচ করেন অথবা পোষ্টের টপিকই হারিয়ে যায়। :)

ভাল থাকবেন নয়ন। শুভকামনা রইল।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

আখেনাটেন বলেছেন: আমরা ব্লগাররা একটি শিক্ষিত গোষ্ঠী, সেখানে অনেকখানি অবদান রাখতে পারতাম এই ব্লগেই। এবং কিছু গুণী মেধাবী ব্লগার কিন্তু সে কাজটি করেও যাচ্ছেন। কিন্তু আমরা কি করছি? ব্লগে চ্যাট করছি। আলোচিত পাতায় উঠে আসছি। আর গুরুত্বপূর্ণ পোষ্ট গুলোকে ঠেলে ফেলছি। --অাপনার মন্তব্য থেকে তুলে দিলাম। দামী কথা বলেছেন।

ব্লগের যে অালাদা একটি সৌন্দর্য আছে তা এর জানতে চাওয়া ও জানানো; ভালো লাগা ও লাগানো; বুঝতে চাওয়া ও চাওয়ানো। কিন্তু সস্তা কিছু অালাপচারিতায় এর সেই সৌন্দর্যের অনেকাংশে হানি ঘটছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩১

ক্লে ডল বলেছেন: সস্তা কিছু অালাপচারিতায় এর সেই সৌন্দর্যের অনেকাংশে হানি ঘটছে।
আমিও সেরকমই বোঝাতে চাইছি।

একমত পোষণের জন্য ধন্যবাদ আখেনাটেন। :)

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

মুশি-১৯৯৪ বলেছেন:

আমারব্লগ ডট কম নামের একটি ব্লগের এক্সেস সরকারীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সরকারের দায়িত্বশীল কেউ সরাসরি কিছু বলছেন না । তাই ভিন্ন মতের লোকেরা চ্যাট অপশনের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারেন, আমাদের সকলের বৃহত্তর স্বার্থে, যাতে করিয়া আমরা সবাই সরকারী কোপানলে না পড়ি। এই বিষয়টি বিবেচনা করিলে চ্যাট অপশন প্রয়োজন।

মন্তব্যে ভূল কিছু বলে থাকলে ক্ষমা করবেন ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

ক্লে ডল বলেছেন: হা হা হা!! যুক্তি মন্দ না। তবে এক্ষেত্রে ফেসবুকে গ্রুপ করে নেওয়া অধিক ফলপ্রসূ বলে মনে করি। :)

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০১

শূন্যনীড় বলেছেন: যাই বলেন, মাঝেমধ্যে রসিকতাপূর্ণ আচরণ দরকার একটু হাসার জন্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫

ক্লে ডল বলেছেন: অবশ্যই অবশ্যই!

শুভকামনা শূন্যনীড়। ভাল থাকবেন।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: ব্যাপারটা আমি খুব নেগেটিভ দৃষ্টিতে দেখছি না। আপনি দেখুন, সামুর ২০০৬ সালের পোস্ট থেকে এখন পর্যন্ত এই টুকটাক গল্পসল্পের প্রচলন সবসময়ই ছিলো। এটা থাকবেই। আপনার পোস্টে কিন্তু এটা হবে না। অন্য কারো পোস্টে হতে পারে। চ্যাটিং চালু করলেই সামু রসাতলে যাবে এমন আশঙ্কা করার কারণ দেখছি না। আচ্ছা, ধরেন আপনি অনেক দিন পর ব্লগে এলেন। আমি কমেন্ট করলাম,

কেমন আছেন? কোথায় ছিলেন?

আপনি কি রাগ করবেন?

ধরুন আপনার উত্তর ছিলো, ব্যস্ততার কারণে আসতে পারেন নি।
এটাও তো চ্যাটিং। এখন ধরেন, আমি যদি আপনার সাথে কিছুটা পরিচিত থাকি, সেক্ষেত্রে আরো একটা পার্সোনাল প্রশ্নও করতে পারি। এতে কি আপনার ব্লগের সৌন্দর্যের হানি ঘটবে?

