নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুর প্রান্তে

নিজেকে জানার চেসটা করছি, নতুন কিছু শেখার চেসটা করছি ।

ইমরান আশফাক

নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।

ইমরান আশফাক › বিস্তারিত পোস্টঃ

দ্রুত ওজন কমাতে সকালের নাস্তায় মেনে চলুন এই ৫ টি নিয়ম !

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯



একটু ওজন বেড়ে যাওয়ার সমস্যা নিয়ে অনেকেই বিপদে পড়ে থাকেন। এবং অল্প করেই ওজন যদি বাড়তেই থাকে তাহলে তা অবশ্যই চিন্তা করার বিষয়। তাই ওজন বেড়ে যাওয়ার কথা মাথায় রেখেই প্রতিদিনের কিছু নিয়মকানুন তৈরি করে নিতে হয়

সকালের নাস্তার আমাদের ওজন বাড়ার ওপর অনেক বড় প্রভাব কাজ করে। স্বাস্থ্যকর সকালের নাস্তা না খাওয়া এবং বিশেষ করে একেবারেই নাস্তা না খাওয়া বাড়িয়ে দেয় ওজন। তাই সকালের নাস্তার ব্যাপারে কিছু বিষয় জেনে রাখা উচিত সকলের। ওজন কমাতে চাইলে সকালের নাস্তায় মেনে চলা উচিত কিছু নিয়ম।

১) ৮ গ্রাম ফাইবার রাখুন নাস্তায়

সকালের নাস্তায় এমন কিছু খাওয়া উচিত যা অনেকটা সময় ধরে ক্ষুধা নিবারন করে। এতে করে স্বভাবতই দুপুরের খাবার কম খাওয়া হবে। এবং সেকারণেই সকালের নাস্তায় বেশি রাখা উচিত ফাইবার সমৃদ্ধ খাবার। তাই সকালের নাস্তায় অন্তত ৮ গ্রাম ফাইবার রাখার চেষ্টা করুন।

২) বেশ সকাল সকাল নাস্তা করে ফেলুন

ঘুম থেকে উঠার অন্তত ১ ঘণ্টার মধ্যে সকালের নাস্তা সেরে নেয়া স্বাস্থ্যের জন্য ভালো। এটি আমাদের হজমক্রিয়া সঠিকভাবে পরিচালনা করে এবং এর প্রভাব পড়ে ওজন বাড়ার ওপর। সকালে তাড়াতাড়ি নাস্তা করে ফেললে পরবর্তীতে অনেক বেশি মাত্রায় ক্ষুধা লাগে না যা আমাদের অস্বাস্থ্যকর খাওয়া থেকে বিরত রাখে। কারণ গবেষণায় দেখা যায়, যারা সকালের নাস্তা দেরি করে খান তাদের অনেক বেশি ক্ষুধার কারণে অস্বাস্থ্যকর এবং ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বেশি।

৩) চিনিযুক্ত খাবার কম রাখুন নাস্তায়

চিনি যুক্ত খাবার সকালের নাস্তায় খেলে তা খানিকক্ষণের জন্য এনার্জি সরবরাহ করলেও কিছুক্ষণের মধ্যেই আবার ক্ষুধার উদ্রেক করে থাকে। এবং চিনিতে ক্যালরি বেশি থাকে। তাই সকালের নাস্তায় চিনিযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো।

৪) প্রোটিন সমৃদ্ধ খাবার খান

সকালের নাস্তায় প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি রাখার চেষ্টা করুন। প্রোটিন সমৃদ্ধ খাবারে ক্যালরি কম থাকে এবং প্রোটিন অনেকটা সময় ধরে পেটে থাকে বলে ক্ষুধার উদ্রেক হয় না। এতে সাধারণ ভাবেই কম খাওয়া হয় যার প্রভাব পড়ে আপনার ওজনের ওপর।

৫) কখনোই সকালের নাস্তা বাদ দেবেন না

অনেকে ভাবেন সকালের নাস্তা না খেলে ওজন কমবে। কিন্তু এটি অনেক বড় একটি ভুল ধারণা। বরং সকালের নাস্তা না খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সকালে নাস্তা না খাওয়ার কারণে আপনার ক্ষুধা অনেক বেড়ে যাবে যার ফলে দুপুরের খাবার আপনি না চাইলেও অনেক বেশি খেয়ে ফেলবেন। আর একবারে বেশি খাওয়ার কারণে ওজন বাড়বে। তাই সকালের নাস্তা কখনোই বাদ দেবেন না।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৫

নতুন বলেছেন: ৭৫ কেজিতে আটকা পড়েছি... ৬৮ এ আশা দরকার... ওজন কমতেছেই না..

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

ইমরান আশফাক বলেছেন: সকালের নাস্তা কখনও বাদ দিবেন না।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৫

রিয়াদ হাকিম বলেছেন: ঘুম থেকেই উঠি দুপুর বেলায়, সকালের নাস্তা করাই হয়না. সারারাত ঘুম আসেনা. ঘুমাতে যাই ফজরের সময়. এখন কি করি??

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

ইমরান আশফাক বলেছেন: আগে লাইফস্টাইল বদলিয়ে ফেলুন। ইশশ্, আমার যদি এইরকম একটা ফ্রি হোটেল থাকতো!

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

বাকি বিল্লাহ বলেছেন: এভাবে কি আর ওজন কমে?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

ইমরান আশফাক বলেছেন: চেষ্টা না করে কিভাবে নিশ্চিত হচ্ছেন?

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৩

খেলাঘর বলেছেন:

@রিয়াদ হাকিম,

বেকার?

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

খেলাঘর বলেছেন:

পান্তাভাত কেমন?

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

ইমরান আশফাক বলেছেন: সকালে ভাত জিনিসটা আ্যভয়েড করুন। তবে মাঝে মাঝে খেলে ব্যাপারটা খারাপ হয় না।

৬| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

পরামর্শের জন্যে ধন্যবাদ।

কিন্তু এর সব আমি এমনিতেও মেনে চলি।

লাভ নাই /:)

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১২:১১

ইমরান আশফাক বলেছেন: ধৈর্য্য ধরে মেনে চলুন, ফল পাবেন।

৭| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

এসব মানার পর কেউ যদি খুব বেশি ঘুমায় তবে ?

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৩

ইমরান আশফাক বলেছেন: নির্দিষ্ট পরিমান ঘুম সবার প্রয়োজন তবে মাত্রাছাড়া ঘুম নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.