নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক চিলতে রোদ, ধুলোজির্ণ এই কনক্রিট এর শহরে জানালার কার্নিশ গলে আমার ঘরে অবশিষ্ট প্রাণ বলতে এই এতটুকুই ।

এক চিলতে রোদ

আমায় তোরা সপ্নরোগী বলিস, আমায় বলিস অভিমানী ছেলে, আমায় তোরা গান পাগলা বলে যাবি চলে একলা রাতে ফেলে ..

এক চিলতে রোদ › বিস্তারিত পোস্টঃ

হাংগেরিয়ান গোলাপ

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩

টুং টাং টুং টিং

ঘুম ভাঙ্গে

বিছানায় বসে থাকা

দাত ব্রাশ, গোছল

মাড় দেয়া সার্ট

কষে বাঁধা জুতার ফিতা

রিকশা

বাসস্ট্যান্ড

সংগ্রাম

বাসের হান্ডেল ধরে দাড়িয়ে থাকা

চাপাচাপি

কাঁধে কাঁধ

ঘাম

ধুলা

ট্রেনের সিগন্যাল

"আমড়া আমড়া"

বার টাকা ভাড়া

জ্যাম

আটটা পঞ্চাশ

আজও লেট

হাফডে বেতন গেল

বসের ঝাড়ি

নতুন আসা পয়তাল্লিশটা ফাইল

সাড়ে তিনটা

কলা আর পাউরুটি

আর এক কাপ চা

আর একটা সিগারেট

অফিসটা বড় অসহ্য লাগে এখন

হটাৎ তোমার ফোন

জরুরি কথা

সাড়ে ছটা, ধানমন্ডি লেক

টেনশন

টিক টক টিক টক

আরও সতেরটা ফাইল

কাজ

তোমার মুখ

ভয়

চোখ নতুন ফাইল আর ঘড়ির কাঁটায়

মুহূর্তগুলো এতো বড় কেন

তোমার পরীক্ষা কাল

কেন সাড়ে পাঁচটা ?

ঘড়িতে সোয়া চার

টিক টক টিক টক

আহ !

কখন পাঁচটা !

আরও একযুগ !

...

...

শাহবাগ

হাংগেরিয়ান গোলাপ

পঁচাত্তর টাকা, ব্যাপার নাহ ! তোমার অনেক পছন্দ !

শুধু হাঁটতে হবে বাকিটা পথ

বাটা সিগন্যাল

সাইন্সল্যাব

ঘামে ভেজা শার্ট

টুং টাং

রিকশায় তুমি

নাহ ! তুমি নাহ !

কে যেন হাসল !

মাথাটা গেছে

কেন তুমি সবখানে !

ধানমন্ডি লেক

ছটা আটাশ

কই তুমি !

টিক টক টিক টক

পৌনে সাতটা

টেনশন

ভয়

টিক টক, সাতটা

আর পারিনা !

কই তুমি !

মাথাটা ছিড়ে যাচ্ছে

আর খুব ভয় !

প্রবোধ, হয়ত জ্যাম

"ভাইয়া !"

তোমার ছোটভাই

নীলখাম

তিনটা শব্দ

"ক্ষমা করে দিও"

"ভাইয়া, আপুর বিয়ে"

আকাশটা চিরে গেল হটাৎ করে !

আকাশটা অনেক ভারি মনে হল

আর মাথাটা

আর শরীরটা

আর হাঁটু

নুয়ে পড়লাম ভেঙ্গে

সাড়ে দশটা

গোলাপটা লেকের পানিতে

ভাসছে

ডুবছে

ভাসছে

ডুবছে

পূর্ণিমার চাঁদ

চিকচিকে লেকের পানি

আর চিকচিকে চোখ

চটপটি-ফুচকা-বাদাম-

মানুষ - অনেক মানুষ

কেঊ জানলনা...সবার সামনে

মরে যাচ্ছি আমি

একটু একটু করে

একটু একটু করে

একটু একটু করে

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৭

অদেখা সময় বলেছেন: বাৎসরিক কোটা কি একটা?

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮

সুমন কর বলেছেন: সুন্দর।

+।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮

সজীব বলেছেন: ++++

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: অন্যরকম। ভালো লাগা রইলো।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: ইন্টারেস্টিং :)

শুভেচ্ছা :)

৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৯

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ সবাইকে ! @অদেখা সময় : নাহ, এই বছর বাত্সরিক কোঠা আর একটু বেশি !

৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২

কলমের কালি শেষ বলেছেন: অন্যরকম ভাল লাগার লেখা । পড়ে ভাল লাগলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.