নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

আমার ভোট দেওয়ার অভিজ্ঞতা!

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯


পূর্বকথাঃ প্রকৃত নামটি নাই বলি। ধরে নিচ্ছি লোকটার নাম বদরুল। শুনেছি মাদক ব্যাবসার সাথে জড়িত।
তিনি পরিবহন শ্রমিকলীগের একজন নেতা। কোন পদে অধিষ্ঠিত আছেন সঠিক বলতে পারব না।। আমাদের মফস্বল থেকে জেলা সদরে যেতে যে প্রধান সড়ক। সেই সড়কের ধারে চালা ঘর বানিয়ে চ্যালা ব্যালা নিয়ে বসে থাকেন। শুধু শুধু বসে থাকেন না। অবৈধ ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিকশা) গুলোকে থামিয়ে দিয়ে দেশে বৈধতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন। আবার নিরীহ গরীব ইজিবাইক ড্রাইভাররা, ট্রিপ প্রতি ২০টাকা প্রদান করলে, তাদের ছেড়ে দেওয়ার মহানুভবতাও দেখান। তার এই মহানুভবতার আমি প্রতক্ষ সাক্ষী। কারণ ওই পথে আমি বহুবার ইজিবাইকে চড়ে গিয়েছি এসেছি। আমার ইজিবাইকও তিনি আটকেছেন।। টাকার বিনিময়ে ছেড়েও দিয়েছেন।

নিরীহ খেটে খাওয়া মানুষগুলোর থেকে জোর পূর্বক চাঁদা আদায়, মারধর করতে দেখে বদরুলের প্রতি তীব্র ঘৃণার বিষ মন থেকে উগরে আসত। শুধু দীর্ঘশ্বাস ছেড়ে আকাশপানে দৃষ্টি রেখে বলতাম “ হে ঈশ্বর!! “……

আজকের কথাঃ সকাল থেকেই আমি এবং আমার বোন ভোট দিতে যাব, এই নিয়ে খুব এক্সাইটেড। মা, কাকিমা এবং আমরা দুবোন ১২ টার দিকে গেলাম ভোটকেন্দ্রে। প্রথমে ঢুকলেন আমার কাকিমা। ভোটার নাম্বার বললে, তাকে জানানো হল তার ভোট দেওয়া হয়ে গেছে। কাকিমা রেগেমেগে নানা কথা বলে, বললেন আমি আমার ভোট না দিয়ে এখান থেকে যাব না। অফিসাররা বললেন এখানে এজেন্ট আছে, তিনিতো কিছু বলেননি। আপনার ভোট হয়ে গেছে। ভোট কক্ষে নৌকা সমার্থক একজনমাত্র এজেন্ট ছিলেন। মাথা নিচু করে বসে ছিলেন। তিনি কোন প্রকার সদুত্তর দিতে পারলেন না।
ভোটকক্ষে। হ্যাঁ ভোট দেওয়ার কক্ষে, কিছু লোকের উপস্থিতি চোখে পড়ল। যারা কিনা এলাকায় মাঝে মাঝে তাদের পেশিশক্তির প্রাচুর্যতা প্রদর্শন করেন।
তবে, আমি আমার ব্যালটটি ঠিক মত পেয়েছি। সিলটিও পছন্দের মার্কাতে দিতে পেরেছি। কিন্তু ব্যালট বাক্সে, পেপার দিতে গিয়ে দেখলাম , বাক্স ধরে সগৌরবে বসে আছেন বদরুল।

দেখলাম বদরুলের হাতে ব্যালট বাক্স!! দেখলাম বাংলাদেশের জরায়ু ছিড়ে ভূমিষ্ঠ হল ভোট চুরির কলঙ্ক ! কষ্টে,ক্ষোভে, বিষ্ময়ে, প্রতিবাদ না করতে পারার অসহায়ত্বে আমি পাথর হয়ে গেলাম। এই চরম দুঃখজনক দৃশ্য আমায় দেখতে হবে জানলে ভোট দিতে যেতাম না। আমার ব্যালটটি বদরুলের হাতের বাক্সেই ফেলে এসেছি।
বিষন্নতায় মন ছেয়ে গেল। অসম্ভব কষ্টবোধ বয়ে বাড়ি এলাম। । আমার ভোট, আমার মৌলিক অধিকার তবে বদরুলের হাতে বন্দী!!
এই অনৈতিকতা, এই অরাজকতা, এই দুর্নীতির চক্র কিভাবে পেরুবো? আমার পছন্দের প্রার্থীর পক্ষেও যদি একটি ভুয়া ভোট পড়ে তা হবে আমার বিবেকের পায়ে বিষাক্ত দংশন। আমার মত প্রকাশের চরম অবমাননা। নৈতিকতার মুখে আগুন দিয়ে এই দেশ, এই সমাজ ধ্বংসের চিতায় আর কতদিন পুড়বে?

