নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

ন্যানো ব্লগার ইমু

ঘর পোড়া গরু হয়েও সিঁদুরে মেঘকেই ভালবাসি।।

ন্যানো ব্লগার ইমু › বিস্তারিত পোস্টঃ

"ডিম্বক"

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৯


জরায়ু ভর্তি শুক্রাণু নিয়ে ডিম্বাশয় পূর্ণ করে অবলীলায় -
ঘর্মাক্ত, ক্লান্ত, অবিশ্রান্ত শরীরে রাত্রি নামে।
বিজয়ের লক্ষ্যে ছুটতে থাকা শুক্রাণুগুলি হার মেনে যায় মাঝ রাস্তায়।
চিপা-গলির অন্ধকারে ভয়ে, আচমকায় বীর্যপাত করে চলে যায়।

গোধূলী নামলেই জিবীকা খুজে নেয় এ শহরে একদল ফেরিওয়ালা;
যৌনতার পসরা সাজিয়ে বসে এ শহরের পথেঘাটে, নাটক স্মরণী, চন্দ্রিমা উদ্যানে।
সস্তা দামের প্রশাধনী, টুকটুকে লিপস্টিকের আবেদনে পণ্য সাজায়।
দরদাম মিটিয়ে লেহন করে যায় ভাসমান খদ্দেরের দল।

ঠোলাগুলো তখনো ব্যস্ত কিছু উপরি উপার্জনে
শরীরকে দ্রুত প্রশমিত করে কেটে পড়ে সকল কামুক-কামুকী;
নেড়ি কুত্তার মতো যৌন খেলার উন্মাদনা শেষে-
পিল আর কনডমের খোসা পড়ে রয় ভ্যানিটি ব্যাগের এক কোনে।
সারাদিন কুনোব্যাঙের ন্যায় কুঠোরিতে কাটিয়ে সন্ধ্যায় -
অনিষিক্ত শুক্রাণুতে পূর্ণ হয় গর্ভাশয়।
ভারী নিতম্ব আর বক্ষ বন্ধনী সরিয়ে নিয়ে সারা রাত্রি দুঃসহ দিনানিপাত শেষে;
ভোর রাতের লোকাল বাসে ফিরে যায় পরের দিনের অবকাশে।

ভুল চাষাবাদে প্রতিদিন নষ্ট হয় একরাশ বীর্যের ডিব্বা,
আর বীর্যের ন্যায় ঘোলাটে সাদা কিছু বেঁচে থাকা দুঃস্বপ্নের স্বপ্ন,
নির্লিপ্ত ভঙ্গিতে ডিম্বাশয় পূর্ণ করে চলে
এ শহরে -
ঘর্মাক্ত, ক্লান্ত, অবিশ্রান্ত শরীরে রাত্রি নামে।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০২

সত্যের পথে আরিফ বলেছেন: অসাধারণ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.