নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

আপনি কি প্রযুক্তিতে আসক্ত?

১৭ ই জুন, ২০১৯ রাত ৯:২৩


প্রযুক্তি আসক্তি কাকে বলে তা মনে হয় নতুন করে কাউকে বলে দিতে হবে না। তরুণ প্রজন্মের মাঝে প্রযুক্তিতে আসক্তি এখন খুবই প্রকট। কিন্তু এই আসক্তিই কোকেনের চেয়েও ভয়ংকর হয়ে উঠতে পারে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন হল আপনি কি প্রযুক্তিতে বা প্রযুক্তিপণ্যে আসক্ত? আপনার মাঝে নিচের উপসর্গগুলোর উপস্থিতিই বলে দিবে আপনি প্রযুক্তি আসক্ত কিনা।

★ আপনার ফোন, কম্পিউটারে ত্রুটি অথবা অনলাইনে আসতে না পারার কারণ দেখা দিলে আপনি মাত্রাতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েন

★ দেয়ালে জলজ্যান্ত দেয়ালঘড়ি ঝুলে অথচ আপনি মোবাইল ফোনে সময় দেখেন।

★ একটা রাত কল্পনা করুন যে রাতে আপনি ঘুমাতে যাওয়ার আগে ফোন, ল্যাপটপ চালাবেন না। ব্যাপারটা একেবারেই অবাস্তব এবং অসম্ভব মনে হবে।

★ ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়ার আগে ল্যাপটপ অথবা মোবাইল ওপেন করেন।

★ আপনি প্রযুক্তি পণ্য ব্যবহার করেন, আপনার হতাশা, সমস্যা, আপরাধবোধ থেকে দূরে থাকার জন্য।

★ আপনি নিজস্ব কাজে ব্যস্ত আছেন,যখনই সামান্য বিরতি পাবেন, ইমেইল, মেসেজ চেক করার কথা সবার আগে মাথায় আসবে। যেমন ধরুন, আপনি ড্রাইভ করছেন, ট্রাফিকে লাল বাতি জললো।

★ অনলাইনে থাকাকালীন গুরুত্বপূর্ণ অথবা জরুরী কাজও বেমালুম ভুলে যান।

★ রিয়েল লাইফ থেকে আপনার ভার্চুয়াল বন্ধু বেশি। অথবা আপনি বাস্তবে যত কথা বলেন কমেন্ট বা চ্যাটাং এ তার চেয়ে বেশি কথা বলেন।

★ আপনি দিনে ৪ ঘন্টার অধিক ইনটারনেটে ব্যয় করেন যদিও আপনার পেশা ইন্টারনেট সংশ্লিষ্ট নয়।

★ অতিরিক্ত ব্যবহারের দরুন আপনার কাধ, চোখ ব্যাথা করছে তবু আপনি মোবাইল গেম অথবা চ্যাটিং চালিয়ে যাচ্ছেন।

★ খেতে খেতে আপনি মোবাইল অথবা ল্যাপটপ অনায়াসে ব্যবহার করেন।

★ আপনার কাছের মানুষগুলো নিয়মিতই বিরক্তি প্রকাশ করে আপনার প্রযুক্তিপণ্য ব্যবহার নিয়ে।

কি কতখানি আসক্ত? যার যত উপসর্গ মিলবে তার আসক্তির মাত্রা তত বেশি।

এখন ছবিতে ছবিতে দেখা নেওয়া যাক পরিস্থিতি কত ভয়াবহ হয়েছে আর হতে যাচ্ছে! B:-)


১)
এই ভার্চুয়ালকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া, জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভয়ানক মনে হয়। প্রযুক্তি আমাদের দূরের মানুষকে কাছে আনতে যেয়ে। কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দিচ্ছে।

২)

৩)

৪)

৫)

৬)

৭)

৮)

৯)

১০)

১১)

১২)

অতিরিক্ত কোন কিছুই ভাল না।

মন্তব্য ৪১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,




ছবিগুলো একদম কঠিন বাস্তবের জম্পেশ চিত্র।

ব্লগের এই আকালের দিনে আমাদের মতো যারা যারা গুতোগুতি করে হলেএ এই যে এখানে হানা দিচ্ছি তারা কি আপনার জরিপে প্রযুক্তিতে আসক্ত? নাকি ব্লগাসক্ত? B-)

