নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর

দীপান্বিতা

দীপান্বিতা › বিস্তারিত পোস্টঃ

কথাচ্ছলে মহাভারত - ৯৩

২৯ শে জুন, ২০১৫ সকাল ১১:০৩

[পূর্বকথা - পঞ্চ পান্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহ হলে দুর্যোধনরা ক্রুদ্ধ হয়ে তাদের হত্যার পরিকল্পনা করতে থাকে....কিন্তু ভীষ্ম, বিদুর ও কৃপাচার্যের সৎ বুদ্ধিতে ধৃতরাষ্ট্র তাদের স্বিকার করতে বাধ্য হন...]


হস্তিনায় পান্ডব আনিতে বিদুরের পাঞ্চালে গমনঃ

রাজার অনুমতি পেয়ে বিদুর আর বিলম্ব করলেন না। বহু ধন-রত্ন নিয়ে পাঞ্চালের উদ্দেশ্যে চললেন।
একে একে সবার প্রতি সম্ভাষণ করলেন। কুন্তীসহ অন্তঃপুরনারীরাও সব শুনলেন। দ্রৌপদীকে অনেক অলঙ্কার দিয়ে আশীর্বাদ জানালেন। নানা রত্নে পঞ্চভাইকে তুষলেন।

বিদুরকে দেখে দ্রুপদ খুশি হলেন। যেন সূর্যের উদয়ে কোকনদ ফুটে উঠল।
পঞ্চভাইকে দেখে বিদুর আনন্দে নয়নজলে ভাসলেন। পঞ্চপান্ডব বিদুরকে প্রণাম করলেন, বন্ধুদের কুশলবার্তা নিলেন। বিদুর সবার কুশল সংবাদ দিলেন এবং বড়দের আশীর্বাদ জানালেন।
বিদুরকে নিয়ে গিয়ে দ্রুপদরাজা মিষ্টান্ন, পকান্ন ভোজন করালেন। ভোজনান্তে সবাই সভায় বসলেন।

বিদুর দ্রুপদরাজাকে বলেন – পান্ডবরা আপনার কন্যাকে বরণ করেছে শুনে রাজা ধৃতরাষ্ট্র বড়ই আনন্দিত হয়েছেন। আপনাকেও বন্ধুরূপে পেলেন, তাই তিনি আমায় এখানে পাঠালেন। গঙ্গাপুত্র ভীষ্মও আপনার সাথে কুরুকুলের সম্বন্ধ হওয়ায় খুশি হয়েছেন। আপনার প্রিয়সখা দ্রোণ আপনাকে আলিঙ্গন জানিয়েছেন। বহুদিন সবাই পঞ্চপান্ডবদের দেখেন নি বলে বড়ই উতলা। গান্ধারীসহ সকল কুরুনারী আপনার কন্যাকে দেখতে ব্যগ্র। পান্ডবরাও বন্ধুদের দেখতে চায়। রাজা ধৃতরাষ্ট্রও চান পান্ডবরা আমার সাথে তাদের নিজ দেশে ফিরে যান।

দ্রুপদ বলেন –আমি বড়ই ভাগ্যবান। কুরু মহাবংশে আমার কুটুম্ব হল। আপনি যা বললেন বিদুর আমারও তাই মত। পান্ডবদের এবার নিজগৃহে ফেরা উচিত। জ্যেষ্ঠতাত ধৃতরাষ্ট্র পিতার সমান। তবু যদি দেখেন সেখানে বিপদ আছে তবে খান্ডবপ্রস্তে গিয়ে বসতি করতে পারে।

দ্রুপদের কথা শুনে পঞ্চপান্ডব মাকে নিয়ে রাজ্যে ফেরার জন্য প্রস্তুত হলেন।
রথে চড়ে দ্রৌপদীসহ পান্ডবরা বিদুরের সাথে হস্তিনানগরে ফিরে এলেন। পান্ডবরা হস্তিনায় ফিরছে শুনে প্রজারা আনন্দিত হল। বাল-বৃদ্ধ-যুবা দলে দলে তাদের দর্শনে আসতে লাগল। লজ্জা ভয় ত্যাগ করে যুবতীরা এলো, গর্ভবতী নারীরাও ঊর্দ্ধশ্বাসে তাদের দেখতে চললো। পান্ডবদের দেখতে হুড়াহুড়ি পরে গেল। যষ্টি ভর করে বুড়ীরাও চললো।

পঞ্চভাই জেষ্ঠতাতের কাছে গেলেন। একে একে সকলে ধৃতরাষ্ট্রকে প্রণাম করলেন।
কুন্তীসহ যাজ্ঞসেনীকে কুরুকুলনারীরা অন্তপুরে নিয়ে গেল।

ধৃতরাষ্ট্র পান্ডবদের বলেন –হস্তিনায় তোমাদের থাকা সুশোভন নয়, তাই তোমরা খান্ডবপ্রস্তে যাও। অর্ধেক রাজ্য সেখানে ইন্দ্রের সোসর(মত) ভোগ কর।
শুনে যুধিষ্ঠির সম্মত হলেন। খান্ডবপ্রস্তের উদ্দেশ্যে সবাই রওনা দিলেন। পান্ডবদের আগমনবার্তা পেয়ে যদুবর কৃষ্ণ বলভদ্রকে নিয়ে হস্তিনানগরে এলেন। কৃষ্ণও পান্ডবদের খান্ডবপ্রস্তে যাওয়ার অনুমতি দিলেন।

