নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

স্বীকারোক্তি

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯



তুমি বলেছিলে, ‘এই শেষ’

আজ থেকে ইথারে বিলীন হবে গল্পগাথা

অবশিষ্ট্য প্রেম মাথা কুটবে পারিজাতহীন কঠিন পাথরে।

পাখির কণ্ঠনালী আর জলের শরীর বেয়ে গড়িয়ে পড়বে অবহেলা

ধানক্ষেত, হলদে পাখি-----তুমি বিবর্ণ দেখবে সব!

অথচ দ্যাখো,

এই নখ, চুলের সুচাগ্রভাগ, আপাদমস্তক আজও পুরনো কথা কয়!

শরীরজুড়ে অখন্ড পাণ্ডুলিপি---গাল, চিবুক, আঙুলজুড়ে সেই রামধনু রঙ

সময়ের পায়ে হেটে যায় দিন, মাস, বছর---তবুও কি শেষ হয়?



আমি এখন বেদনাহত প্যাঁচার মতো চিরে দেই রাত্রির অন্ধকার

পথ ভুলি, পথ খুঁজি।

স্বেচ্ছা নির্বাসনে যাওয়া ঐ ঘোলাটে চাঁদের মতো

গোধূলির আবছায়ায় বেদনা ফেরি করি!

পাওয়ার বেদনা, পেয়ে হারানোর বেদনা; লাল নীল, হরেক রকম

পাথরের নিচে করুন বেদনার জল হয়ে বয়ে যাই অনিঃশেষ।

কষ্টের বেদীতে অঞ্জলি দেই

বলি ‘এইতো অলঙ্ঘনীয় প্রাপ্তি; ললাটে মেখে থাক রক্তের দাগ!’

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতায় উপমার ব্যবহার চমৎকার লেগেছে।

বিশেষ করে,

শরীরজুড়ে অখন্ড পাণ্ডুলিপি---গাল, চিবুক, আঙুলজুড়ে সেই রামধনু রঙ
সময়ের পায়ে হেটে যায় দিন, মাস, বছর---তবুও কি শেষ হয়?

আমি এখন বেদনাহত প্যাঁচার মতো চিরে দেই রাত্রির অন্ধকার


এই তিনটি লাইন মুগ্ধ করার মত।

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: এমন কিছু মন্তব্যই আমাকে অনুপ্রানিত করে দ্বিতীয়, তৃতীয়বার লিখতে

আন্তরিক ধন্যবাদ

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৬

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


‘এইতো অলঙ্ঘনীয় প্রাপ্তি; ললাটে মেখে থাক রক্তের দাগ!’

+++++++++++

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.