নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাবিব।বয়স ২২।বয়স যত বাড়ছে স্বপ্ন পূরণ না হওয়ার লিস্ট তত বাড়ছে :

এজজিলারেটেড উইন্ড

আমি হাবিব।বয়স ২২।বয়স যত বাড়ছে স্বপ্ন পূরণ না হওয়ার লিস্ট তত বাড়ছে

এজজিলারেটেড উইন্ড › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা যাব। বিমানে শৌচকার্য বিষয়ক পরামর্শ চাই

১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৩

ভিসা পেয়েছি,এখন আমেরিকাতে যাব।প্লেনের টিকেট কাটলেই সব কাজ শেষ।এর আগে একটি পোস্টে মোটামুটি এই সাহায্য পেয়েছি, আমেরিকাতে বদনা না থাকলে বাঙ্গালী চাহিদা ও স্বভাবের কথা বিবেচনায় কিভাবে কাজ চালাবো?

আমার প্রশ্ন,বিমানে যে এই দেড় দিন থাকব(ঢাকা-দুবাই,দুবাই-লন্ডন/ফ্রাঙ্কফুট,লন্ডন/ফ্রাঙ্কফুট-আমেরিকা) তখন যদি বদনা কিংবা টয়লেট কমোট ওয়াশার পাওয়া না যায় তবে কিভাবে কাজ চালাবো?যেটা বাঙ্গালীর জন্যে উপযুক্ত।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৯

যোগী বলেছেন:
টিসু

১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩

এজজিলারেটেড উইন্ড বলেছেন: টিস্যু বাঙ্গালীর শৌচমোছার উপযুক্ত কোন কালেই ছিলনা।বিমানে বদনাও পাব না জানি।দেড় দিন ধরে শৌচ চেপে রাখা সম্ভব নয়।আমেরিকাতে নেমে তখন শুরু হবে আরেক জ্বালা।শুরুটায় এমন হলে স্বপ্নের দেশ ত আর থাকবে না। বাঙ্গালীর উপযুক্ত প্লেনে ইউজ করব এমন কিছু বলেন।

২| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৭

ছাসা ডোনার বলেছেন: এই মনোভাব নিয়ে আপনার নিজের বাসায় বসে থাকাই শ্রেয়।

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১১

মোহাম্মদ আবদুর রহীম বলেছেন: বিমানের টয়লেটে পর্যাপ্ত মোছার জন্য কাগজ দেয়া থাকে, মোছামুছির পর ছোট প্লাস্টিকের গ্লাসে পানি নিয়ে পরিস্কার করতে হবে.. গ্লাস এবং ব্যবহৃত কাগজ প্যানে ফেলা উচিত নয়, আলাদা বিন আছে সেখানে ফেলতে হবে, কাজ শেষে ফ্লাশ করতে হবে, ফ্লাশ খুব শব্দ করে হয়, :P সবচে ভাল হয়, বিমানের ক্রুর কাছে জিজ্ঞাসা করা, চমৎকারভাবে তারা বুঝিয়ে দেয়।

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আপনি কোন এয়ারলাইন্সের টিকিট কাটবেন? এয়ার হােস্টেসের কাছ থেকে জেনে নিতে পারেন। বাংলাদেশ বিমানে হয়তো এ সমস্যাটা হওয়ার কথা না। সো ট্রাই টু বুক বাংলাদেশ বিমান টিকিট। আরেকটা কাজ করতে পারেন- সব এয়ারলাইন্সে একটা মেইল করে আপনার সমস্যার কথা লেখেন তারা ভালো সলিউশন দিতে পারবে।

৫| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৭

চুক্কা বাঙ্গী বলেছেন: ঢাকার চেইন শপগুলাতে বর্তমানে বড়দের ডায়পার পাওয়া যায়। প্লেনে ওঠার আগে পড়ে নেবেন।

৬| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৫

দিশেহারা আমি বলেছেন: বিমানে মিনারেল ওয়াটারের খালি বোতল সংগে রাখুন। ওয়াশ রুমে ডুকে পানি ভরে ব্যাবহার করুন।
বিমান বন্দরে অথবা অন্য কোথাও নিচের ছবির মতো কমোড খুজে নিন।
বিমানে মিনারেল ওয়াটারের খালি বোতল সংগে রাখুন। ওয়াশ রুমে ডুকে পানি ভরে ব্যাবহার করুন।
বিমান বন্দরে অথবা অন্য কোথাও নিচের ছবির মতো কমোড খুজে নিন।