বলভদ্রের সাহায্যে পঞ্চপান্ডব শুভক্ষণে নগর তৈরী শুরু করলেন। প্রাচীর হল আকাশের সমান উঁচু। চারদিকে সমুদ্রের সমান খাড়ি হল। উঁচু উঁচু মনোরম মন্দির তৈরী হল। সে অমরাবতী ভোগবতী সম হল। প্রাচীরের উপরে প্রচুর অস্ত্র পূর্ণ করা হল। ভক্ষ্য, ভোজ্য, পদাতিক, প্রজাদের স্থাপন করা হল। কুবের ভান্ডার থেকে যেন ধন পূর্ণ করা হল। শুক্লবর্ণে সব গৃহ বিচিত্র শোভায় সজ্জিত হল।

ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা নগরের মধ্যস্থলে বসতি করল।
পাঠক, লেখক, বৈদ্য, চিকিৎসক, সদগোপ, বণিক, শূদ্র সকলে নগরের ভিতর অবস্থান করল।
স্থানে স্থানে নগরে বৃক্ষরোপন করা হল। পিপ্পলী(পিপুঁল), কদম্ব, আম, পনস(কাঁঠাল) বাগান, জম্বীর(জামির/গোঁড়া লেবু), পলাশ, তাল, তমাল, বকুল, নাগেশ্বর, কেতকী, চম্পক রাজফুল, পাটলি(পারুল/গোলাপ), বদরী(কুল), বেল, করবী, খদির(খয়ের), পারিজাত, আমলকী, পর্কটি(পাকুড়), মিহির, কদলী, গুবাক(সুপারি), নারকেল, সখর্জ্জুর-নানাবর্ণের বৃক্ষ চারদিকে শোভে।
স্থানে স্থানে দীঘি পুষ্করিণী তৈরী হল। সেখানে জলচর পাখিরা সর্বদা কাকলি করতে থাকে।
চারদিক দেখে দ্বিতীয় ইন্দ্রপুরী মনে হতে লাগল। নারায়ণ এর নাম ইন্দ্রপ্রস্থ[বর্তমানে নতুন দিল্লীর দক্ষিণে অবস্থিত] রাখলেন।
সেখানে পান্ডবদের স্থাপিত করলেন হরি ও হলধর(বলরাম)। তারপর তারা দ্বারকানগরী ফিরে গেলেন।

পান্ডবদের রাজ্যপ্রাপ্তি শোনে যেই জন, স্থানভ্রষ্ট স্থান পায় দারিদ্র হয় খন্ডন।
আদিপর্ব ভারত ব্যাসের বিরচিত। পাঁচালী প্রবন্ধে কাশীরাম গায় গীত।
...................................
উৎসর্গ: সকল ব্লগার বন্ধুকে
......................................
আগের পর্ব:

কথাচ্ছলে মহাভারত - ৯২ Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:০২

রিকি বলেছেন: যাজ্ঞসেনী নামটা শুনলেই কেমন জানি একটা আলাদা ভালো লাগা কাজ করে--- Five Elemental Woman এর একজন-আগুন represent করে-- যাজ্ঞসেনী/ সৈরিন্ধ্রী/ কৃষ্ণা/ পাঞ্চালী = দ্রুপদ কন্যা দ্রৌপদী।

যাজ্ঞসেনী নামটা শুনলেই কেমন জানি একটা আলাদা ভালো লাগা কাজ করে--- Five Elemental Woman এর একজন-আগুন represent করে যে-- যাজ্ঞসেনী/ সৈরিন্ধ্রী/ কৃষ্ণা/ পাঞ্চালী = দ্রুপদ কন্যা দ্রৌপদী।




বরাবরের মত ভালো লাগা রইল দিদি :) :) :) পোস্টে অনেক অনেক ভালো লাগা :)

২| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৮

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, রিকি! :)

৩| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

লালপরী বলেছেন: ভালোলাগা

০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৯

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, লালপরী!

৪| ৩০ শে জুন, ২০১৫ রাত ১২:৫৩

ডি মুন বলেছেন:
++++++

বরাবরের মতোই ভালো লাগল।
ধারাবাহিক চলুক।
ভালো থাকুন।

০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৭

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, ডি মুন!

৫| ৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

জুন বলেছেন: পড়ছি । অনেক ভালোলাগছে :)

০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৬

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, জুন! :)

৬| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১১:৫২

সরদার হারুন বলেছেন: আর্যদের সংস্কৃত ভাষায় লিখিত মহাকাব্যটি (কাশীরামের অনবাদ) যে ভাবে পোষ্ট করছেন তাতে মনে হয় আপনি মহা কাব্যটি খুব ভাল বাসেন । আপনাকে ধন্যবাদ ।

০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৪

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, সরদার হারুন!

৭| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৫৭

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধতা পরিশ্রমী প্রয়াসে!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৩

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, দীপংকর চন্দ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.