নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল-মন্দের মাঝে আমার বসবাস

সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো…… ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে, হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া… তার নাম তো স্মৃতিই বটে!

সি.এম.তানভীর-উল-ইসলাম

আমি একজন চিন্তাবিদ।

সি.এম.তানভীর-উল-ইসলাম › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি অতলে হারিয়ে যাওয়া ভালোবাসার কিছু বাংলা গান

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

ভালবাসা থাকলে বিচ্ছেদও থাকবে তাই বলে কি ভালবাসার মানুষকে ভুলে থাকা যায়??



আমি আগের ঠিকানায় আছি

সময় করে এসো একদিন দু’জনে

কিছুক্ষণ বসি পাশাপাশি......



মুরাদ - আমি আগের ঠিকানায় আছি







প্রথম ভালোবাসার মানুষের সাথে প্রথম দেখা, বুকের দুরুদুরু কাঁপন, অজানা ভয় ...... কি?? মনে আছে কি সেই দিনের কথা?



লুকোচুরি লুকোচুরি গল্প

তারপর হাতছানি অল্প;

চায় চায় উড়তে উড়তে - মন চায় উড়তে উড়তে ......



ফাহমিদা নবী- লুকোচুরি লুকোচুরি গল্প







প্রেম কি বলে কয়ে আসে?? আর যখনি প্রেম ধরা দেয় তখন ভালোবাসার মানুষকে না দেখে থাকা যায়?



একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন।।



সেই ভাবনায়, ভাবি মনে হয়,

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে

আসেনা ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জালায়, সৃতির মেলায়

কাটেনা আর দিন......



একদিন স্বপ্নের দিন - হঠাৎ বৃষ্টি







ভালোবাসার মানুষ দূরে চলে গেলেও তাকে ভুলে থাকা যায়?



যদি আবার জন্ম নেই বৃষ্টি হয়ে ঝরবো তোমার বুকে এসে, তোমাকেই যাবো আমি ভালবেসে......



যদি আবার জন্ম নেই বৃষ্টি হয়ে -অজয় চক্রবর্তী







যদি মন কাঁদে

তুমি চলে এসো, চলে এসো

এক বরষায়…

এসো ঝর ঝর বৃষ্টিতে

জল ভরা দৃষ্টিতে

এসো কোমল শ্যামল ছায় ......



যদি মন কাঁদে তুমি চলে এসো-শাওন







যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে......



যেখানে সীমান্ত তোমার – কুমার বিশ্বজিৎ







ভুলিতে পারি না তারে ভোলা যায় না

বারে বারে মনে পরে কেন জানি না ......



ভুলিতে পারি না তারে - শাকিলা জাফর







তুমি মিষ্টি করে দুষ্টু বল শুনতে ভালো লাগে,

আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে ......



তুমি মিষ্টি করে দুষ্টু বল - শাকিলা জাফর







এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে।

এ হৃদয় তোমাকেই খুজবে......



মন আমার পাথর তো নয় - শুভ্র দেব







কি ছিলে আমার বলনা তুমি

আছিতো আগেরি মত এখনো আমি

ভূলে কি গেছ তুমি বাসরেরও কথা

আজো তা রয়েছে আমার স্মৃতিতে গাঁথা ......



কি ছিলে আমার বলনা তুমি - মনি কিশোর







মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি......



মাঝ রাতে চাঁদ যদি আলো না - হাসান মাহমুদ খান







ও অনুপমা ও নিরুপমা

পাখির বাসার মত দুটি চোখ তোমার

ঠিক যেন নাটোরের বনলতা সেন

পাখির বাসার মত দুটি চোখ তোমার

ঠিক যেন নাটোরের বনলতা সেন

আমি আজ হারিয়েছি তোমারি পরশে স্বপ্নিল আবেশে......



