নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ বালক

সাধারণ বালক › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা সবার প্রাপ্য

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১১

টুকিটাকি কাজ ছিলো। তাই আজ জেতে হয়েছিল নিউ মার্কেটে,যদিও মার্কেট টি নতুন না তবুও কেনো এমন নাম এইটা ভাবতে ভাবতেই হেটে আসছিলাম নীলক্ষেত মোড় থেকে কাঁটাবন এর দিকে,গন্তব্য শাহাবাগ। শাহাবাগ থেকে বাসে উঠবো।
কিন্তু কাঁটাবন এসে মাছের দোকানে থমকে দাঁড়ালাম,মাছের দোকান মানে ওই যে একুরিয়ামে যে বিভিন্ন বাসা-বাড়ি এবং অফিসে পালা হয়। পাশেই পাখির দোকান।এই পাখি মানেও ওই যে খাঁচায় পুষার পাখি।
দেখতে খুবি সুন্দর, একেকটা মাছ একেক রঙ এর,একেক ধরনের, একেক প্রজাতির।
এদিক থেকে ওদিক ছুটা-ছুটি করছে,
আর একুরিয়াম গুলোও খুব সুন্দর ভাবে সাজানো। ছোট পাথর,২/১ টা ছোট গাছ,
আবার একটু পর পরই খাবার দিচ্ছে।
মাছ গুলোর জন্য যেনো জান্নাত এর মতো।
পাখি গুলোর দিকে তাকালাম,
ওদের খাচা গুলোও সুন্দর করে রঙ করা। খাবার তো যেন ফুরতেই চায় না।
নাহ দেড়ি হয়ে যাচ্ছে,আবার হাঁটা শুরু করলাম, সিগারেট ধরাতে মন চাইলো কিন্তু ২দিন আগে প্রতিজ্ঞা করেছি।
হাটছি আর হাটছি ...
মাথায় হঠাৎ একটা কথার প্রবেশ ঘটলো,
আচ্ছা কোনো এলিয়েন যদি আমাকে ধরে নিয়ে যায় তাদের গ্রহে,
এবং তারা সেখানে আমাকে সব সুখের জিনিসই দিচ্ছে
যেমনঃ আসবাব-পত্র, খাবার-দাবার, আমার প্রয়োজনীয় অক্সিজেন, থাকার জন্য অনেক উন্নতমানের ভালো একটি ঘর, সবই দিচ্ছে যা একজন মানুষের প্রয়োজন, শুধু একটা জিনিসই দিচ্ছেনা সেটা হচ্ছে স্বাধীনতা, তখন আমার কেমন লাগবে!!!
ভাবতেই গাঁ শিহরে উঠলো। আর বেশি কিছু ভাবতে পারলাম না, নিজের অজান্তেই চোখের কোণে জল চলে আসলো,
জলের ফোঁটা টা মুছেই বাসে উঠে পরলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.