আজও দীর্ঘশ্বাস ছেড়ে আকাশপানে দৃষ্টি রেখে বলছি “ হে ঈশ্বর!! “……


মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

রাজীব নুর বলেছেন: এটা কি গল্প?

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

ক্লে ডল বলেছেন: কাল্পনিক নয়। বাস্তব গল্প।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার মায়ের ক্ষেত্রে প্রায় সেইম ঘটনা ঘটেছে। ছাত্রলীগের নেতারা সম্মানের সহিত বের করে দিয়েছেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

ক্লে ডল বলেছেন: পুরো জাতির অধিকার, অনুভূতিকে তারা অবমাননা করেছে! অসম্মান করেছে!

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




বাংলাদেশে আপনি কিছু বলতে পারবেন না ।
এটা কেউ সহ্য করতে পারবে না । ক্ষমতা আসলে এখানে সব কিছু । আপনার ক্ষমতা আছে মানে আপনি সব পারবেন । যা দরকার তাই করতে পারবেন ।

ভোট তো ছোট একটা ব্যাপার মাত্র ।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

ক্লে ডল বলেছেন: ভোট দেওয়ার উৎসাহ, আনন্দ উদ্দীপনা সব মন খারাপে রূপান্তরিত হয়েছে! :( জানতাম, হয়ত ভোটচুরি হতে পারে। কিন্তু বদরুলের মত জঘন্য লোকের হাতে ব্যালট বাক্স দেখে আমি ভীষণরকম শকড!

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমদের সবাইকে আরও সচেতন হতে হবে
এবং আগামীতে আইন শৃঙ্খলা বাহিনী আরও নিরপেক্ষ করতে হবে ।
সব কেন্দ্রে তা হচ্ছেনা, যেসব প্রার্থী দূর্বল তাদের এমনতর
কারসাজি কোথাও কোথাও ঘটছে বলে প্রতীয়মান ।

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

ক্লে ডল বলেছেন: স্বপ্নের শঙ্খচিল, একটি কেন্দ্রেও এমনতর হলে কোন সুস্থ বিবেক তা মেনে নিতে পারে না।

সচেতন হয়েও তো কোন লাভ হচ্ছে না।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

খায়রুল আহসান বলেছেন: পৃথিবীতে যত রকমের ভোট চুরি, ভোট ডাকাতি বা নির্বাচন কার্যক্রমে অসদুপায় অবলম্বনের প্রক্রিয়া আছে সেগুলো আর সকল প্রকার চুরি ডাকাতি কিংবা অসদুপায়ের চেয়ে বড়। কেননা, এটা জনতার আমানত নিয়ে খেলা করা, এবং এ আমানতের খেয়ানতের সাথে যারা জড়িত থাকে, তাদের অসাধুতার কারনে নির্বাচিত অবৈধ সরকারের সকল গুনাহ'র দায়ভারের কিছু অংশ তাদের উপরেও বর্তাবে।
শুনছিলাম, বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ড; কামাল হোসেনের কথা- "এটা খুবই দুঃখজনক। মানুষের ভোট অধিকার নিয়ে নেওয়া মানে শহীদদের সাথে বেঈমানী করা। এই বেঈমানীটা সবচেয়ে বড় রকমের অপরাধ, কেননা শহীদদের প্রতি আমরা অশ্রদ্ধা জানাচ্ছি।"
আপনার এর আগের একটি পোস্টেও আমি আপনার প্রখর বোধ ও বিবেচনা শক্তির উপর মন্তব্য করেছিলাম। সেটা আবার প্রমাণিত হলো এ পোস্টের মাধ্যমে।
ভাল থাকুন, শুভকামনা---

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩

ক্লে ডল বলেছেন: এমন নির্বাচনে নিতান্ত দলান্ধ ছাড়া আমাদের মত সাধারণ নাগরিকেরা কেউই স্বস্তি পাইনি। আপনি আমার মনের কথাটিই বলেছেন
জনতার আমানত নিয়ে খেলা করা। এই খেলাটা করে তারা লাখো কোটি জনতার অধিকারকে অপমান করেছে!!
দেশের রাজনীতি যে ভাল পথে এগুচ্ছে না এটুকু নির্দ্বিধায় বলা যায়। জানিনা কি ঘটবে আগামী দিনগুলোতে।

নতুন বছরের শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়!!

