নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল-মন্দের মাঝে আমার বসবাস

সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো…… ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে, হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া… তার নাম তো স্মৃতিই বটে!

সি.এম.তানভীর-উল-ইসলাম

আমি একজন চিন্তাবিদ।

সি.এম.তানভীর-উল-ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ডায়েরিঃ দুর্ভাগ্য কে বরণ করে নিলাম

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৪

কারো জীবনে ভালবাসা আশীর্বাদ আর কারো জীবনে ভালবাসা দুর্ভাগ্য বয়ে আনে। আমার জীবনে কি এনেছে সেটা আমি আজও বুঝতে পারিনি।



কাউকে ভালবাসায় কি খুব কষ্ট পেতে হয়? আমার জানা নেই। যেদিন থেকে আমি তাকে দেখেছি তখন থেকেই তার প্রতি আমি দুর্বল হতে থাকি। বলা যেতে পারে লাভ এট ফার্স্ট সাইট!! কিংবা প্রথম দেখাতে ভালবেসে ফেলা। তার সাথে অল্প কিছুদিনের মধ্যেই মোবাইলে কথা বলা.......... ভালোই যাচ্ছে।



আমি যখন ছোট ছিলাম বলা যেতে পারে যখন আমার বয়স ৬ কি ৭ তখন আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা হয়। ডাক্তারের ভুল চিকিৎসার শিকার হয় আমি। চট্টগ্রাম মেডিকেলের শিশু ডাক্তার ডাঃ শাহাদাত হোসেন আমার চিকিৎসা করেছিলেন। আমার টাইফয়েড হয়েছিলো কিন্তু ডাক্তার আমাকে ম্যালেরিয়ার ঔষুধ খেতে দেন। যা হবার তাই হয়, সাইড এফেক্টে আমার দুই পা অবশ হয়ে যায় পরে ঠিক হলেও আমাকে খুড়িয়ে হাঁটাচলা করতে হয়। শুনেছি বাইরের দেশে ভালো চিকিৎসা আছে, হয়তো ভালো হয়ে যেতেই পারে কিন্তু সে বাইরের দেশে যাবার মত সামর্থ্য আমার তো নেই। কি আর করা, নিজের দুর্ভাগ্য কে মেনেই নিলাম, এছাড়া তো আমার কোন পথ নেই। মাঝে মাঝে খুব কান্না পায় কিন্তু কানতে পারি না। কেঁদে কি হবে? কান্না করে তো আর সমস্যার সমাধান করা যাবে না।



সেই ভালবাসার মানুষের সামনে আমি যেতে পারি না। যদিও সে আমার খুব কাছে। তাকে দেখা দেবার সাহস আমার নেই। জানি সে দেখলে আমাকে সে কখনোই মেনে নিবে না। হয়তো উপহাস করবে কিংবা করুনা। কিন্তু আমিতো কারো করুনার পাত্র হতে চাইনি, চাইনা।



প্রতিদিন যখন ঘুমাতে যাই, তখন আল্লাহের কাছে দুয়া করি আমার পা যেন ভালো করে দেন। মনে মনে ভাবি হয়তো ঘুম থেকে উঠেই দেখবো আমি অন্য আর একটা ছেলের মত সুস্থ ভাবে হাঁটাচলা করতে পারছি। তখন আমি তাকে দেখতে যাবো, আমি জানি, সে আমাকে কখনোয় ফিরিয়ে দিবে না। আমার মত কেউ তাকে ভালবাসতে পারবে না। কখনোই না।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ভাই খুব মন খারাপ হল। আল্লাহ্‌ তা'লা আপনাকে সাহায্য করুন।

১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আল্লাহ্‌ আমার একমাত্র ভরসা .....

২| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০

অর্থনীতিবিদ বলেছেন: কষ্টদায়ক একটি ঘটনা। দোয়া করি আল্লাহ যেন এর বিনিময়ে আপনাকে অনেক ভাল কিছু উপহার দেয়।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৫

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ইনশাল্লাহ, আল্লাহ্‌ যা করেন ভালোর জন্যই করেন।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

রহস্যময়ী কন্যা বলেছেন: :( :(

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.