নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

সড়কে আলপনা !!

১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:৪০





মিঠাইন হাওড়ের ভেতর দিয়ে ১৪ কিলোমিটার সড়ক রাঙানো হয়েছে আলপনায় !! সড়কচিত্র অঙ্কনে ৬৫০ জন চিত্রশিল্পী ও ২০০ জন স্বেচ্ছাসেবী কাজ করেছেন। এতে তিন ধরনের ৪০০ ব্রাশ ও তুলি, ১৬ হাজার লিটার লাল, নীল, বেগুনি, হলুদসহ হরেক রং ব্যবহার করা হয়েছে। অর্থ , সময় ও এনার্জির এমন বিপুল অপচয় কেবল আমাদের দেশেই সম্ভব। নববর্ষ উদযাপনতো কেবল একদিনই হয়, বছরের ৩৬৪ দিনতো আর নয়। রাস্তার ডিভাইডার লাইন ঢেকে দিয়ে আলপনা আঁকা হয়েছে। যানবাহন চালকেরা রাস্তায় গাড়ী চালায় ট্রাফিক সিগনাল ও রাস্তায় আকাঁ বিভিন্ন নির্দেশনা মেনে চলে। ভাবছি এখন এই রোডে যাতায়ত করা যানবাহনের কি হবে ? কে কোন দিক দিয়ে যাবে ?


তথ্যসুত্র ও ছবি ঃ প্রথমআলো ও অনলাইন

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:০৭

রাােসল বলেছেন: ডিভাইডার ঢাকার যুক্তি কি? সংস্কৃতিবান জ্ঞানী ব্যক্তিদের কাছে জানতে চাই।

১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩৯

ঢাবিয়ান বলেছেন: বায়ু দুষন, জীবনযাত্রার মানে অবনতি ইত্যাদি যত বাজে প্যরামিটারে আমাদের দেশ সবসময় শীর্ষে অবস্থান করে। এখন এই অপকর্মও নাকি গিনেজ রেকর্ডে যাচ্ছে !!!

২| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৪

বাকপ্রবাস বলেছেন: আমরা নিয়ম কানুন আইন এর ধার ধারিনা এবং জানিনা তায় কী করি এবং তার প্রতিক্রিয়া কী সেটাও বুঝিনা। ডিভাইডার ঢেকে দেয়ার কাজটা একটা অন্যতম জঘন্যতম অপরাধ, উন্নত রাষ্ট্রে সেটা কল্পনাও করা যায়না।

১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৬

ঢাবিয়ান বলেছেন: এসব জঘন্য অপরাধ করার নাম নাকি বর্ষবরন !!!

৩| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৫

কথামৃত বলেছেন: এমা এই কথা বলতে নেই, রাজাকার, জামাত, বিএনপি, পাকিস্তানি, দেশদ্রোহী তকমা পাবেন।

১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৬

ঢাবিয়ান বলেছেন: এখন আবার আরেক তকমা যুক্ত হয়েছে বুয়েট, ঢাবি মাদ্রাসা!!!

৪| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এটা অপচয় এবং পরিবেশের জন্য দাুরণ ক্ষতিকর।
বাজে একটা কাজ।

১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:১৩

ঢাবিয়ান বলেছেন: একমত। জনৈক ব্লগার আবার বলেছে যে, অপচয়টা বাংলাদেশ সরকার করেনি, ইন্ডিয়ান মাল্টি ন্যশনাল কোম্পানি বার্জার পেইন্ট করেছে !! কাজেই এটা আমাদের অপচয় নয় :)

৫| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৮

অহরহ বলেছেন: আপনার সাথে একমত ভাইয়া, এই রাস্তায় গাড়ি চালকরা বিভ্রান্ত হবে।

১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:১৩

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ

৬| ১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০২

হাসান কালবৈশাখী বলেছেন:

পহেলা বৈশাখ সফল হয়েছে। মঙ্গল শোভাযাত্রাও সফল।
সমস্যা হচ্ছে দেশের ৫% মৌলবাদি। এদের জ্বলছে।
জাতিয়তাবাদি বা বিএনপির বৈশাখ বিরোধিতার কথা না, ২০২০ পর্যন্ত করে নি। যারা বিএনপি সেজে অন্তরে আলবদর তন্ত্র লালন করে তাদের কথা আলাদা।
এরা সরাসরি পহেলা বৈশাখের বিরোধিতা করতে পারতেছে না। তাই আমাদের দেশের কিছু ভন্ড ধর্মান্ধ আর বুয়েট মাদ্রাসার কিছু মৌলবি পরিবেশ বিশেষজ্ঞ হনুমান বিশেষজ্ঞ সেজেছে।

