নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ফারুক এহসান। পৃথিবীটাকে জানতে চায়। আমার স্বপ্নের দুনিয়াতে স্বাগতম। আরেকটা কথা আমি পৃথিবীর সকল মানুষকে ভালোবাসি। তাই আপনাকেও আমি ভালোবাসি।

ফারুক এহসান

ফারুক এহসান › বিস্তারিত পোস্টঃ

আমার কলেজ জীবনের বন্ধুরা :-P :-P :-P

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

আমি আমার কলেজ জীবনটা অনেক সুন্দর কাটিয়েছি। আসলে মানুষ অতীত নিয়ে শুধু আফসোস করে বর্তমান নিয়ে অখুশি থাকে আর ভবিষ্যত নিয়ে কল্পনা করে। আমাদের কলেজটা ছিল মফস্বল এর সাধারণ কলেজ। ওখানেই আমি ইন্টারমিডিয়েট পড়েছি। আজ বিশ্ববিদ্যালয়ে এসে সেই দিনগুলোর কথা মনে পড়ছে। চলুন পরিচিত হওয়া যাক সবার সাথে :-D


ফাহিম: ফাহিম ছিল আমাদের স্কুলের ফার্স্ট বয়। প্রচন্ড ভালো ছাত্র। সবাই ভাবতো ও নির্ঘাত বুয়েট কিংবা মেডিকেল পড়বে। আমরা সবাই ওর ব্যপারে নিশ্চিত ছিলাম। কিন্তু কলেজে উঠে কয়েকদিন পরেই ও নেশায় পড়লো। সেটা হলো তাশ। দিনে দশ ঘন্টা তাশ না খেললে ওর খাবার হজম হয় না। পড়াশোনা লাটে উঠলো। অত্র অঞ্চল এর সেরা তাশ খেলোয়াড় এর নাম ফাহিম।
ইন্টারে বি গ্রেড নিয়ে পাশ করে কোথাও চান্স হলো না। শেষে প্রাইভেটে বিবিএ পড়ছে।


শান্ত: শান্তও ছিল একই রকম। প্রচন্ড মেধাবী। কলেজে উঠার কিছুদিন এর মাথায় ছাত্রদল এর রাজনীতিতে জড়িয়ে পড়লো। বেশ কয়েকবার রাজনীতি করার কারনে জেলে গেল। এস এস সিতে গোল্ডেন এ প্লাস পাওয়া ছেলেটা এইচ এস সিতে ফেল করলো। পরে এক বছর অনেক পরিশ্রম করে গোল্ডেন এ প্লাস পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।


নোমান: নোমানকে আমরা অতটা ভালো ছাত্র মনে করতাম না। যদিও এ প্লাস পেয়েছিলো তবুও অতটা বেশী কিছু মনে হয়নি। কলেজে উঠার পর ছাত্রশিবির এর সাথে জড়িয়ে পরে আমাদের সার্কেল থেকে মোটামুটি বিচ্ছিন্ন হয়ে যায় ও। ছাত্রশিবির এর কলেজ সেক্রেটারিও হয়। কিন্তু সবাই কে অবাক করে দিয়ে নোমান রাজশাহী মেডিকেলে চান্স পেয়ে ভর্তি হয়।

শিশির: শিশির এর কাহিনীও নোমানের মতই ছাত্রশিবির এর বিরাট লিডার ছিল। পরে এখন চুয়েটে পড়ালেখা করে।


রায়হান: রায়হান ছিল খুবই ভালো ছাত্রদের একজন। কলেজে উঠে ছাত্রলীগ করা শুরু করে। প্রচন্ড ক্ষমতাবান হয়ে ওঠে। সেকেন্ড ইয়ারে পড়ার সময় পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে পরে। আমাদের সার্কেল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন আমার জানামতে সরকারী কলেজে বিএসসি পড়ছে। :-( :-( :-(