১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৫৯

ক্লে ডল বলেছেন: হা হা হা!! আমি আগে থেকেই বুঝেছিলাম যে এমন প্রশ্ন আসবে।
নিঃসন্দেহে ব্লগাসক্ত। তবে এখানে কথা থেকে যায়। সকল ব্লগাসক্ত কিন্তু প্রযুক্তি আসক্ত নয়। :)

২| ১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: প্রযুক্তি ছাড়া এক মুহুর্ত চলা সম্ভব নয়।

১৭ ই জুন, ২০১৯ রাত ১০:০১

ক্লে ডল বলেছেন: আপনার যদি এমনটা মনে হয় তাহলে আপনি প্রযুক্তিতে আসক্ত।

৩| ১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৫৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনলাইনে অতিরিক্ত সময় ব্যয়ের পিছনে আমাদের আরো সতর্ক হওয়া উচিৎ। একবার আসক্তি ধরে গেলে সেখান থেকে ফিরে আসাটা অনেক কষ্টসাধ্য ব্যপার।

তাই নিজের ও নিজেদের অনুজদের প্রতি সতর্ক দৃষ্টি রাখা উচিৎ।

১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৮

ক্লে ডল বলেছেন: আমিও সেটাই বলতে চেয়েছি। প্রযুক্তি মানুষের দাসত্ব করবে, মানুষ যেন প্রযুক্তির দাস না হয়ে যায়।

ইবরাহীম আই কে, ভাল থাকবেন।

৪| ১৭ ই জুন, ২০১৯ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল,




আমি বলতে চেয়েছি আমরা স্রেফ "ব্লগাসক্ত" - প্রযুক্তিতে আসক্ত নই মোটেও। যদিও ব্লগখানাও প্রযুক্তিতে চলে, সেই প্রযুক্তিতে কিন্তু আমরা আসক্ত নই...... :P

১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৫

ক্লে ডল বলেছেন: হা হা হা!! হ্যাঁ সেটাই। আমরা স্রেফ "ব্লগাসক্ত"। আর হ্যাঁ, ব্লগাখানা যদিও প্রযুক্তিতে চলে, কিন্তু এখানে প্রযুক্তি আমাদের গোলামী করছে। আমরা প্রযুক্তির নয়। B-)

৫| ১৭ ই জুন, ২০১৯ রাত ১০:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: মানুষ এতো টাই প্রযুক্তি নির্ভর হয়ে গেছে যে বর্তমানে এগুলো তাঁদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:৪৫

ক্লে ডল বলেছেন: প্রযুক্তির উপর মাত্রাতিরিক্ত নির্ভরতায় মানুষ তার স্বাভাবিকতা হারাচ্ছে। যা কখনোই কাম্য ছিল না।

৬| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:১৫

করুণাধারা বলেছেন: মিলিয়ে দেখলাম। না আমি প্রযুক্তিতে আসক্ত নই, তবে ব্লগে আসক্ত বলা যেতেই পারে। ছবিগুলো চমৎকার, দেখে আনন্দ পেলাম।
++++

১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:৫১

ক্লে ডল বলেছেন: বাহ!! এই যুগে প্রযুক্তি আসক্ত না হওয়া তো অনেক বড় ব্যাপার। আমরা এখানকার সকলেই কম বেশি ব্লগে আসক্ত। :)
প্লাসের জন্য ধন্যবাদ করুণাধারা। :)

৭| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:৩২

নতুন বলেছেন: কিছুটা ব্লগাসক্ত....

১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:৫২

ক্লে ডল বলেছেন: কিছুটা আসক্ত হলে ক্ষতি নেই। :)

৮| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:৫৯

শায়মা বলেছেন:
★ আপনার ফোন, কম্পিউটারে ত্রুটি অথবা অনলাইনে আসতে না পারার কারণ দেখা দিলে আপনি মাত্রাতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েন
- হ্যাঁ
★ দেয়ালে জলজ্যান্ত দেয়ালঘড়ি ঝুলে অথচ আপনি মোবাইল ফোনে সময় দেখেন।
- না

★ একটা রাত কল্পনা করুন যে রাতে আপনি ঘুমাতে যাওয়ার আগে ফোন, ল্যাপটপ চালাবেন না। ব্যাপারটা একেবারেই অবাস্তব এবং অসম্ভব মনে হবে।
- অনেক রাতই ... কোনোই দরকার নেই ....

★ ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়ার আগে ল্যাপটপ অথবা মোবাইল ওপেন করেন।
- না

★ আপনি প্রযুক্তি পণ্য ব্যবহার করেন, আপনার হতাশা, সমস্যা, আপরাধবোধ থেকে দূরে থাকার জন্য।
- না

★ আপনি নিজস্ব কাজে ব্যস্ত আছেন,যখনই সামান্য বিরতি পাবেন, ইমেইল, মেসেজ চেক করার কথা সবার আগে মাথায় আসবে। যেমন ধরুন, আপনি ড্রাইভ করছেন, ট্রাফিকে লাল বাতি জললো।
- নেভার

★ অনলাইনে থাকাকালীন গুরুত্বপূর্ণ অথবা জরুরী কাজও বেমালুম ভুলে যান।

- না

★ রিয়েল লাইফ থেকে আপনার ভার্চুয়াল বন্ধু বেশি। অথবা আপনি বাস্তবে যত কথা বলেন কমেন্ট বা চ্যাটাং এ তার চেয়ে বেশি কথা বলেন।

- না । বাস্তবে তো মুখ বন্ধই হয় না :)

★ আপনি দিনে ৪ ঘন্টার অধিক ইনটারনেটে ব্যয় করেন যদিও আপনার পেশা ইন্টারনেট সংশ্লিষ্ট নয়।

- ব্যয় করিনা তবে বাসায় থাকলে অন থাকে ডেস্কটপ।

★ অতিরিক্ত ব্যবহারের দরুন আপনার কাধ, চোখ ব্যাথা করছে তবু আপনি মোবাইল গেম অথবা চ্যাটিং চালিয়ে যাচ্ছেন।
- এক সময় হয়েছিলো। এখন নাই ..


★ খেতে খেতে আপনি মোবাইল অথবা ল্যাপটপ অনায়াসে ব্যবহার করেন।

- নেভার এভার! :)


★ আপনার কাছের মানুষগুলো নিয়মিতই বিরক্তি প্রকাশ করে আপনার প্রযুক্তিপণ্য ব্যবহার নিয়ে।

- ঐ একটা সময় করেছিলো। এখন একদম স্বাভাবিক :) :) :)


আমি ভালো আছি ..... কর্মোদ্দীপক আছি!!!!!!! :) :) :)

১৮ ই জুন, ২০১৯ দুপুর ২:১১

ক্লে ডল বলেছেন: সাবাস!! :) অধিকাংশ উত্তরই দেখা যাচ্ছে নেগেটিভ। তাহলে তো আপনার মাঝে প্রযুক্তি আসক্তি একেবারেই নেই!
গুড গুড ভেরি গুড!! ১০০ তে ১১০ পেয়েছেন :)

আমি ভালো আছি ..... কর্মোদ্দীপক আছি!!!!!!!

অনেক অনেক শুভকামনা জানবেন।

১৮ ই জুন, ২০১৯ দুপুর ২:১৯

ক্লে ডল বলেছেন: চতুর্থবারের প্রচেষ্টায় একখানা মন্তব্যের উত্তর প্রদানে সামর্থ্য হইলাম। সামু মন্তব্য খেয়ে নিচ্ছে! :(

৯| ১৮ ই জুন, ২০১৯ রাত ১২:৫৯

কানিজ রিনা বলেছেন: আমি ব্লগ আসক্ত চোখের ডাক্তার সাবধান
করে দিয়েছেন। তবুও ব্লগে একবেলা না
ঢুকলে শান্তি পাইনা। উপকারী পোষ্ট ধন্যবাদ।

১৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৩

ক্লে ডল বলেছেন: ডাক্তার যদি সাবধান করে থাকেন তাহলে সাবধানবাণী আপনার মেনে চলা উচিৎ।

ভাল থাকবেন কানিজ রিনা। :)

১০| ১৮ ই জুন, ২০১৯ রাত ৩:০২

ডঃ এম এ আলী বলেছেন: উপরে যতগুলি উপসর্গ বা আসক্তির কথা বলেছেন
তার সবগুলিই আমার মধ্যে আছে বা মিলে যাচ্ছে
এখন আমার কি হবে ? জীবনী শক্তি কি ঘনায়ে
আসছে নাকি !!!

