নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

ন্যানো ব্লগার ইমু

ঘর পোড়া গরু হয়েও সিঁদুরে মেঘকেই ভালবাসি।।

ন্যানো ব্লগার ইমু › বিস্তারিত পোস্টঃ

"সেশনজট কাব্য" (যারা জানেন সেশনজট কি জিনিস, জীবনে সেশনজটে পড়েছেন কিংবা পরার সম্ভবনা আছে তাদের জন্য) :P

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৭

সুনীল গঙ্গোপাধ্যায় -এর 'ভালবাসি, ভালবাসি' অবলম্বনে -

ধরো বছরের পর বছর আমি সেশনজটে,
দীর্ঘদীন যাবৎ আমার বিভাগে কোন ক্লাস হচ্ছে না।
তোমার বিভাগে নিয়মিত ক্লাস-পরীক্ষায় তুমি এখন এগিয়ে।
এমন অবস্থায় তোমার চেয়ে আমি দুই বছর পিছিয়ে,
এখন যদি তোমাকে বলি- ভালবাস?
তুমি কি আমাকে অবজ্ঞা করে দূরে সরে যাবে?
শিক্ষাজীবন শেষ করে বিয়ে করে ফেলবে?
নাকি আমার জন্য অপেক্ষায় থেকে বলবে?
ভালবাসি, ভালবাসি।।

(উৎসর্গঃ যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করেছেন, কিংবা করেন এবং একই ব্যাচে, একই সেশনে সম্পর্ক করেছিলেন কিংবা করেন। যারা এই সেশনজটে পড়ে নিজের স্বপ্নবালিকা/বালককে নিয়ে দেখা স্বপ্নগুলিকে পূর্ণতা দিতে পারেননি।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.