চুলকানির আরেক জায়গা হচ্ছে আলপনার মতো জিনিস। আলপনার ভিতরেও কট্টর মোল্লাদের মত হিন্দুয়ানী খুৃঁজে'

শুধু আলপনাই না, এদের আরো অনেক কিছুতেই সমস্য।

জাতীয় সংগিতে আপত্তি, রবীন্দ্রনাথ রবীন্দ্র সংগিতেও
জাতীয় পতাকায়ও আপত্তি মুক্তিযুদ্ধ, ১৬ ডিসেম্ব্‌র ৭ইমার্চ নিয়েও বিতর্ক, ৩০ লাখ গণহত্যার সংখা নিয়েও আপত্তি। মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা নিয়েও চক্রান্ত খুজে। আর প্রচন্ড নারী বিরোধিতা, নারীর পোষাক নিয়েতো আছেই।
বঙ্গবন্ধুকেও বেয়াদবের মত নাম ধরে ডাকে।

১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৬

ঢাবিয়ান বলেছেন: দেশীয় সম্পদ লুটপাঠে হালুয়া রুটির ভাগ থাকলেই কেবল এমন অসংলগ্ন কথাবার্তা বলা যায়।

৭| ১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩

নতুন বলেছেন: মিঠাইন হাওড়ের ভেতর দিয়ে ১৪ কিলোমিটার সড়ক রাঙানো হয়েছে আলপনায় !! সড়কচিত্র অঙ্কনে ৬৫০ জন চিত্রশিল্পী ও ২০০ জন স্বেচ্ছাসেবী কাজ করেছেন। এতে তিন ধরনের ৪০০ ব্রাশ ও তুলি, ১৬ হাজার লিটার লাল, নীল, বেগুনি, হলুদসহ হরেক রং ব্যবহার করা হয়েছে। অর্থ , সময় ও এনার্জির এমন বিপুল অপচয় কেবল আমাদের দেশেই সম্ভব। নববর্ষ উদযাপনতো কেবল একদিনই হয়, বছরের ৩৬৪ দিনতো আর নয়। রাস্তার ডিভাইডার লাইন ঢেকে দিয়ে আলপনা আঁকা হয়েছে। যানবাহন চালকেরা রাস্তায় গাড়ী চালায় ট্রাফিক সিগনাল ও রাস্তায় আকাঁ বিভিন্ন নির্দেশনা মেনে চলে। ভাবছি এখন এই রোডে যাতায়ত করা যানবাহনের কি হবে ? কে কোন দিক দিয়ে যাবে ?


আমাদের দেশের মানুষ অনেক টাকা পয়সা খরচ করে যার আপাতো কোন উপকারিতা চোখে পরেনা। তারা আবেগের জন্য করে।

বাংলাদেশ থেকে প্রায় ৫.৫ লক্ষ মানুষ প্রতিবছর ওমরা+হজে যায়। সেখানে ১৩৭৫০ কোটি টাকার মতন খরচা করে আমাদের দেশের মানুষ।

কাবা শরিফের গিলাফ বানাতে প্রায় ৩৪ কোটি টাকা লাগে, প্রতি বছর সেটা বদল করে। এই টাকা দিয়ে ৩১০০ মানুষকে সারা বছর ৩ বেলা খাওয়ানো যায়। দুনিয়াতে প্রায় ৯ লক্ষ মানুষ মারা যায় খাবারের অভাবে।

যদি মানুষ একটা দালানের উপরে সিল্কের পোষাক না পরিয়ে ৩১০০ মানুষকে সারা বছর খাবারের ব্যবস্থা করে তবে সৃস্টিকতা নাখোশ হয়ে বরং খুশিই হবে বলে আমার বিশ্বাস।

গ্রামের রাস্তায় বেশিরভাগ সময়েই ডিভাইডার থাকেনা, আর ড্রাইভাররা জানে কিভাবে চালাতে হয়।

এই বিষয়ে যারা বেশি কান্নাকাটি করছে তাদের সমস্যা তারা পহেলা বৈশাখই পছনদ করেনা।

এই জন্যই প্রবাদ আছে.... যারে দেখতে নারি তার চলন বাকা... =p~

১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৩

ঢাবিয়ান বলেছেন: কেউ নিজস্ব টাকায় হজ্ব ওমরায় যাবে না ইউরোপ আমেরিকা ভ্রমনে যাবে সেটা একনান্তই যার যার ব্যক্তিগত বিষয়। ঠিক তেমনি সৌদিয়ারব যদি তাদের রাস্ট্রীয় সম্পদ লুটের টাকায় কাবার গিলাফ বানায় তবে সেটা নিয়ে সমালোচনা হতে পারে। আরেক দেশের অভুক্ত মানুষের দায় কোন রাস্ট্রই নেয় না। সৌদিতে যদি মানুষ না খেয়ে পড়ে থাকে তবে অবস্যই সেটা সমালোচনার বিষয়।