অনেক শুভেচ্ছা রইল ।

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

ক্লে ডল বলেছেন: হায় হায়!! B:-) সর্বনাশ!! শায়মা আপুর কাছ থেকে টিপস নিন। আপনি ১০০ তে শূন্য পেলেন। :P আর তিনি ১১০।

অনেক অনেক শুভকামনা জানবেন।

১১| ১৮ ই জুন, ২০১৯ ভোর ৬:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

ক্লে ডল বলেছেন: একমত। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

ভাল থাকবেন সাজ্জাদ হোসেন।

১২| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: শেষ কথাটাই ঠিক কথা - অতিরিক্ত কোন কিছুই ভাল না!
তবে এ কথাটাও অস্বীকার করার কোনই উপায় নেই, প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়া অন্তরমুখী মানুষদের জন্য কিছুটা রিলিফ নিয়ে এসেছে বটে। ব্লগও সোশ্যাল মিডিয়ার অন্তর্গত।

১৮ ই জুন, ২০১৯ রাত ১০:২৮

ক্লে ডল বলেছেন: গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। আমার মনে হয় এই ব্লগ নিজেকে প্রকাশের অনেক বড় মাধ্যম।
প্রযুক্তি তো তৈরিই হয়েছে মানুষের কল্যাণের স্বার্থে। কিন্তু এর অপব্যবহার করে আমরা যত অকল্যাণ ডেকে আনছি।

অফুরন্ত শুভকামনা রইল আপনার প্রতি।

১৩| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১১:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি বই আসক্ত :)

১৮ ই জুন, ২০১৯ রাত ১১:০১

ক্লে ডল বলেছেন: সে তো খুবই ভাল কথা। বই আসক্তির কোন ক্ষতিকর দিক নেয় সম্ভাবত। :)

১৪| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১২:২২

মেঘ প্রিয় বালক বলেছেন: বাস্তবতাকে ঘিরে কিছু সত্য কথা লিখেছেন,আমরা আসলেই তথ্য প্রযুক্তির উপর আসক্ত। তবে আমি ৩ দিন অনলাইনের বাহিরে থাকতে সক্ষম হয়েছি অনলাইনে প্রবেশ করার ব্যবস্হা থাকা সত্বেও।

১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:০২

ক্লে ডল বলেছেন: মেঘ প্রিয় বালক, আমার ব্লগে স্বাগতম। :)
নিজেকে প্রযুক্তির দাস না বানিয়ে প্রযুক্তির সুবিধাটুকু নিলেই মঙ্গল। সেটাই কাম্য।

শুভকামনা রইল আপনার প্রতি। :)

১৫| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:৪২

মোগল সম্রাট বলেছেন: প্রযুক্তির মিস ইউজটাই হচ্ছে পৃথিবীর সবযায়গায়। আমাদের দেশের অসচেতনতা বেশি হওয়ায় ব্যাপারগুলা বেশি চোখে ধরা পড়তেছে। এই আগ্রাসনে ক্ষতি হচ্ছে সবচেয়ে আমাদের বাচ্চাদের, তাদের জন্য বেশি চিন্তা হয়।

১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:৫৮

ক্লে ডল বলেছেন: আপনার সাথে একমত। বাচ্চারা শৈশব হারাচ্ছে। খেলার মাঠ এখন খুঁজে পাওয়া মুস্কিল। মা বাবা সোশ্যাল মিডিয়া আর সন্তান ভিডিও গেমস এ বুদ। এই হল হালের ফ্যাশন।

