নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

বৃহষ্পতির পরে কিন্তু শনি!!!

২৬ শে জুন, ২০১৫ সকাল ১১:৩১

যখন ভাগ্য!!! সৃষ্ট কপালে তরতাজা বৃহষ্পতি'র আনাগোনা, এ পাঁড় হতে ওপাঁড়েতে চলছে গীত বন্দনা ,,,
তখন আবারও আলো ছাপিয়ে গুমোট অন্ধকারে নিমজ্জিত ওরা সেই হীন আলিঙ্গনে,,,আবার....
আবার ৩০/৪০ বছরের কিংবা হয়তো চিরোতরের বাসনা পূর্ণ লক্ষে ,মিথ্যে জিবন পণ তাবিজ বাজিয়ে কিছু অবুজ পথভ্রষ্ট মানব লেলিয়ে, হিংস্রতার নিষ্ঠুর রক্তপাতে এই মানব মানবতার বিরুদ্ধে, আবার সেই হাজার বছরের পুরোনো অন্ধকার জামানা পুনঃপ্রতিষ্ঠার ভ্রান্ত সংকল্পে অতি অন্তরালে!!?!
তরতাজা বৃহষ্পতিতে তখন অর্থলিপ্সার একমুখি দৌড়ে সবাই জর্জিত প্রিয় চেতনা পায়ে মাঁড়িয়ে, রাতারাতি প্রতিজনই নিজ ফরমেটে হয়ে যাচ্ছে উচ্চতার এক নেতা এডমিন, গ্রুপ অথবা ভুইফোঁড় সংগঠনে " এ যেনো আপন শফত ভুলে দেশপ্রেম ভাগাড়ে ঠেলে অর্থের প্রেম খেলা! একটু তোষামোদী আর গীবতে আপনা এগিয়ে চলা, দেশপ্রেম জনতার মাঝে নিজেকে হাঁস্যকর সাঁজিয়ে জননেতা বলা। অন্ধকারে লোভনীয় গোপন আঁতাতে নিজেরে বিকিয়ে বারংবার মীরজাফর সেঁজে যাওয়া ...
ওদিকে ঐ পুরোনো কালো শকুনের দল বড় নিশ্চন্ত মনে রাষ্ট্রের মেরুদণ্ডে আসছে ধেঁয়ে কু"সংগঠিত হয়ে দৃশ্যমান সকল অভিজ্ঞতার ফল কাজে লাগিয়ে!!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.