নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদী হাসান। খুব সাধারন মানুষ। অসাধারন হওয়ার কোনও ইচ্ছা বা চেষ্টা কোনটাই নেই। মাঝে মাঝে দু-এক লাইন ছন্দ বা ছন্দহীন খেদ, কষ্ট, ভাল লাগা, মন্দ লাগা ব্যপারগুলো লিখি। প্রকৃত পক্ষে আমি একজন তেল বিবর্জিত মানুষ।

আহত স্বপ্ন

আহত স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

কেমন আছিস তুই?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৩


দুটি দেহে একটি প্রাণের
ভুবন এখন দুই,
আজও মনে প্রশ্ন জাগে
কেমন আছিস তুই?
.
.
রোজ সকালে তোকে ছাড়া
দিন হতনা শুরু,
তুই বিহনে দারুন খরা
হৃদয় হত মরু।
.
.
তুই ছাড়া আজ নিঃস্ব আমি
নিঃস্ব আমার দিন,
তুই ছাড়া বল শুধবো কাকে
ভালবাসার ঋণ।
.
.
-মোঃ মেহেদি হাসান
বিশেষ দ্রষ্টব্যঃ
========
এই কবিতা বা ইহার কোনও অংশ কাহারো ব্যাক্তিগত জীবনের সাথে মিলিয়া গেলে তাহা অনভিপ্রেত এবং নিতান্তই কাকতালীয় মাত্র, ইহার জন্য কোনও ভাবেই লেখক দায়ী হইবেন না।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৭

হাবিব বলেছেন: সেইরাম কবিতা ভাই।আমার সাথে মিল আছে মনে হয় :((

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:১১

আহত স্বপ্ন বলেছেন: উৎসাহ ব্যাঞ্জক মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:




আমার মনে হয়, এই কবিতা প্রায় সব বাংগালী কবির জাতীয় সংগীত

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:১১

আহত স্বপ্ন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ছোট হইয়া গেল মনে হয়।

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:১৪

আহত স্বপ্ন বলেছেন: ভাই, নেক্সটে আরো বড় করে লেখার চেষ্টা করব। মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি বন্ধু। এগিয়ে যান, শুভকামনা রইল।

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:০৯

আহত স্বপ্ন বলেছেন: কবি হাফেজ আহমেদ ভা্ই, উৎসাহ ব্যাঞ্জক মন্তব্যের জন্য ধন্যবাদ আর প্রিয় কবি বন্ধু সম্বোধনের জন্য শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.