নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর

দীপান্বিতা

দীপান্বিতা › বিস্তারিত পোস্টঃ

ইমনভাই!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪





অল্প লইয়া থাকি,তাই মোর

যাহা যায় তাহা যায়--

কণাটুকু যদি হারায় তা লয়ে

প্রাণ করে হায়-হায়।



নদীতটসম কেবলি বৃথাই

প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,

একে একে বুকে আঘাত করিয়া

ঢেউগুলি কোথা ধায়।

অল্প লইয়া থাকি,তাই মোর

যাহা যায় তাহা যায়।



যাহা যায় আর যাহা-কিছু থাকে

সব যদি দিই সঁপিয়া তোমাকে

তবে নাহি ক্ষয়, সবি জেগে রয়

তব মহা মহিমায়।



তোমাতে রয়েছে কত শশী ভানু,

কভু না হারায়ে অণু পরমাণু--

আমার ক্ষুদ্র হারাধনগুলি

রবে না কি তব পায়?

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

জুন বলেছেন: অসাধারণ শ্রদ্ধার প্রকাশ দীপান্বিতা ।
+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

দীপান্বিতা বলেছেন: এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, জুন!

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইউটিউব দেখতে পারলাম না। তাই অন্য এই সাইটে শুনলাম। কবি গুরুর গান। সুর তাই বলে। সুন্দর সুন্দর।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

দীপান্বিতা বলেছেন:

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ইমন জুবায়ের ভাইয়ের জন্মদিন টা ও এগোচ্ছে।
আজ ফেবু ইভেন্ট দেখতে গিয়ে দেখা।
মন খারাপ হয়ে গেলো ভাবতেই।

চমৎকার শ্রদ্ধাঞ্জলি।
শুভকামনা, দিদি।।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

দীপান্বিতা বলেছেন:

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

দীপান্বিতা বলেছেন:

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দিদি ইমন ভাইয়ের লেখাগুলো খুবই ভাল লাগলো,,,,,,,,তার চলে যাওয়া এখনও যে মেনে নিতে পারছি না,,,,,,,,,,,,,,,,
কবিতাটি ভী-ষ-ণ সুন্দর হয়েছে দিদি
ভাল থেক,,,,,,,,,

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

দীপান্বিতা বলেছেন:

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

যাযাবর৮১ বলেছেন:




গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৩

দুর্বার বলেছেন: আপনার বাড়ী কি শিলিগুড়ি??

আপনাদের এলাকায় ঘুড়তে আসছি মার্চের ২৩-২৫ তারিখে।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

দীপান্বিতা বলেছেন:
কেমন ঘুরলেন!...আমি আগে জলপাইগুড়ি থাকতাম, সে সব দিন খুব সুন্দর কেটেছিল......আশাকরি আপনিও খুব সুন্দর ঘুরেছেন :)

৯| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

সিজানুর রহমান বলেছেন: প্লিজ নিচের লিঙ্কটি একবার ঘুরে আসুন

Click This Link

১০| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০১

অপর্ণা বসু বলেছেন: খুব ভালো লাগলো দ্বীপান্বিতা।মনটা ভালো হয়ে গেলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

দীপান্বিতা বলেছেন:

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০

আরজু পনি বলেছেন:

:(

লেখা অনেক সুন্দর কিন্তু অনেক কষ্ট লাগছে দীপা :(

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

দীপান্বিতা বলেছেন:

১২| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

মে ঘ দূ ত বলেছেন: গানটা শুনছি। আপনার পোষ্টগুলোতে করা ইমনদার কমেন্টগুলো মনে পড়ে যাচ্ছে। মনটা বিমর্ষ হয়ে গেল।

শান্তিতে থাকুন ইমনদা।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

দীপান্বিতা বলেছেন:

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

দীপান্বিতা বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.