গ্রামের রাস্তায় বেশিরভাগ সময়েই ডিভাইডার থাকেনা, আর ড্রাইভাররা জানে কিভাবে চালাতে হয় মার্কা মন্তব্য অপকর্মকেই কেবল সমর্থন জোগায় । আর মিঠাইন সড়ক গ্রামের কোন রাস্তা না।

৮| ১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৯

কাঁউটাল বলেছেন: "বালপনা"

১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:১৩

ঢাবিয়ান বলেছেন: :)

৯| ১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:১১

নতুন বলেছেন: আমি তো সেটাই বললাম। "" যারে দেখতে নারি তার চলন বাকা""

নিজের টাকা কি করবে, সৌদি কি করবে সেটা তাদের ব্যাপার। ঐটা তাদের চোখে পড়বেনা।

কিন্তু
সড়কচিত্র অঙ্কনে ৬৫০ জন চিত্রশিল্পী ও ২০০ জন স্বেচ্ছাসেবী কাজ করেছেন। এতে তিন ধরনের ৪০০ ব্রাশ ও তুলি, ১৬ হাজার লিটার লাল, নীল, বেগুনি, হলুদসহ হরেক রং ব্যবহার করা হয়েছে। অর্থ , সময় ও এনার্জির এমন বিপুল অপচয় কেবল আমাদের দেশেই সম্ভব।

১০| ১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:২০

নতুন বলেছেন: লেখক বলেছেন: দেশীয় সম্পদ লুটপাঠে হালুয়া রুটির ভাগ থাকলেই কেবল এমন অসংলগ্ন কথাবার্তা বলা যায়।

দেশের সরকারী দল এমন কাজে বিপুল আগ্রহে সাথে থাকবে কারন জনগন এগুলি নিয়ে ব্যাস্ত থাকলে সরকারের দিকে আঙ্গুল তুলে আসল প্রশ্নগুলি করবেনা।

আপনার সাথে এই বিষয়ে সহমত। আমাদের হাকা ভাইকে তো আমি আয়ামীলীগের তথ্যমন্ত্রীর আমেরিকার অফিসের জন্য শেখ হাসিনার কাছে দরখাস্থ করবো বলে ঠিক করেছি। আপনারা সবাই সাক্ষর করলে তিনি অবশ্যই অনুমদন দেবেন। B-))

১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:১৪

ঢাবিয়ান বলেছেন: আমাদের হাকা ভাইকে তো আমি আয়ামীলীগের তথ্যমন্ত্রীর আমেরিকার অফিসের জন্য শেখ হাসিনার কাছে দরখাস্থ করবো বলে ঠিক করেছি। আপনারা সবাই সাক্ষর করলে তিনি অবশ্যই অনুমদন দেবেন। B-))

১১| ১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সড়ক আলপনা অঙ্কনে ৬৫০ জন চিত্রশিল্পী ও ২০০ জন স্বেচ্ছাসেবী কাজ করেছেন।
এখানে বিন্দুমাত্র অপচয় হয় নি।
এখানে সরকারের কোন টাকা খরচ হয় নি, স্পনসার ছিল বার্জার পেইন্ট ও একটি টেলিকম কম্পানী। তারাই সব টাকা খরচ করেছে। উশুল করবে বিজ্ঞাপনে। বোনাস হিসেবে ৬৫০ জন চিত্রশিল্পী ও ২০০ জন স্থানিয় স্বেচ্ছাসেবীর কর্মসংস্থান হয়েছে।

রং দিয়ে যে শুধু আল্পনাই আঁকা হয়েছে এটা কই পেলেন?
হাওরের চার পাশে যে হাজার হাজার বাড়ি ঘর রয়েছে তারা কি তাদের ঘরে রং প্লাস্টিক পেইন্ট করে নাই? নেতারা দেয়ালে চিকা মারে কি দিয়ে?
প্লাসটিক পেইন্টে পরিবেশ দুষন হয়?
তাহলে সারা দেশে রঙের ব্যাবহারে বিপক্ষে তিব্র আন্দোলন গরে তোলা উচিত। সারা বিশ্বে রঙের ব্যাবহার নিষিদ্ধ করা উচিত।
সেটা না করে শুধু মঙ্গল সোভাযাত্রা আর বৈশাখের আলপনার বিপক্ষে গেলে এটাই বুঝা যায় আপনে পিনাকিবাদীদের ফাঁদে পা দিছেন। আপনার উদ্দেশ্য পরিবেশ রক্ষা নয়, আপনার উদ্দেশ্য ভিন্ন, যা কোনদিন এই স্বাধীন দেশে সফল হবে না।

