নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

আমাদের নিচু মানসিকতা

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০




২ টা গল্প বলব ,বাস্তব জীবন থেকে নেয়া । এই দুটো গল্পে আমদের নিচু মাসিকতার রুপ খুঁজে পাবেন ।

১) এক বৃদ্ধলোক অনেকগুলো কলা নিয়ে রাস্তার ধারে বসে আছেন সকাল থেকে । বেঁচাকেনা একদম হয়নি । বেঁচতে না পারলে তার পরিবারের খাবার জুটবেনা । তখন এক মহিলা আসল । জাঁকজমক পোষাক পড়া । মহিলা বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করল ," কলা কত করে।''?
বৃদ্ধ লোকটি বলল ," পাঁচ টাকা করে প্রতি পিস "।
মহিলা তখন বলল ," ছয়টা কলা পঁচিশ টাকা হলে দিন নাহলে নিবনা "।
বৃদ্ধ লোকটির এই টাকায় বেঁচলে খুব কম লাভ হবে । তারপরও তিনি ঐ টাকায় বেঁচলেন ।

মহিলা কলা কিনে লাভবান হয়েছে এই ভেবে বেশ খুশী মনেই চলে গেল ।

সন্ধ্যাবেলায় মহিলা তার বন্ধু-বান্ধব নিয়ে রেষ্টুরেন্টে খেতে গেল । খাওয়ার পর সেখানে বিল হয়েছে ৯৫০ টাকা । মহিলা ১০০০ টাকার নোট দিয়ে বাকি ৫০ টাকা টিপস দিলেন । রেস্টুরেন্টে টিপস হিসেবে দেয়া টাকাটার চেয়ে রাস্তার পাশে বৃদ্ধলোকটিকে পাঁচ টাকা দিলে তার উপকার বেশি হত । যে বেশি গরীব তাকে আমরা আরো বেশি গরীব বানাচ্ছি ।


( আমরা ঠিক একই কাজ করি প্রতিনিয়ত ,রাস্তার পাশে যত সস্থায় পারা যায় জিনিস কিনি , আর বড় বড় জায়গায় গেলে খুব উদার হয়ে পড়ি ।)


২) একজন প্রভাষক কলেজে(ইন্টারমিডিয়েট) ক্লাস নিচ্ছেন । ক্লাস নেয়ার সময় সবাইকে জিজ্ঞেস করলেন ," তোমরা কেউ কি শিক্ষক হতে চাও ?

ক্লাসে সবাই তখন নিরব ।কেউ শিক্ষক হতে চায়না ।

তখন তিনি আবার প্রশ্ন করলেন ," কে কে ইঞ্জিনিয়ার হতে চাও ''?

তখন অর্ধেকের বেশি হাত তুলল ।

তখন তিনি আবার বললেন , সরাকারি একজন কলেজের শিক্ষক আর ইঞ্জিনিয়ারের বেতন এবং সম্মান প্রায় সমান ।তারপরেও কেন কেউ শিক্ষক হতে চাওনা?

তখন একজন ছাত্র বলল ,স্যার ইঞ্জিনিয়ারের তো আলাদা ইনকামের উপায় আছে ।"

( এই শিক্ষক ব্যক্তিটি হলেন ,জনপ্রিয় শিক্ষক ও ব্যক্তিত্ব "আবদুল্লাহ আবু সাঈদ " ।


মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: নোংরা মানসিকতা শিক্ষিত অশিক্ষিত এই দুই শ্রেনীর মধ্যেই আছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

শাহারিয়ার ইমন বলেছেন: হ্যা তাতো আছেই ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

প্রথমকথা বলেছেন: মানসিকতার উপর নির্ভর। দুই শ্রেণীতে নোংরা মানসিকতার লোক আছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

শাহারিয়ার ইমন বলেছেন: যি ঠিক । আপনাকে ব্লগে স্বাগতম ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

সাইন বোর্ড বলেছেন: ভাবনা, বোধ এবং প্রকাশ ভাল । এখানে পরিবেশটাই হলো অাসল কথা, মহিলাটি হোটেল বয়কে ৫০ টাকা বকশিস দিয়ে নিজেকে বড় করতে চেয়েছে, কিন্তু ফুটপাতে কলা কেনার সময় তার মানসিকতাও ঐ পরিবেশে নেমে গিয়েছিল । অর্থনীতিতে একটা ধারণা অাছে, কোন পণ্যের উচ্চ মূল্য দ্বারাও কাষ্টমারকে অাকৃষ্ট করা হয়, এখানেও ঐ পরিবেশ, একই পণ্য মার্কেট ভেদে শুধু দামের পার্থক্য । কিছু কাষ্টমার অাছে তারা বেশি দাম দিয়ে পণ্য কিনে নিজেকে অভিজাত দেখাতে পছন্দ করে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: আপনার ব্যাখ্যাটা অর্থনৈতিক ভাষায় পারফেক্ট বাট আমাদের মূল্যবোধটাও বিবেচনায় রাখতে হবে ।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

বনসাই বলেছেন: কিসের মধ্যে কী পান্তা ভাতে ঘি!

