নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

শ্রীকৃষ্ণ হল সেই নায়ক

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

বাংলা ভাষার দ্বিতীয়

প্রাপ্ত নিদর্শন 'শ্রীকৃষ্ণ কীর্তন' বড়ু চণ্ডীদাসের এই কাব্য মোটামোটি চতুর্দশ-পঞ্চদশ শতাব্দিতে রচিত বলে ধরা হয় ৷ কেউ কেউ আর একুটু এগিয়ে কালসীমা নির্দেশ করেছেন ১৩৫০-১৪০০ খ্রীস্টাব্দ ৷ চর্যাপদের রচনাকাল নিয়ে দুটি মত-
ক) অষ্ট থেকে দশম শতাব্দী অথাৎ ৭০০ -৯৯৯ খ্রিস্টাব্দ ৷
খ) দশম থেকে দ্বাদশ শতাব্দী
অথাৎ ৯০০ - ১২০০ খ্রিস্টাব্দ ৷

শ্রীকৃষ্ণ কীর্তনে দেখা যাচ্ছে, বাংলা ভাষা অধিকতর বাংলা হয়ে এসেছে ৷ চর্যাপদের সন্ধ্যা ভাষা'র ব্যবধান এড়িয়ে যেতে হয় কাব্যাস্বাদে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন ভাষা তত বাধা নয় ৷

শ্রীকৃষ্ণ কীর্তনে পাওয়া যাচ্ছে ' মজুরিআঁ ' শব্দটি ' বেগার' পেরথার বদলে আরবি রীতি অনুযায়ী মজুরীদান সমাজে চালু হয়ে গেছে ৷ বোঝা যাচ্ছে ৷ সব মিলিয়ে ৪৩টি শব্দ পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তনে ৷ রচনা কাঠামোর মধ্যে আরবি ফারসি সাবিত্য যে ভাবে দেবতার থেকে মানুষের প্রেমে জোড় দেওয়া হয় ৷ কিন্তু বড়ু চণ্ডিদাস তুর্কি শাসকদের বদান্যতা পেয়েছেন ৷ এমন কোন কথা শোনা যায়নি, প্রমান মেলেনি ৷

এই সময় বাঙলি হিন্দু সমাজ নায়ক খুঁজছিল ৷ সঙ্কট থেকে মুক্তির জন্য , শ্রীকৃষ্ণ কীর্তনের নাক ছিল প্রেমিক, কারো কারো মতে শরীরী ভালোবাসার প্রেমিক ৷ কিন্তু ' শ্রীকৃষ্ণবিজয় '- এর শ্রীকৃষ্ণ হলো ঐশ্বর্যভারের প্রতীক ৷ ভগবতের অনুসারী শ্রীকৃষ্ণ ৷ এই কাব্য যিনি রচনা করলেন তিনি কিন্তু শাসকের অনুগ্রহ পেলেন ৷ এবং এই প্রথম একজন কবি বাংলা ভাষায় লিখে পাজ সন্মান, খেতাব এবং অর্থ পেলেন ৷
*************************************

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ক

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

বনমহুয়া বলেছেন: বাহ দারুন ভাই।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: পড়ার জন্য অনাবিল শুভেচ্ছা রইল :) শুভ রাত্রি B)

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

খালিদ১৪ বলেছেন: পড়লাম।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলাভাষার আগমন সম্পর্কে ধারণা পাওয়া গেলো ??:D:D:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.