নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

মানুষের সর্বশ্রেষ্ট আবিষ্কার কোনটি ?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৩


মহাকাশযান না সুপার কম্পিউটার ? এই প্রশ্নের জবাবে নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখরের উত্তর ছিল, ' মানুষের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হল ঈশ্বর সব আনন্দ ও দুঃখের দায়ভার তাঁর কাধে চাপিয়ে দিতেই মানুষ ঈশ্বরকে আবিষ্কার করেছে ' ঈশ্বর সৃষ্টির এইটিই বোধকরি অন্যতম সুন্দর বিজ্ঞানসন্মত ব্যাখ্যা প্রশ্ন আসতে পারে ঈশ্বর জড় না জীব ? বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আগে মহূর্তে তেঁনার অবস্থান কোথায় ছিল ?

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৫

AnirbanIslam বলেছেন: এটা যুক্তি দিয়ে বুঝােনো যাবেনা। সম্পূর্ন বিশ্বাস।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

মাকড়সাঁ বলেছেন: Bisas ar jukti ek na

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ঠিকই বলেছো:D

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪০

Jahirul Sarker বলেছেন: সৃষ্টি কর্তা আছেন।
আর এতেও অনেক যুক্তি রয়েছে। আপনারা জানেন না । তাই বলছেন।
আর নোবেলজয়ী বিজ্ঞানী হলেই যে সবজান্তা হবে তা বলার কোনও মানে হয় না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

দেবজ্যোতিকাজল বলেছেন: আমাকে বুঝাও •ঈশ্বর জড় না জীব ? বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আগে মহূর্তে তেঁনার অবস্থান কোথায় ছিল ?

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

গেম চেঞ্জার বলেছেন: ইশ্বর নিয়ে কিছু বললে আমাদের হিতাহিত জ্ঞানের অভাব দেখা দেয়। এটা সমস্যা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: কোন ধর্মকে মেনশন করে বলো না ,শুধু ঈশ্বরকে মেনশন করে বল:):):):)

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

সাদী ফেরদৌস বলেছেন: চন্দ্রশেখরের কথা বাদ দেন , একটা বই আছে , ""পৃথিবীর শ্রেষ্ঠ চল্লিশজন বিজ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বরের অস্তিত্ব """ , তারা সবাই চন্দ্রশেখরের বস ।

এটা ভাই অনেক পুরাতন বিতর্ক । বিশ্বাসে বিশ্বাস , নাইলে নাই । খুব সিম্পল কথা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

দেবজ্যোতিকাজল বলেছেন: আমি শেষের চারটা লাইনের উত্তর খুঁজচ্ছি;)

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

গেম চেঞ্জার বলেছেন: আমি কোন ধর্মকে মেনশন করি নি দাদা। যারা ইশ্বরে আস্থা রাখে তাদের মধ্যে অনেকের বেলায়ই এটা হয়।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

জিকরুল হক বলেছেন: যুক্তিতে নয় অন্ধবিশ্বাসে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

দেবজ্যোতিকাজল বলেছেন: আমাকে বললে???????

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

আমি উম্মাদ বলেছেন: উইলিয়াম জেমস এর মতে, " আমার প্রজন্মের সবচেয়ে বড় আবিষ্কার হলো যে, মানুষ তার মনোবৃত্তির পরিবর্তন ঘটিয়ে জীবনের পরিবর্তন ঘটাতে পারে।"

আমিও এটাই মনেকরি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২

দেবজ্যোতিকাজল বলেছেন: সেই আশাতেই বাঁচতে ইচ্ছা করে :)

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

মুহম্মদ রেজাউর রহমান বলেছেন: সাদী ফেরদৌস বলেছেন: চন্দ্রশেখরের কথা বাদ দেন , একটা বই আছে , ""পৃথিবীর শ্রেষ্ঠ চল্লিশজন বিজ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বরের অস্তিত্ব """ , তারা সবাই চন্দ্রশেখরের বস ।

এটা ভাই অনেক পুরাতন বিতর্ক । বিশ্বাসে বিশ্বাস , নাইলে নাই । খুব সিম্পল কথা ।



সহমত।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

দেবজ্যোতিকাজল বলেছেন: মতামত জানানোর জন্য ধন্যবাদ ।
আমি অনেকদিন হল একটা প্রশ্নে উত্তর খুঁজে বেড়ায় যে ,

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

shiponblog বলেছেন: অবশ্যই ইশ্বর জড় বা জীব নয় তিনি অজড়,অসৃষঠ। তিনি কারও দ্বারা সৃষঠ নয়।সকল কিছু তৈরীর আগে তিনি ছিলেন আছেন আর থাকবেন। আপনি যদি স্রষঠাকে স্বীকার করে নেন তাহলে তাকে কে সৃষ্টি করল এটা বলা অবান্তর ছাড়া কিছুই না।
চিন্তন ক্রিয়ারও চিন্তা করার সীমা আছে এজন্য আমরা সসীম। আর সসীম হয়ে অসীমকে পুরোপুরী জানা অসবভব।এটা সসীমের পরিচায়ক।


০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

দেবজ্যোতিকাজল বলেছেন: কোন কিছু মেনে নেওয়ার তিন ধরনের মানুষ আছে ,একজন বলে তিনি আছেন ,আরএকজন বলেন তিনি নাই ভাওতাবাজি আর একজন আছেন থাকা না থাকা জুড়ে প্রশ্ন তৈরি করেন ,হিসেব মিলাতে ,চিন্তা করে যে হিসেব আমি মিলাতে পারিনা ,ওকিভাবে মিলায় ?ছুটে গিয়ে যখন বলা হয় তুমি কি ভাবে মেলালে হিসেবটা,উত্তর শুনে আবার নতুন করে হতাশ হতে হয় :(:(:(:(

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

দেবজ্যোতিকাজল বলেছেন: কোন কিছু মেনে নেওয়ার তিন ধরনের মানুষ আছে ,একজন বলে তিনি আছেন ,আরএকজন বলেন তিনি নাই ভাওতাবাজি আর একজন আছেন থাকা না থাকা জুড়ে প্রশ্ন তৈরি করেন ,হিসেব মিলাতে ,চিন্তা করে যে হিসেব আমি মিলাতে পারিনা ,ওকিভাবে মিলায় ?ছুটে গিয়ে যখন বলা হয় তুমি কি ভাবে মেলালে হিসেবটা,উত্তর শুনে আবার নতুন করে হতাশ হতে হয় :(:(:(:(

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

shiponblog বলেছেন: আমরা সসীম জ্ঞান দ্বারা অসীম কে জানতে পারিনা বলেই জ্ঞানের কর্তাকে অস্বিকার করা মুর্খতা ছাড়া কিছুই না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: যা যানা যায় না তাকে ঘিরে এত ইমোশনাল কেনো?

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

shiponblog বলেছেন: কিসের মধ্যে কি দিয়ে বুঝালেন??
সবকিছু মাথার উপর দিয়া গেল।

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

shiponblog বলেছেন: কোন কিছু মেনে নেওয়ার তিন ধরনের মানুষ আছে ,একজন বলে তিনি আছেন ,আরএকজন বলেন তিনি নাই ভাওতাবাজি আর একজন আছেন থাকা না থাকা জুড়ে প্রশ্ন তৈরি করেন ,হিসেব মিলাতে ,চিন্তা করে যে হিসেব আমি মিলাতে পারিনা ,ওকিভাবে মিলায় ?


এটা কি আপনার থিওরি। মজাটা আপনি ভালই দিতে পারেন বৈকী।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ :) ভাল থেকো :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.