নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রায় ৯৫ % ভাগ দাখিল, আলিম, ফাজিল মাদ্রসার শিক্ষক\'ই অর্ধ শিক্ষিত!

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৩

পৃথিবীর সমগ্র মুসলিম জাতির জন্য সত্য ও সঠিকতর আদর্শ ধর্ম শিক্ষা সম্পর্কে জানা অত্যান্ত গুরুপূর্ণ বিষয় ,
কিন্তু আপনি কি জানেন? বাংলাদেশের প্রায় ৯৫ % ভাগ দাখিল, আলিম, ফাজিল মাদ্রসার শিক্ষক'ই অর্ধ শিক্ষিত!
প্রতি সপ্তাহে, বিশেষ করে বৃহষ্পতি বার, প্রায় সকল মাদ্রসাই সরকার নির্ধারিত রুটিনের বাহিরে গোপনে একটি করে বিশেষ ক্লাস নেওয়া হয়, যে ক্লাসে বোঝানো হয় ইহকালের সুখ শান্তি ত্যাগ করে, আল্লাহ, নবী, বেহশত এবং শহীদের মর্যাদা পাইতে একমাত্র রাস্তা, মুক্তির পথ হলো ' জামাত ইসলাম !!
বেশির ভাগ মাদ্রসাগুলোতে এখনও বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয় না, দু' একটাতে যেটুকো হয় তা নামমাত্র দায়সারা!!
সরকারের যথাযত কর্তৃপক্ষকে বলছি, পবিত্র ইসলামে সঠিকতর শিক্ষা মানুষ ও মানবতার মাঝে শান্তির সুবাতাস ছড়িয়ে দেয়, আর যারা আমাদের ছেলে মেয়েদের মন মগজে- ইসলামের ভুল ও পুরোনো পরিকল্পিত সপ্ন পূর্নতার লক্ষে, ভ্রান্ত মনগড়া তথ্য উপস্থাপন করে, সমাজ সভ্যতা, উন্নয়ের পথে বাধা সৃষ্টি করতে চাই, দেশকে একটি জঙ্গীবাদের আস্তানা বানানোর ঘৃণ্য চক্রান্তে লিপ্ত আছে , দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হোক।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৫

প্রামানিক বলেছেন: অতি শিক্ষিত লোকজন মাদ্রাসায় শিক্ষকতা করতে চায় না বিশেষ করে জেনারেল লাইনের লোকজন।

২| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯

অর্ধ চন্দ্র বলেছেন: সরকার কে তার উদ্দোগ নিতে হবে

৩| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৯

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: Click This Link

৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫১

বিদেশ পাগলা বলেছেন: অর্ধ চন্দ্র : আপনি কিভাবে বা কোন জরীপ দ্বারা নিশ্চিত হলেন যে মাদ্রাসা শিক্ষকরা ৯৫% অর্ধ শিক্ষিত ? রুটিনের বাহিরে ক্লাশ হয় বৃহস্পতিবার তাও গোপনে চমৎকার ! আপনি কোন ধর্মের ঠিক জানি না । আপনি যে ভাবে একতরফা জ্ঞান দান করছেন তাতে আপত্তি আছে । আপনার মত একজন অতি শিক্ষিত ডক্টরেট ডিগ্রী ধারী মাদ্রাসার ঐ অর্ধশিক্ষিত ওস্তাদের নিকট পড়ে এমন ৩য় শ্রেনির ছাত্র যখন জিজ্ঞাসা করে যে ওজুর ও তাইয়াম্মুর ফরজ কয়টি ? তখন আপনাদের মুখের মধ্যে মাছি যায় আর আসে কোন উত্তর নেই । এর দ্বারা কি বোঝায় ডক্টরেট ডিগ্রীধারীরা বেকুপ মুর্খ ? কারণ মানুষ যে বিষয় নিয়ে গবেষনা করে সাধারণত সে বিষয়ে বেশী জানে । আপনারা যারা অতি শিক্ষিত হচ্ছেন এবং অহঙ্কারে পা মাটিতে রাখছেন না । তারা মাদ্রাসার লোকদের চাইতে কত খারাপঃ দেখুন সুদ-ঘুষ, দুর্নীতি ও সব ধরনের অনিয়ম কারা করছে ? ইসলাম ধর্ম কোন ঠুনকো কাচের পাত্র না এবং আংশিক প্রচলিত বিকৃত কোন ধর্ম না । ধর্ম কে তার নিজস্ব গতিতে চলতে দিন । আপনারা আধুনিকতা, স্বাধীনতা, প্রগতি,শিক্ষা,চিকিৎসা,ক্ষমতা..........ইত্যাদী রং ঢং নামে নেক সুরোতে মানুষকে ধোকা দিয়ে বাজারে পতিতা এবং সমকামি বানাবেন ,কত সুন্দর পলিসি করছেন ? এ ডিজিটাল যুগে কেউ অন্তত রাম ছাগল না ! আর আপনাদের গড ফাদার বা বাবা সাম্রাজ্যবাদী আন্তজার্তিক মহা সন্ত্রাসী যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও ফ্রান্স এবং তাদের সমর্থক দালালরা খুব ভাল করে জানে যে বর্তমান ১০০গুন শক্তি বৃদ্ধি ও এমন ১০০টি রাষ্ট্র একত্র করলেও ইসলামকে সম্পূর্নরুপে ধ্বংস করার ক্ষমতা রাখে না । আর তাই গৃহ পালিত জন্তুর মত আপনাদের এত কদর ! বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য সব চাইতে মারাত্মক হুমকি কারা ? ষড়যন্ত্রকারী মহা সন্ত্রাসীরা উল্টো মুসলমানদের দোষ দেয় এটা ৮ম আশ্চার্য ........... ! এসব উস্কানি ও বিভ্রান্তি মুলক সাম্প্রদায়িক কথা বাদ দিয়ে ভাল কিছু লিখুন । সে অনুরোধ রইলো । :((

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

অর্ধ চন্দ্র বলেছেন: এখানে ইসলাম নিয়ে কথা তো বলা হয়নি !! আপনি নিশ্চয় কাফের মওদুদীর দালাল নয়. ! যদি না হন তবে কিছু কথা বলা যেতে পারে ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.