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

শাহারিয়ার ইমন বলেছেন: বুঝলাম না ।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: দিন দিন আমাদের মন মানসিকতা নিচে নেমে যাচ্ছে।
নৈতিকতা শিক্ষার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:২০

শাহারিয়ার ইমন বলেছেন: নৈতিকতার চর্চা নেই বলে ।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

টিয়া রহমান বলেছেন: আর কখনও রেষ্টুরেন্টে বকশিষ দেবো কিনা জানি না, তবে রাস্তার ধার থেকে কিছু কিনলে দামাদামি করবো না।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:২২

শাহারিয়ার ইমন বলেছেন: যাক একজন পেলাম ,এটাই স্বার্থকতা , দামাদামি করবেন না কেন ? কিন্তু যদি বৃদ্ধ কোন লোক দেখেন কিংবা ছোট ছেলেমেয়ে যারা এইরকম বিক্রি করছে কিছু তাদের কাছ থেকে দামাদামি না করাই উচিত । এদের দেখলেই বুঝতে পারবেন কতটা অসহায় ।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: দুটোতেই রয়েছে সুশিক্ষা এবং মুল্যবোধের অভাব।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

শাহারিয়ার ইমন বলেছেন: যি ভাই ।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আ. আবু সাঈদ স্যার আমার পছন্দের মানুষ। দারুন ব্যক্তি।


আমাদের মন মানসিকতা খারাপ। তেলা মাথায় তেল ঢালি, গরীবদের ঠকাই। দিনে কয়েক ঘন্টা ফোনে প্যাচাল পাড়ি, অগুনতি সিগারেট ফুঁকি সেদিকে খেয়াল নেই, পাঁচ টাকার জন্য রিক্সাওয়ালাকে মারি।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

শাহারিয়ার ইমন বলেছেন: একদম ঠিক ধরেছেন ।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এই নিচু মানসিকতা থেকে কবে যে মুক্তি পাবে আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিরা! তবে আমরা পারি আমাদের নিজ নিজ জায়গা থেকে একটু সহানুভূতিশীল হতে দরিদ্রদের প্রতি।

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩২

শাহারিয়ার ইমন বলেছেন: যি আপু একটি সহানুভূতিশীল হলে ,হয়ত অন্য একজন ভাল থাকবে

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

অর্ক বিন মুজিব বলেছেন: আমি সাধারণত ফুটপাত থেকে কিছু কিনলে মুলামুলি করি না, বিক্রেতা যা চাই তাই দিবার চেষ্টা করি।
খাবার হোটেলে কাউকে পারতপক্ষে বকশিস দিই না, বদমাশগুলো একজনের এঁটে খাবার আরেকজনকে সার্ভ করে।
বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা উপার্জন করে ইঞ্জিনিয়াররা , এটা সত্য

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

শাহারিয়ার ইমন বলেছেন: সরকারি ইঞ্জিনিয়ারদের আয় আসলেই বেশি

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১ নং-এর ব্যপারে অফ টপিকে একটা কথা বলি। আজকাল তরুণ প্রজন্ম সিগারেট, ইন্টারনেট, মোবাইলে খরচ করে হাজার টাকার উপরে, অথচ সরকারী বিশ্ববিদ্যালয়ে যখন সামান্য বেতন বাড়ানো হয় তখন এমন তুলকালাম কান্ড করে মনে হয় যেন সোমালিয়া, ইথিওপিয়ার ছাত্র...

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১

শাহারিয়ার ইমন বলেছেন: বিশ্ববিদ্যালয়ে অনেক গরীব ছাত্র ও থাকে ।সবার কথা চিন্তা করে আন্দোলন করে ।

১২| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:

সত্যি বলতে রাস্তার পাশে যখন আমি জিনিশ কিনি যে বিক্রি করছে তাকে আগে ভাল ভাবে দেখি । কারন আমি দুটি দিক চিন্তা করি । যদি বৃদ্ধ হয় তবে দাম দর করি না ।

আবার হোটেলে খেতে গেলে সব সময় টিপস দেই না । তারা এমনিতেই অনেক টাকা বেতন পায় ।

ভাল খারাপ মিলিয়ে মানুষ । সব জায়গাতেই এটা বিদ্যামান ।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

শাহারিয়ার ইমন বলেছেন: আপনি ব্যাপারটা ভাল ভাবে ধরতে পেরেছেন

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

আখেনাটেন বলেছেন: চমৎকার দুটি শিক্ষনীয় ঘটনা তুলে ধরেছেন।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.