নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

বর্তমান জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও ওডিআই ক্যাপ্টেনের চলমান ভূমিকাকে আপনারা কীভাবে দেখছেন?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১০



ওয়ানডে অধিনায়ক মাশরাফি এম পি ইলেকশানে লড়ছেন। আর টেস্ট অধিনায়ক সাকিব (শেখ হাসিনার নির্দেশে) নির্বাচন না করে সরকারী দল আওয়ামী লীগের পক্ষে সোশাল মিডিয়াতে প্রচারণা চালিয়েছেন। বিভিন্ন ওয়েবে(যেখানে সাধারণ জনগণ মন্তব্য করার সুযোগ পাচ্ছে) এই দুজনের প্রশংসার চেয়ে দুর্নামই বেশী চোখে পড়ছে। আওয়ামী লীগ বিরোধীরা স্বাভাবিক ভাবেই খুবই ক্ষুব্ধ। আর নিরপেক্ষ মানুষও এটাকে সুদৃষ্টিতে দেখছে না।

তারা দুইজন সাবেক খেলোয়াড় হলে কিংবা অন্তত অধিনায়ক না হলে হয়ত এত সমালোচনা হত না। বাংলাদেশে এ ধরনের ঘটনা নজিরবিহীনই বলা যায়। একে তো সরকার এখনো ক্ষমতায়, এমপি, মন্ত্রী সবাই এখনো ক্ষমতায় আছেন। তার মধ্যে জাতীয়(আওয়ামী লীগ নয়) দলের দুই অধিনায়ককে এভাবে সরাসরি সরকারী দলের সমর্থন করাকে আপনারা কীভাবে দেখছেন?

পাশাপাশি আরেকটা প্রশ্নরও উত্তর দিবেন যদি ওরা দুজন বিএনপি বা ঐক্য ফ্রন্টের হয়ে এমপি প্রার্থী বা ঐক্যফ্রন্টের পক্ষে সোশাল মিডিয়াতে প্রচারণা চালাতেন তাহলে ওরা কি অধিনায়ক হিসেবে বহাল থাকতেন? বা আদৌ ওদের প্রার্থী হতে বা প্রচার চালাতে দিত কিনা আওয়ামী লীগ সরকার? তখন আওয়ামী বুদ্ধিজীবিরা তাদের নৈতিকতা নিয়ে টক শো-তে ঝড় তুলতেন কিনা?

কিংবা (ঐক্যফ্রন্টে যাওয়ার পর) এখন যে আওয়ামী লীগের সমর্থক ও ফেসবুক সেলিব্রিটি গণ তাদের নিয়ে সুনাম করছেন, একই সুনাম অব্যাহত রাখতেন কিনা? বিসিবি সভাপতি পাপন সাহেব তাদের পারফরম্যান্স ভাল হওয়া সত্ত্বেও ঐক্যফ্রন্টে যাওয়ার অপরাধে দলে রাখতেন কিনা? ব্লগে হাসান কালবৈশাখী, কলাবাগান - সাকিব/মাশরাফির জামায়াত কানেকশান নিয়ে পোস্ট লিখতেন কিনা?

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১১

চলতি নিয়ম বলেছেন: বর্তমান জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও ওডিআই ক্যাপ্টেনের চলমান ভূমিকাকে আপনারা কীভাবে দেখছেন?

কোন বিষয়ে পাবলিক মতামত জানতে হলে আগে আপনার মতামত দেয়া উচিত ছিল। যদিও সেটা সকলেই বুঝে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমারটা সবাই বু‌ঝে ব‌লেই তো ল্লিাম না! আপনার টা লিখুন। ধন্যবাদ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সাকিব বা মাশরাফি কোনো সরকারি আমলা বা চাকর নয় | স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে যে কোনো রাজনৈতিক দলের সমর্থন বা প্রার্থী হওয়ার পূর্ণ অধিকার তাদের আছে | এদের সমালোচনা না করে বরং পুলিশ, প্রশাসন সহ সরকারি চাকর বা আমলারা যেভাবে নেক্কারজনকভাবে দলের ক্যাডার হিসাবে কাজ করে তাদের সমালোচনা করুন | সরকারি চাকরদের পবিত্র দায়িত্ব হচ্ছে দলমত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিককে সেবা প্রদান করা | এরা তা না করে ক্ষমতাসীনদের সেবাতেই অধিক ব্যস্ত থাকে যা অবশ্যই পরিত্যাজ্য |

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ সু‌চি‌ন্তিত মতাম‌তের জন্য। ওরা বিএন‌পি কর‌লে অবস্থান একই থাকত?