ক্লাসিক বাংলা গান - পাখির বাসার মত দুটি চোখ









একদেশে এক রাজকন্যা ছিল কিন্তু রাজকন্যার কোন খবর নেই তাই রাজকন্যাকে স্মরণ করে একটা গান



রাজকুমারী দু’একটা কথা বলি

বারান্দাটা ছেড়ে যেওনা

ভালবাসি নিজের থেকে বেশি

একটু কথা বলোনা



আমি যে সারাদিন

হয়ে যাই আনমনা

চিৎকার করে বলি

হাত দু’টি ধরে তোমার

তুমি আমার রাজকন্যা ......



রাজকন্যা - জামিল ইকবাল হাদি







নাট্য অভিনেতা খালেদ খান আমাদের থেকে হারিয়ে গেছেন। কিন্তু উনি হারিয়ে গেলে উনার কথা আমি কখনোই ভুলতে পারবো না। উনার একটা ফেভারিট ডায়লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম।



ছিঃ ছিঃ ছিঃ তুমি এত খারাপ ? - খালেদ খান







আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম :)

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: তবে ১মটা আর যেখানে সীমান্ত তোমার গান দু'টো বেশী সুন্দর।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: বাকি গানগুলোও আপনার ভালো লাগবে আশা করছি :) আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

মামুন রশিদ বলেছেন: দারুণ সব গান । অসাধারণ!

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

তাসজিদ বলেছেন: প্রথমটা আমার ফেবারেট। ইত্যাদি তে প্রথম দেখেছিলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৩

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: প্রথম গানটা শুনেই মনে হল পুরানো কিছু গান আমার নতুন করে শুনতে হবে। আমি একা শুনলে তো হবে না তাই আপনাদের জন্য শেয়ার দিলাম। ধন্যবাদ আপনাকে

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮

মশিকুর বলেছেন:
সুন্দর

+++++++++

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৫

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই :)

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

ইখতামিন বলেছেন:
অনেক গুলো পছন্দের গান শেয়ার করার জন্য ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ইখতামিন ভাই সঙ্গে থাকার জন্য :)

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

তুহিন সরকার বলেছেন: পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ তানভীর সাহেব, শুভকামনা রইল।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আমার ভালো লাগা নিবেন তুহিন ভাই :) আপনাকেও অনেক ধন্যবাদ

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

শুঁটকি মাছ বলেছেন: সব শুনেছি!!!!!!!!!!! :) :) :) :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ভালো লেগেছে নিশ্চয়? আপনার ভালো লাগলেই আমার সার্থকতা :) আপনাকে অনেক ধন্যবাদ

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

অপু কাউসার বলেছেন: :( :| :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: কাউসার ভাই লাস্ট ইমুর মত আপনার মুখে হাসি থাকুক সেই প্রত্যাশা করছি। ভালো থাকবেন

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

জুন বলেছেন: বেশিরভাগ গানগুলোই ভালোলাগে, পছন্দের গান ।
+

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো :) ভালো থাকবেন

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


বিশিষ্ট চিন্তাবিদ সাহেব এবং ভাইয়াআআআআআআআ !!! মিললো কি করে!! অনেকগুলো গানই পছন্দের গান! হা হা হা হা ...
আর রাজকন্যা গানটা প্রথম শুনলাম! ভালো লেগেছে :) !:#P ...রাজকন্যাকে নিয়ে গান দিলেন, আমার নামের সাথেও রাজকন্যা আছে কিন্তু B-) ;) :P


ভালো থাকুন
হলুদ তারা!

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: কাকতালীয় ভাবে রাজকন্যা নামের মিল থাকলেও মৃত রাজকন্যার গানগুলো পছন্দ ও ভালো লেগেছে জেনে আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি :!> :-B =p~

তাছাড়া মিল তো থাকবেই কারন আপনিও যে একজন রাজকন্যা :P

অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকবেন আশা করছি কারন আপনি সব সময় ভালোর দলে।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

আমিনুর রহমান বলেছেন:




প্লাস এবং প্রিয়তে ...

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আমিনুর ভাই :)

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সুন্দর গান।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.