নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

মুক্তকথা

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৮

মুক্তকথা ।। দেবজ্যোতিকাজল

সব কিছু আলাদা হয়ে যাচ্ছে । পা থেকে মাথা । মাথা থেকে আকাশ । মুখোশ থেকে মুখ । মুখ থেকে কথা । বুক থেকে কাঁচলী । নিস্তনী থেকে স্তন । বুকের উপরে বুক । পাথরের উপরে জল । অঙ্গ থেকে বন্ধ্যাঙ্গ । ফুলকারি থেকে সেক্স ত্বক ।

চেনা চেনা ঠোঁটে মদের গন্ধ । কারু কারু ঠোঁটে চুমুর গন্ধ । ঠোঁটে ঠোঁটে ভালবাসা । সোহাগময় জামা-কাপড়ের ভাজে । জিভ থেকে জিবে-জলাতঙ্ক । নিষ্প্রান থেকে জরায়ু । জরায়ুতে থাকে না জাত্য । থাকে আদমশুমারি । থাকে পৃথিবীর ওজন ।

কারু কারু তলপেটে নিষিদ্ধ পল্লীর গন্ধ । কাম খেকো । অশ্ম খেকো । লরেন্স ,বিদ্যাপতি খেকো । শহরটা যারা পৃথিবী ভাবে । তাদের চোখের মধ্যে মানিব্যাগ গন্ধ । ঠাসাঠাসি সুখ । অন্তর্বাসে মুখ লুকায় জ্যোতিষী পাথরে । স্বঘোষিত আনন্দ রঙ্গরসে ধূলিধূসর ।

সাহস করে কেউ ফুল গাছ লাগায় না । ফল পাবে না বলে । দরোয়ান বসাতে হবে বলে । ক্যাকটাস লাগায় না । বাতাস পাবেনা বলে । আকাশে মরুভূমি । মেঘে মরুদ্যান । মর্যাদার ফার্ণিচারে ধূলিপটল । আকাশের সীমা নেই বলে । উচ্ছূঙ্খলের গায়ে ওড়ে উষ্ণবীর্য । তাই নারী খাঁচায় বন্দি । বিছানায় বন্দি । ডাল ভাত আগুনে বন্দি । কি গোঁয়ার্তুমি ! নারীর গর্ভে পুরুষ ! মাটি পেলেই ধর্ষক । বাঁদরামি ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়লাম ভালো লাগলো। তেমন বোঝতে পারলাম না। খুব কঠিন মনে হলো আমার কাছে।

২| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৯

পাজী-পোলা বলেছেন: :-/ :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.