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

কালীদাস বলেছেন: দলকানাগুলোর (দুই সাইডেরই) তামশা দেখতেই ঢুকেছি আজকে মেইনলি। আপনার এক্সপেরিয়েন্সের পোস্ট দেখে বিস্মিত হয়েছিলাম প্রথমে, পরে ঢুকে দেখি এক্সেপেক্টেড ইভেন্টই অকার করেছে। মন খারাপ করবেন না। এদেশে জন্ম মানে দুই বড় মোড়ল আপনার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে এটা মেনে নিতেই হবে :|

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২

ক্লে ডল বলেছেন: যে দলই হোক না কেন কোন সুস্থ বিবেকবান মনই কোনভাবেই এই নির্লজ্জতা সহ্য করতে পারে না!! প্রকাশ্যে ভোট চুরির মত অন্যায় দেশে হচ্ছে। কোন দলই ধোয়া তুলসীপাতা না। নিশ্চয়ই এই অন্যায়ের ইফেক্ট কোন সাধুতা দিয়ে মুছা হবে না। ভিন্ন দল ভিন্ন অন্যায়ের পথ বেছে নেবে। এটা ভেবেই বেশি শঙ্কিত!

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের কোন এলাকায় আপনি ভোট দেয়ার চেষ্টা করেছেন?

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

ক্লে ডল বলেছেন: বৃহত্তর যশোর এলাকায়।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

ঢাবিয়ান বলেছেন: দুঃখ পাবেন না। এমনটাই হবার কথা ছিল। ভিন্ন কিছু ঘটলেই বরং সেটা আশ্চর্য্যের হত।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

ক্লে ডল বলেছেন: মেনে নেওয়া অথবা মানিয়ে নেওয়ার মানসিকতা রাখা যাবে না। অন্যায় হলে, অন্যায় যে হয়েছে সেটা বলে যেতে হবে।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: একই গল্প ২৯৯ আসনে!

এই ভাবেই শতে সোয়া'শ হারে ভোট কেটেছে!
আমার আঙুলে কালি লাগাতে পারিনি-
নকল লাইনের এ মাথা ও মাথা ঘুরে, পরিচিত মূখগুলো সরে যাচ্ছিল সহায়তার বদলে
তবুও ভাল একটু লজ্জ্বা হলেও পাচ্ছিল বোধকরি!
টানা দেঢ় ঘন্ট চেষ্টা করে, স্মার্ট কার্ড দেখানোর পরও কেন্দ্রে ঢুকতে না দিয়ে তথাকথিত ১০৫ এ মিনিমাম ১৫ বার এসএমএস পাঠিয়ে অবশেষে বিব্রত হাসিতে ছোট ভাইয়ের চলে যাবার ইশারায় চলে আসি - আঙুলে কালি না লাগিয়েই
দু;খের বদলে বরং ধর্ষন থেকে ভাগ্য গুনে বেঁচে আসা কিশোরীর মতো ভার্জিন মনে হচ্ছে!
:((

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

ক্লে ডল বলেছেন: ভোট কেন্দ্রে কোন লাইন চোখে পড়েনি। অনেককেই রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এই বলে যে " ভাই কষ্ট করে কেন্দ্রে যাওয়া লাগবে না, আমরাই ভোট দিয়ে দিয়েছি।"

সবচেয়ে খারাপ লাগছে, তারা অন্যায় করছে এমন অনুভূতি তাদের ভেতর নেয়। বিন্দুমাত্র লজ্জাবোধ কাজ করছে না।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

বাংলার মেলা বলেছেন: সামু ব্লগের খবর আছে। আর সব মিডিয়াতে বলছে ভোট সুষ্ঠু হয়েছে। কিন্তু সামু ব্লগের সবাই ভোট নিয়ে অসন্তুষ্ট। মডুর কাছে অনুরোধ করছি ব্যাপারটি খতিয়ে দেখতে।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

ক্লে ডল বলেছেন: সামু মত প্রকাশের প্লাটফর্ম। সাধারণ ভোটাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করছে। এতে সামুর খবর হওয়ার কি আছে!!

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদের নিয়ন্ত্রিত প্রশাসন আর চাটুকার ইসির রক্তচক্ষু উপেক্ষা করে তাদের বিপরীতে ভোট দেয়া অসম্ভব। এটাই বাস্তব কথা। যেখানে কোথাও ধানের শিষের এজেন্ট নেই সরকার দলীয় একজন ঠাকুর বসা আছেন ভোট কেন্দ্রে....আর বাহিরে সামিয়ানা টেনে দলীয় কুকুর বসিয়ে রাখা আছে সেখানে তাদের বিরুদ্ধে ভোট দিয়ে মরবে কে? এমন নির্বাচন শ্র্রেফ লজ্জাজনক এবং একপেশে অগ্রহণযোগ্য!!! অন্তত আমার কাছে।।।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

ক্লে ডল বলেছেন: আপনার বাস্তব কথার সাথে বাস্তবতার যথেষ্ট মিল রয়েছে। আমি আশঙ্কা করছি এরপর কি হবে!! বিরোধীদলহীন সংসদ। বিরোধীদের তীব্র দমন। দুর্নীতি চরম সীমা স্পর্শ!! এগুলোর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।

আপনার সাথে একমত, এই নির্বাচন একপেশে হয়ে গেছে। এবং অবশ্যই তা অগ্রহণযোগ্য!!