কমোডের ঢাকনা খুলে দেখুন সাদা একটা চিকন পানির পাইপ আছে। ফ্ল্যাশ করার পর পাইপের এক প্রান্ত খুলে ফেলুন। এই পাইপ দিয়ে কয়েক লিটার ফ্রেস পানি কমোডের ট্যাঙ্কে জমা হয়।পাইপ লাইনের পানি দিয়েই আপনার কাজ সেরে ফেলুন।পুনরায় ফ্ল্যাশ করুন।পাইপটি রিপ্লেস করে ভদ্রলোকের মতো বের হয়ে যান।
ইদানিং অবশ্য প্রায় সব জায়গাই অটো কমোড লাগানো থাকে (বিমানে বাদে) কমোডে বসেই সুইচ চেপে পানির ব্যাবহার, শুকানোর জন্য বাতাসের বেবস্থা আছে।
বিমানে মিনারেল ওয়াটারের খালি বোতল সংগে রাখুন। ওয়াশ রুমে ডুকে পানি ভরে ব্যাবহার করুন।
বিমান বন্দরে অথবা অন্য কোথাও নিচের ছবির মতো কমোড খুজে নিন।
বিমানে মিনারেল ওয়াটারের খালি বোতল সংগে রাখুন। ওয়াশ রুমে ডুকে পানি ভরে ব্যাবহার করুন।
বিমান বন্দরে অথবা অন্য কোথাও নিচের ছবির মতো কমোড খুজে নিন।

কমোডের ঢাকনা খুলে দেখুন সাদা একটা চিকন পানির পাইপ আছে। ফ্ল্যাশ করার পর পাইপের এক প্রান্ত খুলে ফেলুন। এই পাইপ দিয়ে কয়েক লিটার ফ্রেস পানি কমোডের ট্যাঙ্কে জমা হয়।পাইপ লাইনের পানি দিয়েই আপনার কাজ সেরে ফেলুন।পুনরায় ফ্ল্যাশ করুন।পাইপটি রিপ্লেস করে ভদ্রলোকের মতো বের হয়ে যান।
ইদানিং অবশ্য প্রায় সব জায়গাই অটো কমোড লাগানো থাকে (বিমানে বাদে) কমোডে বসেই সুইচ চেপে পানির ব্যাবহার, শুকানোর জন্য বাতাসের বেবস্থা আছে।

৭| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪২

কোলড বলেছেন: াবডুর রাহিম ানড ডিসেহারা ামি are probably one of those assholes who leaves water marks on the toilet seat and leave the toilet paper on the floor. Economy class flight from south asia is a torture because of people like you.

৮| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার এমেরিকা যাওয়ার কি দরকার?? বদনা নিয়া শুইয়া থাকলেই পারেন... ;) :P =p~

৯| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২১

দিশেহারা আমি বলেছেন: @কোলড, ফকিরন্নির পুত, আমার কমেন্টটা ঠিকমত পরছস তো? আমি কোথাও কি বলেছি বাথরুম পানি/টিস্যু দিয়ে নোংরা করার কথা? টিস্যুতে অনভ্যস্ত একজনকে একটা সহজ বুদ্ধি দিলাম মাত্র।

আমি যতবার, যত প্রেনে ভ্রমণ করেছি তুই ওতগুলো বিমানও দেখস নাই, যত দেশ ঘুরছি এত গুলো দেশের নামও তুই জানস না, টিস্যু দিয়া গুয়া পুছতে পুছতে গুয়ার ছাল বাকল উঠে গেছে। টিস্যু ব্যাবহারে যে সাইড এফেক্ট হয় সেটা জান মাঙ্গের পো।

দুই দিনের বৈরাগী, বাতেরে কয় অন্ন।

১০| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৭

কোলড বলেছেন: ডিশেহারা: I know refugees pass through many countries and you must be one of them.

১১| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১

ইসটুপিড বলেছেন: মাধব ইন্জিনিয়ারের পোস্টে আমারে স্প্যামার ডাইক্ক্যা আসছেন দেখলাম। আপনের এইখানে আসছিলাম কাজটা কেন করছি তার ব্যাখ্যা দিতে, আইসা এই পোস্ট দেইখ্যা বুঝলাম আপনে আরেক মাল =p~ আপনের মত গাছভুদাইরে বুঝানির ক্ষেমতা আমার আছে বইলা মনে হয়না। তাও বলতাছি, অন্য কোন পোস্টে আমারে হাগতে দেখছেন? হের পোস্টে কাজটা কেন করছি, সেইটা একটু খোজ নিয়া আমারে গালি দিলে বা কান মলা দিলে ভাল করতেন। আর মনে রাইখেন যে এইটা বাংলাদেশ, এইখানে দুইজন এডাল্টের ঝগড়ায় পুরা না জাইন্ন্যা নাক গলানিটা ভবিষ্যতে বিপদ ডাইক্ক্যা আনতে পারে নিরীহ ইনসানেরও। পুরা না জাইন্ন্যা, ব্লগের বাতাস না বুইঝা ফাল পারাটা অসংখ্য রামছাগলের কমন মুভ। ক্লিয়ার??

১২| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: খুবই ফানি পোস্ট, কমেন্টস আরও মজার :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.