নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচারী পথিক।যখন যা ভালো লাগে তাই মনযোগ দিয়ে করার চেষ্টা করি।সত্যের সন্ধানী।

দেব জ্যোতি কুন্ডু

সাঁঝবাতি

দেব জ্যোতি কুন্ডু › বিস্তারিত পোস্টঃ

অর্বাচীন-০২

১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

০১।ভাবী কেমন আছেন?
ভালোনা।হার্টে সমস্যা,হাই প্রেসার।
হাঁটাহাঁটি করেন?
না।
কেন?
রাস্তাঘাটে হাঁটলে লোকজন বলবেন ওমুক বাড়ির বৌ দেখো রাস্তায় হাঁটতে বের হইছে!
০২।কি খবর!বাচ্চাকে নিয়ে ঘুরতে বের হয়েছো?
জী।ওর একটু ঠান্ডা লাগছে তাই ওকে ওর গাড়িতে করে রোদে ঘুরতে বের হয়েছি।শহরে আছি বিধায় এখানে ঘুরতে পারছি,কেউ কিছু বলবেনা।গ্রামেতো রাস্তায় বের হলে নানা জনে নানা কথা বলবে!তাই ওরে নিয়ে শহরে আছি।
০৩।স্যার নির্বাচনে কোন ডিউটি নিয়েছিলেন?
কালি লাগানোর ডিউটি।
বুঝতে পারছি যে ঐ ডিউটি নেবেন!
কি করে বুঝলেন?
ট্যালিপ্যাথি।
তা মহিলা বুথে মহিলাদের কিভাবে কালি লাগালেন?
হাত বেঞ্চের উপরে রাখতে বলেছি।তারপর কালি লাগাইছি।
০৪।আপা, ভাই বোরখা পরা পছন্দ করে?
না।
তবে?
আশেপাশের লোকের সমালোচনার জন্য।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আচ্ছা

২| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: মানুষের কথা পাত্তা দিবেন না। যখন ইচছা ঘুরতে বের হয়ে যাবেন।

১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৬

দেব জ্যোতি কুন্ডু বলেছেন: আচ্ছা

৩| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫০

বিজন রয় বলেছেন: হা হা হা ......

সামাজিক সমস্যা।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:১৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ম্যালা ম্যালা মানুষ চারপাশে, ম্যালা ম্যালা মত, ম্যালা ম্যালা সমস্যা।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: বাস্তব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.