নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক চিলতে রোদ, ধুলোজির্ণ এই কনক্রিট এর শহরে জানালার কার্নিশ গলে আমার ঘরে অবশিষ্ট প্রাণ বলতে এই এতটুকুই ।

এক চিলতে রোদ

আমায় তোরা সপ্নরোগী বলিস, আমায় বলিস অভিমানী ছেলে, আমায় তোরা গান পাগলা বলে যাবি চলে একলা রাতে ফেলে ..

এক চিলতে রোদ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প: করুনা

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১১

উঠোনে ছোট্ট একটি আম গাছ। বাড়ির ছোট মেয়ের অবহেলায় ফেলে দেয়া আমের উচ্ছিষ্ট তার প্রানের সঞ্চারক। মানুষের ঝাড়ু থেকে নিজেকে বাঁচিয়ে, একটি ফুল গাছের আড়ালে প্রথম ছোট্ট সবুজ কচি পাতা তার প্রানের অহংকার। ফুলগাছের সার, পানি আর জীবন্সুধা সুর্যের আলোয় অল্প কদিনেই সে বেশ বড় হয়ে উঠে। ফুলগাছের মাঝে তার ছোট্ট সবুজ শরীরের ঝলকানি এখন একটু ভালো করে তাকালেই বোঝা যায়। কিন্তু এই সৌন্দর্যই যে তার কাল হয়ে দাড়ালো। তাকে টেনে উপড়ে ফেলে উঠোনের বাইরে ছুড়ে ফেলা হলো। বড় বড় মানুষের কাছে সে অল্প একটু সাহায্য চাইল। সুন্দর এই পৃথিবী ছেড়ে যাবার জন্যে সে যে একদমই প্রস্তুত নয়। মানুষ মহান জাতি তাই তারা শুনেও শুনলোনা ছোট্ট জীবনের সে আর্তনাদ। কিন্তু বেঁচে থাকার অদম্য আশাই হয়তো তাকে হারিয়ে যেতে দিলনা।

জীবনের সাথে সংগ্রাম করে একটু একটু করে সে বড় হয়ে উঠলো। এখন বাড়ির মানুষ তার দিকে অবাক হয়ে তাকায়। তার সবুজ পাতার ভেতর দিয়ে আসা বাতাসের সংগীত তাদের বিমোহিত করে। সে তাদের ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয় আবার ঝড়ের মাঝে সমস্ত শক্তি দিয়ে মাটি আকড়ে ধরে তাদের ঘর'ও বাচায়। কিন্তু সেটা কতটুকু করুনায় আর কতটুকু ভালবাসায় তা বোঝা যায় না।

মানুষের যে এত বোঝার সময় সময় কোথায়।

- - - - -
উত্সর্গ: অর্চি আজাদ, ছোটবেলার ক্লাসের সবচে সাধারণ চেহারার সবচে অসাধারণ সৃজনশীল মেয়েটি।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৯

বাউল আলমগী সরকার বলেছেন: কল্পনা না থাকলে ভালবাসা থাক তো না
শুভ কামনা———–

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১০

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ আলমগীর ভাই

২| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

আমিনুর রহমান বলেছেন:




সৌন্দর্য বাস করে মনে !


দারুন অনুগল্প +

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১১

এক চিলতে রোদ বলেছেন: সৌন্দর্য বাস করে মনে !

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৬

মৃদুল শ্রাবন বলেছেন: গল্পের মধ্যে বেচেঁ থাকার অনুপ্রেররা পাচ্ছি।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৪

এক চিলতে রোদ বলেছেন: কৃতার্থ বোধ করছি! শুভকামনা। ভাল থাকবেন মৃদুল ভাই।

৪| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯

নাহিদ মাহমুদ বলেছেন: সুন্দর। সুন্দর।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৪

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ ! অনেক ধন্যবাদ !

৫| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২১

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর আনু গল্প ।

৬| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।

শুভেচ্ছা নিবেন :)

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৭

এক চিলতে রোদ বলেছেন: আমি ব্লগিং প্লাটফর্মে নতুন, তবে ধীরে ধীরে ব্লগের রকস্টার মানুষদের চিনতে পারছি! ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই। ভাল থাকবেন, শুভকামনা।

৭| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬

হামিদ আহসান বলেছেন: ভাল লেগেছে অণুগল্পের মূলভাবটি......................

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৭

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন, শুভকামনা।

৮| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০১

শাহরীয়ার সুজন বলেছেন: ভালো লেগেছে গল্পটা...

৯| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২

আবু শাকিল বলেছেন: গল্প অনেক সুন্দর করে সাজিয়েছেন।
চমৎকার অনুগল্প।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৯

এক চিলতে রোদ বলেছেন: :) থ্যাঙ্ক ইউ !!!

১০| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫

ডি মুন বলেছেন: বাহ, ভালো লাগল অনুগল্প। বিষাদমাখা মুগ্ধতা।

লেখককে শুভেচ্ছা।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২০

এক চিলতে রোদ বলেছেন: আপনিও শুভেচ্ছা জানবেন ! :)

১১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো লাগলো খুব।

১২| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার অনুগল্পে বিশাল কিছু ফুটে উঠা । :)

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২১

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ কলমের কালি অনিঃশেষ ! আপনার কিছু গল্প পড়েছি, দারুন !!

১৩| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩২

অর্বাচীন পথিক বলেছেন: বাহ, ভালো লাগল অনুগল্প।

শুভ কামনা

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: খুব ভালো লেগলো।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৭

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ সবাইকে গল্পটি পছন্দ করার জন্যে। আমি নতুন একদমই লেখালিখিতে, আপনাদের ভালোলাগা অনেক বড় অনুপ্রেরণা।

ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা।

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৭

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদটা এভাবে না দিয়ে সবার মন্তব্যের রিপ্লায়ে দিলে বোধহয় ভালো হত। একবার মন্তব্যের রিপ্লাই না পেলে পরে আবার মন্তব্য না করতে চাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয় :) ভালো থাকবেন।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৫

এক চিলতে রোদ বলেছেন: হা হা হা ! :D আমি আসলে এখানে নতুন মানুষ, সবকিছু বুঝে উঠতে একটু সময় লাগছে আর কি। সাজেশনের জন্য ধন্যবাদ!

ভাল থাকবেন, শুভকামনা, সর্বদা স্বাগতম !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.