১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫২

ঢাবিয়ান বলেছেন: এখানে সরকারের কোন টাকা খরচ হয় নি, স্পনসার ছিল বার্জার পেইন্ট ও একটি টেলিকম কম্পানী।

ধন্যবাদ উপড়ের লাইনটির জন্য। Berger Paints Ltd is an Indian multinational paint company, based in Kolkata (সুত্রঃ wikipedia ) টাকা কারা খরচ করেছে , তা জনগনের জানা দরকার । তাহলেই সব ক্রিস্টাল ক্লিয়ার

১২| ১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৫

ভুয়া মফিজ বলেছেন: নতুন বলেছেন: আমাদের হাকা ভাইকে তো আমি আয়ামীলীগের তথ্যমন্ত্রীর আমেরিকার অফিসের জন্য শেখ হাসিনার কাছে দরখাস্থ করবো বলে ঠিক করেছি। আপনারা সবাই সাক্ষর করলে তিনি অবশ্যই অনুমদন দেবেন। B-))

এই ব্যাপারে আমার পূর্ণ সমর্থন আছে। উনার দেশে থাকার দরকার নাই, আম্রিকা থিকাই..............!!! :P

১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:১৭

ঢাবিয়ান বলেছেন: কিন্তুক আমেরিকায় কিন্তু ক্যন্ডিডেট অনেক । তাই ভোটাভুটি হইতে পারে :)

১৩| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৩

করুণাধারা বলেছেন:

গবেষণা করে দেখা গেছে, হাইওয়ে ধূসর এবং কালো রঙের শেড হলে তা দৃশ্যমানতা visibilityর জন্য সবচেয়ে ভালো হয়, পারিপার্শ্বিকের সাথে সাথে সামঞ্জস্যপূর্ণ হয় যাতে গাড়ির চালক সহজেই রাস্তায় দেয়া বিভিন্ন চিহ্ন অনুসরণ করে গাড়ি চালাতে পারে। এই ধরনের রাস্তায় উচ্চ বেগে দুই দিকে চলাচলকারী গাড়ির জন্য রাস্তার মাঝখানে সাদা দুটি সমান্তরাল দাগ দেয়া হয় তা অনুসরণ করে চালকেরা দুর্ঘটনা এড়াতে পারেন। সারা বিশ্বেই এই কালো হাইওয়ে এবং সাদা দাগের ডিভাইডারের প্রচলন আছে।

এই মাঝের দাগ ছাড়া রাস্তা অবশ্যই হতে পারে, তাতে উচ্চ গতিতে চলা গাড়ি দুর্ঘটনায় পড়ে।

এই নানা রঙের রাস্তা চালকের মাথায় এমনিতেই বিভ্রম বা বিভ্রান্তি সৃষ্টি করবে। তারপর ডিভাইডার না থাকায় আরো বিভ্রান্তি বাড়বে। এতে কি দুর্ঘটনার সম্ভাবনা বাড়লো না???

সমস্যা হচ্ছে এটা করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, সুতরাং এর ক্ষতিকর দিকের উল্লেখ করা মানেই পয়লা বৈশাখের বিরোধিতা, অর্থাৎ বাঙালির হাজার বছরের সংস্কৃতির বিরোধিতা, অর্থাৎ জামায়াত শিবির জঙ্গির সাথে সংশ্লিষ্টতা বলে ধরে নেয়া হচ্ছে। আগেও আলপনা আঁকা হয়েছে, ফ্লাই ওভারে। সেগুলো প্রশংসিত হয়েছে, কারণ সেগুলো কারো কোন ক্ষতির সম্ভাবনা আনেনি।

৯০০০ লিটার রং খরচ করে এই আলপনা না এঁকে এই রং দিয়ে নববর্ষ উপলক্ষে ঢাকা শহরের রঙ চটা বাসগুলোকে রং করে দিলে ভালো হতো।

১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:২৩

ঢাবিয়ান বলেছেন: শিক্ষায় ১৩৭ টা দেশের মধ্যে ১২৪ তম
ফুটবলে ২০৪ টা দেশের মধ্যে ১৯২ তম
বিশ্বের অবাসযোগ্য শহরের মধ্যে ঢাকা ২য়
দুর্নীতিতে ২০৪ টি দেশের মধ্যে বাংলাদেশ ৭ম
স্বাস্থ্যসেবায় ১৬৭ টা দেশের মধ্যে ১০৬ তম
সুখী দেশের তালিকায় ১৩৭ দেশের মধ্যে ১১৮ তম ।

সুতরাং পরিবেশ দুষন ঘটিয়ে, রাস্তাঘাটে এক্সিডেন্ট করার মত পরিবেশ তৈরী করে যে ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চাইবে , এতে আর আশ্চর্য্যের কি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.