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

তারেক ফাহিম বলেছেন: আমি ভোট না দিতে পারলেও বৃদ্ধাংগুলে কালি পড়েছে :(

ভ্যালেট পেপার শেষ কিন্তু কালি শেষ হয় নাই X((

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

ক্লে ডল বলেছেন: দুঃখজনক!!
আপনার মন্তব্যের দুটো লাইনে নৈতিকতার করুণ পরাজয়ের বিশাল আখ্যান লুকিয়ে আছে!!

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: দলকানাদের কাছে এটা একটা গল্প- আপনার এই সত্য ২৯৯ টি আসনের চিত্র । শুধু চিত্রগ্রাহকরা এই চরম শীতে হাইবারনেশনে ছিলেন তাই দলকানারা নিজেদের মতো স্ক্রিপ্ট রচনা করে প্লে করেছেন।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

ক্লে ডল বলেছেন: আমার কেন্দ্রে ভোট চুরি হয়েছে এবং তা আমি স্বচক্ষে দেখেছি। ২৯৯ টি কেন্দ্রে কেন, একটি কেন্দ্রে একটি ভোটও অনৈতিক হোক তা আমরা চাইব না।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

সুমন কর বলেছেন: হুম, অনেক জায়গায় এমনটি হয়েছে বলে শোনা যাচ্ছে.........দুঃখজনক।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০

ক্লে ডল বলেছেন: টিভিতে শুনছি ভোট সুষ্ঠু হয়েছে, অথচ ব্লগাররা কেউ ভোট সুষ্ঠু হয়েছে বলে রায় দিলেন না। আসলেই দুঃখজনক!!

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: এটা যে কোনো স্বাধীন রাষ্ট্রে নির্বাচনের চিত্র এটা কোনো বিষয় নয়।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

ক্লে ডল বলেছেন: স্বাধীন রাষ্ট্রের সংজ্ঞা বোধ হয় পালটে গেছে।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল,




হতাশ হওয়ার কিছু নেই, সবই আশা ভঙের খেলা।

দীর্ঘশ্বাস না ফেলে নতুন বছরটাকে সাজিয়ে তুলুন রঙে রঙে.....



শুভেচ্ছা নতুন বছরের।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৪

ক্লে ডল বলেছেন: যথার্থ বলেছেন!! আশা ভঙ্গের খেলা!!

রঙেে রঙে সাজানো এমন ফুল উপহার পেয়ে দীর্ঘশ্বাস নেই!! :)

আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা! ভাল থাকুন সর্বদা। :)

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০

করুণাধারা বলেছেন: ভোট দেবার যে অভিজ্ঞতা বর্ণনা করলেন তা দুঃখজনক। এ যেন ঘটা করে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত হবার পর আমন্ত্রণ স্থলে উপস্থিত হয়ে জানতে পারা, "খাবার শেষ হয়ে গেছে, নিজের পথ দেখ।" মনে হচ্ছে এইসব ভোটাভুটির আয়োজন করে ভোট দিতে না দেয়ার চেয়ে বরং বিনা ভোটে নির্বাচন সেরে ফেলাই ভালো হতো!!

গত বছরের তিক্ত অভিজ্ঞতা ভুলে, নতুন বছরের সব অভিজ্ঞতা হোক আনন্দময়- শুভকামনা।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০

ক্লে ডল বলেছেন: আমারও একই কথা মনে হচ্ছে। কি দরকার ছিল!! সকলকে জানিয়েদিলে হত ভোট কেন্দ্রে যাবার দরকার নেয়। তারা জনগণের ভোট দিয়ে দেবে। সাধারণ মানুষ আর কষ্ট করে ভোট কেন্দ্রে যেত না।

এই অভিজ্ঞতার আর পুনরাবৃত্তি হোক চাই না।

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানবেন।

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমরা (প্রশাসন) চেয়েছি বলেই হয়েছে- নৈতিকতা এখন অভিধানের শব্দ।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

ক্লে ডল বলেছেন: স্রেফ ক্ষমতার লোভ নাকি প্রতিহিংসাও? কোনটা নৈতিকতাকে বনবাসে পাঠালো? জানতে ইচ্ছা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.