নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিশাদ, আলহামদুলিল্লাহ্‌ আমি একজন সুখি মানুষ।

একজন নিশাদ

লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।

একজন নিশাদ › বিস্তারিত পোস্টঃ

আমার হারিয়ে গেছে কিছু

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪২


শুকনো পাতার স্পষ্ট ধুলোয়
ম্লান হয়েছে বন,
কখন যেন হারিয়ে গেছে মন।

কিচিরমিচির আর শুনিনা
ভেজা দুটি আঁখি,
কখন যেন হারিয়ে গেছে পাখি।

বুকটাতে আর পাল ওঠেনা
কষ্ট নিরবধি,
কখন যেন হারিয়ে গেছে নদী।

সেই হারিয়ে যাওয়ার গল্পগুলো
ছাড়ছে নারে পিছু,
বন্ধু আমার হারিয়ে গেছে কিছু।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫০

অরুনি মায়া অনু বলেছেন: কিছু নয় অনেক কিছুই হারিয়েছে। তবে লেখা ভাল হয়েছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৩

একজন নিশাদ বলেছেন: এই কিছুটাই অনেক, অনেক ধন্যবাদ উৎসাহদানের জন্য। শুভকামনা জানুন।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাই,আপনে তো দেখি বহু জিনিষের মালিক।তা না হলে এতো কিছু হারানোর পরেও বলতেছেন কিছু হারিয়েছে???!!!!
যাই হোক,লেখা ভালো লেগেছে

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৯

একজন নিশাদ বলেছেন: অজান্তে হারিয়ে যাওয়া কিছুর জন্য আফসোস করে কি লাভ বলুন, কিছুটা স্মৃতিচারণ করে সামনে এগিয়ে যাই কি বলেন, যা হারাবার তাতো গেছেই, যেটুকু অবশিষ্ট, সেটুকুই কজনার আছে বলুন। ভাললাগায় আনন্দ জানুন প্রিয় ফয়েজ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.