নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ বালক

সাধারণ বালক › বিস্তারিত পোস্টঃ

আমাদের হাতে গড়া সমাজ

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬

আজ বুড়িগঙ্গা নদীরপাড় ধরে হাটতে হাটতে গিয়ে উঠলাম পোস্তগোলা ব্রিজে,
হুম দুর্গন্ধটা কিছুটা কম ছিলো নাহলে হাঁটা যেতো না।
ব্রিজে উঠেই শুরুর দিক এর একটি ছোট সিগারেট এর দোকান থেকে ২ টি ব্ল্যাক আর ২ টি গোল্ড লিফ সিগারেট কিনলাম,
একটি গোল্ড লিফ ধরিয়ে টানতে টানতে উপরে উঠলাম,মাঝামাঝি একটি জায়গাতে এসে,রেলিং এর সাথে ঠেসে দাড়িয়ে সিগারেট টানছি ..
অনেক মানুষ যাওয়া আসা করছে। যে যার গন্তব্যে ছুটছে।
এতক্ষনে আর একটা গোল্ডলিফ এর শেষ পরযায়,নিজেও নিজের গন্তব্য নিয়ে চিন্তায় মগ্ন এমন সময় চোখ আটকালো দুইটা পিচ্ছির উপর। বয়স ৬/৭ হবে, পিচ্ছি দুটো কি নিয়ে যেনো কথা বলে নিজেরা খুব হাসাহাসি করছিলো।
ওদের হাসিটা অসাধারণ ছিলো।

তখন খুব লজ্জা লাগছিলো নিজের কাছে,
আমরা ওদের জন্য কি রেখে যাচ্ছি,
দুর্গন্ধময় নদী?
ধূমপান এবং নেশায় আকৃষ্ট একটি সমাজ?
প্রাকৃতিক ঐশ্বর্যে ভরা একটি দেশকে দালান কোঠার নগরী বানিয়ে?
পরীক্ষার আগে প্রশ্নপত্র বের হওয়া একটি শিক্ষাব্যবস্থা??

বাহ! কতো সুন্দর একটি দেশ ওদের জন্য তৈরি করছি আমরা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.