নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

আহ্ কোন দিকে দৌড় !! সামাজ মন মানুষে !!

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৫

পাশের বাড়ির ৭ম শ্রেনী পাশ চাচি আম্মা, সদ্য বউ হয়ে এসেছেন আমাদের পাড়াই ,সাদা মনের চাচা আমার পেশায় একজন হাটে বাজারে সব্জি বিক্রেতা,
৬ মাস হলো সংসার, ইতিমধ্যে চাচি নেট ব্যবহারের মাল্টিমিডিয়া ফোনও ম্যানেজ করেছেন!
একদা আমার কাছে আসলেন fb শিখতে, আমি যথা রীতি মোবাইল হাতে নিয়ে নেট সেটিং করছি,এর মাঝে অবিরত বিভন্ন নাম্বার হতে কল আসছে! কৌতুহল বসতো ইনবক্স চেক করলাম, বাহঃ শ্যামা'র ( আমরা তো শ্যামলী হিসেবেই জানতাম ) প্রেমে অনেকেই বেশ কবি বনে গিয়েছে!! ফাইল ম্যানেজারে বেশ গরম শরম হিন্দি mp 4 বিদ্যমান!
যা হোক fb profile খুলে দিলাম এবং ব্যাবহারিক কিছু টিপস্ ও দিতে হলো! সমস্যা হলে আসবো কিন্তু! ঠিক আছে আসবেন বলে বিদায় করলাম।
১ মাস পর আবার আসলো, নেট কাজ করছে না। দেখি চাচি আমার বেশ ফর্সা হয়ে গেছে! বুঝলাম নাইট ক্রিমের অবদান!
অতঃপর সমস্যা সমাধান করে fb ID তে ঢুকলাম, ওরে বাবারে, একি!!!
ফ্রেন্ড তার ১৫৬৯!!
ফলোয়ার ১৮২২ জন!! লে ঠ্যালা হলোতো! প্রতি পাওডার মাখা স্ট্যাটাসে ৭ /৮ শত লাইক, ১/ ২ শত কমেন্ট, সে কি বাহারী রঙের রমিও কমেন্ট!! এবং তা ফেক নয়!!
চাচির পোশাক পরিচ্ছেদ দেখে বুঝলাম উপহার সামগ্রী বেশ ভালোই আসছে!!
বিদায় দিলাম তাকে আর আমি লজ্জিত ভাবনায় উত্তর খুজতে লাগলাম যে, আমি আজ প্রায় ৫ বছর ধরে নিয়মিত fb তে কেনে? কি নেওয়ার , কি দেওয়ার জন্য পড়ে আছি!
হে facebook তুমি বলে যাও!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৪

দীপংকর চন্দ বলেছেন: নতুন এই গণমাধ্যমের সম্ভবনার ক্ষেত্রটিকে হয়তো আমরা তেমনভাবে আবিস্কার করতে পারিনি এখনও!!

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ, হয়তো বা তাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.