নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাচম্যানের খেরোখাতা

দি ফ্লাইং ডাচম্যান

© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান

দি ফ্লাইং ডাচম্যান › বিস্তারিত পোস্টঃ

নেই ভাবনার ডিঙ্গি এবং আফ্রোদিতি...

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৭




শেষ বসন্তে আমরা যেবার হারিয়ে যাবো, সেবার ঘোরলাগা ভরা পূর্ণিমার রাতে লেকের পাড়ে বসে উপচেপড়া আলোর মিছিলে যোগ দেব। ঝিঁঝিঁর একটানা আওয়াজ আর দুটো মানুষের নিঃশ্বাস! খোলা প্রান্তর বেছে নিয়ে উত্তুরে হাওয়ার পাশে বসে আকাশের দিকে অপলক চেয়ে রইলেই চাঁদটা টুপ করে নেমে আসবে ঠিক মাথার উপর..

জোনাকজ্বলা রাতের সৌন্দর্য্য উপভোগ করতে গেলে মাইলের পর মাইল সরে যেতে হবে দক্ষিণে। ভেজা বাতাসের সাথে ঘাসের গন্ধ, তোর চুলের সুবাসে মাতোয়ারা রাত। দুটো মানুষ তাদের একান্ত সময়টুকুতে সবচেয়ে সুন্দর। কোন জড়তা নেই, ক্লান্তি নেই, কষ্ট নেই, অনুযোগ নেই, আছে শুধু মুগ্ধতা আর একে অন্যের ভেতর বিলীন হয়ে যাবার আকাঙ্ক্ষা...

একেকটা মন খারাপের রাতে গাড়ি চেপে চলে যাবো অনাদি নক্ষত্ররাজির পথে। আলো দেবে সপ্তর্ষী, পথ দেখাবে শুকতারা। গিয়ারবক্সের পাশে দুটো হাতের বন্ধন বাকী অচেনা রাত আর পথের দুরত্ব হঠাত করে কমিয়ে দেবে। আরো যেতে হবে অনেকটা পথ। ভোরের দিগন্তরেখার লাইন ধরেই তো আমাদের গন্তব্য!

খুব প্রিয় কিছু অনাদী বিষন্ন গানের ভেতর আসলে আমরাই আটকে থাকি। আমাদের চোখেমুখে সকালের রোদ, প্রিয় চেনা বৃষ্টি ভর করে। ভরদুপুরে জলের বাড়ি যায় মেঘের সাম্পান। তোর চুলের রঙ, মেঘের রঙ মিশে একাকার।
ভোরের মিষ্টি রোদ এসে ঘুম ভাঙ্গানো- চোখ খুলেই পাশে প্রিয়মুখ। রোদ্দুরকণারা খেলা করে সেখানে! আঙ্গুলের ভীতু স্পর্শে এলোমেলো চুলের নাচন, সলাজ ঠোটের কাঁপন...

এককীত্ব মৌলিক নয়! জীবন মৌলিক- এইসব কাছে আসার সমীকরণ মৌলিক। একাকীত্ব আবেগায়িত, একাকীত্ব বিষন্ন। পৃথিবীর সব ভালোলাগা ওই ছোট্ট প্রিয় আঙ্গুলের বন্ধনে, চুলের গন্ধে, ঠোটের স্পর্শে।



© দি ফ্লাইং ডাচম্যান | ২০১৫

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ওটা তো আমার দেয়ার কথা! :P

২| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধতা জানবেন !

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা অভি! :)

৩| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার! মুগ্ধ পাঠ!!

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা :)

৪| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: দি ফ্লাইং ডাচম্যান ,



দুটো মানুষ তাদের একান্ত সময়টুকুতে সবচেয়ে সুন্দর।
খুব চমৎকার বলেছেন । অথচ কাছে এলে বিষন্ন গানের ভেতরই শুধু আমরা আটকে থাকি।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: দুটো মানুষ তাদের একান্ত সময়টুকুতে সবচেয়ে সুন্দর। অথচ এই ব্যাপারটা আমরা কেউ খেয়াল করিনা হয়ত! ওই সময়ের স্নিগ্ধতার স্বরুপ অন্য কোন সময় দেখিনা। তাই কাছে এলে একেকটা বিষন্ন গানের মাঝে আমরা আটকে থাকি!

ধন্যবাদ ও শুভকামনা! :)

৫| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১২

লাবনী আক্তার বলেছেন: সত্যি দারুন লিখেছেন। একরাশ মুগ্ধতা রেখে গেলাম।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা! :)

৬| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৩

জেন রসি বলেছেন: এককীত্ব মৌলিক নয়! জীবন মৌলিক- এইসব কাছে আসার সমীকরণ মৌলিক। একাকীত্ব আবেগায়িত, একাকীত্ব বিষন্ন। পৃথিবীর সব ভালোলাগা ওই ছোট্ট প্রিয় আঙ্গুলের বন্ধনে, চুলের গন্ধে, ঠোটের স্পর্শে।

চমৎকার।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা! :)

৭| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪

এস কাজী বলেছেন: উহু কঠিন কঠিন!! ভাল্লাগসে :)

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: শক্ত কঠিন, পড়তে কঠিন না জটিল/কঠিন! :P
অনেক ধন্যবাদ ও শুভকামনা! :)

৮| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৯

রিকি বলেছেন: এককীত্ব মৌলিক নয়! জীবন মৌলিক- এইসব কাছে আসার সমীকরণ মৌলিক। একাকীত্ব আবেগায়িত, একাকীত্ব বিষন্ন।

অসাধারণ। +++++++

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা! :)

৯| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়ু!!!!!!:)

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপু! :) অনেকদিন পর আমার ব্লগে! ক্যামন আছেন?

১০| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫২

হাসান মাহবুব বলেছেন: দারুণ লিখসো ইমরান। তোমার মুক্তগদ্যগুলো ইদানিং বেশ ভালো হচ্ছে। ছোটগল্প লেখার কথা ভাবতে পারো।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্বেযবাদ ভাইয়া! :) বেশ কিছুদিন ধরেই লেখার প্যাটার্ন একটু চেঞ্জ করতে চাইছিলাম। ফ্লেভার পাওয়া যাচ্ছে?
আমারও ছোটগল্প লিখতে ইচ্ছা করে আবার। তবে সাহসে কুলাচ্ছে না। আরো কিছুদিন লাই দিন দেখি চেষ্টা করব একটা B-))

১১| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৩

সুমন কর বলেছেন: চমৎকার লাগল।

৬ষ্ঠ প্লাস।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা! :)

১২| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৬

মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর লিখেছেন

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমি সুন্দরই লিখি :P
অনেক ধন্যবাদ :)

১৩| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৮

ভ্রমরের ডানা বলেছেন: আপনার ভালবাসার প্রকাশ অসাধারন লাগল। এতো সুন্দর স্বপ্নময় লেখনশৈলীর প্রশংসা কিভাবে করব বুঝছি না। অনুসরনে নিলাম।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সবসময়!

১৪| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মুগ্ধতা!!!!

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.