নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল-মন্দের মাঝে আমার বসবাস

সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো…… ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে, হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া… তার নাম তো স্মৃতিই বটে!

সি.এম.তানভীর-উল-ইসলাম

আমি একজন চিন্তাবিদ।

সি.এম.তানভীর-উল-ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মিরাকল অফ গিভিং ফুলঃ মানসিক ভারসাম্যহীন এক ভাইয়ের ভালবাসা

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯





ভাইবোনের সম্পর্কের কথা নতুন করে বলার কিছু নেই। পরিবারের পিতা-মাতার পরেই আপনজন বলতেই আপন ভাই বোন। আপনার ভাই কিংবা আপন বোন মানসিক ভারসাম্যহীন হলে আপনি কি বিব্রতবোধ করতেন? তার পরিচয় দিতে লজ্জিতবোধ করতেন?? ভুলে যাবেন না, আপনার মানসিক ভারসাম্যহীন ভাইবোনটির কাছের মানুষ কিন্তু আপনি। আপনার ভালবাসা, সহানুভূতি কে কেন্দ্র করেই সে বেঁচে থাকে। তাই আপনাদের কাছে আমার একটি অনুরুধ আপনার আপন কোন ভাই বোন মানসিক ভারসাম্যহীন থাকলে কিংবা শারীরিক ভাবে প্রতিবন্ধী থাকলে তাকে ভালবাসা দিবেন। সমাজের চোখে কখনো বিব্রতবোধ করবেন না। সমাজকে দেখিয়ে দিবেন ওরা সমাজের বোঝা নয়। তারাও সমাজের একটি অংশ। কথা বাড়ালাম না…



আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো কোরিয়ান হৃদয়স্পর্শী মুভি Miracle of Giving Fool 2008 (অরিজিনাল টাইটেল “BaBo” )



আইএমবিডি লিঙ্কঃ http://www.imdb.com/title/tt1233461/



আইএমবিডি রেটিং –> ৭/১০







অভিনয়ে আছেন My Sassy Girl, Lovers’ Concerto খ্যাত নায়ক Cha Tae-hyun যিনি মুভিতে Seung-ryong চরিত্রে অভিনয় করেছেন। সাথে আছে লাস্যময়ী অভিনেত্রী Ha Ji-won (Ji-ho চরিত্রে) যিনি Ditto, Sex Is Zero, 100 Days with Mr. Arrogant মুভিতে অভিনয় করেছেন।







Ji-ho একজন প্রতিভাবান পিয়ানিস্ট। সে অনেক বছর যাবত দেশের বাইরে লেখাপড়া ও পিয়ানো বাজাতো। কিন্তু তার মঞ্চ ভীতির কারনে মঞ্চে পিয়ানো বাজানো থেকে বিরত থাকার কারনে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়। Ji-ho যখন দেশে ফিরে তখন তার বন্ধু Seung-ryong এর সাথে দেখা হয় যে ছয় বছর আগে একটি দুর্ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু Seung-ryong এখনো Ji-ho কে ভুলতে পারেনা, তার পথের আশায় বসে থাকে কখন সে দেশে ফিরবে।







Seung-ryong মানসিক ভারসাম্যহীন হলেও সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। তার পরিবারে তার একমাত্র ছোট বোন আছে। তার বোন স্কুলে পড়ে এবং Seung-ryong তার বোনের স্কুলের পাশে একটি ছোটখাটো খাবারের দোকান দিয়ে সংসার চালানো ও বোনের দেখাশোনা দুটোই করতে পারে। যদিও তার বোন তাকে ভাই বলে পরিচয় দিতে চায় না এবং ভাইয়ের মানসিক অসুস্ততার জন্য নিজে খুব বিব্রতবোধ করে, এমনকি সে ভাইয়ের সাথে ঠিক মতন কথাই বলে না।



কাহিনী এখানে শুরু…







অভিনেত্রী Ha Ji-won , Ji-ho চরিত্রে খুব ভালোই অভিনয় করেছেন। Seung-ryong চরিত্রে রুপদানকারী অভিনেতা Cha Tae-hyun সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। মানসিক রোগীর চরিত্রে অভিনয় করা সত্ত্বেও বোনের প্রতি কর্তব্য পালন, ভালবাসা, সমাজের প্রতি দায়িত্বজ্ঞান ইত্যাদি তার চরিত্রকে নিয়ে গেছে অন্য উচ্ছতায়।



আমার রেটিং –> ৮/১০



আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল রিভিউ !!

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই :)

২| ২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

ইমিনা বলেছেন: অসাধারন একটি থিমের উপর নির্মিত মুভির পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের রিলেশনাল মুভি দেখে আমি কান্না সামলাতে পারি না। অদ্ভুত রকম ভালোলাগা আমায় ঘিরে ধরে। আবারও বলছি আপনাকে - এই মুভি পোস্টের জন্য অনেক ধন্যবাদ :) :)
শুভকামনা সব সময় ।।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ২:১৩

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ইচ্ছে আছে আরও কিছু মুভির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবার যদিও সময়ের অভাবে হয়ে উঠছে না। তবুও আপনার কোন মুভির দেখার ইচ্ছে হলে জানাবেন, চেষ্টা করবো ভাল লাগার কিছু মুভির নাম আপনাকে জানাতে। আমি যদি কারো সামান্য কাজে আসতে পারি তাহলে ভাল লাগবে।

আশা করি আপনি ভাল আছেন এবং ভবিষ্যতে আরও ভাল থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.