নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

ন্যানো ব্লগার ইমু

ঘর পোড়া গরু হয়েও সিঁদুরে মেঘকেই ভালবাসি।।

ন্যানো ব্লগার ইমু › বিস্তারিত পোস্টঃ

"সত্য"

২২ শে মে, ২০১৫ রাত ১:০২

তুমি নাস্তিক।
মুক্তমনা, স্বাধীনচেতা।

আমি ধর্মভীরু।
সংকীর্ণমনা, আত্মনিবিষ্ট।

যুক্তি তর্কে তুমি অগ্রগামী,
আমি ধর্মীয় ব্যাখ্যায়।

তোমার বিশ্বাস প্রাকৃতিক নিয়ম,
আমার বিশ্বাস ঈশ্বরের পরিচালন।

তুমি চেয়েছ আধুনিক অনুশাসন,
আর আমি ধর্মীয় দৃষ্টিকোন।

তারপরেও আমরা ভালবাসি, ভালবেসে যাই।
কারন বিশ্বাস-অবিশ্বাসে জন্ম নেয়া বাস্তবতা একটাই,
"সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.