আমি মনে করি ব্লগে নতুন কিছু আসা উচিত। চ্যাটিং খুব ভালো অপশন না, তবে এক্সপেরিমেন্ট করে দেখা যেতেই পারে! সামুতে অনেক দিন নতুন কোন ফিচার নাই। আসুক। কিছু একটা আসুক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৩

ক্লে ডল বলেছেন: না রাগ করব না। আমি উপরে বলেছি এটুকু না থাকলে ব্লগ প্রাণহীন হয়ে যাবে। বরং পরিচিতদের মাঝে এর চেয়ে বেশি কথা হতেই পারে। সেটাই স্বাভাবিক।
কিন্তু ধরুন আপনি কমেন্ট করলেন,
কি দিয়ে ভাত খেয়েছেন?
আমি উত্তরে বললাম,
দাঁড়ান। টয়লেট থেকে এসে বলছি।
এই চ্যাটিং দেখে, সারাদিন ব্যস্ততার ফাঁকে যে ব্লগার সামুতে ঢুঁ দেবে তার নিশ্চয় ভাল লাগবে না।

এসবেও নাক গলানো না হয় না হল, কিন্তু এসব পোষ্টই আলোচিত পাতায় উঠে বসে থাকে, যার কারণে ভাল একটি পোষ্ট পড়া থেকে অন্যরা বঞ্চিত হয়।

আপনার মনে আছে হামা ভাই? আমি প্রথম পোষ্ট দিয়েছিলাম মাইনাস বাটন চেয়ে। আপনিই প্রথম মন্তব্য করেছিলেন। নতুন কিছু আসলে, আগে মাইনাস ই আসুক। চ্যাট দরকার নেই। মন্তব্য সরাসরিই হোক।ব্লগারদের মধ্যকার সম্পর্ক দৃঢ় হোক।

আর এই তালপাতার সিপাহী দিনের পর দিন আকাম করে যাচ্ছে।মডু কিছু বলে না, হয়ত তার পোষ্ট নিয়ম বহির্ভূত নয়। অথচ আমার আগের পোষ্টটা সরিয়ে নেয়া হল। কেন? জানতে পারলাম না।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: মজার লেখা পড়ে ভাল লাগল। কত মাধ্যমে চ্যাট হচ্ছে আবার ব্লগে। তখন দেখা যাবে ব্লগ বাদ দিয়ে সবাই ওই চ্যাট নিয়েই আছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

ক্লে ডল বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল।

হ্যাঁ। সেটাই।

শুভকামনা আপনার জন্য।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

সামুতে আমাকে নিয়ে ফাজলামি শুরু করসে কয়েকজন বদমাশ ইভটিজার, শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া), শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.) নিক খুলে এরা সামুকে বিভ্রান্ত করছে। আমিই আসল শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), যে কারণে জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) নিতে বাধ্য হলাম।

১৬| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:১২

বিলিয়ার রহমান বলেছেন: এটাকি দাবি নাকি স্যাটায়ার???:)

(ঘিলু ক্লান্ত!! ওটাকে এখন আর খাটাতে চাচ্ছি না !!!:))

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪৬

ক্লে ডল বলেছেন: হতে পারে দাবী, হতে পারে স্যাটায়ার। ঘিলু বিশ্রাম নিলে আবার খাটতে চাইবে। :)

১৭| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:১৫

কালীদাস বলেছেন: হা হা =p~ কয়েকটা সস্তা আড্ডা পোস্ট দেখলে আমারও মনে হয় এই কিসিমের কিছু পাবলিকের জন্য চ্যাট অপশন থাকলে এই মেকি চিটচ্যাটের আড্ডা পোস্ট আসত না ব্লগে।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩৭

ক্লে ডল বলেছেন: আড্ডা পোষ্ট নাম দিয়ে পোষ্ট দিলে সে ভিন্ন কথা। কিন্তু সিরিয়াস পোষ্টে খেলাম, ঘুমালাম জাতীয় মন্তব্য করার চেয়ে চ্যাটে গিয়ে আলাপ জমাতে পারে।

১৮| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৫২

খায়রুল আহসান বলেছেন: আমার মতে সামু ব্লগে চ্যাট অপশনটা না থাকাই ভাল। কেউ পরিচিতির সূত্র ধরে কিছুটা ব্যক্তিগত আলাপ সেরে নিতে চাইলে অন্য অপশন তো আছেই। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করার জন্য সাধুবাদ জানাচ্ছি।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩৯

ক্লে ডল বলেছেন: কেউ পরিচিতির সূত্র ধরে কিছুটা ব্যক্তিগত আলাপ সেরে নিতে চাইলে অন্য অপশন তো আছেই।
১০০ ভাগ একমত!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধুবাদ জানানোর জন্য।

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফান পোস্ট কিনা বুঝতেছিনা, তবে আমি ব্লগে চ্যাট অপশনের পক্ষে নই।

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১০

ক্লে ডল বলেছেন: আমিও চ্যাট অপশনের পক্ষে নই। অধিক ক্ষোভ থেকে লেখা।

২০| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:১১

নেক্সাস বলেছেন: আমিও চ্যাট অপশন চালুর পক্ষে না।

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৬

ক্লে ডল বলেছেন: আমিও না।

২১| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৪৭

জুন বলেছেন: আমার মনে হয় হাল্কা কিছু কথাবার্তা চলতে পারে ক্লে ডল । অনেকের সাথে অন্য কোনো সামাজিক মাধ্মে হয়তো যোগাযোগ নেই , অথবা ফোনে। তাই ব্লগে একটু আধটু কুশল বিনিময় করে অনেকে ।
আশাকরি আমার বক্তযটি বুঝতে পারবেন :)

১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৩

ক্লে ডল বলেছেন: আপনার বক্তব্যটি বুঝতে পেরেছি এবং একমত। ব্লগীয় ইন্টারেকশন না থাকলে ত তা প্রাণহীন হয়ে যাবে।

অনেক অনেক ধন্যবাদ মতামত দানের জন্য। :)

২২| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৮

হাতুড়ে লেখক বলেছেন: বেশিরভাগই দেখলাম চ্যাট অপশনটা চাচ্ছে না! আমার মনে হয় বিষয়টা মন্দ হবে না! তবে সাথে যদি কিছু শর্ত জুড়ে দেওয়া যায়!
শর্ত-১: ব্লগে প্রবেশের আগে লাইফবয় সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে আসতে হবে। ছাই হলেও সমস্যা নাই। (এতে ব্লগ থাকবে জীবাণু মুক্ত)
শর্ত-২: কোন আপুরা কোন ভাইয়াদের সাথে চ্যাট করতে পারবে না! (এতে করে লুতুপুতু হ্রাস পাবে উল্লেখযোগ্য হারে)।
শর্ত-৩: পর্যবেক্ষণ শেষে নির্দিষ্ট সময়ে ব্লগারকে চ্যাট সুবিধা প্রধান করা হবে। (অতএব যে কেউ চাইলে যেকোন ইলুইলু মন্তব্য করতে পারবে না)
শর্ত-৪: সব শর্ত আমিই দিমু?

# মন খারাপ করলেন?
সব শর্ত কার্যকর করতে হবে এমনটা তো বলি নাই! ;)

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৬

ক্লে ডল বলেছেন: ব্লগে এখন লুতুপুতুর হার অনেক কমে গেছে! মন খারাপের কারণ পেলাম না :P

২৩| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩০

হাতুড়ে লেখক বলেছেন: আসুননা ব্লগিং এর সময় আমরা এ চেতনাকে নূন্যতম সম্মান জানায়।

জানাই হবে।

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪

ক্লে ডল বলেছেন: ঠিক করে নিয়েছি। :)

২৪| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩২

রোকসানা লেইস বলেছেন: এক সময় সামুতে চ্যাট না কিন্তু ম্যাসেজ দেয়ার মতন ব্যবস্থা ছিল মনে পরছে।
চ্যাট না থাকাই ভালো।
লেখা ভালো হয়েছে ক্লেডল

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৮

ক্লে ডল বলেছেন: ম্যাসেজ দেয়ার মত ব্যবস্থা ছিল আমি জানতাম না ত! ধন্যবাদ রোকসানা আপু আপনার মতামত জানানোর জন্য। :)

২৫| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬

অরুনি মায়া অনু বলেছেন: আমি আসলে ঠিক বুঝতে পারছিনা চ্যাট অপশন থাকলে ঠিক হবে কি হবেনা। তবে মন্দ হবে বলেও মনে হচ্ছেনা। পরীক্ষামূলক ভাবে চালু করে দেখা যেতে পারে।

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। আপনার মতামত জানানোর জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.