নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় অজানাকে জানার চেষ্টা করি, আর লেখালেখি থেকে পড়তেই বেশী পছন্দ করি

ইমদাদুল্লাহ

আমি মুসলমান, মুসলিম হিসেবে আমি গর্বিত

ইমদাদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

যাত্রীরা যেন ওদের কাছে যিম্মী

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪


যাত্রীরা যেন ওদের কাছে যিম্মী
গত 27 রমজানে ঢাকা থেকে বাড়ী যাব সায়দাবাদ বাস কাউন্টারে এসে টিকিট কাটতে গিয়ে অবাক হয়ে গেলাম, চালাকচরের টিকেট 120 টাকার পরিবর্তে150 টাকা যা কিনা মঠখোলার ভাড়া, জিঙ্গাসা করাতে কাউন্টার হতে বলা হল ঈদ উপলক্ষে এ বাড়ানো হয়েছে, অগ্যতা একপ্রকার বাধ্য হয়ে 30টাকা বেশী দিয়ে টিকিট নিয়ে বাড়ী যেতে হল, কারণ আমাদের রোডে এছাড়া আর কোন বাস নেই,দু-একটা লোকাল বাস ব্যতিত,এতো গেল রোজার ঈদের আগের ঘটনা,
ঈদের ঠিক এক সপ্তাহ পর মাদ্রাসা খোলা, নতুন বর্ষে ভর্তি শুরু, অতএব খোলার প্রথম দিন ই মাদ্রাসায় হাজির থাকতে হবে অন্যথায় শেষ বর্ষে পিছিয়ে গেলে সমস্যা, ঢাকা আসতেই হবে, বাস কাউন্টারে এসে দেখি এখনো বাস মালিকদের ঈদ কাটেনি, অথচ ঈদ চলে গেলে আজ 7ম দিন পার হয়ে অষ্টম দিন চলছে, সেই একই কাহিনী 120টাকার ভাড়া 150 টাকা, কাউন্টারে কিছুক্ষণ বকবক করে চলে আসলাম, না এই বাসে ঢাকা যাব না, ভেঙ্গে ভেঙ্গে ঢাকা যাব ভাড়া বেশি লাগে তো লাগুক, অগ্যতা সি এন জি তে করে ইটাখলা, সেখান হতে সিলেট কি-বা বি-বাড়ীয়ার কোন গাড়ীতে চড়ে ঢাকায় আসলাম, এ হল আমার মত দু-একজনের নিরব আন্দোলন,যাতে ওদের কিচ্ছু আসে যায় না, এ না হয় বুঝলাম ঈদ উপলক্ষে যাত্রীদের নিকট হতে ঈদ বোনাস, কিন্তু এখন আবার মানে কোরবানী ঈদের এক সপ্তাহ পর 120 টাকার জায়গায় 140 টাকা কিসের ভাড়া?? কাউন্টারে জিঙ্গেস করলে বলা হল গ্যাসের দাম বাড়ছে, গ্যাসের দাম কত বাড়ছে? তাই বলে জনপ্রতি 20 টাকা(!)আর শুধু কি মনোহরদী পরিবহনের জন্য বাড়ছে? যাত্রীদের দু-চার জন যারাই বিচ্ছিন্নভাবে এর প্রতিবাদ জানাচ্ছে, তা কোন ফলপ্রসূর হচ্ছে না,
আর তা হওয়ার ও নয়, হবেই বা কিরে এ রোড যে মনোহরদী পরিবহন ছাড়া অন্য কোন বাস সার্ভিস নেই দু-একটা লোকাল বাস ছাড়া,

যদি কখনো কোন বাস রোডে নামানো হয়, জানি না ঠিক কি কারণে কয়েক মাসও টিকতে পারে , হয়তো একারণে ই মনোহরদী পরিবহন লিঃ এর বাড়াবাড়ী সীমা ছাড়িয়ে যাচ্ছে, যাত্রীদের সাথে হেলপার, ড্রাইভার, টিকিট মাষ্টারদের যথেচ্ছা ব্যবহার, কাউন্টার সার্ভিস হওয়া সত্ত্বেও যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী, মালামাল তোলা ইত্যাদি ইত্যাদি,
আমার মনে হয় চালাকচর -ঢাকা রোডে যদি মনোহরদী পরিবহনের সমপরিমাণ ভাড়ায় কোন নতুন বাস নামানো হয় তাহলে 90% যাত্রী মনোহরদী পরিবহন পরিত্যাগ করে সে বাসে চড়বে,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.