মুশফিক: মুশফিক ছিল আমাদের ভিতর সবচেয়ে সুপুরুষ। তাই কলেজের প্রথম কয়েক দিনের মাঝেই প্রেমে পরলো। টানা দুই বছর দেখা যেত ও সবসময় আমাদের এক ক্লাসমেট এর সাথে প্রেম করছে। পরে মুশফিক কোথায় চান্স পায় নাই আর ওর গার্লফ্রেন্ড মেডিকেলে চান্স পাইলো। ঐ মেয়ে মুশফিককে ভুলে গেল। বেচারা ছ্যাকা খেয়ে দিওয়ানা হয়ে গেল। নেশা শুরু করতে যাচ্ছিলো। আমার পরামর্শে তাবলীগে চিল্লায় চলে গেল। এখন ও অনেক লম্বা দাড়িওয়ালা হুজুর।


রাব্বি: আমাদের কলেজে মেয়ে মহলে খুব জনপ্রিয় ছিল। বর্তমানে একটা সরকারী কলেজে পড়ে।

আমি: আমার ব্লগের নাম ফারুক এহসান হলেও আসল নাম ভিন্ন। তবে আমি পরিবার এর বাধার কারনে রাজনীতি করতে পারিনি। চেহারা খারাপ হওয়ার কারনে প্রেমও হয়নি বা নেশায় জড়ানোর সাহসও হয়নি। তাই আমার গল্পটা খুব সাধারণ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা বিষয়ে পড়ালেখা করছি। তবে অতটা ভালো ছাত্র না হয়েও আমি বেশ ভালো অবস্থায় আছি :-D :-P :-D

মাঝে মাঝে শুধু মনে হয় ইশশ সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম :-( :-( :-(

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৪

কলাবাগান১ বলেছেন: যারা এখনও মুজাহিদ কে শহীদ ভাবেন (সুত্র: বিদায়ী সাক্ষাতে যা বললেন শহীদ মুজাহিদ), তারা তো দেখাবেই (ছলে বলে কৌশলে) শিবিরের ছেলেরা ভাল আছে... নিজে যে এখন ও শিবির করেন তা আপনার এই পোস্ট দেখলে ই বুঝা যায়
বিদায়ী সাক্ষাতে যা বললেন শহীদ মুজাহিদ

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

ফারুক এহসান বলেছেন: দাদা আমি পারিবারিক সীমাবদ্ধতার কারনে কোন রাজনীতি করি না। তবে বিএনপিকে ভালোবাসি। আর ঐ লিখাটা আলী আহমদ মাবরুর এর। আমি শুধু মাত্র কপি পেস্ট করেছি মাত্র। শিবির এর ছেলেরা যে আসলেই জিনিস আপনিও সেটা স্বীকার করবেন। ধন্যবাদ @কলাবাগান১

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: আপনার ভাষ্যতে যা দেখলাম শিবিরের ছেলেগুলো ভাল মেধাবি। ছাত্রদল বা ছাত্রলীগের গুলা বিপরিত । এটা শিবিরকে ইতিবাচক ঈঙ্গিত দিচ্ছে। তাহলে এই মেধাবীরাই বুঝি রগ কাটা গ্রুপ নামে পরিচিত?

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

উচ্ছল বলেছেন: যে কোন একটা ক্লাশে মোটামুটি সবধরনের ক্যারেকটার খুঁজে পাওয়া যায়। কেউ ভালো ছাত্র, কেউ খারাপ, কেউ ফার্স্ট বেঞ্চার, কেউ লাস্ট বেঞ্চার, কেউ কবি, কেউ গায়ক, কেউ রাজনীতিবিদ, কেউ হাফলেডিস, কেউ পেটুক, কেউ খেলোয়াড়, কেউ বডিবিল্ডার, কেউ গুন্ডা, কেউ নামাজি ইত্যাদি ইত্যাদি।
সবাই জানি কে কেমন কিন্তু বলার সময় বলি- দেশের এই গ্রুপটা খুব খ্রাপ বাট আমার পরিচিতগুলান ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.