নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জল কাব্যে ভ্রমরের ডানা -

২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮


ভ্রমরের ডানা জানি ছোঁয় পুষ্প দল
দলে দলে ফুটে তারা নিশি ভেজা প্রাতে
অতঃপর ঝরে, পড়ে মালিনীর হাতে
মালা হয়ে ভাবে ফুল, প্রেমীদের কথা।
ভ্রমরের ডানা নামে কবি ছোঁয় জল
জল কাব্য রচে কত প্রাত দিবা রাতে
সাগরের ঢেউ কত দোলে আঁখি পাতে
স্মৃতিময় হয়ে থাকে তারা সব তথা।
জল কল কোলাহল কল কল করে
নদী বলে সব জল সাগরেরে দেব।
মালি বলে ঝরে ফুল ঝরে ফুল ঝরে
সব ফুল নিয়ে আমি মালা গেঁথে নেব।
ভ্রমরের ডানা দোলে দু’রকম বায়
ফুল দল জল কল ভুলে মন তায়।

# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১১

ভ্রমরের ডানা বলেছেন:

এ এক অপূর্ব অনুভূতি, অফুরান কাব্য প্রেরণা!


অনেক অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর সনেট আমাকে উপহার দেবার জন্যে সুপ্রিয় লেখক। কবিতাটি প্রিয়তে নিতে ভুল করলাম না।

আপনি আরো অনেক অনেক সনেট লেখুন। দুর্দান্ত সনেট গুলোকে কাব্য পাতায় তুলে আমাদের সকলকে আরো আলোকিত ও উদ্ভাসিত করুন। সেই কামনা রইল।

সুমহান আল্লাহর কাছে আপনার সুস্থ সমৃদ্ধ জীবন ও দীর্ঘায়ু কামনা করছি। ভাল থাকুন নিরবধি!

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্য ঠিক আপনার কবিতার মতই হলো। এ যেন এক সাগর সুন্দর ঢেউ খেলে অবিরাম। পাড়ে এসে আছড়ে পড়ে আবার ফিরে চলে এবং ফিরে আসে বার বার। ভালো লাগার পরিমাণ নির্ণয় করতে না পেরে এখানেই খান্ত দিলাম।

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৪

অরুনি মায়া অনু বলেছেন: ভ্রমরের ডানা সত্যিই চমৎকার লেখেন। ধন্যবাদ আপনাকে সহব্লগারকে অনুপ্রাণিত করার জন্য।

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিড়াল বাচ্চাটা কি শেষ পর্যন্ত কোল থেকে নামানো হবেনা?

৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮

আসিক ইসলাম বলেছেন: বাহ চমৎকার হয়েছে কবিতা খানি , ভাল লাগা রইলো

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:০২

চঞ্চল হরিণী বলেছেন: ভ্রমরের ডানার জন্য অনেক ভালোবাসার প্রকাশ। খুব উৎসাহব্যঞ্জক লেখা এবং লেখাটা সত্যি ভালো হয়েছে। অভিনন্দন আপনাকে এবং ভ্রমরের ডানা দুজনকেই। শুভেচ্ছা।

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভ্রমরের ডানার সাথে আমার তুলনা চলেনা। তিনি অনেক উঁচুমানের লিখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.