ভাল থাকবেন মোগল সম্রাট।

১৬| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:৫৮

মুক্তা নীল বলেছেন:
প্রযুক্তি কারো জন্য আশীর্বাদ আর না হয় অভিশাপ। বয়স বুদ্ধি ও বিচার অনুযায়ী এটাকে নিয়ে যাবে , ভালো ও মন্দের দিকে।
সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ছোট বাচ্চাদের ও উঠতি বয়সের ছেলে মেয়েদের । তবে কিছুটা ব্লগাসক্ত হয়েছি ।
পোষ্টের লেখাগুলো ভালো।

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:১০

ক্লে ডল বলেছেন: যথার্থ বলেছেন মুক্তা নীল। কোন কিছুর ফলাফল নির্ভর করে সেটিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর।
পোষ্টের লেখাগুলো ভাল লেগেছে জেনে ভাল লাগল৷

শুভকামনা জানবেন। :)

১৭| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ২:৪৫

শায়মা বলেছেন: সামু আমাদের প্রযুক্তিতে আসক্তির মুক্তি চায় তাই কমেন্ট খায়, পোস্ট খায়, ঢুকতেই দেয় না তবুও আমরা সকল বাঁধা ছিন্ন করে এইখানে আসি.....

২০ শে জুন, ২০১৯ রাত ১০:০৩

ক্লে ডল বলেছেন: হা হা হা!! সামুর এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই!

তবে আমার কাছে কিন্তু মনে হয় ব্লগাসক্তি কিন্তু ভাল জিনিস। :)

১৮| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৪:৩৩

ওমেরা বলেছেন: উপরের পাঁচ ও আট ছাড়া বাকিগুলো আমার মাঝে আছে তবু আমি বলব আমি আসক্ত না । আমি আমার প্রয়োজনেই প্রযুক্তি ব্যাবহার করি ।

২০ শে জুন, ২০১৯ রাত ১০:০৫

ক্লে ডল বলেছেন: প্রয়োজনে ব্যবহারের জন্যই তো প্রযুক্তির সৃষ্টি। অপ্রয়োজনে এবং অতিরিক্ত ব্যবহার করলেই যত ক্ষতি।

১৯| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নতুন প্রজন্ম স্বাভাবিকতা বোঝার আগেই আসক্তিতে ডুবে গেছে!
নাগরিক জীবনে প্রকৃতির অভাব, কর্পোরেট জীবনাচারে অতি ব্যস্ততা, ছূটির অভাব, যোগাোগের বিবমিষাময় অবস্থা
সব মিলিয়ে নাগরিক নতুন প্রজন্ম ইচ্ছের বা অনিচ্ছায় ক্রীতদাস হয়েই গ্যাছে!

উত্তরনের শংকা ছাড়া কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

স্কুল কলেজগুলোও টাকা কামানোর মেমীন হয়ে যাওয়ায় সেখানেও আশা শুন্য।

এ প্রজন্মকে বাঁচাবে কে???

২০ শে জুন, ২০১৯ রাত ১১:১০

ক্লে ডল বলেছেন: নতুন প্রজন্ম স্বাভাবিকতা বোঝার আগেই আসক্তিতে ডুবে গেছে! একেবারে খাঁটি কথা বলে ভৃগু ভাইয়া!!

আপনার মন্তব্যের প্রতিটি কথায় বর্তমান যুগের বিশেষত নাগরিক জীবনের কদাকার প্রতিচ্ছবি।

আসলেই আমরা যাচ্ছি কোথায়!! :(

২০| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৫

আখেনাটেন বলেছেন: নানারকম ডিভাইস আর গ্যাজেট এখন নতুন প্রজন্মের কাছে আফিমের মতো হয়ে গেছে। আমরা এক অদৃশ্য জালে বাঁধা পড়ে যাচ্ছি। কেহই মনে হয় এই আসক্তি থেকে মুক্ত নয়। কম আর বেশি।

০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১১:০১

ক্লে ডল বলেছেন: একেবারে ঠিক কথা বলেছেন। কেহই প্রযুক্তি আসক্তি থেকে মুক্ত নয়। প্রযুক্তি আমাদের যেমন সুবিধা, সুযোগ দিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্বকীয়তা কেড়ে নিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.