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: ট্যানা প্যাচানো বাদ দেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সাধারণ জিজ্ঞাসা। ধন্যবাদ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

ঢাবিয়ান বলেছেন: সাকিব , মাশরাফি দেশে থাকে এবং তাদের ঘারে মাথা একটাই। সেটা বুঝে নিতে হবে সবাইকে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সা‌কিব তবুও হে‌সে কথা ব‌লে‌ছে। কিন্তু মাশরা‌ফির চেহারা খুবই ম‌লিন দেখা যায়।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

কলাবাগান১ বলেছেন: যেমন আপনি এদের নিয়ে পোস্ট দিলেন..।বিনপি -জামাতের হয়ে কথা বললে আপনি ও এই পোস্ট দিতেন না...তখন আমরা পোস্ট দিতাম...এটাই বাংলাদেশের পলিট্রিক্স...।

@ঢাবিয়ান
সাকিব/মাশরাফির মত, তামিম/মুশফিক ও বাংলাদেশে থাকে

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অ‌নেক দিন পর একটা সুন্দর মন্তব্য পেলাম। ধন্যবাদ।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

রাফা বলেছেন: যে দলের হয়েই কথা বলুক কিংবা অংশগ্রহণ করুক অন্ততপক্ষে এটুকু ভেবেও ভালো লাগতো যে,এরা কেউ দুর্ণিতিবাজ নয়।এবং দেশ কিছুটা হলেও ভালো মানুষের সার্ভিস পেতে যাচ্ছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

নতুন বলেছেন: আপনারা এবং আয়ামীলীগের ক্রমি`রা কি চায়?

ভালো মানুষ রাজনিতিতে আসলে সমস্যা টি কি?

মাশরাফি, সাকিব, আছাদুজজামান নূর, তারানা হালিম, মৌসুমি, কবরী এদের মতন মানুষ যদি এমপি হয় তবে অনন্তত কয়েকটা ভালো মানুষ এমপি হলো....

এরা দূনিতি করবেনা, এরা কখনোই বলবেনা ওমুকে ফালাইয়া দে....

শুধুই রাজনিতিক বিরোধিতা করছেন তাই এই ভালো জিনিস গুলি চোখে পড়ছেনা।

বিভিন্ন ওয়েবে(যেখানে সাধারণ জনগণ মন্তব্য করার সুযোগ পাচ্ছে) এই দুজনের প্রশংসার চেয়ে দুর্নামই বেশী চোখে পড়ছে। আওয়ামী লীগ বিরোধীরা স্বাভাবিক ভাবেই খুবই ক্ষুব্ধ। আর নিরপেক্ষ মানুষও এটাকে সুদৃষ্টিতে দেখছে না।


সাধারন মানুষ নয় বলুন বিএনপি এবং বিশেষ করে জামাতীরা বেশি দূনাম করছে... আর অনলাইনের বত`মানের কমেন্ট যারা করছে তাদের প্রফাইলে একটু গিয়ে দেখবেন তারা কারা.... বেশির ভাগই বানরের হাতে মোবাইল ফোনের মতন অবস্হা।

কয়েক দিন আগে এক মুসলিম মহিলা তার মেয়ে কে হত্যা করেছে কারন মেয়ে হিন্দু ছেলের সাথে প্রেম কর বিয়ে করতে চায়। সেখানে ৫০ এর বেশি কমেন্ট আছে যে সবাই ঐ মহিলাকে সমথ`ন করে...

তাহলে বুঝতেই পারছেন অনলাইন কমেন্টে যারা তাদের এক্সপাট` ওপিনিয়ন দিচ্ছে তাদের মনমানুষিকতা কেমন...

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অন্যদের চাইতে এই দুজন বর্তমান অধিনায়কের ভূমিকা (তাও সরকারী দলের পক্ষে) একটু দৃষ্টিকটুই লাগছে। মন্তব্যর জন্য ধন্যবাদ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

তারেক_মাহমুদ বলেছেন: যার যার ব্যক্তিগত পছন্দ এখানে বলার কিছু নেই।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমার মনে হয় না বিএনপি করলে তারা এত সম্মান পেতেন বা দলে খেলতে পারতেন।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

বাকপ্রবাস বলেছেন: কেউ পক্ষে থাকেন আর কেউ বিপক্ষে
আমি যেটা মনে করি আওয়ামিলীগ মাশরাফি সাবিকদেরকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করছেন, যার সাময়িক সুফল দিলেও দীর্ঘমেয়াদী কুফল আছে, এইযে খেলাতে রাজনীতি ঢুকে যাচ্ছে পরে খেলাটা আর খেলা থাকবেনা, দলীয় আনুগত্যে যখন দল গঠন হবে তখন ভাল খেলোয়াড় বাদ পড়বে, যারা এখন তারকা তাদের কিছু করা না গেলেও পরে যারা নতুন আসবে তারা যদি দলিয় চাটু না হয় তাহলে জায়গা পাবেনা, আর আমরা জানবওনা যে কোন সম্ভবনাময়ীকে কেন বাদ দিয়েছে। গোড়াতে ঘুণ ধরে গেলে ভাল প্লেয়ার আর উঠে আসবেনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এই দুজন বর্তমান অধিনায়ক এভাবে সরকারী দলের পক্ষে থাকায় ভবিষ্যতে ক্রিকেটের জন্য আরও নোংরা পরিবেশের সৃষ্টি করে গেল। আওয়ামী লীগের দেখানো পথে বিএনপি-ও সামনে চাইবে অধিনায়ককে নিজেদের প্রার্থী করতে। এটা একটা বাজে চর্চা হয়ে গেল।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

প্রািন্ত বলেছেন: সরকারি খরচে এরা আওয়ামী লীগের পক্ষে ভোটের ক্যানভাস করছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এই সাধারণ ব্যপারটা এরা মাথায় না রেখে কোটি ভক্ত থেকে নির্দিষ্ট একটা গোষ্ঠীর হয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.