নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

ন্যানো ব্লগার ইমু

ঘর পোড়া গরু হয়েও সিঁদুরে মেঘকেই ভালবাসি।।

ন্যানো ব্লগার ইমু › বিস্তারিত পোস্টঃ

"দাসতন্ত্র"

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৬



একবিংশ শতাব্দীতে 'দাস প্রথা'কে হয়ত ঘৃণাভরে স্মরিত হয়
তথাপি একথা চরম সত্য যে- আমি- আমরা প্রত্যেকেই দাস
দাসত্ব রহিত হয়নি, খোলশ পরিবর্তিত হয়েছে মাত্র
পুঁজিবাদী সমাজ আমাকে শোষণ করেছে, করছে।

দাসদের অবদান ইতিহাসের কোথাও স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করেনি;
অথচ সভ্যতার বিকাশে সর্বোচ্চ আত্মত্যাগ- অবদান আমরাই রেখেছি
একদা আমাদের হাত ধরেই ধরণী দেখেছিল-
সবুজের অরণ্য- বন্ধুর পথকে করেছিল পথিকের জন্য সুগম
ফসল ফলিয়ে করেছিল অন্নদান; গড়েছিল আধুনিক অকাঠামো।
আমাদের শ্রম আর আত্মত্যাগেই বিশ্বে সৃষ্টি হয়েছে আশ্চর্য!
ফারাও পিড়ামিড- মোঘল তাজমহল- রোমান কলেসিয়াম - ইনকার মাচুপিচু- ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান।

তোমরা আজ গনতন্ত্র, প্রজাতন্ত্র, রাজতন্ত্র, সৈরাতন্ত্র- যাই বলো না কেন- আসলে তা প্রজাতন্ত্রের বিবর্তন ও পরিবর্তন।

আজ আমরা কার্বন- সিলিকন যুগের আধুনিক দাস
নব্য ধারনায় যা আজ আইন- সংবিধান- হাদিস- প্রবেশিকা- পরিক্রমা; তা কি দাসত্বের নির্দেশিকা নয়?
আমরা সবাই দাস। কেউ আমলার, কেউ আইনের, কেউ যৌনতার, কেউ অর্থের, কেউ সাহিত্য- দর্শনের,
কেউ প্রযুক্তি- বিজ্ঞানের, কেউবা ধর্মের।।

ছবি কৃতঞতাঃ ইন্টারনেট

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৭

বিজন রয় বলেছেন: অনেক দিন পর লিখলেন।

ব্যতিক্রমী লেখা।

শুভকামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

ন্যানো ব্লগার ইমু বলেছেন: বিগত একটা বছর ব্লগে আসা হয়নি।

ধন্যযোগ ও শুভ কামনা।

ভালো থাকবেন :)

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৮

তাহমিদ অনি বলেছেন: ভালো

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

জেন রসি বলেছেন: আমরা সবাই দাস। আবার আমরা সবাই প্রভু।

আপনার লেখার থিমটা ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.