নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহপাক বলেন \"ঐ ব্যক্তির কথার চেয়ে ভাল কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে একজন।\"(আল-কোরআন)

ইলিয়াস বিডি

আমি এক মুসাফির

ইলিয়াস বিডি › বিস্তারিত পোস্টঃ

মাওঃ তারেক জামিল(দাঃবাঃ) ।।। বয়ান থেকে নসীহত ।।। পর্ব-১

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

হযরত হাসান বসরী(রহঃ) রাবেয়া বসরী(রহঃ)কে বিয়ের প্রস্তাব অতঃপর ৪টি প্রশ্নের সম্মুখীন >>


হযরত রাবেয়া বসরী(রহঃ) এর স্বামী মারা গিয়েছিল যৌবনে।
হাসান বসরী(রহঃ) ছিলেন সে কালেরই এক মহান ব্যক্তিত্ব। ইসলামী জ্ঞান ও বুযুর্গীর পথিকৃৎ। সে কালের বহু মানুষ তাঁর কাছে কন্যা দেয়ার জন্যে লালায়িত ছিল।

কিন্তু হযরত হাসান বসরী(রহঃ) নিজে পায়ে হেঁটে হযরত রাবেয়া বসরী(রহঃ) এর কাছে উপস্থিত হন। পর্দার আড়াল থেকে বিয়ের প্রস্তাব দেন।

জবাবে হযরত রাবেয়া বসরী(রহঃ) বলেন, আমাকে চারটি প্রশ্নের উত্তর দাও। তাহলে আমি তোমার কাছে বিয়ে বসব।
হযরত হাসান বসরী(রহঃ) বললেন, বলুন আপনার প্রশ্ন।

হযরত রাবেয়া বসরী(রহঃ) বললেন, বলো আমি কি বেহেশতি না দোযখী? হযরত হাসান বসরী(রহঃ) নীরব।

আবার প্রশ্ন করলেন রাবেয়া বসরী(রহঃ, হাশরের মাঠে যখন আমলনামা বিতরণ করা হবে তখন কেউ আমলনামা পাবে সাবনে থেকে, কেউ পেছন থেকে। বলো, আমি কোন্ দিক থেকে পাব?
হযরত হাসান বসরী(রহঃ) নীরব।

তৃতীয় প্রশ্ন করলেন রাবেয়া বসরী(রহঃ, কিয়ামতের দিন যখন আমল মাপা হবে তখন করও নেক আমলের পাল্লা ভারী হবে, কারও বদ আমলের। বলো, আমার নেক আমলের পাল্লা ভারী হবে, না বদ আমলের?
হযরত হাসান বসরী(রহঃ) নীরব।

চতুর্থ প্রশ্ন করলেন রাবেয়া বসরী(রহঃ, যখন পুলসিরাত পার হওয়ার পালা আসবে তখন কেউ তো বিদ্যুৎগতিতে পার হয়ে যাবে, কেউবা পড়ে যাবে। বলো, আমার অবস্থা কি হবে?
হযরত হাসান বসরী(রহঃ) বললেন, রাবেয়া! আপনার কোন প্রশ্নের জবাবই আমার কাছে নেই।

উত্তরে হযরত রাবেয়া বসরী(রহঃ) বললেন, হাসান! যাও, তবে আমাকে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দাও।
আমার সামনে বড় বিপজ্জনক ঘাঁটি অপেক্ষা করছে। বিয়ে করার অবসর আমার নেই।

সৌজন্যেঃ কেরানীগঞ্জ বাংলাওয়ালী মসজিদ
আলোকিত নারী
পৃষ্ঠা ১০৬

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

মাহিরাহি বলেছেন: ভাল লাগল।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:২১

ইলিয়াস বিডি বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ

২| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৫

মূল-উপদল বলেছেন: স্বয়ং আল্লাহ যখন বিবাহ করার নির্দেশ দেন, তখন বিয়ে না করতে চাওয়াটা কোন বুজুর্গী, স্বয়ং নবী করিম (স:) যখন বিয়ে করে সাংসারী হয়েছেন, স্ত্রীদের সাথে সময় দিয়েছেন যথাযথ ভাবে, এতে কি উনার বুজুর্গীর ঘাটতি ছিলো? আবু বকর, উমর, ওসমান, আলী (রাঃ) হতেও রাবেয়া বসরী(রঃ) বড় বুজুর্গ? এক হুজুর একদিন বলতেছিলো, রাবেয়া বসরী এক রাতে ৭০০ রাকাত নামাজ পড়তেন? আপনার জ্ঞ্যানে এই কথাটা কুলায়? নাকি বলবেন উনি আল্লাহর নেককার বান্দী ছিলেন তাই উনার জন্য এক রাতের দৈর্ঘ্য দশ রাতের সমান ছিলো? এইসব মিথ্যা বলে যার জন্য বলা হয় তার কি লাভ হয় আর যিনি বলছেন তার কি লাভ হয়, আল্লাহ মালুম।

৩| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৭

মূল-উপদল বলেছেন: দুঃখিত একটু টাইপিং মিসটেক হয়েছে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৯

ইলিয়াস বিডি বলেছেন: আতলামি বাদ দিয়ে নসীহত গ্রহন করুন

৪| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৯

রাসেল সরকার বলেছেন: আতলামি অর্থ কি ???

৫| ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৯

ইলিয়াস বিডি বলেছেন: আতেল + আতলামি = আমাদের দুর্দশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.