নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর্বলতা একটাই “শেষ না দেখে কোনকিছু ছাড়তে পারিনা”

eajulhas

“স্বাগতম, আপনার আগমনে ধন্য এ অধম। অনুসরন করার মত কিছুই নেই, যদি করেই থাকেন তবে কৃতজ্ঞ”

eajulhas › বিস্তারিত পোস্টঃ

কাবা ঘরে ঢুকতে কাতারের নাগরিকদের বাধা

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০১


পবিত্র কাবা ঘরে ঢুকতে দেয়ার ক্ষেত্রে কাতারের নাগরিকদের বাধা সৃষ্টি করা হয়েছে বলে খবর বের হয়েছে। অনলাইনে খবরটা পড়ে মনটা খারাপ হয়ে গেলো। সৌদি আরবের প্রতি যতটুকু ভালবাসা ছিল সব বিলীন হয়ে গেলো। এ ধরনের স্বেচ্ছাচারীতা সৌদির কাছ থেকে কখনও আশা করিনি।

আশ-শার্ক পত্রিকার বরাত দিয়ে কাতারের আল-জাজিরা টেলিভিশনের ওয়েবসাইট এ খবর দিয়েছে। পত্রিকাটি বলেছে, এ ঘটনার মধ্যদিয়ে সৌদি আরব ও কাতারের মধ্যকার চলমান সংকট আরো তীব্র হলো বলে মনে করা হচ্ছে।

কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দেশটির নাগরিকরা অভিযোগ করেছেন যে, তাদেরকে পবিত্র মক্কার মসজিদুল হারামে ঢুকতে বাধা দেয়া হয়েছে। কাতারি মানবাধিকার কমিশনের প্রধান আলী ইবনে শেখ আল-মারি এ ঘটনাকে মানুষের ধর্মীয় অধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

পবিত্র কাবায় ঢোকার সময় সাধারণত সৌদি কর্তৃপক্ষ কোনো ব্যক্তির জাতিসত্ত্বা বা মাজহাবের কথা জিজ্ঞেস করে না। তবে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনার পর সৌদি সরকার কাতারের নাগরিকদের কাবা ঘরে ঢোকার বিষয়ে বাধা দিল বলে খবর এল।#

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


"সৌদি আরবের প্রতি যতটুকু ভালবাসা ছিল সব বিলীন হয়ে গেলো। এ ধরনের স্বেচ্ছাচারীতা সৌদির কাছ থেকে কখনও আশা করিনি। "

-এতদিন স্বর্গে ছিলেন।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

eajulhas বলেছেন: মক্কা-মদীনা সকল মুসলমানদের জন্য। ব্যক্তিগত দ্বন্ধের কারণে একজনকে কাবাঘরে ঢুকতে না দেয়া স্বেচ্ছাচারীতা নয় কি?

২| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

প্রতিভাবান অলস বলেছেন: দুঃখজনক

৩| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

তারেক ফাহিম বলেছেন: এটি বাড়াবাড়ি হয়ে গেল না???

৪| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মোজাহিদ আলী বলেছেন: সৌদি আরবের এইসব লুইচ্ছামি নতুন কিছু না

১১ ই জুন, ২০১৭ রাত ৮:০৭

eajulhas বলেছেন: সৌদি’র এমন আচরণে মুসলিম বিশ্ব হতবাক।

৫| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:৫২

খা‌লিদ বলেছেন: বর্তমান সৌ‌দি ও নবীর ইসলা‌মে অনেক ব্যবধান আছে

১২ ই জুন, ২০১৭ রাত ৩:৩৭

eajulhas বলেছেন: খালিদ ভাই ঠিক বলেছেন।

৬| ১১ ই জুন, ২০১৭ রাত ৯:৪৬

আহা রুবন বলেছেন: সৌদিরা সব সময়ই অন্যদের প্রতি অসভ্য আচরণ করে এসেছে, এত দিন সবাই দেখেও না দেখার ভান করত।

১২ ই জুন, ২০১৭ রাত ৩:৪১

eajulhas বলেছেন: অন্যায়ভাবে কাতারের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্নের পর সৌদি সরকার বেশ সমালোচনার মধ্যে আছে।

৭| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:০২

মেমননীয় বলেছেন: বিশ্বাস করছি না, এ ধরনের পোষ্ট মানুষের অাবেক কে ব্যবহারে জন্য দেয়া হয়।

ঘটনা যদি সত্য হয় তবে ওরা ধ্বংসের খুব কাছাকাছি।

আবু জেহেলও আমাদের নবীকে(সঃ) কাবা শরীফে নামাজ পড়তে বাধা দিত না।

যখনি নামাজে বাধা দেয়া শুরু করেছিল, তখনি তার ধ্বংস অনিবার্য হয়েছিল।

৮| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: সৌদি হলো বর্বর জাতি। অসভ্য জাতি।

৯| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:৩৪

আমি চির-দুরন্ত বলেছেন: এটা নতুন কিছু নয়।এর আগে ইরানি দের হজ্জ করায় নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি । বাশারের মত ওরাও হয়ত আরবকে সিরিয়া বানিয়ে ছেড়ে দেবে।

১০| ১২ ই জুন, ২০১৭ রাত ৩:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: কেন যেন বাঘ আর মেষশাবকের গল্পের কথা মনে পরে গেল......

১১| ১২ ই জুন, ২০১৭ ভোর ৪:১২

eajulhas বলেছেন: সময় থাকলে গল্পটা শেয়ার করবেন। পাঠকরা মজা নিয়ে পড়তে পারবে। ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য।

১২| ১২ ই জুন, ২০১৭ সকাল ৮:২০

Md Arif Mridha বলেছেন: আল্লাহ অন্যায়ের বিচার করুন। আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.