নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় অজানাকে জানার চেষ্টা করি, আর লেখালেখি থেকে পড়তেই বেশী পছন্দ করি

ইমদাদুল্লাহ

আমি মুসলমান, মুসলিম হিসেবে আমি গর্বিত

ইমদাদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

অসহায় মানুষের প্রতি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৬


সন্তানের প্রতি মায়ের ভালবাসা, একজন সিরিয়ান মা যে তার নিজ বাড়ী-ভিটা ছেড়ে রাস্তায় বেরিয়েছে গন্তব্য বিহীন ঠিকানার উদ্দেশ্যে, তার জানা নেই যে নিষ্ঠুর এই পৃথিবীতে তার কলিজার টুকরা নিস্পাপ মাসুম সন্তানের জন্য কোথাও একটু নিরাপদ আশ্রয় মিলবে কিনা (?)তারপরও অচেনা মনজিল পানে ছুটে চলা,আদৌ কি কোথাও মাথা গোজার জন্য সামান্য একটু নিরাপদ জায়গা মিলবে (?)
চেয়ে দেখ হে নির্বাক পৃথিবীর কঠিন হৃদয়ের মানুষেরা একজন সিরিয়ান মায়ের আপন বাড়ী-ঘর ফেলে ব্যথা ভরাক্রান্ত বিষন্ন মলিন চেহারা, নির্দয় -নির্মম এই পৃথিবীতে তার আশা-ভরসা, বেঁচে থাকার একমাত্র প্ররণা অবুঝ মাসুম দুটি সন্তান, যাদের একজন সেই অসহায় মায়ের কোলে খিলখিলিয়ে হাসছে, আর অপরজন আনমনে শিশু যার এই নিষ্ঠুর পৃথিবীর আচরণ সমন্ধে কোন অনুভূতি নেই,
এখানেও সেই একই চিত্র ভেসে উঠে চোখের সামনে একজন অসহায় সিরিয়ান মা-বাবা তাদের নিরাপরাধ নিস্পাপ -মাসুম কোমলমতি কলিজার টুকরাদের কে একটু নিরাপদ আশ্রয় দিতে কতটুকু ব্যর্থ -অপারগ,
আসলে এর জন্য কে বা কারা দায়ী? ওরা আজ রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছে কেন সামান্য একটু নিরাপদ আশ্রয়ের জন্য? হয়তো এই কেন এর জবাব পাওয়া যাবে না, সুতরাং তাই বলে আমরা যারা আজ সভ্যতার দাবী করি আর বিশ্ব শান্তির শ্লোগান তোলে সুন্দর এই পৃথিবীর আকাশ -বাতাস কে ভারী করে তুলছি, এই আমরা কি এর দায়মুক্তি পাব????

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

প্রামানিক বলেছেন: ভয়াবহ নিষ্ঠুরতা।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

মানবী বলেছেন: মানবিক ভাবনা! এই মানবিক বোধের তাগিদে এই মুহুর্তে এই মা ও শিশুর জন্য কিছু করুন যদি ইতোমধ্যে না করে থাকেন।
অন্তঃত একটি পরিবার, নাহলে একটু শিশুর মুখে আহার তুলে দিন।

ভালো পোস্টের জন্য ধন্যবাদ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

ইমদাদুল্লাহ বলেছেন: ধন্যবাদ @মানবী অসহায় মানবতার পাশে দাড়ানো উদ্ধাত্ব আহবানের জন্য

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

ইমদাদুল্লাহ বলেছেন: ধন্যবাদ @প্রামানিক আপনার মূল্যবান কমেন্টের জন্য, ভয়াভহ এই নিষ্ঠুরতা কি আমরা সৃষ্টি করিনি???? তাহলে আমরা এর প্রতিকারের উদ্যোগ গ্রহণ করছি না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.