নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় অজানাকে জানার চেষ্টা করি, আর লেখালেখি থেকে পড়তেই বেশী পছন্দ করি

ইমদাদুল্লাহ

আমি মুসলমান, মুসলিম হিসেবে আমি গর্বিত

ইমদাদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মানবতার জন্য লড়াই অব্যাহত থাকুক

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৮


অনেকের হয়তো আমার প্রতি প্রশ্ন হতে পারে ফিলিস্তিন ও ফিলিস্তিনীদের নিয়ে লেখে কেন সামুকে কেন ভরে ফেলছি? এ দুনিয়াতে তো আরো নির্যাতিত নিপিড়ীত জাতি -গোষ্ঠী আছে? এপ্রশ্নের জবাব দেওয়া হয়তো আমার জন্য কঠিন ব্যাপার তারপরও বলছি: মানবতার জন্য লড়াই করতে হলে কোন এক জায়গা থেকে শুরু করতে হবে, ঘরে -বাইরে, দেশে বিদেশে মানবতা আজ ধুকে ধুকে হাহাকার করে আত্ম-চিৎকার দিয়ে উঠছে, বিশ্ব-ব্যাপী মানবতা আজ চরম অবহেলিত, অপরকে মেরে কিভাবে নিজে বেঁচে থাকবে তা নিয়ে ব্যতি-ব্যস্ত, অনেকটা এপ্রবাদের মত "অন্যের যা হয় হোক আমার লাভ হোক "

আমাদের বাংলাদেশের কথাই ধরা যাক, সবলদের দ্বারা দুর্বলেরা সব সময় অত্যাচারিত হয় , যা আপনার আমার চোখের সামনে সচারাচার ঘটে থাকে, কখনো হয়তো কেউ কেউ নিরব প্রতিবাদ করে কিন্তু তা কোন কাজে আসে না, এভাবে চলতে থাকলে এক সময় এ পৃথিবীতে মানবতা বলে কিছু থাকবে না, তাই আসুন আমরা সকলে যার যার জায়গা থেকে যে যার মত একটু একটু করে মানবতার জন্য লড়াই করি, এ সুন্দর বসুন্ধরাকে বসবাসের যোগ্য করে তুলি, মানবতার সেবাই আত্ম-নিয়োগ করি,
এবার আসি উপরের ছবি প্রসঙ্গে এ হল একজন ফিলিস্তিনী মায়ের আহাজারি, যার স্বপ্নের মত সুন্দর সাজানো সংসার ছিল, তার স্বামী ছিল, সন্তানাদি ছিল, বাড়ী, জমি -জমা সবই ছিল, কিন্তু আজ তার কিছুই নেই,

কোথায় গেল তার স্বামী? কোথায় এ বৃদ্ধার ছেলে সন্তান? কে বা কারা এ বৃদ্ধা মা জননীর বাড়ী -ঘর মাটির সাথে মিশিয়ে দিল? কি অপরাধ ছিল এ বৃদ্ধার? কোথায় যাবে? কার কাছে যাবে আপনা মরণাবদি মাথা গুজতে?

হয়তো এ প্রশ্নের জবাব ও তেমনি কঠিন যেমনটি আমার প্রতি প্রশ্ন ছিল যে, ফিলিস্তিনীদের নিয়ে কেন এত বেশী লেখালেখি করি?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬

আহলান বলেছেন: এর শেষ কোথায়?

২| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৫

ইমদাদুল্লাহ বলেছেন: মনে হয় যবে শেষ হবে এ পৃথিবীর জীবন মানে যে দিন এধরা লন্ড-ভন্ড হয়ে যাবে, @আহলান

৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫২

বিপরীত বাক বলেছেন: "অন্যের যা হয় হোক আমার লাভ হোক "

সফলতার মূল সুত্র। বঙ্গদেশে।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৪

ইমদাদুল্লাহ বলেছেন: শুধু বঙ্গদেশে কেন? এযে সব দেশে সবারই মূলসুত্র, আদৌ কি এই সুত্রের পরিবর্তন সম্ভব নয়???? ধন্যবাদ @বিপরীত বাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.