নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প~ পেন্সিলবক্স

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪



বাড়িটা মাঝে মাঝে নিঝুম হয়ে যাচ্ছে । মাঝে মাঝেই কান্নার শব্দে ভার হয়ে উঠছে । প্রিতু বাড়ির এক মাত্র ছোট কুড়ি । প্রিতু জানে না বাড়ির সবাই কেনো কান্না করছে । প্রিতু বাবার দেওয়া ভারতের পতাকার ছাপওয়ালা পেন্সিল বক্স নিয়ে ঘরে বসে খেলছে । প্রিতুর ছোট পিসিমনি ঘরে ঢুকে প্রিতুকে ধরে কাঁদতে শুরু করল । প্রিতু পিসিমনির চোখ মুছে দিয়ে বলল, কাঁদছ কেনো পিসিমনি ? আমার মা কই পিসুমনি ?

প্রিতু পিসির সঙ্গে বাইরে বেরিয়ে এসে দেখে তার মা অজ্ঞান হয়ে একটা বক্সের কাছে পড়ে আছে ।

প্রিতু পিসুমনিকে বলল, পিসু ঔ বক্সের মধ্যে কি ? মা ওখানে শুয়ে আছে কেনো ? ঠাম্মা দাদু কাঁদছে কেনো ?

প্রিতু পিসির হাত থেকে ছুটে ঘরে গিয়ে । বাবার দেওয়া ভারতের পতাকার ছাপওয়ালা পেন্সিল বক্সটা নিয়ে এসে বলতে লাগল , পিসু আমার রুল বক্সের মত ঐ বক্সটাতে কি আছে ? বল না পিসু ।

পিসি প্রিতুকে ধরে শব্দ করে কাঁদতে লাগল । প্রিতুও নাছর বান্দা ।

বল না পিসু ঔ বক্সটার মধ্যে কি ?

প্রিতুর পিসি প্রিতুকে চেপে ধরে বলল , ওর মধ্যে তোর বাবা আছে ।

প্রিতু উৎসুক কন্ঠে বলল , বাবা আমার পেন্সিল বক্সের মত বক্সে কেনো পিসু ?

প্রিতু রে তোর বাবা মরে গেছে । তোর বাবা আর ফিরবে না । তোদের ছেড়ে চলে গেছে ।

প্রিতু সকরুন গলায় বলল , তবে , বাবা যে আমার কাছে প্রমিজ করেছিল আমাকে ছেড়ে কোথাও কখনও যাবে না । তবে কি বাবা মিথ্যা বলেছিল পিসু ....

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬

রিফাত হোসেন বলেছেন: Click This Link
এই যে ছবিটা দিলেন, এটাতো পেন্সিল বক্সের না... এটা মোবাইলএর বেক কভার! মনে হয় আইফুনের। :D

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বোগাস...

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: ঝাড়খন্ড নিয়ে....। যদি তাই হয় থাকে তবে ছবিটা ঠিক হয় নাই।।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ঝারখণ্ড নিয়ে নয়

৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩১

সচেতনহ্যাপী বলেছেন: ্রেক্ষাপট আর গল্প!!

৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: অপেক্ষায়..........।। এখন আর নই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.